আজকের টেকবুম – ২৬ জুলাই ২০১৮ – আজকে টেক ওয়ার্ল্ডের ১০ টি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেগুলো না জানলেই নয়

শুভ সকাল। টেকনোলজি বিশ্বে ঘটে যাওয়া সব গুরুত্বপূর্ণ খবর নিয়ে টেকটিউনস এর নিয়োমিত আয়োজন টেকটিউনস টেকবুমে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ ২৬ জুলাই, ২০১৮ খ্রিস্টাব্দ, ১০ শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার। টেকবুমের বিস্তারিত সংবাদে চলে যাবার আগে চলুন বরাবরের মতো দেখে নেই আজকের শিরোনামগুলো:

  • ১) মার্চ মাসের একটি লিককৃত মেমো থেকে জানা গিয়েছে যে, ফেসবুকের পরিচালনা বিষয়ে ফেসবুকের সিকুরিটি প্রধানকে কয়েকবার তলব করা হয়েছে।
  • ২) গুগল ডুপ্লেক্সের মতোই আরেকটি AI ভিক্তিক অটোমেটেড ভয়েস সিস্টেম উন্মোচন করলো গুগল
  • ৩) রোড এক্সিডেন্টের পর এই প্রথম সেলফ ড্রাইভিং গাড়িগুলো পাবলিক রোডে নামিয়েছে Uber
  • ৪) G Suite অ্যাপসগুলোতে  AI ভিক্তিক রাইটিং ফিচার আনতে যাচ্ছে গুগল।
  • ৫) প্রেস কনফারেন্সে ফেসবুকে রাশিয়ানদের হ্যাকিং বিষয়ের প্রশ্নটি এড়িয়ে গেল ফেসবুক।
  • ৬) নতুন রুলের কারণে নিউ ইয়র্ক শহরে Airbnb ব্যবসায় লসের মুখে পড়তে যাচ্ছে।
  • ৭) সরকার কর্তৃক ব্লক থাকার পরেও  চীনে সহায়ক প্রতিষ্ঠান খুলতে যাচ্ছে ফেসবুক।
  • ৮) বিব্রতকর মেমো লিক হবার পর টেসলার শেয়ার প্রায় ৪% নিচে নেমে গিয়েছে।
  • ৯) ম্যাকবুকের বাগের জন্য অ্যাপল দুঃখপ্রকাশ করেছে এবং একটি সফটওয়্যার ফিক্স ছেড়েছে।
  • ১০) চীনের ইলন মাক্স খ্যাত Liu Ruopeng এর বিরুদ্ধে গুপ্তচরের অভিযোগ।

এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনামগুলো। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে:

১) ফেসবুকের পরিচালনা বিষয়ে ফেসবুকের সিকুরিটি প্রধানকে কয়েকবার তলব করা হয়েছে

সম্প্রতি ফেসবুকের একটি লিককৃত মেমো থেকে জানা গিয়েছে যে, ফেসবুকের পরিচালনা বিষয়ে ফেসবুকরে সিকুরিটি প্রধান Alex Stamos কে কয়েকবার তলব করা হয়েছে।  ২০১৮ সালের মার্চ মাসে এই ঘটনাটি ঘটেছিলো। BuzzFeed News কর্তৃক ফাসঁকৃত এই মেমো থেকে আরো জানা যায় যে, সিকুরিটি প্রধান Alex Stamos ফেসবুকের বড় বড় কর্মকর্তাদের সাথে ফেসবুকের পরিচালনা বিষয়ে Argue করেছেন। তিনি বলেন, ফেসবুকের উচিত কমমাত্রায় ইউজারদের ডাটা সংগ্রহ করা এবং ফেসবুক সম্পর্কে লোকজন কি ভাবছে সেটার উপর গুরুত্ব আরোপ করা। প্রায় ১৭০০ শব্দের এই ফাঁসকৃত মেমো থেকে আরো জানা যায় যে, ফেসবুক সিকুরিটি প্রধান Alex Stamos ফেসবুক কর্তৃপক্ষকে ফেসবুকের উন্নতির দিকে সম্পূর্ণভাবে ফোকাস করা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন। ফাসঁকৃত মেমোটি সম্পূর্ণ পড়তে চাইলে এখানে ক্লিক করুন।

২) গুগল ডুপ্লেক্সের মতোই আরেকটি AI ভিক্তিক অটোমেটেড ভয়েস সিস্টেম উন্মোচন করলো গুগল

Duplex digital assistant এর মতোই আরেকটি চমৎকার AI ভিক্তিক অটোমেটেড ভয়েস সিস্টেম উন্মোচন করেছে গুগল। এই সিস্টেমটি একই সাথে মানুষের ন্যাচারাল ভাষা বুঝতে পারে এবং বলতেও পারে। গুগলের চিফ AI বিজ্ঞানী Dr. Fei-Fei Li জানিয়েছেন মানুষের চাকরি ছিনিয়ে নেবার জন্য এই সিস্টেমটি গুগল নির্মাণ করেনি। তবে সবার মনে প্রশ্ন থেকেই যায় যে এই সিস্টেমগুলো বাজারে পুরোদমে নামানো হলে অবশ্যই তা মানুষের চাকরিতে কিছুটা হলেও প্রভাব ফেলবে। গত মঙ্গলবার Google Cloud Next 18 কনফারেন্সে এই সিস্টেমটি সবার সামনে দেখানো হয়। সিস্টেমটির নাম রাখা হয়েছে Google Contact Center AI। এর মাধ্যমে পরবর্তী প্রজন্মের অটোমেটেড কাস্টমার-সার্ভিস ভয়েস প্রযুক্তিতে এক ধাপ এগিয়ে রয়েছে গুগল।

৩) রোড এক্সিডেন্টের পর এই প্রথম সেলফ ড্রাইভিং গাড়িগুলো পাবলিক রোডে নামিয়েছে Uber

Uber তাদের অটোমেটিক যানবাহনগুলোর টেস্টিং প্রক্রিয়া আবারো শুরু করেছে, তবে এবার গাড়িগুলোর সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে একজন হিউম্যান ড্রাইভার। গত মার্চ মাসে একটি অটোমেটিক Uber গাড়ির সাথে একজন পথচারী সাংঘাতিক সংর্ঘষ হয় এবং দূর্ঘটনায় পথচারীটি মারা যান। এ ঘটনার পর Uber তার অটোমেটিক যানবাহন টেস্টিং কার্যক্রমটি সাময়িক ভাবে বন্ধ রেখেছিলো। তবে বর্তমানে Uber দাবী করছে এবার তাদের গাড়ীগুলোতে আরো উন্নত এবং নতুন কিছু সেইফটি ফিচারযুক্ত করা হয়েছে যা গাড়ীগুলোর অটোমেটিক মোড থেকে তাৎক্ষনিক ম্যানুয়্যাল মোডে নিয়ে আসবে। গত মঙ্গলবার Uber কর্তৃপক্ষ এ তথ্যগুলো জানানা।

৪) G Suite অ্যাপসগুলোতে  AI ভিক্তিক রাইটিং ফিচার আনতে যাচ্ছে গুগল

G Suite অ্যাপসগুলোতে  AI ভিক্তিক রাইটিং ফিচার আনতে যাচ্ছে গুগল। গত মঙ্গলবার Google Cloud Next কনফারেন্সে এই তথ্যগুলো জানায় গুগল। উল্লেখ্য যে বর্তমানে G Suite য়ে প্রায় ৪ মিলিয়নের বেশি কাস্টমার রয়েছে। গত বছর G Suite য়ে প্রায় ৩০০টির মতো নতুন ফিচার গুগল যুক্ত করেছিলো এবং বর্তমানে নতুন কিছু AI ভিক্তিক ফিচার যুক্ত করেছে গুগল। এই ফিচারগুলোর সবই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সযুক্ত সিস্টেম যা মূলত G Suite এর রিডিং, রাইটিং এবং মিটিংয়ের উপর ফোকাস করে নির্মিত হয়েছে। এছাড়াও G Suite এর সিকুরিটি নিয়ে G Suite Security Center এর জন্য নতুন একটি টুলকে আপগ্রেড করা হয়েছে।

৫) প্রেস কনফারেন্সে রাশিয়ানদের হ্যাকিং বিষয়ের প্রশ্নটি এড়িয়ে গেল ফেসবুক

গত মঙ্গলবার সাংবাদিকদের সাথে একটি প্রেস কনফারেন্স আয়োজন করে ফেসবুক। কনফারেন্সে সাংবাদিকদের ফেসবুকে রাশিয়ান হ্যাকারদের বিষয়ের সকল প্রশ্নকে কৌশলে এড়িয়ে গিয়েছে ফেসবুক কর্মকর্তারা। ২০১৮ সালের আগত আমেরিকার মিডটার্ম নির্বাচন কে নিয়ে ফেসবুকে রাশিয়ান হ্যাকারদের এক্টিভিটির ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষ কোনো কিছু প্রমাণ পেয়েছে কিনা এ জাতীয় প্রশ্নগুলোই কৌশলে এরিয়ে গিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। অন্যদিকে এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক ফেসবুক কর্মী জানিয়েছেন যে, কোনো ইন্টারনাল বা সরকারি ইস্যুতে ফেসবুকের বক্তব্যের ব্যাপারে কর্তৃপক্ষ বেশ সচেতন রয়েছেন। উল্লেখ্য যে, ২০১৬ সালের আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ান হ্যাকাররা ফেসবুকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সার্পোটে বিভিন্ন ভুল তথ্য এবং  propaganda ছড়িয়েছিলো।

৬) নতুন রুলের কারণে নিউ ইয়র্ক শহরে Airbnb ব্যবসায় লসের মুখে পড়তে যাচ্ছে

গত সপ্তাহে নিউ ইয়র্ক সিটি কাউন্সিল সদস্যরা ভোটের মাধ্যমে নতুন একটি রুল জারি করেছেন। এতে শহরের হোম-রেন্টাল কোম্পানিগুলোকে তাদের হোস্টের নাম এবং পূর্ণ ঠিকানাগুলোকে কাউন্সিলে হ্যান্ডওভার করার নিয়ম জারি করা হয়েছে। এর মাধ্যমে কাউন্সিলটি এই কোম্পানিগুলোর হোষ্টেরদের বেআইনি এক্টিভিটিগুলোকে পর্যবেক্ষন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গিয়েছে। অন্যদিকে Airbnb কর্তৃপক্ষ বলেছে যে এই রুলটি সম্পুর্ণ অযৌক্তিক এবং এটি ইউজার প্রাইভেসির সম্পূর্ণ ভঙ্গ করে। এই রুলের কারণে নিউ ইয়র্ক শহরে লসের মুখে পড়তে যাচ্ছে Airbnb। এ বছর বুকিং খাতে প্রায় ১৪০ মিলিয়ন ডলার আয় করতে যাচ্ছে Airbnb কিন্তু এই নতুন এই রুলটি আগামী জানুয়ারী মাসে চালু হলে Airbnb এর এই আয় প্রায় অর্ধেকে নেমে আসবে।

৭) সরকার কর্তৃক ব্লক থাকার পরেও  চীনে সহায়ক প্রতিষ্ঠান খুলতে যাচ্ছে ফেসবুক

মাত্র গত সপ্তাহেই ফেসবুক সিইও মার্ক জুকারবার্গ জানিয়েছিলেন চীনে ফেসবুক কোনো কিছু করার জন্য এখনো অনেক সময় বাকি রয়েছে। কিন্তু ঘটনাচক্রে ইতিমধ্যেই চীনে একটি সহায়ক প্রতিষ্ঠান খুলে ফেলেছে ফেসবুক। কোম্পানির একজন মুখপাত্র জানিয়েছেন চীনে ফেসবুক একটি "innovation hub" চালু করবে যা স্থানীয় ডেভেলপারদেরকে বিভিন্নভাবে সার্পোট করবে। উল্লেখ্য যে, একটি কড়া ইন্টারনেট সেন্সরশীপের জন্য ফেসবুক বর্তমানে চীনে ব্যান হিসেবে রয়েছে। ফেসবুকের সাথে সাথে টুইটার, ওয়াটস-অ্যাপ এবং গুগলও চীনে বর্তমানে ব্যান রয়েছে।

৮) বিব্রতকর মেমো লিক হবার পর টেসলার শেয়ার প্রায় ৪% নিচে নেমে গিয়েছে

সরবরাহকারীদের রিফান্ড নিয়ে একটি বিব্রতকর মেমো ফাঁস হবার পরপরই ইলেক্ট্রিক কার জায়ান্ট প্রতিষ্ঠান টেসলার শেয়ার প্রায় ৪% এর বেশি কমে গিয়েছে। উল্লেখ্য যে ২০১৬ সাল থেকেই ইলেক্ট্রিক গাড়ি সঠিক এবং দ্রুত নির্মাণের জন্য বিভিন্ন সরবরাহকারীদের সাথে টেসলার অনেকগুলো চুক্তি রয়েছে। আর মেমো থেকে নিশ্চিত হওয়া গিয়েছে যে টেসলা তাদের প্রোজেক্টের জন্য সরবরাহকারীদের থেকে উপাদনের মূল্য কমানোর জন্য চেষ্টা করছে।  এই ফাঁসকৃত মেমোর ব্যাপারে টেসলার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও তাৎক্ষনিক কোনো মন্তব্য পাওয়া যায় নি। মেমোটি আমেরিকার সংবাদ সংস্থা Wall Street Journal ফাঁস করেছে।

৯) ম্যাকবুকের বাগের জন্য অ্যাপল দুঃখপ্রকাশ করেছে

২০১৮ সালের অ্যাপল ম্যাকবুক প্রো ডিভাইসগুলোর একটি বাগের জন্য সম্প্রতি অ্যাপল অফিসিয়ালি দুঃখ প্রকাশ করেছে এবং সমস্যার সমাধানের জন্য একটি সফটওয়্যার ফিক্স নেটে ছাড়া হয়েছে। কিছু ২০১৮ ম্যাকবুক প্রো ইউজাররা ডিভাইসটির বির্তকিত ওভারহিটিং ইস্যু নিয়ে সম্প্রতি ইন্টারনেটে অভিযোগ করেন যাদের মধ্যে কিছু জনপ্রিয় টেক ইউটিউবারও রয়েছেন। ডিভাইসটির ওভারহিটিং ইস্যু একটি ফার্মওয়ার বাগের কারণে হয়েছে বলে জানিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ।

১০) চীনের ইলন মাক্স খ্যাত Liu Ruopeng এর বিরুদ্ধে গুপ্তচরের অভিযোগ

চীনের ইলন মাক্স বিলিয়নিয়ার Liu Ruopeng এর বিরুদ্ধে সম্প্রতি গুপ্তচরের অভিযোগ উঠেছে। তিনি ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত Duke University তে পড়াশোনা করার সময় তার প্রফেসর David Smith এর একটি “Insibility Technology" প্রজেক্ট থেকে ডাটাগুলোকে গোপনে সরিয়ে নেওয়া এবং পরবর্তীতে উক্ত ডাটাগুলোকে নিজের লাভের জন্য ব্যবহার করার অভিযোগ উঠেছে। খোদ প্রফেসন David Smith সম্প্রতি এই অভিযোগ করেন। আর তার এই অভিযোগ কে বেশ গুরুত্বের সাথে নিয়েছে আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI। FBI বর্তমানে মনে করছে যে খোদ চাইনিজ সরকার Liu Ruopeng কে David Smith এর কাছে পড়াশোনায় খাতিরে তার টেকনোলজি আইডিয়াতে চুরি করার উদ্দেশ্যে পাঠিয়েছে! ঘটনাটি বর্তমানে পুরোদমে তদন্ত করছে FBI এর Counterintelligence বিভাগ।

এই ছিলো আজকের টেকবুমের সকল খবর। নিয়মিত টেকনোলজি বিশ্বের ঘটে যাওয়া সব গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানতে হলে নিয়মিত ভিজিট করুন টেকটিউনস। আজকের টেকবুম এখানেই শেষ করছি এবং সবাইকে আগামী টেকটিউনস টেকবুমে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস