সবাইকে স্বাগত জানাচ্ছি শুক্রবারের টেকটিউনস টেকবুমে। টেকনোলজি বিশ্বে ঘটে যাওয়া সর্বশেষ সব গুরুত্বপূর্ণ খবর নিয়ে টেকটিউনস এর আয়োজন টেকটিউনস টেকবুম। আজ শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮ খ্রিস্টাব্দ, ২৮ আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ। তো চলুন দেখে নেই আজকের টেকবুমে কি কি খবর রয়েছে। বরাবরের মতোই বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নিচ্ছি শিরোনামগুলো:
এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে:
গত বুধবার ব্রডকম জানায় তারা একটি আমেরিকান সফটওয়্যার কোম্পানি CA Technologies কে ১৮.৯ বিলিয়ম মার্কিন ডলার ক্যাশে কিনে নিচ্ছে। এই চুক্তিটির ব্যাপারে সর্বপ্রথম গত বুধবার ওয়াল্ড স্ট্রির্ট জার্নালের একটি রির্পোটে জানা যায় এবং পরবর্তীতে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে CA Technologies এই বিষয়টি নিশ্চিত করে। উল্লেখ্য যে মাত্র চার মাস আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রডকমকে Qualcomm কোম্পানি কিনে নেবার চুক্তিকে নিষিদ্ধ করে দেন। উক্ত চুক্তিটি প্রায় ১০৩ বিলিয়ন মার্কিন ডলারে হবার কথা ছিলো। Broadcom কোম্পানিটি মূলত একটি সিঙ্গাপুর ভিক্তিক প্রতিষ্ঠান, এই এপ্রিল মাসে তারা নিজেদেরকে আমেরিকান কর্পোরেশন হিসেবে রেজির্স্টাড করেছে। বর্তমানে কোম্পানিটির হেড কোয়াটার ক্যালিফোর্নিয়া শহরের San Jose য়ে অবস্থিত রয়েছে।
নতুন করে কোনো স্ক্যান্ডালে না জড়ানোর জন্য ফেসবুক উঠে পড়ে লেগেছে। সম্প্রতি সোশাল নেটওর্য়াকিং জায়ন্ট ফেসবুক তাদের সাইটে ডেভেলপারদের অ্যাপস চালানোর আগে গোপনীয় নতুন কয়েকটি টার্ম সম্পর্কে জিঙ্গাসাবাদ করা শুরু করেছেন। জানা গিয়েছে এই নতুন টার্মসগুলো ফেসবুক পুলিশদের সাহায্য করবে। অ্যাপ নিমার্তারা ফেসবুক ইউজারের কি কি ডাটা ব্যবহার করছেন এ ব্যাপারে পরিস্কার থাকতে পারবেন ফেসবুক কর্তৃপক্ষ এবং তারা আশা করছেন এভাবে আরেকটি Cambridge Analytica স্ক্যান্ডাল তারা প্রতিরোধ করতে পারবেন। আর এই টার্মগুলোর ব্যাপারে ফেসবুক খুবই সর্তকমূলক অবস্থানে রয়েছে, তারা টার্মগুলো পাবলিকে প্রকাশ করতে চাচ্ছে না।
Flint, Michigan অঞ্চলের মানুষ বর্তমানে বিশুদ্ধ খাবার পানি নিয়ে সমস্যার মধ্যে রয়েছে। আর গত বুধবার ইলন মাস্ক বলেছেন তিনি Flint, Michigan অঞ্চলের প্রতিটি ঘরের পানি সমস্যার সমাধানের জন্য অর্থ সাহায্য করবেন। উল্লেখ্য যে বর্তমানে Flint, Michigan অঞ্চলের পানির বিষাক্ততার পরিমাণ ফেডারেল গাইডলাইনের উপরে উঠে গিয়েছে। এছাড়াও সম্প্রতি থাইল্যান্ডে গুহায় আটকে পড়া ১২ জন ফুটবল খেলোয়ার এবং তাদের কোচকে উদ্ধারের কাজেও ইলন মাস্ক সাহায্য করেছেন বলে খবর পাওয়া গিয়েছে। SpaceX এবং The Boring Company থেকে তিনি ছোট সাইজের সাবমেরিন এবং ইঞ্জিনিয়ারদের দল থাইল্যান্ডে পাঠিয়েছিলেন, তবে যদিও পরবর্তীতে সাবমেরিনটি ব্যবহার করা হয়নি।
গুগল কোম্পানির শুরু দিকের ইতিহাস নিয়ে সম্প্রতি নতুন একটি বই প্রকাশিত হয়েছে। বইটির নাম Valley of Genius: The Uncensored History of Silicon Valley। বইতে গুগল কো-ফাউন্ডার Sergey Brin কে Playboy আখ্যায়িত করা হয়েছে এবং বলা হয়েছে যে তিনি কোম্পানির প্রতিষ্ঠার শুরুর দিকে মহিলা কর্মীদের সাথে বেশি মেলামেশা করতেন। বইটিকে একজন প্রবীণ গুগল কর্মী বলেছেন যে Sergey Brin একাধিক গুগল মহিলা কর্মীর সাথে যৌন সম্পর্ক করেছেন। এর জন্য কোম্পানিতে তাকে "The Google Playboy" নামে ডাকা হতো। বইতে আরেকটি প্রবীণ গুগল কর্মী বলেছেন যে Sergey Brin এর ব্যবহারের জন্য কোম্পানি অনেক সময় ভয়ে ভয়ে থাকতো কখন না জানি তার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা এসে পড়ে। বইটির এই তথ্যগুলো ব্যাপারে গুগল কোনো মন্তব্য করে নি। বইটিতে গুগল সম্পর্কে সব তথ্য পড়তে এখানে ক্লিক করুন।
গত বুধবার স্মার্টগ্লাস নিমার্তা প্রতিষ্ঠান Magic leap তাদের কোম্পানির সাথে AT&T টেলিকমের পার্টনারশীপ চুক্তির এনাউন্সমেন্ট করেছে। প্রতিষ্ঠানটির আগত স্মার্টগ্লাসগুলোর ডেমো প্রডাক্টগুলো এবার আপনি আমেরিকার নির্দিষ্ট কিছু AT&T স্টোরে পাবেন। উল্লেখ্য Magic Leap তাদের এই স্মার্টগ্লাসগুলোর নির্মাণের জন্য প্রায় ২.৩ বিলিয়ন মার্কিন ডলার অনুদান রাইজ করেছে এবং কোম্পানি এ বছরের শেষের দিকে এই স্মার্টগ্লাসগুলো “qualified designers and developers” দের কাছে শিপমেন্ট করার কথা রয়েছে। এই স্মার্টগ্লাস দিয়ে কম্পিউটার গ্রাফিক্সকে বাস্তবিক জীবনে আনা যাবে বলে শোনা যাচ্ছে। এবং গ্লাসটির প্রথম পাবলিক ডেমো একটি AT&T স্টোর থেকে হবে বলে টেলিকম জায়ান্টের একটি প্রেস রিলিজ থেকে জানা গিয়েছে। এখন পর্যন্ত গ্লাসটির কোনো মূল্য রাখা হয়নি কিন্তু ধারণা করা হচ্ছে এর দাম ১০০০ থেকে ১৫০০ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে।
নতুন প্রডাক্ট বের করা ইস্যুতে ২০১৮ সালের এখন পর্যন্ত অ্যাপল থেকে কিছুই শোনা যায়নি। কিন্তু TF International Securities কোম্পানির গবেষক এর নতুন রিসার্চ নোটটি যদি সঠিক হয় তাহলে বলা যাচ্ছে যে এ বছরের শেষের দিকে অ্যাপল অনেকগুলো নতুন প্রডাক্ট আনবে। এদের মধ্যে রয়েছে নতুন আইফোন, ল্যাপটপ, ডেক্সটপ, ঘড়ি এবং হেডফোন। গবেষক Ming-Chi Kuo এর নতুন নোটে বলা হয়েছে যে এ বছর অ্যাপল এই নতুন প্রডাক্টগুলো বাজারজাতকরণ করবে:
ক) নতুন তিনটি আইফোন মডেল, যাদের মধ্যে থাকছে কমমূল্যের একটি মডেল।
খ) ফেইস আইডি সহ নতুন দুটি আইপ্যাড। একটি হচ্ছে ১১ ইঞ্চির স্ক্রিণ এবং অপরটি ১২.৯ ইঞ্চির স্ক্রিণ।
গ) ম্যাক মিনি, ম্যাকবুক প্রো এবং ম্যাকবুকের প্রসেসরের আপগ্রেড আসছে
ঘ) ডিসপ্লে পারফরমেন্সের আপগ্রেড আসছে আইম্যাকে।
ঙ) কম মূল্যের অ্যাপল ল্যাপটপ।
চ) অ্যাপল ওয়াচের নতুন আপগ্রেড।
ছ) এয়ারপডসের নতুন আপগ্রেড।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্পিন-আউট কোম্পানি Oxford VR একটি অটোমেটেড ভার্চুয়াল রিয়েলিটি প্রোগ্রাম বানিয়েছে যেটির ব্যবহারের মাধ্যমে মানুষ তার উচ্চতার ভয়কে কাটাতে পারবে। প্রোগ্রামটিতে রয়েছে Nic নামের একটি ভার্চুয়াল থেরাপিস্ট যেটি মানুষকে বিভিন্ন ধরছের থেরাপি দিয়ে এই উচ্চতার ভয়কে কাটাতে সাহায্য করে। গতকাল বৃহস্পতিবার প্রোগ্রামটির প্রথম ট্রায়ালের রেজাল্ট পাবলিকে প্রকাশ করা হয় এবং প্রথম ট্রায়ালের রেজাল্ট ছিলো এক্সট্রিমলি পজিটিভ। এর মাধ্যমে Dr Daniel Freeman আশাব্যক্ত করেন যে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহারের মাধ্যমে মানুষ ট্রিটমেন্ট নেওয়ার প্রক্রিয়াকে সহজ করা যাবে। উল্লেখ্য যে Dr Daniel Freeman ২০০১ সাল থেকে থেরাপির জন্য VR এর ব্যবহার নিয়ে কাজ করছেন।
এ বছরের শুরুর দিকে Tempe, Arizona অঞ্চলে মারাত্বক Uber গাড়ি দুর্ঘটনার জন্য Pittsburgh শহরে সেলফ ড্রাইভিং গাড়ি অপারেটরদের চাকরিচ্যুত করলো Uber এবং কোম্পানিটি তাদের Autonomous vehicle Strategy নিয়ে পুনরায় ভাবতে চলেছে। জুলাই ১১ তারিখে কোম্পানিটি একটি মিটিং অনুষ্ঠিত করে এবং মিটিংয়ে Uber এর Pittsburgh শহরের ১০০ জন Autonomous Vehicle Operators দের চাকরিচ্যুত করা হয় বলে জানানো হয়। তবে এই কর্মীরা Uber এর অন্য যেকোনো ভূমিকায় চাকরির জন্য আবেদন করতে পারবেন বলেও জানা গিয়েছে। এই ১০০ জন অপারেটরদের বদলে Uber এই পজিশনে ৫৫ জন “mission specialist”দের নিয়োগ দিয়েছে। যারা রোড এবং টেস্ট ট্রাকগুলোর উপর এডভান্স ট্রেনিং প্রাপ্ত এবং কোম্পানিটি ধারণা করেছে এই স্পেশালিস্টদের দিয়ে আরো বেশি টেকনিক্যাল ফিডব্যাক তারা পাবে।
গর্ভাবস্থায় মহিলাদের কাছে এবং নতুন নবজাতকের পরিবারের কাছে পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান Emma's Diary যুক্তরাজ্যে ডাটা আইন সস্থার কাছ থেকে জরিমানার মুখোমুখি হতে যাচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে। ২০১৭ সালের নির্বাচনে কোম্পানিটির বিরুদ্ধে লেবার পার্টির কাছে বেআইনি ভাবে মানুষের ডাটা পাচারের অভিযোগে প্রায় ১৪০, ০০০ ইউরো জরিমানা করা হতে পারে। জরিমানাটি করবে যুক্তরাজ্যের The Informaiton Commissioner's Office (ICO)। ধারণা করা হচ্ছে প্রায় ১ মিলিয়নের মতো ডাটা কোম্পানিটি নির্বাচনে পাঁচার করেছে। ডাটাগুলোর মধ্যে রয়েছে নবজাতকের অভিভাবকের নাম, ঠিকানা, ৫ বছর বয়সী বাচ্চাদের নাম এবং মা এবং শিশু জন্মতারিখ। এই সকল তথ্যগুলো পাঁচারের মাধ্যমে লেবার পার্টির টার্গেটেড মাকের্টিং সহজ হয়ে গিয়েছিলো এবং পার্লামেন্টের ১০৬ টি আসনের বিজ্ঞাপণের জন্য এই তথ্যগুলো ব্যবহার করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গিয়েছে।
সিজন ৫ য়ে পা দিলো জনপ্রিয় অনলাইন গেম Fortnite। প্রতিটি নতুন সিজনের গেমটির ব্যাটল পাসে নতুন থিম আসে এবং ইন গেম বিভিন্ন কসমেটির পরিবর্তনও চলে আসে আর এবারো এর ব্যতিক্রম ঘটেনি। এবারের নতুন সিজনে থাকছে রকেট লাঞ্চার যেটি স্পেসে ফায়ার করা যায়, Rifts এর আপগ্রেড থাকছে, থাকছে মরুভূমির থিম সহ আরো অনেক কিছুই। গেমটির নতুন এই আপডেটি জুলাই ১২ তারিখের 0800 GMT সময়ে শুরু হবে এবং এর পরেই আপগ্রেডটি সবার কাছে প্রবেশযোগ্য হবে।
এই ছিলো আজকের টেকটিউনস টেকবুমের সকল খবর। টেকনোলজি বিশ্বের সর্বশেষ গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়মিত জানতে চাইলে নিয়মিত চোখ রাখুন টেকটিউনস এ। সবাইকে আগামী টেকটিউনস টেকবুমে আমন্ত্রণ জানিয়ে আজকের টেকবুম এখানেই শেষ করছি।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!