অন্যতম AI স্টার্ট-আপ Plum, সম্প্রতি ১০ মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ করেছে

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

অর্থ ব্যবস্থাপনা স্টার্ট-আপ Plum যা ২০১৭ সালে Victor Trokoudes এবং Alex Michael প্রতিষ্ঠা করেছিল, সম্প্রতি ১০ মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ করেছে।

নতুন রাউন্ডটিতে নেতৃত্ব দিচ্ছে জাপানের Global Brain এবং European Bank for Reconstruction and Development (EBRD)। আগের বিনিয়োগকারী হিসাবে এখানে ফান্ডিং করেছে VentureFriends একই সাথে যুক্তরাজ্য সরকারের ভবিষ্যৎ তহবিলের অংশ হিসাবে আরও যুক্ত হয়েছে ২.৫ মিলিয়ন পাউন্ড।

সবমিলিয়ে Plum এর সর্বমোট তহবিল দাঁড়িয়েছে ১৯.৩ মিলিয়ন ডলার।

Plum এর CEO,  Victor Trokoudes, বলেন এই COVID-19 মহামারীতে অর্থ ব্যবস্থাপনা গুলো আলোচনায় আছে এবং আমরাও চেষ্টা করছি গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে।

Plum আসলে, ব্যক্তিগত অর্থের মুল অংশ গুলো স্বয়ংক্রিয় করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যেমন, সঞ্চয়, বিনিয়োগ, বিল পরিবর্তন।

কোম্পানিটি নতুন তহবিলের মাধ্যমে ফ্রান্স এবং স্পেনে ভৌগোলিক ভাবে প্রসারিত হবে একই সাথে গ্রাহকদের পেনশন স্থানান্তরিত করার সুযোগ দেবে।

সংস্থাটি জুনে জানায়, ২০২০ সালের জানুয়ারি থেকে গ্রাহকের সাশ্রয় পাঁচ গুন বৃদ্ধি পেয়েছে এবং অ্যাপের মাধ্যমে ইউটিলিটি সুইচিং বৃদ্ধি পেয়েছে ১৬৩%।

-
টেকটিউনস টেকবুম - ৫ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস