PUBG সহ ভারতে বন্ধ হয়েছে আরও ১১৮ টি চীনা অ্যাপ

প্রতিবেশী দেশ গুলোর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও জাতীয় সুরক্ষার উদ্বেগ বাড়তে থাকলে ভারত নতুন করে আরও ১১৮ টি চীনা অ্যাপ ব্লক করেছে।

অ্যাপ গুলোর মধ্যে ছিল বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় গেম PUBG। গেমটি প্রকাশ করেছিল চীনা Tencent কোম্পানি। গেমটি ব্লক হবার পর Tencent এর স্টক কমে গেছে ২ % এর মত।

এই ব্লকটিতে উল্লেখযোগ্য কিছু অ্যাপের মধ্যে ছিল মেসেজিং সাইট, WeChat Work সার্চ ইঞ্জিন Baidu, এবং Alibaba এর পেমেন্ট অ্যাপ Alipay।

ভারতের Ministry of Electronics and Information Technology, একটি বিবৃতিতে জানিয়েছে এই সিদ্ধান্তটি ভারতীয় সাইবার স্পেসের সুরক্ষা নিশ্চিত করবে।

চীনের বাণিজ্য শিল্পের মুখপাত্র Gao Feng এই সিদ্ধান্তের নিন্দা করেছেন এবং ভারতকে তার ভুল সংশোধন করতে বলেছেন।

রিসার্চ ফার্ম Top10VPN এর Samuel Woodhams একটি অনলাইন নিউজ পোর্টাল এর সাক্ষাৎকারে জানিয়েছে, এই ধরনের নিষেধাজ্ঞা সাইবার নিরাপত্তা থেকেও বেশি অনুপ্রাণিত হয়েছে ভু-রাজনৈতিক বিষয় গুলোর জন্য।

তিনি আরও জানান এই নিষেধাজ্ঞার ফলে ডেভেলপাররা ক্ষতিগ্রস্ত হবে এবং ইউজাররা VPN ব্যবহার করে ব্লক করা আপ গুলো ইউজ করতে চাইবে।

এর আগে ভারতে ব্যান করা দেশটির অন্যতম জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম TikTok। এ নিয়ে তিনবার এই ধরনের নিষেধাজ্ঞা এসেছে। ধারণা করা যায় আসছে দিন গুলোতে এই ব্যানের লিস্টে নতুন আরও অ্যাপ যুক্ত হতে পারে।

-
টেকটিউনস টেকবুম - ৫ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস