ফেডারেল কর্মীদের সরকার প্রদত্ত ডিভাইসে নিষিদ্ধ করা হচ্ছে TikTok

মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের একটি কমিটি, আসছে সপ্তাহে রিপাবলিকান সিনেটর Josh Hawley এর একটি বিলে ভোট দেওয়ার কথা বলেছে। বিলটি ফেডারেল কর্মীদের সরকার প্রদত্ত ডিভাইসে TikTok ব্যবহার নিষিদ্ধ করবে।

সিনেট হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড গভর্নমেন্টাল অ্যাফেয়ার্স কমিটি 22 জুলাই তার শুনানিতে বলেছে সরকারি ডিভাইসে TikTok থাকবে না।

TikTok এর চীন মালিকানা এবং কমবয়সী নাগরিকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় বিষয়টি মার্কিন নিয়ন্ত্রক এবং আইন প্রণেতারা তদন্ত করে দেখছে।

চীন মালিকানায় ByteDance কোম্পানির এই TikTok বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয়তা পায়। ভিডিও শেয়ারিং এই প্ল্যাটফর্ম যুক্তরাষ্ট্রেও সমান জনপ্রিয়। গত বছর TikTok জানায়, যুক্তরাষ্ট্রে মাসিক ২৬.৫ মিলিয়ন একটিভ ইউজারদের মধ্যে ৬০% এরই বয়স ১৬-২৪ বছর।

TikTok এর সমালোচকরা বরাবরই কোম্পানিটি নিয়ে জাতীয় সুরক্ষায় উদ্বেগ প্রকাশ করেছে। তারা দাবী করে এসেছে ইউজারদের ডেটা চীন অসাধু উপায়ে সংগ্রহ করছে এবং যা এক ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে।

Hawley তার বিল সম্পর্কে সাংবাদিকদের বলেন, ফেডারেল কর্মীদের জন্য এটি বড় ধরনের সিকিউরিটি রিস্ক, কর্মীরা যদি নিজেদের দেশের ডেটা সুরক্ষা করতে চায় এবং চীনকে সুযোগ দিতে না চায় তাহলে যেন TikTok ব্যবহার না করে।

ইতিমধ্যে জাতীয় সুরক্ষা এবং গোয়েন্দা বিষয়াদি মোকাবেলায় অনেক মার্কিন সংস্থা গুলো TikTok ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছে।

সম্প্রতি দেশটির রাষ্ট্র-সচিব Mike Pompeo বলেছেন, নিরাপত্তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, TikTok সহ চীনের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার কথা ভাবছে। কারণ অ্যাপ গুলো ডেটা চীনের কাছে সরবারহ করছে।

তবে কিছু দিন আগে TikTok বলেছিলে তারা কখনো ডাটা চীনে পাঠায় নি। অন্যদিকে চীনা রাষ্ট্রপতি Xi Jinping প্রবর্তিত একটি আইনে বলা আছে, গোয়েন্দা কাজে সহায়তা করার জন্য চীনা সংস্থা গুলোর সবসময় বাধ্যবাধকতা রয়েছে।

-
টেকটিউনস টেকবুম - ২৭ জুলাই ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস