আজকের টেকবুম – ৩১ জুলাই ২০১৮ – আজকে টেক ওয়ার্ল্ডের ১০ টি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেগুলো না জানলেই নয়

জুলাই মাসের শেষ টেকবুমে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। টেকটিউনস এর টেকনোলজি বিষায়ক নিয়মিত নিউজভিক্তিক আয়োজন টেকটিউনস টেকবুম। আজ ৩১ জুলাই, ২০১৮ খ্রিস্টাব্দ, ১৫ শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চলুন দেখে নেই আজকের সংবাদ শিরোনামগুলো:

  • ১) ফেসবুকের বিরুদ্ধে রোহিঙ্গা ইস্যুতে ভূয়া খবর ছড়ানোর অভিযোগ করেছে যুক্তরাজ্যের রাজনীতিবিদরা।
  • ২) মাসিক একটিভ ইউজারের সংখ্যা কমে যাওয়ার রির্পোট দেওয়ায় শুক্রবার টুইটারের শেয়ার প্রাইস একধাপে ১৮% নিচে নেয়ে গিয়েছে।
  • ৩) আবারো টেকনিক্যাল সমস্যায় পড়লো MoviePass, প্রায় ৫ মিলিয়ন মার্কিন ডলার ধার করতে হয়েছে কোম্পানিকে।
  • ৪) আগত ইউএস নির্বাচনটি ভূয়া নিউজ ও নির্দিষ্ট বিজ্ঞাপণের জন্য ঝুঁকিপূর্ণ হয়েছে বলে সর্তক করেছেন আইনজীবিরা।
  • ৫) টেসলার এই মৌসুমে আয়ের হার কম হতে পারে বলে জানা গিয়েছে তবে এটা তাদের স্টক বাজারে প্রভাব ফেলবে না।
  • ৬) স্মার্টওয়াচ সেক্টরে ঝুঁকির মধ্যে রয়েছে অ্যাপল ওয়াচ।
  • ৭) অ্যাপলের siri এবং আমজনের Alexa কে হেড-টু-হেড ইন্টেলিজেন্স পরীক্ষায় হারিয়ে দিলো Google Assistant
  • ৮) NetFlix এর সাথে পাল্লা দিতে BBC তাদের অন-ডিমান্ড সার্ভিস iPlayer কে নতুন করে সাজাচ্ছে।
  • ৯) ইউএস ডাটা বিশ্লেষণ ফার্ম Treasure Data কে কিনে নিচ্ছে ব্রিটিশ কম্পিউটার চিপ কোম্পানি ARM।

এতক্ষণ সংক্ষিপ্ত শিরোনাম দেখলেন, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে:

১) ফেসবুকের বিরুদ্ধে রোহিঙ্গা ইস্যুতে ভূয়া খবর ছড়ানোর অভিযোগ করেছে যুক্তরাজ্যের রাজনীতিবিদরা

বার্মাতে আন্তর্জাতিক সাহায্য কমিয়ে নেওয়ার জন্য ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ করেছে ব্রিটিশ রাজনীতিবিদরা। রোহিঙ্গা গ্রুপের সম্পর্কে ফেসবুকে ভূয়া নিউজ ছড়ানোর জন্য এই গোষ্টির উপর আন্তজার্তিক সাহায্য বেশ কমে যায় বলে অভিযোগে বলেছেন যুক্তরাজ্যের ব্রিটিশ রাজনীতিবিদরা। আর একই সাথে এই ভূয়া নিউজের জন্য উক্ত অঞ্চলে বেশ হত্যাকান্ড ঘটেছেও বলে অভিযোগ করেন না। বার্মা / মায়ানমারে ফেসবুকের "Free Basics" ইন্টারনেট সার্ভিসটি বেশ জনপ্রিয় ছিলো, আর এইখানেই রোহিঙ্গাদের সম্পর্কে ভূয়া নিউজ ছড়ানো হয় বলে অভিযোগ উঠেছে। কিছু যুক্তরাজ্যের রাজনীতিবিদরা সরাসরি বার্মাতে ফেসবুকের Free Basics সার্ভিসকে “অনৈতিক” বলে আখ্যায়িত করেছেন। অন্যদিকে ফেসবুক কতৃর্পক্ষ বলছে যে সেপ্টেম্বর ২০১৭ সাল থেকে বার্মাতে ফেসবুকের Free Basics সার্ভিসটি বন্ধ অবস্থায় রয়েছে; তবে খোদ ফেসবুক কতৃপর্ক্ষ বলেছে তারা তাদের প্লাটফর্মে ভূয়া খবর ছাড়ানোর ব্যাপারে অবগত ছিলো।

ফেসবুকে রোহিঙ্গাদের বিষয়ে ভূয়া খবর এবং সংঘাতমূলক টিউন শেয়ারের কারণে তাদের উপর দেশটির মিলিটারী সংস্থার অত্যচার আরো বেড়ে যায় এবং বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থা এই ভূয়া খবরের জন্য দেশটির রোহিঙ্গাদের জন্য কোনো সাহায্য করতে চায়নি বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে যুক্তরাজ্যের সরকারি সাহায্যকে ফেসবুকের এই ভূয়া নিউজগুলো গভীর ভাবে প্রভাব ফেলেছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য যে এ বছরের মার্চ মাসে UN কর্তৃক ফেসবুকের বিরুদ্ধে বার্মাতে একই ধরনে একটি অভিযোগ করা হয়েছিলো, অভিযোগে বলা হয় যে সংঘাতপূর্ণ বুদ্ধরা ফেসবুকে সংঘাতপূর্ণ বক্তব্য ছাড়ানোর প্লাটফর্ম হিসেবে ব্যবহার করে আসছে। অন্যদিকে কিছুদিন আগের একটি ওয়াশিংটন রির্পোটে বলা হয়েছে যে, বার্মাতে কোনো প্রকারের গণহত্যা চলেনি এ জাতীয় ভূয়া খবর ফেসবুকে অনেক ছড়ানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পোষ্টটিতে আরো বলা হয় যে, বার্মার অনেক লোকদের ফেসবুকে একসেস ছিলো যাদের অনেকের ঘরেই বিদ্যু সরবরাহ ছিলো না। অন্যদিকে ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন যে, এই ভূয়া নিউজ এবং সংঘাতমূলক বক্তব্যগুলো ফেসবুক থেকে মুছে ফেলার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে সোশাল নেটওর্য়াকটি এবং তারা এ ব্যাপারে ধীরগতির জন্য দুঃখ প্রকাশ করেছে।

২) শুক্রবার টুইটারের শেয়ার প্রাইস একধাপে ১৮% নিচে নেমে গিয়েছে

টুইটার তাদের একটিভ ইউজারদের রির্পোট প্রকাশ করার পর গত শুক্রবার কোম্পানির শেয়ার প্রাইস একধাপে ১৮ শতাংশ নিচে নেমে গিয়েছে। রির্পোটে এই মৌসুমে টুইটারের একটিভ ইউজারদের সংখ্যা কমে গিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। টুইটারের ২০১৮ সালের Q2 মৌসুমের অর্থনৈতিক রির্পোট হচ্ছে: মুনাফা - ৭১১ মিলিয়ন মার্কিন ডলার, EBITDA - ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার এবং MAU - ৩৩৫ মিলিয়ন। রির্পোটে টুইটারের একটিভ ইউজার কমে যাওয়ার জন্য কোম্পানিটি নতুন ইউরোপিয় প্রাইভেসি রুলকে দায়ী করেছে। কিন্তু অন্যদিকে টুইটার সিইও Jack Dorsey জানিয়েছে যে বর্তমানে ধীরে ধীরে টুইটারে আবারো একটিভ ইউজারের সংখ্যা বাড়ছে এবং জুলাই ২৮ তারিখে তিনি বলেন যে বছরের ২য় মৌসুমের থেকে এই একটিভ ইউজারের সংখ্যা ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, তবে কোম্পানিটি কোনো সঠিক এমাউন্ট উল্লেখ করেনি। টুইটার এ বছরের ২য় মৌসুমে বিজ্ঞাপণ সেক্টরে তুলনামূলক ভাবে ভালো আয় করতে পেরেছে। বিজ্ঞাপণ খাত থেকে কোম্পানিটি ৬০১ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে যা year on year মুনাফা হিসেবে ২৩ শতাংশ।

৩) আবারো টেকনিক্যাল সমস্যায় পড়ে MoviePass কে প্রায় ৫ মিলিয়ন মার্কিন ডলার ধার করতে হয়েছে

আবারো টেকনিক্যাল সমস্যার পড়েছে MoviePass। গত শনিবারে অনেক ইউজার অভিযোগ করেছেন কোম্পানির অ্যাপে চেকিং করা যাচ্ছে না এবং তাদের MoviePass কার্ড দিয়ে টিকেট ক্রয় করতে পারছেন না। সম্প্রতি কোম্পানিটি কিছুদিন আগে ব্যবসা চালু রাখার জন্য  ৬ মিলিয়ন মার্কিন ডলার ধার নিয়েছিলো যার মধ্যে ৫ মিলিয়ন মার্কিন ডলারই ছিলো নগদ অর্থ। বর্তমানে কোম্পানিটি এই টেকনিক্যাল সমস্যাগুলো ফিক্স করার চেষ্টা করছে বলে জানা গিয়েছে। এছাড়াও অন্যদিকে পুরোনো ছায়াছবির জন্য এখনো কড়া প্রাইস রেখেছে কোম্পানিটি এবং একই সাথে নতুন ছায়াছবিগুলো পিক টাইমে প্রদর্শনের ব্যবস্থাও রাখে নি কোম্পানিটি। অনেকেই মনে করছেন যে কোম্পানিটির শেষ হয়তো এখানেই।

৪) আগত ইউএস নির্বাচনটি ভূয়া নিউজ ও নির্দিষ্ট বিজ্ঞাপণের জন্য ঝুঁকিপূর্ণ হয়েছে বলে সর্তক করেছেন আইনজীবিরা

সম্প্রতি কয়েকজন ব্রিটিশ রাজনীতিবিদ বলেছেন সোশাল সাইটগুলোতে ভূয়া নিউজ, টার্গেট বিজ্ঞাপণ এবং দলীয় প্রভাবের কারণে আগত ইউএস নির্বাচন সহ সকল ধরনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই ব্রিটিশ মন্ত্রী Damian Collins যুক্তরাজ্যের সরকারকে এই বিষয়ে জরুরীভাবে পদক্ষেপ নিতে এবং টেক ফার্মগুলোর উপর আরো কঠোর আইন করে অবস্থাটি স্বাভাবিক করার জন্য তলব করেছেন। উল্লেখ্য যে এই Damian Collins হচ্ছেন যুক্তরাজ্যে একটি কমিনিটির চেয়ারম্যান যেটা ভূয়া নিউজের ইস্যুটিকে গত ১৮ মাস ধরে তদন্ত করছে, আর ইতিমধ্যেই তিনি ফেসবুক ও গুগলকে তাদের প্লাটফর্মের অসৎ ব্যবহারের জন্য মারপ্যাঁচের মধ্যে ফেলে দিয়েছেন। তার কমিটি গত ১৮ মাস ধরে Brexit ক্যাম্পেইন এর টার্গেটেড বিজ্ঞাপণ, ২০১৬ সালের আমেরিকা নির্বাচনের সময় ভূয়া নিউজের ছড়াছড়ি, Cambridge Analytica কে কিভাবে ফেসবুক তাদের বহৎ আকারের ইউজারদের তথ্য দিয়ে দিলো, Cambridge Analytica ঘটনাটি ফাঁসকারি Chris Wylie এর বিষয়টি সহ ফেসবুকের চিফ টেকনোলজি অফিসার Mike Schroepfer ইত্যাদি সকল বিষয়গুলোকেই তদন্ত করেছে। যুক্তরাজ্যের সরকার কে দেওয়া একটি রির্পোটে Damian Collins কিছু পদক্ষেপ দেওয়ার ব্যাপারে পরামর্শ দিয়েছেন। এগুলো হচ্ছে

  • গুগল, ফেসবুক এবং অনান্য টেক ফার্মগুলোকে বাধ্যতামূলক ভাবে যুক্তরাজ্যের ডাটা প্রক্টেশন সংস্থা ICO কে ফান্ড দেওয়ার ব্যবস্থাকরণ
  • টেক কোম্পানিগুলোকে Electoral Commission এর জরিমানা করার অনুমতি প্রদান এবং সর্বোচ্চ জরিমানার পরিমাণ ২০ হাজার ইউরো থেকে আরো বৃদ্ধিকরণ
  • ইউজারদের টিউন সম্পর্কে টেক ফার্মগুলোকে সম্পূর্ণ ভাবে দায়ী করার জন্য নতুন আইন তৈরি
  • SLC Election, Cambride Analytica এবং নতুন টেক ফার্ম Emerdata এর মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কিনা এ ব্যাপারে যুক্তরাজ্যের National Crime Agency কে তদন্ত করার অনুরোধ
  • অনলাইনে রাজনৈতিক বিজ্ঞাপণ দেবার ব্যাপারে পরিস্কার আইন চালু করা, যেখানে বিজ্ঞাপনটি কে প্রকাশ করেছে এবং বিজ্ঞাপনটি প্রকাশের জন্য কে আর্থিক সাহায্য করেছে সেটা উল্লেখ করা।

