মাইক্রোসফট প্যাটেন্ট করx200dতে যাচ্ছে মাল্টি ল্যাংগুয়েজ কিবোর্ড প্রযুক্তি

সম্প্রতি জানা গেছে মাইক্রোসফট তৈরি করতে যাচ্ছে মাল্টি ল্যাংগুয়েজ কিবোর্ড।

সাধারণ ভাবেই সিঙ্গেল লে-আউট কিবোর্ডে ভিন্ন ল্যাংগুয়েজে টাইপ করা বেশ বিরক্তিকর এবং ঝামেলার। আর এই ঝামেলা দূর করতেই মাইক্রোসফট একটি কিবোর্ড কে প্যাটেন্ট কর‍তে যাচ্ছে যার মাধ্যমে ইউজাররা পাবে ভিন্ন ভিন্ন ল্যাংগুয়েজ।

জানা গেছে নতুন এই প্রযুক্তিতে মাইক্রোসফট, কিবোর্ডের প্রতিটি বোটমের নিচে প্রিজম যুক্ত করবে। প্রিজম গুলো চারটি ভিন্ন আলোক রশ্মির মাধ্যমে বাটন গুলোতে প্রতিফলিত হবে।

একটি অক্ষর প্রদর্শনের জন্য কিবোর্ড, অক্ষর আকারের একটি আলো প্রদর্শন করে। আলোক রশ্মি গুলো বাটন গুলোর নিচে প্রতিফলিত হয়ে অক্ষর গুলো দেখা যাবে।

আলোক রশ্মির মাধ্যমে অক্ষর গুলো প্রদর্শিত হয় বলে যেকোনো অক্ষর শো করানো যায়।

যদি কেউ তার কিবোর্ড ইংলিশ থেকে জার্মান লে-আউটে নিতে চায় তাহলে কিবোর্ডের লাইট গুলো ইংলিশ থেকে জার্মানে ক্যারেক্টারে পরিবর্তিত হবে।

যেহেতু প্রতিটি প্রিজমের ৪ টি আলোক রশ্মি আছে সুতরাং একজন ইউজার একটি বাটনে চারটি ভিন্ন ভাষার অক্ষর প্রদর্শন করতে পারবে। ইউজাররা চাইলে তিনটি কিবোর্ড লেআউট এক সাথেও প্রদর্শন করতে পারবে।

তবে মাইক্রোসফট এখন পর্যন্ত শুধু মাত্র এই প্রযুক্তিটি নিজেদের নামে প্যাটেন্ট করবে বলে সিদ্ধান্ত নিয়েছে, এখনো কাজ শুরু করে নি বা কিবোর্ডটি বাজারেও আসে নি। আর প্যাটেন্ট করা হলেই এটি মাইক্রোসফট তৈরি করতে পারে এমনটিও নিশ্চিত নয়।

যদি মাইক্রোসফট এই কিবোর্ড উৎপাদন শুরু করে তবে আশা করা যায় এটি বিভিন্ন ভাষাকে এক কিবোর্ডে আর সহজে একীভূত করবে। ইউজাররা ভিন্ন ভাষায় টাইপিং এর ক্ষেত্রে আরও সুবিধা পাবে।

-
টেকটিউনস টেকবুম - ২ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস