আপনার ফেইসবুকের প্রফাইলে সেট করুন টেকটিউনস এর ব্যানার

আপনাদের অফুরন্ত ভালবাসায় দেশের সবচেয়ে বড় প্রযুক্তি নেটওয়ার্ক টেকটিউনস। বেশ কিছুদিন টেকটিউনস বন্ধ থাকায় এর এলেক্সা র‍্যাংক কিছুটা কমে গেছে। তাই আসুন আমাদের এই প্রিয় প্লাটফর্মকে আরও এগিয়ে নিয়ে যাই, বন্ধুদেরকে টেকটিউনস সমন্ধে জানাই। আর সবাই মেতে উঠি প্রযুক্তির সুরে।

টেকটিউনসকে প্রমোট করার জন্য "টেকটিউনস ব্যানার" কে আপনার ফেইসবুক প্রফাইলে যুক্ত করুন।

১। প্রথমে এই লিংকে যান।

২। "Post to Profile" এ ক্লিক করুন।

৩। অ্যাপ্লিকেশনটি অথোরাইজেশনের জন্য আপনার কাছে পারমিশন চাইবে। "Allow" তে ক্লিক করুন।

৪। নিচের স্কিনশর্টটির মত একটি পপআপ বক্স আসবে এবং আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলবে।

৫। কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাকে কনফারমেশন মেসেজ দিবে।

৬। এখন আপনার ফেইসবুকের ওয়ালে ঢুকুন। টেকটিউনস এর ব্যানারটি আপনার প্রফাইলে ব্যানার হিসেবে সেট হয়ে গেছে।

বিশেষ দ্রষ্টব্যঃ ব্যানার সেট করার পর যদি কেউ আপনাকে কোন ছবিতে ট্যাগ করে তাহলে পূণরায় আপনার প্রফাইলে গিয়ে ওই ছবিটিকে ব্যানার থেকে লুকিয়ে রাখতে হবে। ব্যানার থেকে অনাকাঙ্খিত ট্যাগ হাইড করার জন্য নিচের স্কিনশর্টটি দেখুন।

-------------------------------------------------------

এছাড়াও টেকটিউনস কে প্রমোট করার জন্য ও টেকটিউনসের সাথে আরও নিবিড় ভাবে যুক্ত হতে এবং রিয়েলটাইম আপডেট পেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা টেকটিউনসের সোসিয়াল অলিগলিতে যুক্ত হোন এখনই

টেকটিউনস, বাংলা ভাষায় প্রযুক্তি চর্চার এক অনন্য তীর্থস্থান ও প্ল্যাটফরম। প্রযুক্তিপ্রেমী, প্রযুক্তিপাগল আর প্রযুক্তিমাতালদের এক অনবদ্য সোসিয়াল গ্রুপ ও কমিউনিটি তৈরিতে টেকটিউনস কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। থাকুন টেকটিউনসের সাথে আর মেতে উঠুন প্রযুক্তির সুরে।

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Vai profile a set to korlam but profile teke remove korbo kivabe?

    বিশেষ দ্রষ্টব্য এর নিচের স্কিনশর্টটির মত টেকটিউন এর ব্যানারটির কাছে কারসর নিয়ে গেলে ক্রোস চিন্হ পাবেন। সেখানে ক্লিক করুন।

যে যেখান পারো ঘরে , মাঠে , গাড়ীতে , টিনে , গাছে , বাশেঁ, সব কানে একটাই নাম টেকটিউনস ।
টেকটিউনস কে সামনে এগিয়ে নিবো সবাই । প্রচার করুন যে যেখানে পারেন , কেননা প্রচার করার মত একটা বিষয় টেকটিউনস।

O আচ্ছা

জটিল হইছে বস। ধন্যবাদ 😀

Level 0

সাইফুল ভালো একটি বিষয় জানানোর জন্য ধন্যবাদ। আশাকরি সবাই বিষয়টির প্রতি বিশেষ দৃষ্টি দেবে। টেকটিউন আমাদের সবার সাইট। তাই সকলের উচিত টেকটিউনের কল্যাণে কার্যকরী ভূমিকা পালন করা।

আর একটি বিষয় অনেকেই এই সাইট সম্পর্কে জানে না। আমার দেখা মতে। ফেসবুকে যেসকল বন্ধু আছে তাদেরকে জানানোর মাধ্যমে নতুন নতুন টিউনার টিভিজিটর পাত্তয়া সম্ভব।

অবশেষে তাহলে টিউন নিয়ে হাজির হলে সাইফুল।ধন্যবাদ টিউনটির জন্য। খুব ভালো হয়েছে

TNX
VI techtunes AGER moto bangla likty parcina 🙁
ar upor akti tune korun PLZ

নাহ আমি দিবনা।

আর কয়ডা দিন যাক… আমিও এড করুমনে ব্যানার…

Level 2

iphone niye ki r tune korben na?

দয়া করে হেল্প করেন click ===https://www.techtunes.io/help-ask/tune-id/82464/

চালিয়ে যাও। আমিও আসতেছি।

Level 0

amio kore fellam.

জটিল