সম্প্রতি অ্যান্টি ট্রাস্ট শুনানিতে অংশ নেয়া Jeff Bezos, তার এক সাক্ষ্যতে বলেছেন, সোশ্যাল মিডিয়া গুলো উপদ্রব ধ্বংসের মেশিন।
শুনানিতে রিপাবলিকান Jim Jordan, ক্যান্সেল কালচার নিয়ে চার নির্বাহীকে প্রশ্ন করলে এই ধরনের মন্তব্য করেন Jeff Bezos। এখানে বলে রাখা ভাল ক্যান্সেল কালচার হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে কোন পাবলিক ফিগারের বক্তব্যর বিরুদ্ধে কথা বলা।
Jim Jordan তার প্রশ্নে New York Times এর সম্পাদক Bari Weiss এর পদত্যাগের কথাও উল্লেখ করেন। যখন জুলাইয়ের মাঝামাঝি সময়ে টুইটারের একটি বক্তব্যে ব্যাপক সমালোচিত হবার পর নিজের দায়িত্ব থেকে সরে যান Bari Weiss।
ক্যান্সেল কালচার সম্পর্কে প্রশ্ন করা হলে মার্ক জাকারবার্গ জানান তার প্রতিষ্ঠান মুক্ত মত প্রকাশে বিশ্বাসী, এবং Apple এর CEO, Tim Cook বলেন অনলাইনে ক্যান্সেল কালচার সবসময় উপকারী।
বেশ কয়েকদিন ধরে দারুণ আলোচনায় ছিল চার প্রধান নির্বাহী কর্মকর্তার এই অ্যান্টি ট্রাস্ট শুনানিটি। যেখানে তদন্ত করা হচ্ছিল প্রভাবশালী এই কোম্পানি গুলো তাদের একচেটিয়া প্রভাব বজায় রাখতে, ব্যবসায় পরিচালনায় অবৈধ এবং বেআইনি পন্থা অবলম্বন করছে কিনা।
তবে শুনানিতে অংশ নেয়া প্রতিনিধিরা একটা সময় মূল উদ্দেশ্য ভুলে গিয়ে, কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদের ইউজার প্রাইভেসি, নির্বাচন হস্তক্ষেপ, এবং ক্যান্সেল কালচার নিয়ে প্রশ্ন করেন।
-
টেকটিউনস টেকবুম - ২০ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 470 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।