কেমন আছেন আপনারা? নিয়ে এলাম টেকটিউনস টেকবুমের আরেকটি টিউন। গত কয়েকদিনের টেক বিশ্বের ঘটে যাওয়া শীর্ষ খবর নিয়েই টেকটিউনস এর নিয়মিত আয়োজন টেকবুম। বরাবরের মতোই আমি থাকছি আপনাদের হোষ্ট হিসেবে। আজ ৬ আগষ্ট, ২০১৮ খ্রিস্টাব্দ, ২১ শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার। প্রতিবারের মতোই বিস্তারিত সংবাদে চলে যাবার আগে চলুন আগে এক নজরে আজকের সংবাদ শিরোনামগুলো দেখে নেই:
এতক্ষণ দেখে নিলেন সংবাদ শিরোনামগুলো এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে
আমাজনের এলেক্সা ভয়েস প্লাটফর্মটিতে এখন কাস্টমারা খোদ আমাজনেই ইন্টারনেট ব্রাউজিং ছাড়াই ভয়েস কমান্ডের মাধ্যমে অনলাইন শপিং করতে পারবেন। এর মাধ্যমে প্লাটফর্মটির থেকে আরো আয় করার ইঙ্গিত দিয়েছে টেক জায়ান্ট আমাজন। এছাড়াও আমাজন তাদের এলেক্সা ভয়েস সার্ভিসটি দিয়ে ডিজিটাল সাবক্রিপ্টশনমূলক সার্ভিস যেমন মিউজিক এবং ভিডিও স্ট্রিমিংয়ের উপর পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে। এর মাধ্যমে আমাজন এলেক্সা সার্ভিসটি “Mature” করা হচ্ছে বলে অনেকেই মতামত জানিয়েছেন।
আইটিউনস এবং পডক্যাস্ট অ্যাপস থেকে InfoWars এর ৬টি পডক্যাস্ট এর মধ্যে ৫টির সম্পূর্ণ লাইব্রেরি ধরে মুছে দিয়েছে অ্যাপল। এছাড়াও এগুলোকে অ্যাপলের আইটিউনস ডাইরেক্টরি থেকেও মুছে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য যে পশ্চিম বিশ্বের জনপ্রিয় হোষ্ট Alex Jones প্রতিদিন তার InfoWars নামের অনুষ্ঠানটি করে থাকেন। সম্প্রতি তার ষড়যন্ত্রমূলক এবং মুসলিমদের প্রতি খারাপ ভাষায় ব্রডক্যাস্ট ও স্পিচ দেওয়ার কারণে ফেসবুক থেকে তার ভিডিও ও পেজগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিলো। আর এবার নির্দিষ্ট এপিসোড বাদ দিয়ে পুরো অনুষ্ঠানটিকেই মুছে দিয়ে টেক কোম্পানি হিসেবে অ্যাপল অন্যতম বিরল রেকর্ড তৈরি করলো। বর্তমানে বিশ্বের প্রায় ৫০ বিলিয়ন মানুষ অ্যাপলের পডক্যাস্ট প্লাটফর্মটি ব্যবহার করে থাকে।
আজ (সোমবার) সকালে অস্ট্রেলিয়ার হাজারো Uber ড্রাইবার ২ ঘন্টার মতো ধর্মঘট পালন করেছেন। এই সময়ে তারা কোনো যাত্রীকে পিকআপ করেন নি। অস্ট্রেলিয়ার লোকাল Ride Share Drives United (RSDU) সংস্থাটি Uber কে তার ড্রাইভারদের সঠিক ভাবে পেমেন্ট দেওয়ার জন্য আজ সকালে এই ধর্মঘটটি পালন করেছেন। এছাড়াও পেনাল্টি ছাড়া UberPool থেকে বেরিয়ে যাওয়ার সুবিধাও রাখার আহবান জানান তারা। অন্যদিকে একই সময়ে বিভিন্ন জায়গা থেকে অতিরিক্ত যাত্রী তোলার জন্য UberX বেইস রেটে অন্তত ২০% বেশি রাখারও দাবী জানান তারা। অস্ট্রেলিয়ার Melbourne, Sydney, Brisbane, Perth এবং Hobart শহরের ঊবার ড্রাইভাররা আজ অস্ট্রেলিয়ার সময় সকাল ৭ টা থেকে ৯ : ৩০ পর্যন্ত ধর্মঘট পালনা করেছেন, তারা তাদের দাবি মানার জন্য ১০ দিনের সময়ও দিয়েছেন; এর মধ্যে দাবি না মানা হলে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন তারা।
