এসে গেছে Android 11 অ্যান্ড্রয়েড ইলেভেন

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

Android 10 (অ্যান্ড্রয়েড টেন) এর রেশ কাটতে না কাটতে এসে গেছে Android 11 (অ্যান্ড্রয়েড ইলেভেন)। যদিও আপাতত ডেভেলোপার প্রিভিউ নিয়ে এসেছে গুগল। সাধারণত মার্চে নতুন অ্যান্ড্রয়েড এর ডেভেলোপার প্রিভিউ ছাড়লেও এবছর একটু আগেই আপডেট নিয়ে এলো গুগল।

Android 11 (অ্যান্ড্রয়েড ইলেভেন) এ ফোল্ডেবল স্মার্টফোনের জন্য একাধিক ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও ক্যামেরায় বিশেষ ফিচার যোগ হয়েছে। নতুন ভার্সনে গ্রাহকের গোপনীয়তা আরও জোরদার করা হয়েছে। এতে আরও ফিচারের মধ্যে থাকছে Accident tracking,  Chat bubbles,  Customizable Share menu,  Dark Theme timers,  5G connectivity enhancements,  Screen recording সহ আরও ফিচার।

তবে এই সুবিধা আপতত শুধুমাত্র ডেভেলপারদের জন্য থাকছে। নতুন এই অ্যান্ড্রয়েডের সুবিধা আপাতত শুধুমাত্র Google Pixel 2,  Pixel 3,  Pixel 3a, ও Pixel 4 হ্যান্ডসেট গুলোতে পাওয়া যাবে। তবে শীঘ্রই সাধারণ গ্রাহকদের জন্য Android 11 (অ্যান্ড্রয়েড ইলেভেন) বেটা ভার্সন আসবে।

Android 11 (অ্যান্ড্রয়েড ইলেভেন) ফাইনাল বিল্ট এবছরের জুলাই-সেপ্টেম্বরে আসবে।

-

টেকটিউনস টেকবুম - ০১ মার্চ ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 462 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস