শুভ সকাল! সবাইকে শনিবারের টেকবুমে স্বাগত জানাচ্ছি। টেকনোলজি বিশ্বের লেটেস্ট খবর নিয়ে টেকটিউনস এর নিয়মিত আয়োজন টেকটিউনস টেকবুম। এই টিউনগুলোতে ভিজিট করে আপনি টেকনোলজি বিশ্বের তাজা খবরগুলো জেনে নিতে পারবেন। আজ ২৮ জুলাই, ২০১৮ খ্রিস্টাব্দ, ১২ শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ, শনিবার। চলুন বরবরের মতো বিস্তারিত সংবাদে চলে যাওয়ার আগে দেখে নেই আজকের সংবাদ শিরোনামগুলো:
এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনামগুলো। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে:
টুইটারে বিশিষ্ট রিপাবলিক্যান সদস্যদের “Shadowbanning” এর উপর নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার একটি টুইটে তিনি এ কথা জানান। তিনি আরো বলেন এ ব্যাপারে তিনি অফিসিয়ালি তদন্ত শুরু করবেন এবং দোষীদের আইনের আওতায় আনার ব্যবস্থা নিবেন।
Shadow Banning বিষয়টি আসলে কি? ইন্টারনেটে কাউকে সরাসরি ব্যান না দিয়েও ব্যান দেওয়ার কৌশলকে শ্যাডো ব্যান বলা হয়। ধরুণ শ্যাডো ব্যান প্রাপ্ত কোনো ইউজার অনান্য ইউজারের পোস্টগুলো পড়তে পারবে এবং নিজে টিউন দিতেও পারবে; কিন্তু তার টিউন এবং কমেন্টগুলো অন্য কেউ দেখবে না। গত বুধবার Vice.com এর প্রকাশিত একটি রির্পোটে বলা হয় যে কিছু বিশিষ্ট রিপাবলিক্যান সদস্যদের টুইটার একাউন্টগুলো অটোফিলিং টুইটার সার্চ বক্সে আসছিলো না, টুইটার সার্চ বক্সে একমাত্র তাদের পূর্ণনাম লিখলেই তাদের টুইটার একাউন্টগুলো খুঁজে পাওয়া যেত। ইতিমধ্যেই টুইটার এই সমস্যাটি ফিক্স করে ফেলেছে। আর প্রেসিডেন্ট এর এই টুইটের জবাবে টুইটার এখনো অফিসিয়ালি কিছু বলেনি।
এ বছরের ২য় মৌসুমে ২.৫ বিলিয়ন মার্কিন ডলার মুনাফা অর্জণ করেছে টেক জায়ান্ট আমাজন। যা Wall Street জার্নালের সম্ভাব্য মুনাফার থেকেও বেশি। এ ছাড়াও এ বছরের তৃতীয় মৌসুমেও better-than-expected মুনাফা অর্জন করার ইঙ্গিত দিয়েছে কোম্পানিটি। গত বৃহস্পতিবার এই খবর জানায় আমাজন এবং এর পরেই কোম্পানিটির স্টক প্রাইস এক লাফে ৪% উপরে উঠে যায়। প্রতি শেয়ারে আমাজন ৫.০৭ মার্কিন ডলার আয় করেছে যা গবেষকদের দেওয়া আমাজনের সম্ভাব্য আয়ের থেকে অনেক বেশি। আমাজন তার সকল ব্যবসায় সেক্টরে উন্নতি দেখিয়েছে কিন্তু শুধুমাত্র তার বিজ্ঞাপণ বিজনেস এবং নর্থ আমেরিকার রিটেইল সেগমেন্টে কোম্পানিটি উন্নতিমূলক ফলাফল দেখাতে পারেনি।
১৫ বিলিয়ন মার্কিন ডলারের অস্ট্রেলিয়ান সফটওয়্যার জায়ান্ট Atlassian তাদের Stride এবং HipChat মেসেজিং সার্ভিসকে ওয়ার্কপ্লেস চ্যাট সার্ভিস Slack কাছে বিক্রি করে দিয়েছে। এছাড়াও ৫ বিলিয়ন মার্কিন ডলারের কোম্পানি Slack য়ে Atlassian কিছু কৌশলগত বিনিয়োগও করেছে। এখন থেকে এই কোম্পানি দুটি নিজেদেরকে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাবে। এই ঘটনার পর এখন Slack এর মূল প্রতিযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকছে টেক জায়ান্ট মাইক্রোসফট। আগামী বছরের শুরুর দিকে HipChat এবং Stride মেসেজিং সার্ভিসগুলোকে বন্ধ করে দিবে Atlassian। এর মাধ্যমে প্রায় ৬ বছর পর মেসেজিং মার্কেট থেকে সরে যাচ্ছে অস্ট্রেলিয়ান সফটওয়্যার জায়ান্ট Atlassian। এখন দেখার বিষয় হলো Atlassian এবং Slack এর যুক্ত প্রচেষ্টা মাইক্রোসফট এর সাথে প্রতিযোগীতায় খাপ খাইয়ে নিতে পারে কিনা।
ফেসবুক ইনভেস্ট Trillium Asset Management নতুন একটি প্রস্তাব পেশ করেছে যেখানে চেয়ারম্যান পদ থেকে মার্ক জুকারবার্গকে সরিয়ে নেবার কথা রয়েছে। কোম্পানিটি ফেসবুকের চেয়ারম্যান পদে একজন “স্বাধীন” ব্যক্তিকে দেখতে চায়। এছাড়াও Trillium Asset Management মনে করছে যে ফেসবুকে একজন “স্বাধীন” চেয়ারম্যান থাকলে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া স্ক্যান্ডালগুলোকে ফেসবুক আরো সুন্দর ভাবে ম্যানেজ করতে পারতো। Trillium Asset Management এর এই প্রস্তাবকে অনান্য শেয়ারহোল্ডার কোম্পানিরাও সর্মথন দিচ্ছে। তবে এই প্রস্তাবটি বাস্তবায়নের উপর অনেকেই সন্দেহ প্রকাশ করছেন। কারণ ২০১৭ সালে একই ধরনের একটি জনপ্রিয় প্রস্তাবকে মার্ক জুকারবার্গ তার ভোটিং ক্ষমতার বলে বাতিল করে দিয়েছিলেন। উল্লেখ্য যে ফেসবুকের পরবর্তী শেয়ারহোল্ডার মিটিংয়ের প্রায় ১০ মাস আগেই এই ধরনের একটি প্রস্তাব আসলো। Trillium Asset Management ফেসবুকের শেয়ারে ১১ মিলিয়ন মার্কিন ডলার ম্যানেজ করে থাকে।
আগষ্ট মাসের ৯ তারিখে স্যামসং একটি জমজমাট ইভেন্টের আয়োজন করেছে। সেখানে তাদের পরবর্তী স্মার্টফোন গ্যালাক্সি নোট ৯ কে উন্মোচন করবে বলে শোনা যাচ্ছে। গত বৃহস্পতিবার ইভেন্ট নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও ট্রেইলার ইউটিউবে ছেড়েছে স্যামসং। ভিডিওটিতে সরাসরি গ্যালাক্সি নোট ৯ সম্পর্কে না বলা হলেও বর্তমান যুগের স্মার্টফোনের ব্যাটারি লাইফ নিয়ে বলা হয়েছে। কয়েকটি গুজব থেকে জানা গিয়েছে যে, গ্যালাক্সি নোট ৮ এর থেকে বড় মাপের ব্যাটারি থাকবে এই গ্যালাক্সি নোট ৯ ডিভাইসে। Ice Universe বলছে যে গ্যালাক্সি নোট ৯ ডিভাইসে 3850 mAh ক্ষমতার ব্যাটারী থাকবে অন্যদিকে আরেকটি গুজবে শোনা যাচ্ছে যে গ্যালাক্সি নোট ৯ ডিভাইসে 4000 mAh এর বেশি ক্ষমতার ব্যাটারি থাকবে। উল্লেখ্য যে গত বছরের গ্যালাক্সি নোট ৮ ডিভাইসে 3300 mAh ক্ষমতার ব্যাটারি রাখা হয়েছিলো।
ফেসবুক থেকে বির্তকিত InfoWars এর ভিডিওগুলো ডিলেট করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড রুলকে ভঙ্গ করার কারণে এই ভিডিওগুলো ডিলেট করা হয়েছে বলে জানা গিয়েছে। ফেসবুকের একজন মুখপাত্র জানান যে কোনো ধর্মকে ব্যাঙ্গ করা হয় এরকম কোনো কনটেন্ট তাদের (ফেসবুক) সাইটে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। ফেসবুক টোটাল ৪টি ভিডিও ডিলেট করে দিয়েছে, ভিডিও গুলো ফেসবুকের InfoWars এর প্রতিষ্ঠাতা Alex Jones পেজ থেকে প্রকাশিত হয়েছিলো। ফেসবুকের এই সিদ্ধান্তের মাত্র ১ দিন আগে একই কোম্পানির চারটি ভিডিও ইউটিউব একই কারণে মুছে দিয়েছিলো। উল্লেখ্য যে সম্প্রতি সময়ে Alex Jones আমেরিকার মুসলিমদের নিয়ে ব্যঙ্গ চিত্র বানানো এবং ইউরোপে মুসলিম অভিবাসীদের উপর নিন্দা জানিয়ে যাচ্ছেন।
চাইনিজ গেমিং জায়ান্ট প্রতিষ্ঠান NetEase এর কাছ থেকে ৫০ মিলিয়ন মার্কিন ডলার অনূদান পেয়েছে গেমিং টেক ফার্ম Improbable। এর মাধ্যমে কোম্পানিটি তাদের ভ্যালুকে দ্বিগুণ করেছে। বর্তমানে অনূদানটির পর Improbable কোম্পানির নেট ভ্যালু ২ বিলিয়ন মার্কিন ডলারে গিয়ে দাঁড়িয়েছে। এই অনূদান চুক্তির মাধ্যমে Improbable ফার্ম তাদের ব্যবসাকে চীনে সম্প্রসারণ করতে পারবে এবং অন্যদিকে NetEase কোম্পানিটি Improbable এর SpatialOS গেম টেকনোলজিতে একসেসের সুযোগ পাচ্ছে। গেমিং মার্কেটে চীন হচ্ছে একটি বিশাল বড় সুযোগের নাম, কিন্তু পশ্চিম বিশ্বের ফার্মগুলোর জন্য চীনে কোম্পানি প্রতিষ্ঠা করা বেশ কঠিন।
বর্তমানে সাইকেল শেয়ারিং সার্ভিস প্রদানকারী কোম্পানিগুলো বেশ বিপাকে রয়েছে। এদের মধ্যে চাইনিজ বাইক-শেয়ারিং ফার্ম Ofo অন্যতম। এ মাসেই কোম্পানিটি যুক্তরাজ্য থেকে তাদের সাইকেল শেয়ারিং সার্ভিসকে তুলে নিয়েছে। একই সাথে আমেরিকায় কোম্পানির অধিকাংশ অপারেশনকেও বন্ধ করে দিয়েছে Ofo। শুধু তাই নয়, ভারত এবং অস্ট্রেলিয়া দেশগুলো থেকে নিজের অপারেশন কার্যক্রম বন্ধ করে দেবার পর এখন Ofo চীনেও ধীরে ধীরে তাদের সাইকেল-শেয়ারিং সার্ভিস তুলে নিচ্ছে। এর মাধ্যমে বুঝা যায় যে বর্তমানে ইলেক্ট্রিক স্কুটার শেয়ারিং ব্যবসায়ের কাছে ধীরে ধীরে মার খাচ্ছে সাইকেল-শেয়ারিং সার্ভিসগুলো।
দ্বিতীয়বারের মতো Cameron and Tyler Winklevoss এর বিটকয়েন ফান্ড খারিজ করে দিয়েছে আমেরিকার Securities and Exchange Commission। এর পরপরেই গতকাল শুক্রবার সকালে বিটকয়েনের শেয়ার ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে। এর আগে ২০১৭ সালের মার্চ মাসে একই ধরনের একটি ফান্ডিংকেও খারিজ করে দিয়েছিলো SEC। তবে বিটকয়েক আশাবাদী যে SEC অতিশীঘ্রই একটি বিটকয়েন ফান্ডকে এপ্রুভ করবে। উল্লেখ্য যে বর্তমানে অনান্য বেশ কয়েকটি ফান্ডিং SEC এর অনুমোদনের জন্য অপেক্ষা করছে।
বর্তমানে টেসলার সিইও ইলন মাস্কের সাথে ডেটিং করছেন ক্যানাডিয়ান সঙ্গীতশিল্পী Grimes। গত বৃহস্পতিবার ডিলেটকৃত একটি টুইটে Grimes বলেছিলেন যে তিনি টেসলা কর্মীদের একটি ইউনিয়ন ভোটের জন্য উৎসাহ প্রদান করেছিলেন। উল্লেখ্য যে ২০১৭ সালে আমেরিকার সংবাদ সংস্থা Medium য়ে একজন টেসলা কর্মী টেসলায় ঝুঁকিপূর্ণ কাজের পরিবেশের উপর একটি টিউন প্রকাশ করেন। যেখানে তিনি অভিযোগ করেন যে টেসলা তাদের কর্মীদের একটি ইউনিয়ন রূপে কাজ করতে দিচ্ছে না। অন্যদিকে এ বছরের মে মাসে টেসলা সিইও ইলন মাস্ক বলেছিলেন যে টেসলার কর্মীরা তাদের নিজেদের জন্যেই একটি ইউনিয়ন রূপে কাজ করতে চাচ্ছে না। বৃহস্পতিবারের Grimes এর ডিলেটকৃত টুইটটি বর্তমানে টুইটারে আর্কাইভ সংষ্করণে দৃশ্যমান রয়েছে। এ ব্যাপারে টেসলা কোনো মন্তব্য করতে চায়নি এবং Grimes এর ম্যানেজারকে এ ব্যাপারে তাৎক্ষনিক মন্তব্যের জন্য খুঁজে পাওয়া যায়নি।
এই ছিলো আজকের টেকবুমের সকল খবরাখবর। নিয়মিত টেকনোলজি বিশ্বের ঘটে যাওয়া সর্বশেষ খবরগুলো জানতে নিয়মিত ভিজিট করুন টেকটিউনস এ। সবাইকে পরবর্তী টেকবুমে আমন্ত্রণ জানিয়ে আজকের টেকটিউনস টেকবুম এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!