অন্যতম বিট-কয়েন এক্সচেঞ্জ সার্ভিস Coinbase জানিয়েছে, টুইটারের বিট-কয়েন কেলেঙ্কারিতে তারা প্রায় ২৮০, ০০০ ডলার হ্যাকারদের কাছে যেতে বাধা দিয়েছে।
কিছু দিন আগে হ্যাকাররা হ্যাক করে ভেরিফাইড কিছু Twitter একাউন্ট। এখানে ছিল Barack Obama, Joe Biden, Elon Musk, Bill Gates, এবং Kim Kardashian সহ আর কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এবং Apple, Uber এর মত কিছু কোম্পানির Twitter একাউন্ট।
একাউন্ট গুলো হ্যাক করে হ্যাকাররা ওইসব আইডিতে বিট-কয়েনে ডোনেশন চেয়ে টুইট করে। নিচে বিট-কয়েন Wallet এর এড্রেসও দিয়ে দেয়।
গত শুক্রবার Twitter জানায় এই হ্যাকিং এর ঘটনায় ১৩০ টি একাউন্ট প্রভাবিত হয়েছে এবং এই ধরনের টুইট খুব কম সংখ্যক একাউন্ট থেকেই করা হয়।
Twitter একটি ব্লগ টিউনে জানায়, এখন পর্যন্ত আমরা জানি তারা ১৩০ টি একাউন্ট টার্গেট করেছিল এবং এর মধ্যে টুইটারের ইন্টারনাল টুল ব্যবহার করে ৪৫ টি একাউন্ট এর পাসওয়ার্ড রিসেট করা হয় যা ব্যবহার করে টুইট গুলো করা হয়েছিল"।
Coinbase এর Chief Information Security Officer, Philip Martin জানান, ১৪ জন Coinbase ইউজার প্রায় ৩০০০ ডলার লেনদেন করার সাথে সাথে আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়ে সেই এড্রেসটি ব্লক করেছি এবং আরও ১০০০ জন ইউজারকে এমন লেনদেন করতে বিরত করেছি। আমরা বেশ কয়েকটি টুইটার একাউন্ট থেকে সন্দেহজনক টুইট দেখেই সতর্ক হয়ে গিয়েছিলাম।
এদিকে টুইটারের এই বিট-কয়েন কেলেঙ্কারি OG নামক হ্যাকার গ্রুপের হাত আছে বলে ধারনা করছেন বিশেষজ্ঞরা।
সাংবাদিক জানান, টুইটার একাউন্ট গুলো হ্যাক হবার আগে কিছু OG একাউন্ট ও হাইজ্যাক হয়েছিল।
Twitter বিভিন্ন সময় এই হ্যাকিং সম্পর্কে ধরনা দেবার চেষ্টা করেছে। তারা এটিকে সমন্বিত সামাজিক ইঞ্জিনিয়ারিং আক্রমণ বলেছে। এর অর্থ হ্যাকাররা নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করে টুইটারের এক্সেস নিয়েছে। তারা টুইটারের কিছু কর্মীকে বিভিন্ন ভাবে বিভ্রান্ত করে টুইটারের ইন্টারনাল এক্সেস নিয়েছে এবং পরবর্তীতে একাউন্ট গুলো হ্যাক করেছে। টুইটার জানিয়েছে এমন পরিস্থিতি যা আর না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নিয়েছে।
এই ঘটনাটির পর FBI ও বিষয়টিকে তদন্ত করে দেখছে।
অনেক বিশেষজ্ঞ বলছে এই হ্যাকিংটি আরও ভয়াবহও হতে পারতো। ইউজার সিকিউরিটি নিয়ে কাজ করা অন্যতম ব্যক্তিত্ব Luis Corrons বলেন, "আমি তাদের এই বিট-কয়েন কেলেঙ্কারির পেছনের উদ্দেশ্যটি কল্পনা করতে পারি, তারা হয়তো কিছুটা শো অফ, মনোযোগ আকর্ষণ করা এবং পকেট ভর্তি টাকা পাওয়ার জন্য এই কাজটি করেছিল"।
-
টেকটিউনস টেকবুম - ৩ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।