হ্যালো। জুন মাসের শেষ টেকবুমে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বিশ্বের টেকনোলজি সেক্টরে ঘটে যাওয়া সর্বশেষ খবরাখবর নিয়ে টেকটিউনস এর নিয়মিত আয়োজন টেকটিউনস টেকবুম। আজ ৩০ জুন, ২০১৮ খ্রিষ্টাব্দ, ১৫ আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ, শনিবার। তো চলুন সপ্তাহের শুরুটা করা যাক কিছু তাজা টেক খবর নিয়ে। প্রতিবারের মতোই বিস্তারিত সংবাদে চলে যাওয়ার আগে দেখে নিচ্ছি সংক্ষিপ্ত শিরোনামগুলোঃ
এই ছিলো আজকের সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে
প্লেনের মাধ্যমে লেজার রশ্মির সাহায্যে হাই স্পিড ইন্টারনেট সার্ভিস সরবরাহ করার চেষ্টা করেছে ফেসবুক। অতি গোপনীয় এই প্রজেক্টটি এ বছরের ফেব্রুয়ারী মাসে পরীক্ষামূলক ভাবে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে চালিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। পরীক্ষামূলক এই কার্যক্রমটি কোনো সমস্যা ছাড়াই সম্পন্ন হয়েছে বলেও জানা গিয়েছে। প্লেনের মাধ্যমে ফেসবুক প্রায় 10Gbps গতির ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিস দিতে সক্ষম হয়েছে। প্লেনটির থেকে নির্গত লেজার রশ্মির সাহায্যে প্রায় ৯ কিলোমিটার দূরের গ্রাউন্ড স্টেশনের সাথে প্লেনটি সফল ভাবে কানেক্ট হতে সক্ষম হয় এবং প্লেনটির মাধ্যমে এই ৯ কিলোমিটার অঞ্চলে ফেসবুক প্রায় 10Gbps গতির ইন্টারনেট সফলভাবে সরবরাহ করতে সক্ষম হয়। সম্প্রতি ফেসবুকের হাই প্রোফাইল ড্রোন প্রজেক্ট বন্ধের পর এই নতুন খবরটি লিক হলো। ড্রোন প্রজেক্ট বন্ধের আগে থেকেই ফেসবুক তাদের পরবর্তী প্রজন্মের ইন্টারনেট শেয়ারিং নিয়ে ব্যাপক ব্যস্ত রয়েছে এবং ধারণা করা হচ্ছে যে এই নতুন প্লেনের মাধ্যমে ইন্টারনেট সার্ভিস প্রদানের মাধ্যমে কোম্পানিটি গুগল এবং আমেরিকায় অনান্য টেলিকমিউনিকেশন কোম্পানি যেমন Verizon এবং AT&T এর সাথে প্রতিযোগীতা মূলক মার্কেটে নামতে পারবে।
ফেসবুক পারসোনালিটি কুইজ নিমার্তা Nametests.com সাইটে একটি সাংঘাতিক সিকুরিটি লুপহোল খুঁজে পেয়েছে একজন ইথিক্যাল হ্যাকার। এই ক্রটির সাহায্যে ফেসবুকের প্রায় ১২০ মিলিয়ন ব্যবহারকারীর তথ্যকে থার্ড পার্টির কাছে এক্সপোজ করা যেতো বলে বলা হচ্ছে। উল্লেখ্য Nametests.com ওয়েবসাইটে প্রায় ১২০ মিলিয়নের বেশি মাসিক ব্যবহারকারী রয়েছেন যারা সাইটির মাধ্যমে ফেসবুকে বিভিন্ন কুইজের ব্যবস্থা করে থাকে। সম্প্রতি Cambridge Analytica স্ক্যান্ডারের ফেসবুক গত এপ্রিল মাসে একটি বাউন্টি প্রোগ্রাম শুরু করার ঘোষণা দেয়; যেখানে ফেসবুক অ্যাপ নির্মিতাদের অসৎভাবে ফেসবুক তথ্য ব্যবহার করার প্রমাণ ধরিয়ে দিতে পারলে পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। এই প্রোগ্রামের ঘোষণার পরপরই একজন ইথিক্যাল হ্যাক এই সংবাদটি প্রকাশ করেন। Nametests.com সাইটের সাথে একটি খসড়া ওয়েবসাইট তৈরি করে যেকেউ ফেসবুকের ইউজারদের ডাটা চুরি করার সুযোগ খুঁজে পেয়েছে হ্যাকারটি। এছাড়াও অ্যাপটি ডিলেট করার পরে Nametests.com সাইটে দুই মাস পর্যন্ত উক্ত ইউজারের তথ্যগুলো সংরক্ষিত থাকারও প্রমাণ পাওয়া গিয়েছে। ফেসবুক কর্তৃপক্ষের কাছে ২২ এপ্রিল এই ক্রটির কথা রির্পোট করার পর ২৫ জুন Nametests.com তাদের সাইটের এই ক্রটিকে সংশোধন করেছে। এবং Nametests এর ডাটা প্রটেক্টশন অফিসার জানিয়েছেন যে তদন্তে ডাটাগুলো কোনো তৃতীয় পক্ষের কাছে লিক হওয়া কোনো প্রমাণ পাওয়া যায়নি। হ্যাকারটিকে ৮০০০ মার্কিন ডলারের পুরস্কার দিয়েছে ফেসবুক; যার মধ্যে ৪০০০ মার্কিন ডলার Freedom of the Press Foundation য়ে দান করে দিয়েছে হ্যাকারটি।
২০১৭ সালে লঞ্চ হওয়া জনপ্রিয় Free-to-play ভিডিও Fortnite গত মে মাসে প্রায় ৩১৮ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে বলে নিশ্চিত হওয়া গিয়েছে। যা একটি বিরল রেকর্ড হিসেবে গড়ে উঠেছে। গেমিং ইতিহাসে কোনো প্লাটফর্মের কোনো গেম এক মাসে এই পরিমাণ অর্থ আয় করতে পারেনি। তবে একটি ফ্রি গেম হিসেবেও কিভাবে Fortnite এই রেকর্ড করলো? ফ্রি গেম হলেও Fortnite গেমটির বিভিন্ন উপদান যেমন প্লেয়ার আউটফিট, ক্যারেক্টার, টুলস ইত্যাদি থেকে কোম্পানিটি ব্যবহারকারীদের কাছ থেকে অর্থ আয় করে থাকে। ২০১৭ সালের জুলাই মাসে লঞ্চ হওয়া পর এ পর্যন্ত গেমটি প্রায় ১.২ (এক দশমিক দুই) বিলিয়ন মার্কিন ডলার লাভ আয় করতে সক্ষম হয়েছে।
আমেরিকায় স্মার্ট স্পিকারের উন্নত ভবিষ্যৎ রয়েছে। গত ৪ বছরে প্রায় ৭০% আমেরিকান ঘরে ইতিমধ্যেই স্মার্ট স্পিকার চলে এসেছে। আর বলা বাহুল্য যে স্মার্ট স্পিকার ব্যবসায় সবথেকে এগিয়ে রয়েছে আমাজন। আর স্মার্ট স্পিকার ব্যবসায় গুগলকে টিকে থাকতে হলে আমেরিকার প্রতি ঘরে ঘরে ফ্রিতে একটি গুগল স্মার্ট স্পিকার দেওয়ার পরার্মশ দিয়েছে Morgan Stanley। আগে থেকেই আমাজনের স্মার্ট স্পিকার মানুষজন ব্যবহার করছে বিধায় গুগলের মার্কেটিং পরিকল্পনা হিসেবে এই পরামর্শটি দেয় Morgan Stanley। আর এটা না হলে অদূর ভবিষ্যৎতে স্মার্ট স্পিকার সেক্টরে আমাজনের রাজত্ব বজায় থাকবে বলেও ধারণা করছে প্রতিষ্ঠানটি। এই পরামর্শটি বাস্তবায়ন করলে; অর্থ্যাৎ ৪৯ মার্কিন ডলারের হোম মিনি স্পিকার ফ্রিতে আমেরিকার প্রতিটি ঘরে ঘরে দিয়ে দিলে গুগলের টোটাল খরচ পড়বে প্রায় ৩ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার কিন্তু এর মাধ্যমে স্মার্ট স্পিকার সেক্টরে গুগলের একটি প্রাইম পজিশন টিকে থাকবে বলেছে Morgan Stanley।
অ্যাপলের মোবাইল এবং কম্পিউটার টেকনোলজি থেকে আরো বড় কিছুতে ইনভেস্ট করা দরকার বলে মনে করছেন গবেষকরা। এক্ষেত্রে গাড়ি নির্মাণ সেক্টরে অ্যাপল আসলে বেশ লাভজনক একটি অবস্থায় আসতে পারবে বলে মনে করছেন তারা। তারা আরো বলেন গাড়ি নির্মাণ সেক্টরে অ্যাপল আসলে প্রায় ২ ট্রিলিয়ন মার্কিন ডলারের একটি বড়সড় মার্কেট কোম্পানিটি গড়ে নিতে পারবে। এছাড়াও ইলেক্টট্রিক গাড়ি নির্মাণের জন্য ইতিমধ্যেই অ্যাপলের সফটওয়্যার এবং হার্ডওয়্যার অভিজ্ঞতা রয়েছে বলেছেন গবেষকরা।
কিন্তু অন্যদিকে ইতিমধ্যেই অ্যাপল সিইও টিম কুক অ্যাপলকে পরবর্তী বড় অর্থ অর্জনের পথ হিসেবে বেছে নিয়েছেন অনলাইন সার্ভিস বিজনেসকে। আইক্লাউড, অ্যাপল মিউজিক এবং অনান্য অনলাইন সার্ভিস থেকে ২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন মার্কিন ডলার আয় করার টার্গেট রয়েছে অ্যাপলের। এছাড়াও আগামী বছর অ্যাপলের নিউজ, মিউজিক এবং ভিডিও নিয়ে নতুন প্রজেক্ট চালু করার খবর রয়েছে।
ইন্সটাগ্রাম স্টোরিস ফিচারে প্রতিদিন প্রায় ৪০০ মিলিয়ন একটিভ ইউজার থাকেন বলে জানিয়েছে ইন্সটাগ্রাম কর্তৃপক্ষ। যা Snapchat এর প্রতিদিনের ভিজিটর সংখ্যার প্রায় দ্বিগুণ। ইন্সটাগ্রাম স্টোরিসে ইউজাররা তাদের পারসোনাল ফটো এবং ভিডিও দিয়ে নিজের ফিড তৈরি করতে পারেন এবং ফিডটি ২৪ ঘন্টা পর নিজে নিজেই ডিলেট হয়ে যায়। উল্লেখ্য যে এই স্টোরিস ফরম্যাটটি মূলত Snapchat এর আবিস্কার করা হলেও ফেসবুক ফিচারটিতে সঠিক ভাবে বিভিন্ন অ্যাপে প্রয়োগ করতে পেরেছে। এখন আপনি ইন্সটাগ্রাম, ওয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ফেসবুক মেসেঞ্জারের স্টোরিস ফিচারটি উপভোগ করতে পারছেন। অন্যদিকে প্রতিদিন ১৯১ মিলিয়ন ইউজার ব্যবহার করছেন Snapchat। এ মাসের শুরু দিকে ইন্সটাগ্রাম জানায় তাদের মাসিক ইউজারের সংখ্যা এখন ১ বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। খবর বিজনেস ইনসাইডারের।
ফার্মেসি কোম্পানি PillPack কে কিনে নিয়েছে আমাজন। এর মাধ্যমে ফার্মাসিক্যাল ব্যবসায় নামার পরিস্কার ইঙ্গিত দিলো আমাজন। প্রায় এক বছর ধরে ফার্মাসি বিজনেসে নামার গুজব থাকার পর সম্প্রতি এই চুক্তি সম্পন্ন করলো আমাজন। গত বৃহৎপতিবার আমাজন PillPack নামের একটি ছোট ফার্মেসি কোম্পানিতে কিনে নিয়েছে। PillPack আমেরিকার লোকজনদেরকে মেডিক্যাল প্রেসক্রিপ্টশন ইমেইলের মাধ্যমে সরবরাহ করে থাকে। আর কোম্পানিটি কিনে নেওয়ার মাধ্যমে PillPack এর ম্যানচেস্টারের ফার্মেসি শপের মালিক হয়ে গেলে আমাজন। আমাজন এখন আমেরিকার প্রায় সর্বত্রই ঔষুধ সরবরাহ দিতে পারবে। এছাড়া সরাসরি আমাজন সাইটে প্রেসক্রিপ্টশনের মাধ্যমে ডিজিটালি ঔষধ সরবরাহের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। তবে আমাজন খুচরা হিসেবে না পাইকারি হিসেবে ঔষধ বিক্রি করবে কিনা এ ব্যাপারে কিছু জানা যায়নি।
আগামী আগষ্ট মাসে স্যামসং তাদের নতুন নোট সিরিজের ডিভাইস স্যামসং গ্যালাক্সি নোট ৯ উন্মোচন করার কথা রয়েছে। তবে অন্যদিকে স্যামসংয়ের পরবর্তী ফ্লাগশীপ ডিভাইস স্যামসং গ্যালাক্সি এস১০ এর কিছু নতুন ফিচার নিয়ে বিভিন্ন গুজব শোনা যাচ্ছে। অনান্য গ্যালাক্সি এস ডিভাইসগুলো দুটি সংষ্করণে বের করলেও গুজব রয়েছে এবার স্যামসং তাদের গ্যালাক্সি এস ১০ ডিভাইসটি তিনটি সংস্করণে বাজারে ছাড়তে পারে। প্রথমটি ৫.৮ ইঞ্চির স্ক্রিণের নরমাল ডিভাইস হবে, এতে কোনো কার্ভড স্ক্রিণ ফিচার থাকবে না। দ্বিতীয়টি বা মিড সাইজের ডিভাইসটি ৫.৮ ইঞ্চির স্ক্রিণ থাকলেও এটায় কার্ভড স্ক্রিণ ফিচার রাখা হবে বলে জানা গিয়েছে। আর শেষ বা বৃহৎতম মডেলটিতে থাকবে হাই কনফিগারেশন এবং কার্ডভ EDGES সহ থাকবে ৬.২ ইঞ্চির স্ক্রিণ। এছাড়াও বৃহৎতম মডেলটিতে ট্রিপল-লেন্স ক্যামেরা সিস্টেম থাকারও গুজব শোনা যাচ্ছে। অন্যদিকে ছোট ডিভাইসটিতে সিঙ্গেল ক্যামেরা এবং মিড ডিভাইসটিতে ডুয়েল লেন্স ক্যামেরা সিস্টেম থাকবে। আর সর্বশেষ গুজব মতে গ্যালাক্সি এস১০ ডিভাইসগুলোতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ডিভাইসগুলো সামনের দিকে থাকবে বলে শোনা যাচ্ছে। স্যামসং গ্যালাক্সি এস ১০ ডিভাইস গুলো ২০১৯ সালের শুরর দিকে বাজারে আনতে পারে স্যামসং।
Colorado ভিক্তিক আটিস্ট Tom Edwards বলেছেন ইলন মাস্ক তার আঁকা একটি কাটুর্ন চিত্র বিনা অনুমতিতে টেসলা অপারেটিং সিস্টেমে ব্যবহার করেছেন। কিন্তু অন্যদিকে একটি ডিলেটকৃত টুইটে মাস্ক জানান যে টেসলা অপারেটিং সিস্টেম ব্যবহৃত কাটুর্ন চিত্রটি Tom Edwards এর এবং তার হলেও আটিস্টটি এই ব্যাপারে গ্রেটফুল থাকার পরামর্শ দিয়েছে মাস্ক। অন্যদিকে Tom Edwards নিজেকে ইলন মাস্কের বড় ফ্যান হিসেবেও দাবি করে এই ব্যাপারে কোনো আইনী জটিলতায় যেতে চাচ্ছেন না। উল্লেখ্য যে Tom Edwards তার মগগুলোকে একটি ইউনিকর্নের কাটুর্ন এঁকে ২০১৭ সালে বাজারজাত করেন। এর পর মগটি ইলন মাস্কের খুব প্রিয় একটি মগ হিসেবে হয়ে উঠে এবং ২০১৭ সালের এপ্রিল মাসে Tom Edwards দেখতে পান তার একজন বন্ধুর টেসলা গাড়ির অপারেটিং সিস্টেমে তার আঁকা ইউনিকর্ন কার্টুনটি চলে এসেছে। তবে Tom Edwards ইলন মাস্ক এবং তার টেসলা ও স্পেসএক্স এর একজন বড় ভক্ত এবং তিনি চান না তার আকাঁ কার্টুনটি টেসলা অপারেটিং সিস্টেম থেকে মুছে ফেলা হোক। তবে তিনি চাচ্ছেন যে ইলন মাস্ক তাকে তার ন্যায্য কপিরাইট পারিশ্রমিকটি দিয়ে দিক।
এই ছিলো আজকের টেকটিউনস টেকবুমের সকল আয়োজন। নিয়মিত টেক বিশ্বের ঘটে যাওয়া সকল খবরাখবর পেতে নিয়মিত চোখ রাখুন টেকটিউনস এ। আজকের টেকটিউনস টেকবুম এখানে শেষ করছি এবং সবাইকে আগামী টেকটিউনস টেকবুমে আমন্ত্রণ জানিয়ে আমি টিউনার গেমওয়ালা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
দারুন ভাই।চালিয়ে যান