Taiwan Semiconductor Manufacturing Co এর কয়েকটি ফ্যাক্টরি গত শুক্রবার একটি কম্পিউটার ভাইরাস অ্যাটাকের পর বন্ধ করে দেওয়া হয়েছে। কোম্পানিটি অ্যাপলের পরবর্তী আইফোনের জন্য উপাদান সাপ্লাইয়ের কাজ করছিলো বলে জানা গিয়েছে। কোম্পানিটি নতুন আইফোনের মেইন প্রসেসর নির্মাণ করে থাকে। কে বা কারা এই ভাইরাস অ্যাটাক চালিয়েছে তা এখনো জানা যায় নি। কোম্পানিটির কিছু ফেব্রিকেশন টুলস এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়ে পড়ায় ফ্যাক্টরিগুলোকে বন্ধ করে দেওয়া হয়। উল্লেখ্য যে এই প্রথম Taiwan Semiconductor Manufacturing Co কোম্পানিটি কম্পিউটার ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছে।
জনপ্রিয় গেম Fortnite এর অ্যান্ড্রয়েড সংস্করণ গুগল প্লে স্টোরে মুক্তি দিবে না বলে জানিয়েছে গেমটির নির্মাতা প্রতিষ্ঠান Epic Games। গত শুক্রবার খবরটি জানায় প্রতিষ্ঠানটি। গুগল প্লে স্টোরে না দিয়ে সরাসরি Epic Games এর ওয়েবসাইট থেকে গেমটির অ্যান্ড্রয়েড সংস্করণ ডাউনলোড করার সিস্টেম রাখবে বলে জানা গিয়েছে। প্রতিষ্ঠানটির এমন সিদ্ধান্তে বিশ্বজুড়ে খবরের হেডলাইন হয়ে দাড়িয়েছে ব্যাপারটি। অনেকেই মনে করছেন এর মাধ্যমে গেমটির অ্যান্ড্রয়েড সংস্করণটির সিকুরিটি ক্ষুন্ন হতে পারে এবং হ্যাকাররা সহজেই গেমটি হ্যাক করে নিতে পারবে।
ফেসবুকের Menlo Park হেডকোয়াটারে শেয়ালের জন্য আতঙ্কে রয়েছেন ফেসবুকের কর্মকর্তারা। প্রায় গত পাঁচ বছর ধরেই এই হেডকোয়াটারে নিয়মিত শেয়ালের উপস্থিতি দেখা যেত, কিন্তু বর্তমানে উল্লেখযোগ্য হারে শেয়ালের সংখ্যা বেড়ে গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। গত বছর বিল্ডিংটির ২০ এবং ২১ তলায় অনেক ফেসবুক কর্মীকে উঠিয়ে নেওয়ার পর কাঁচের তৈরি ছাঁদের উপর শেয়ালের ঘুরা ফেরা প্রথম লক্ষ্য করেন কর্মীরা। উল্লেখ্য যে এর উপরের তলায় শেয়াল দেখার পর শেয়ালের সুরক্ষা নিয়ে আতঙ্কে রয়েছেন বেশ কয়েকজন ফেসবুক কর্মকর্তারা। খবর বিজনেস ইনসাইডারের।
ওয়েস্টার্ন কোম্পানিগুলোর সাথে সক্রিয় প্রতিযোগীতায় নামতে প্রস্তুতি নিচ্ছে কোরিয়ান ইলেক্ট্রনিক জায়ান্ট LG। বিশ্বজুড়ে বর্তমানে এলজি আর্টেফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাবস খুলতে যাচ্ছে, যাদের মধ্যে আমেরিকার Toronto এবং California শহরগুলোও রয়েছে। এলজির সিটিও I.P. Park জানিয়েছেন যে গ্লোবাল টেকনোলজি মার্কেটে প্রতিযোগীতায় নামতে কোম্পানিটি বিভিন্ন প্রস্তুতি মূলক কার্যক্রম শুরু করেছে। এদের মধ্যে উদাহরণস্বরুপ তিনি জানিয়েছেন যে এখন থেকে এলজি কর্মীদেরকে আর বাধ্যতামূলকভাবে টাই (tie) পড়তে হবে না। কারণ ওয়েস্টার্ন মার্কেটের উপর টার্গেট করে কাজ করতে হলে কোরিয়ানদেরকেও ওয়ের্স্টানদের মতোই চলাচল করা শিখতে হবে। মানে আরো ক্যাজুয়াল ভাবে নিজেদেরকে উপস্থাপন করা শিখতে হবে।
কলেজে পড়াশোনা করার সময় তিনি Pizza Hut কোম্পানিতে Trainee Manager হিসেবে কাজ করতেন। দিন আনে দিন খায় মতো অবস্থায় জীবন যাপন করতেন। আর একটি মাত্র মোটিভ ছিলো যে জীবনে তিনি যা-ই করেন না সর্বদা খুশি থাকবেন। তবে কলেজ শেষ করে তিনি দেখলেন যে পিজ্জা হাটে কাজ করে তার জীবিকা নির্বাহ করা সম্ভব নয়। জীবনে অনেক বড় রিস্ক নিয়ে তিনি ১০ বছর আগে তার বাড়িটি বিক্রি করে দেন এবং তার ফ্যামিলিকে দেশের আরেক প্রান্তে টান্সফার করে নিয়ে আসেন। বাড়ি বিক্রির ৬০% টাকা দিয়ে তিনি আরো ২ জনের সাথে মিলিত হয়ে একটি কোম্পানি খুলেন যার নাম Credit Karma। আর বর্তমানে কোম্পানিটিতে ৮০০ এর বেশি কর্মী কাজ করছে আর কোম্পানিটির বর্তমান মার্কেট ভ্যালু গিয়ে দাড়িয়েছে প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার। আর এই উদাহরণ সৃষ্টি করেছেন Credit Karma সংস্থাটির কো-ফাউন্ডার এবং Cheif Revenue Offcier Nichole Mustard।
Imperial Tech Foresight শিক্ষাবিদরা একটি টেকনোলজি টেবিল তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন। এই টেবিলটিকে খেয়াল করলেই বুঝা যাবে যে বর্তমানে বিশ্বে টেকনোলজি কি কি বিষয় চলছে এবং ভবিষ্যৎতে কি কি টেকনোলজি বিশ্বে আসবে। টেবিলটিতে রয়েছে ১০০টি কিওর্য়াড যা বর্তমানে সাধারণ টেকনোলজি থেকে শুরু করে হাইটেক এরিয়া সবগুলোকেই কভার করে। এই কীওয়ার্ডগুলো বিভিন্ন টেকনোলজি টার্মকে ইঙ্গিত করে থাকে। যেমন Cr কীওয়ার্ডটি দিয়ে cryptocurrencies কে বুঝানো হয়েছে। প্রতিটি কীওয়ার্ডকে কালারের সাহায্যে কোডিং করা হয়েছে এবং উপর নীচে X এবং Y সারিতে সাজানো হয়েছে। Y সারিতে টেকনোলজি কীওর্য়াড টির গুরত্বতা হাই টু লো হিসেবে বুঝানো হয়েছে এবং X সারিতে টেকনোলজিটির সময়কাল বুঝানো হয়েছে। যেমন নিচের সারির বাম দিকের সবুজ রংয়ের কীওয়ার্ডটি বর্তমানে টেক বিশ্বে ঘটছে, হলুদ রংয়ের কীওর্য়াডটি অদূর ভবিষ্যৎতে আমরা পেতে পারবো, লাল র্কীওর্য়াডটি অদূল ভবিষ্যৎতে আসার সম্ভাবনা নেই তবে ২০ বছরের মধ্যে আসবে এটা নিশ্চিত এবং শেষ সেকশনটি হচ্ছে ধূসর রংয়ের কীওর্য়াড। ধূসর রংয়ের কীওর্য়াডগুলো এখনো সাইন্স ফিকশান হয়ে রয়েছে, এগুলো ভবিষ্যৎতে আসতেও পারে আবার নাও আসতে পারে। টেবিলকে দেখে নিতে ডাউনলোড করে নিতে পারেন এখানে ক্লিক করে।
এই ছিলো আজকের টেকবুমের সকল আয়োজন। নিয়মিত টেক বিশ্বের ঘটে যাওয়া সকল শীর্ষ খবরগুলো নিয়মিত জানতে নিয়মিত ভিজিট করুন টেকটিউনস। সবাইকে আগামী টেকটিউনস টেকবুমে আমন্ত্রণ জানিয়ে আজকের টেকবুম এখানেই শেষ করছি।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!