বিটলের পিঠে রাখা যাবে GoPro এর মত ক্যামেরা, ওজন মাত্র ২৪৮ মিলিগ্রাম

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

বিজ্ঞানীরা সাফল্যের সাথে বিটলের পিঠে বহনযোগ্য একটি ক্ষুদ্রাকৃতির ওয়ারলেস ক্যামেরা তৈরি করেছেন।

গত ১৫ জুলাই বিজ্ঞানীরা প্রথম তাদের গবেষণা Science Robotics এ প্রকাশ করেন। তাদের তৈরি ক্যামেরাটির ওজন মাত্র ২৪৮ মিলিগ্রাম যা বিটলের পিঠে থেকে ৬০° ঘুরিয়ে সাদাকালো ভিডিও করতে পারবে এবং এটি ১২০ মিটার পর্যন্ত ব্লুটুথ দিয়ে স্মার্ট-ফোনে কানেক্ট হতে পারবে।

তাদের যখন জিজ্ঞাস করা হয় কেন GoPro এর মত ক্যামেরাটি এটি বিটলের জন্যই বানানো হয়েছে, তারা জানায় সাইন্স ফিকশন মুভি থেকে অনুপ্রাণিত হয়েই তাদের এই ছোট রোবটিক্স প্রযুক্তির আবির্ভাব। গবেষক দলটি Vikram Iyer এর নেতৃত্বে ২০১৮ সাল থেকে কাজ করছিল।

যেহেতু স্মার্ট-ফোনের ক্যামেরা আরও ছোট এবং হার্ডওয়্যার গুলো বড় বিটের সাথে সংযুক্ত এই অর্থে এগুলোকে আবার ওয়্যারলেস বলাও যায় না।

Vikram Iyer বলেন, "স্মার্ট-ফোনের ক্যামেরা গুলো ছোট হলেও সেখানে ব্যাটারি বা অন্যান্য হার্ডওয়্যারের জন্য সেটা বেশ বড় মাপের হয়"।

তিনি আরও বলেন ক্যামেরা গুলো ছোট করা রোবটিক্স প্রযুক্তিতে অগ্রণী ভূমিকা রাখতে পারে।

Vikram Iyer, তার বক্তব্যে বলেন, সব ধরনের রোবটিক্স সিস্টেমে ভিশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ড্রোন বা গাড়ি গুলো যেখানে যথেষ্ট পাওয়ার সাপ্লাই আছে সেখানে ক্যামেরা গুলো সহজে সেট করা গেলেও, যখন কোন ছোট ডিভাইসে এটি স্থাপন করার পরিকল্পনা করা হয় তখন তা চ্যালেঞ্জিং হয়ে উঠে। ছোট ডিভাইসে ক্যামেরা স্থাপনের ক্ষেত্রে ওজন এবং ব্যাটারির বিষয়টি ভাবীয়ে তুলে। সুতরাং আমাদের এই প্রযুক্তি ছোট রোবটিক্স প্রযুক্তিতেও দারুণ কাজ করতে পারবে।

তিনি জানান জীবন্ত পোকামাকড়ে ক্যামেরা গুলো স্থাপন অন্যরকম সুবিধা দিতে পারে। যেমন পোকামাকড় গুলো যেহেতু নিজের শক্তি সঞ্চয় করতে পারে সুতরাং তারা কয়েক ঘণ্টা ঘুরে বেড়াতে পারবে এবং স্মার্ট ফার্ম গুলো থেকে ডেটা কালেক্ট করতে পারবে।

গবেষণায় বিটল ব্যবহার প্রসঙ্গে বিজ্ঞানীরা বলেন, এগুলো সহজের শক্তি সঞ্চয় করতে পারবে এবং কাউকে কামড় দেবে না৷ তারা Asbolus Laevis এবং Eleodes Nigrina নামের দুই প্রজাতির বিটল ব্যবহার করেছেন ক্যামেরা গুলো বহনের ক্ষেত্রে।

সর্বশেষ তারা জানায়, ''আমরা এটি অন্যান্য পোকা মাকড়ের উপরেও এটি রাখার পরিকল্পনা করছি যদি তারা ওজন বহন করতে পারে। আমরা কিছু ছোট পাখির উপরেও এটি রাখার পরিকল্পনা করছি যদিও পাখিরা বেশি ওজন বহন করতে পারে না''।

-
টেকটিউনস টেকবুম - ৩১ জুলাই ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস