শুভ সকাল! কেমন আছেন টেকটিউনস ভিজিটরবাসী! নতুন দিনের শুরুর সাথে সাথে নিয়ে চলে এলাম টেকবুম এর আরেকটি নিয়মিত টিউন। আজ ২৮ মে, ২০১৮ সাল, ১৩ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার। আজকের দিনটি শুরু করুন তাজা তাজা ১০টি টেক নিউজ দিয়ে। আজকের এই দিনে টেক বিশ্বে ঘটে যাওয়া শীর্ষ ১০টি খবর নিয়ে আমার নিয়মিত আয়োজনে আপনাকে জানাই আমন্ত্রণ। শুরুতেই আজকের ১০টি শীর্ষ টেক খবরের শিরোনাম জানাচ্ছি তারপর যাচ্ছি বিস্তারিত খবরে:
এতক্ষণ শিরোনাম দেখলেন এবার চলে যাচ্ছি বিস্তারিত খবরে:
লিমিটেড ফরম্যাটের বক্তব্যের জন্য মার্ক জুকারবার্গ তার ইউরোপিয়ান আইনজীবীদের টেস্টিমনিতে কঠিন এবং জটিল প্রশ্নগুলোকে এড়িয়ে যেতে পেরেছেন। মাত্র সাড়ে এক ঘন্টার এই অধিবেশনের বেশির ভাগ সময় জুড়েই ছিলো MEP's দের প্রশ্নগুলো। উল্লেখ্য যে জুকারবার্গের আমেরিকারার কনগ্রেশনাল টেস্টিমনির দৈর্ঘ্য ছিলো প্রায় ১০ ঘন্টা। সম্প্রতি মাসের ঘটে যাওয়া Cambridge Analytica স্ক্যান্ডালের উপর আরোপিত এই টেস্টিমনিয়ালের জন্য ফেসবুক সিইও মার্ক জুকারবার্গকে ইউরোপিয়ান আইনজীবিদের মুখোমুখি হতে হয়।
আমাজন তার শক্তিশালি ফেসিয়াল সনাক্তকরণ টুল কে পুলিশের কাছে মার্কেটিং করছে বলে জানা গিয়েছে। Rekognition নামের এই AI টুলকে ধারণা করা হচ্ছে ইতিমধ্যেই একটি এজেন্সি ব্যবহার করেছে। আর অন্য দিকে আমেরিকান সিলিভ লির্বাটিস ইউনিয়ন সহ অনান্য প্রাইভেসি সংস্থাগুলো আমাজনকে এই শক্তিশালি ফেসিয়াল সনাক্তকরণ টুলকে পুলিশের কাছে বিক্রি বন্ধের জন্য তাগিদ দিয়েছেন। সংস্থাগুলো মনে করছে যে এতে করে আমেরিকার সাধারণ মানুষের প্রাইভেসি নস্ট হবে। উল্লেখ্য যে এই টুলের সাহায্যে যেকোনো পুলিশ সদস্য আমেরিকার সকল জনগণকে লোকেট, আইডেন্টিফাই এবং ট্রাক করতে পারবে।
Cambridge Analitica প্রাইভেসি স্ক্যান্ডালের মাত্র মাস খানেকের মাথায় ফেসবুক কর্তৃপক্ষ তাদের সাইটে পর্ণগ্রাফি রোধে নতুন উদ্যোগ গ্রহণ করেছেন। এই উদ্যোগে ফেসবুক কর্তৃপক্ষ তাদের ব্যবহারকারীকে তাদের প্রাইভেট ছবি ফেসবুকের "specially-trained representatives" দের কাছে আপলোড করার আহবান জানাচ্ছে যাতে তারা রিভেঞ্জ পর্ণ এর উপর গবেষনা করতে পারে। প্রথমে এই উদ্যোগটি অস্ট্রেলিয়ায় শুরু হলেও ফেসবুক বর্তমানে কানাডা, যুক্তরাজ্য এবং আমেরিকায় শুরু করবে বলে জানা গিয়েছে।
সম্প্রতি গুগলে বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে গুগলের সার্চ রেজাল্টে এবার অপারাধের শিকার ভিকটিমদের ব্যক্তিগত তথ্য উঠে আসছে। গুগলের সার্চ বক্সে কোনো আইনী কেসের ডিফেন্ডারের নাম টাইপ করলেই এবং সাথে কিছু কমন সার্চ টার্ম ফলো করলেই অটোকমপ্লিট ফিচারে এবং সার্চ রেজাল্টে উক্ত কেসের ভিকটিমের নাম ঠিকানা ছবি সহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য হাজির হচ্ছে, যা সম্পূর্ণ প্রাইভেসিলঙ্ঘন বলে ধরা হচ্ছে। সাধারণত কোনো আইনি কেসের এইরকম প্রাইভেট তথ্যাদি কোনো পাবলিক সার্চ ইঞ্জিনে আসার কথা নয়। অন্যদিকে গুগল বলছে যে তাদের সার্চ ইঞ্জিনে আইন লঙ্ঘন নয় এমন কোনো কনটেন্ট তারা প্রদর্শন করে না। বর্তমানে গুগল নিজে থেকে এই বিষয়টি তদন্ত করছে।
ইউরোপের টপ ডাটা প্রটেক্টশন অফিসিয়ালের মতে, ফেসবুকের ডেভেলপার পলিসির কারণে সোশাল সাইটটিকে আরো Cambridge Anaylytica ধরনের স্ক্যান্ডাল আসতে চলেছে। ইউরোপিয়ান ডাটা প্রক্টেশন সুপারভাইজর Giovani Butterelli বলেছেন যে ফেসবুক তাদের প্রাইভেসি পলিসি নিয়ে সচেতন নয়, আর যার কারণে ফেসবুকে সামনে আরো প্রাইভেসি স্ক্যান্ডাল আসতে চলেছে। উল্লেখ্য যে সম্প্রতি ফেসবুকে Cambridge Analytica নামের একটি প্রাইভেসি স্ক্যান্ডাল ঘটেছে যেখানে প্রায় ৮৭ মিলিয়ন ফেসবুক একাউন্টের তথ্যকে চুরি করে বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে সেগুলোকে ব্যবহার করা হয়েছে।
জাপানিজ টেক এবং ইনভেস্টমেন্ট জায়ান্ট SoftBank Group Corp সম্প্রতি জানিয়েছে যে তারা Flipkart এর সকল শেয়ার Walmart এর কাছে বিক্রি করে দেবার পরিকল্পনা করছে। যার আনুমানিক মূল্য ধরা হয়েছে ৪ (চার) বিলিয়ন মার্কিন ডলার। আর বিক্রির পর Walmart এ SoftBank শেয়ারহোল্ডার হিসেবে থাকবে কি না সেটার ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। এছাড়াও Flipkart থেকে শেয়ার উঠিয়ে নেবার কারণ সম্পর্কেও SoftBank কোনো মন্তব্য করেনি। Walmart বলেছে এ মাসে তারা Flipkart কে তাদের ৭৭% শেয়ারের জন্য ১৬ বিলিয়ন মার্কিন ডলার পে করবে। উল্লেখ্য যে, গত বছরের আগষ্টে The Vision Fun প্রায় ২.৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থ Flipkart কোম্পানিতে ইনভেস্ট করেছিলো। আর স্টার্টআপ কোম্পানিগুলোতে গত বছর SoftBank Vision Fun প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার ইনভেস্ট করেছে।
ই-মার্কেটার স্ট্যাটিস্টিক এর মতে অ্যাপল পে সার্ভিসের থেকে Starbucks এর মোবাইল পেমেন্ট সিস্টেম বেশি জনপ্রিয়। ১৯৭১ সালে প্রতিষ্ঠিত আমেরিকান কফি এবং কফিহাউজ চেইন কোম্পানি Startbucks তাদের মোবাইল পেমেন্ট সিস্টেম ২০১১ সাল থেকে শুরু করে। আর বর্তমানে এটি Apple Pay, Google Pay এবং Samsung Pay মোবইল পেমেন্ট সিস্টেম থেকে বেশি জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হয়েছে। প্রায় ২৩.৪ মিলিয়ন গ্রাহক বর্তমানে কোম্পানির মোবাইল পেমেন্ট সিস্টেম ব্যবহার করছে, আর ২২ মিলিয়ন গ্রাহক নিয়ে অ্যাপল পে রয়েছে ২য় স্থানে।
Snap এর সাবেক মনিটাইজেশন ইঞ্জিনিয়ারিং সেক্টরের ভাইস প্রেসিডেন্ট Stuart Bowers জয়েস করেছেন টেসলায়। তিনি টেসলায় ইলেক্ট্রিক কার মেকার সেক্টরের ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেছেন। তিনি টেসলায় অটোপাইলট সফটওয়্যার নিয়ে কাজ করবেন বলে জানা গেছে। উল্লেখ্য যে টেসলার সাবেক অটোপাইলট ডিভিশনের হেড Jim Keller এ বছরের এপ্রিলে কোম্পানি ছেড়ে Intel এ যোগদান করেছেন। অন্যদিকে ২০১৫ সালে ফেসবুক থেকে Stuart Bowers স্ন্যাপ কোম্পানিতে যোগদান করেছিলেন।
রিকোড ওয়েবসাইটের রির্পোট অনুযায়ী জানা গিয়েছে ফেসবুকের এক্সিকিউটিভ টিমটি বেশ লয়্যাল। বিগত প্রায় ১০ বছরে মাত্র একজন এক্সিকিউটিভ Mike Vernal টিম থেকে চলে গিয়েছেন। এর মাধ্যমে ফেসবুকের অফিসিয়াল গঠন বেশ বন্ধুত্বপূর্ণ বলে প্রমাণিত হয়েছে যা অনান্য সোশাল নেটওর্য়াকিং সাইটের থেকে বেশ বেশি। অন্য দিকে ফেসবুক তাদের উচ্চ পদস্থ কর্মকর্তাদের ব্যাপারে অফিসিয়ালি খুব বেশি টিউমেন্ট করে না, তবে খবরের সোর্স মতে ফেসবুকের ম্যানেজমেন্ট টিমে প্রায় ২০ জনের অধিক কর্মকর্তা বর্তমানে রয়েছেন। এদের মধ্যে ১৪ জনই ফেসবুকে গড়ে সাড়ে নয় (৯) বছর ধরে রয়েছেন। এদের মধ্যে শুধুমাত্র একজন সাবেক CFO Dave Wehner ফেসবুক ছেড়ে ২০১২ সালে চলে গিয়েছেন।
মাইক্রোসফটের সাথে প্রতিযোগীতায় টিকে থাকার জন্য অ্যাপল তৈরি করছে Star হাইব্রিড কম্পিউটার। কম্পিউটারটি একটি কাস্টম iOS সংস্করণের মাধ্যমে চালানো হবে বলে জানা গিয়েছে। এছাড়াও কম্পিউটারে থাকছে ARM প্রসেসর। উল্লেখ্য যে ২০০৫ সাল থেকে অ্যাপল ইন্টেলের প্রসেসের উপর ভিক্তি করে তার প্রডাক্টগুলোকে বানিয়ে আসছে। তবে অ্যাপল জানিয়েছে যে ২০২০ সাল হতেই তারা তাদের পণ্যে নিজস্ব প্রসেসর ব্যবহার করা শুরু করবে।
তো এই ছিলো আজকের টেকবুমের সকল খবর। নিয়মিত টেক বিশ্বের সকল তাজা তাজা খবর বাংলা পেতে চোখ রাখুন টেকটিউনসে। টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
ভাই চরম লাগতেছে! সব খবর এক নিশ্বাসে পড়ে শেষ করি।