৫) টেসলার এই মৌসুমে আয়ের হার কম হতে পারে বলে জানা গিয়েছে

আগামী সপ্তাহে টেসলা তাদের এ বছরের ২য় মৌসুমের আয়ের পরিসংখ্যা রির্পোট করবে। তারা আশা করছে যে বছরের ১ম মৌসুমের থেকে এই মৌসুমের আয়েল হার তুলনামূলক ভাবে বেশ কম হবে। অন্যদিকে কোম্পানির নগত অর্থও দ্রুত খরচ হয়ে যাচ্ছে, বিভিন্ন শর্ট-সেলারের ধারদেনা পরিশোধ করতে করতে কোম্পানিটি বেশ ভ্যাবচাকা অবস্থায় মধ্যে রয়েছে। তবে এত কিছুর পরেও টেসলার স্টক এখনো উচ্চমানের স্থানে রয়েছে এবং গবেষকরা বলেছেন যে মৌসুমে আয়ের হার কম হলেও এটা টেসলার স্টককে তেমন প্রভাবিত করবে না। এই মৌসুমে প্রতি শেয়ারে টেসলা ৩.৩৫ মার্কিন ডলার লস খেয়েছে এবং এই হিসেব মতে কোম্পানিটির এই মৌসুমে আয় হতে পারে ৩.৪১ বিলিয়ন মার্কিন ডলার।

৬) স্মার্টওয়াচ সেক্টরে ঝুঁকির মধ্যে রয়েছে অ্যাপল ওয়াচ

২০১৮ সালের ২য় মৌসুমে ব্যবসায়গত দিক থেকে অ্যাপল ওয়াচ এখনো স্মার্টওয়াচ সেক্টরে একটি ব্যবসায় সফল পণ্য হিসেবে সবার শীর্ষে রয়েছে। গবেষণা সংস্থা Canalys এর একটি রির্পোটে বলা হয়েছে যে বছরের ২য় মৌসুমে প্রায় ৩.৫ মিলিয়ন অ্যাপল ওয়াচ বিশ্বব্যাপী বিক্রি করতে পেরেছে টেক জায়ান্ট অ্যাপল। কিন্তু বিক্রি বাড়লেও অন্যদিকে টোটাল মার্কেট শেয়ারে অ্যাপল ধীরে ধীরে নিচের দিকে নেমে আসতে শুরু করেছে, কারণ প্রতিযোগী পণ্যগুলোও একই সাথে ভালো ব্যবসায় করতে পারছে। কারণ হিসেবে একটি গবেষণা থেকে জানা গিয়েছে যে প্রতিযোগী পণ্যগুলোকে অ্যাপলের থেকে আরো হাই টেক ফিচার দেওয়া হয়েছে। এই কারণে গত বছরের ৪৩% শেয়ারের থেকে নিচে নেমে গিয়ে এ বছর ৩৪% য়ে চলে এসেছে। এই কারণে অ্যাপলকে স্মার্টওয়াচ সেক্টরে নিজেরে শীর্ষস্থান ধরে রাখার জন্য ক্রিয়েটিভ আইডিয়া আনার পরামর্শ দিয়েছেন গবেষণকরা।

৭) অ্যাপলের siri এবং আমজনের Alexa কে হেড-টু-হেড ইন্টেলিজেন্স পরীক্ষায় হারিয়ে দিলো Google Assistant

Loup Ventures সম্প্রতি স্মার্টফোনের উপর একটি পরীক্ষামূলক কার্যক্রম চালিয়েছে। সেখানে মাইক্রোসফট, গুগল, অ্যাপল এবং আমাজনের ভয়েস এসিসটেন্সগুলোর একটি ইন্টেলিজেন্স পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় আমাজনের এলেক্সা এবং মাইক্রোসফটের Cortana এর থেকে বেশি সঠিক উত্তর দিয়ে ২য় স্থানে রয়েছে অ্যাপলের ভয়েস এসিসটেন্স Siri। কিন্তু চমকপ্রদ ভাবে এই ইন্টেলিজেন্স পরীক্ষায় সবার শীর্ষে রয়েছে গুগলের ভয়েস এসিসটেন্স Google Assistance। গুগল এসিসটেন্স মোট ৮০০ টি প্রশ্নের ৮৬% সঠিক উত্তর দিতে পেরেছে, Siri ৭৯% সঠিক উত্তর দিয়েছে, Cortana ৫৩%  এবং Alexa ৬২% সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছে। তবে Loup Ventures জানিয়েছে এই সকল ভয়েস এসিসটেন্সগুলো দিন দিন বেশ উন্নত হচ্ছে এবং একে অপরের জন্য বেশ জমজমাট প্রতিযোগী হয়ে উঠছে। টেস্টটি স্মার্টফোনে করা হয়েছে। Alexa, Cortana এবং Siri তে একটি আইফোনে তাদের নিজস্ব অ্যাপের মাধ্যমে করা হয়েছে এবং গুগল এসিসটেন্স কে একটি পিক্সেল এক্সএল ডিভাইসে পরীক্ষা করা হয়েছে।

৮) NetFlix এর সাথে পাল্লা দিতে BBC তাদের অন-ডিমান্ড সার্ভিস iPlayer কে নতুন করে সাজাচ্ছে

২০০৭ সালে যখন বিবিস তাদের iPlayer এর বেটা সংস্করণ বাজারে ছাড়ে তখন NetFlix সবে মাত্র ইন্টারনেটে মুভি স্ট্রিমিং সার্ভিস চালু করেছিলো। এখন মাত্র যুগের ব্যবধানে স্ট্রিমিং সেক্টরে NetFlix এখন সবার শীর্ষে এবং বিবিসির iPlayer এখন বিলুপ্তির পথে। কিন্তু একেবারেই বিলুপ্তির হাত থেকে মুক্তি পেতে বিবিসি তাদের অন-ডিমান্ড সার্ভিস iPlayer কে নতুন করে সাজানো উদ্যোগ গ্রহণ করেছে। তাদের অন-ডিমান্ড সার্ভিসে আরো বক্স সেট, অরিজিনাল অনুষ্ঠান এবং আরো উন্নত পারসোনালাইজেশন করার ব্যবস্থা নিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

৯) ইউএস ডাটা বিশ্লেষণ ফার্ম Treasure Data কে কিনে নিচ্ছে ব্রিটিশ কম্পিউটার চিপ কোম্পানি ARM

ইউএস ডাটা বিশ্লেষণ ফার্ম Treasure Data কে কিনে নিচ্ছে ব্রিটিশ কম্পিউটার চিপ কোম্পানি ARM। খবর পাওয়া গিয়েছে যে এই চুক্তিটি ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের হতে পারে, তবে নিশ্চিত করে সঠিক পরিমাণ জানা যায় নি। কারণ চুক্তিটির ব্যাপারে এখনো প্রকাশ্য রির্পোট জানায়নি দুটি কোম্পানিই। এই চুক্তির মাধ্যমে কম্পিউটার চিপ এর সাথে ইন্টারনেট জগতে প্রবেশ করতে যাচ্ছে ARM। এছাড়াও জুন মাসে ARM ইন্টারনেট ডিভাইসের আপগ্রেড করার প্রতিষ্ঠান Stream Technologies কে কিনে নিয়েছে। উল্লেখ্য যে ২০১৬ সালে ৩২ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে SoftBank এই ব্রিটিশ কম্পিউটার চিপ কোম্পানি ARM কে কিনে নিয়েছিলো। এই চুক্তিটি বাস্তবায়িত হলে এইটিই হবে ARM কোম্পানির সবথেকে বড় ক্রয়। যা ২০০৪ সালের ৭০৫.৯ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে Artisan Components Inc কে কেনার চুক্তিকেও ছাড়িয়ে যাবে।


এই ছিলো আজকের টেকবুমের সকল খবর। নিয়মিত টেকনোলজি বিশ্বের সকল শীর্ষ খবরগুলো জানতে নিয়মিত ভিজিক করুন টেকটিউনস। সবাইকে আগামী টেকটিউনস টেকবুমে আমন্ত্রণ জানিয়ে আজকের টেকবুম এখানেই শেষ করছি।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস