টেকটিউনস জরিপ [জুলাই-২০১৭] : টেকটিউনারসদের পছন্দের টিউন বিভাগের শীর্ষে হ্যাকিং, ইন্টারনেট, বিজ্ঞান ও প্রযুক্তি

টিউন বিভাগ টেকটিউনস জরিপ
প্রকাশিত
জোসস করেছেন

জুলাই মাসের জরিপ

জরিপের বিষয়টি ছিলঃ আপনি কোন বিভাগের টিউন পড়তে বেশি পছন্দ করেন?

জরিপটি বিগত ১ই জুলাই থেকে ৩১ শে জুলাই পর্যন্ত স্থায়ী ছিল।

জরিপের ফলাফলঃ

জরিপটিতে মোট ২,৭০৭ জন ভোটার  ভোটার অংশ গ্রহণ করেন।

উপরের ফলাফল থেকে দেখা যাচ্ছে মোট ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার পছন্দের টিউন বিভাগ হিসেবে হ্যাকিং বিভাগটিকে ৪২৯ ভোট দিয়ে পছন্দের টিউন বিভাগ তালিকায় শীর্ষে রেখেছে। এবং আরো শীর্ষ তিনটি টিউন বিভাগের গুলোর মাঝে দ্বিতীয় সর্বচ্চো ৩৯০ ভোট দিয়ে ইন্টারনেট বিভাগ কে দ্বিতীয় অবস্থানে রেখেছে। এবং এ জরিপের পছন্দের বিভাগ হিসেবে তৃতীয় স্থানে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ, এ বিভাগটি পছন্দের তালিকায় রয়েছে ৩৩৪ ভোটারের।  তার পরের অবস্থানে রয়েছে ফ্রিল্যান্সিং ও জরিপের অন্যান্য বিভাগ গুলো।

টেকটিউনারসদের কাছে হ্যাকিং, ইন্টারনেট, বিজ্ঞান ও প্রযুক্তি টিউন বিভাগ বেশী আকর্ষণীয়

হ্যাকিং সম্পর্কে কার কৌতূহল নেই আপনারাই বলুন!!! আমারা সবসময়ই হ্যাকিং সম্পর্কে কম বেশী জানার চেষ্টা করি নিজেদেরকে নিরাপদ রাখার জন্য। এ বিষয়ে একটু বেখেয়াল হলেই ক্ষতি হয়ে যেতে পারে আপনার মূল্যবান তথ্যের। কেউ কেউ হ্যাকিং এর হাত থেকে নিজের আইডি, তথ্য নিরাপদ রাখতে ব্যস্ত আবার কেউবা অন্যের গোপনীয় তথ্য, পাসওয়ার্ড, আইডি, হ্যাক করতে ব্যস্ত। এই হলো বর্তমান ইন্টারনেট বিশ্বের অবস্থা। কেউ ইথিকাল হ্যাকিং নিয়ে কাজ করছে কেউ আবার আনইথিকাল হ্যাকিং নিয়ে। যত কিছুই বলি হ্যাকিং হচ্ছে এখন সবার কাছে টেক ট্রেন্ডি বিষয়।

হ্যাকিং এর সাথে ওতপ্রোত ভাবে জড়িত ইন্টারনেট। ইন্টারনেট ছাড়া আজকাল প্রযুক্তিপ্রেমী ব্যক্তিরা একটি দিনও চিন্তা করতে পারে না। আমাদের মধ্যে আজ ৯০% মানুষ ইন্টারনেট ব্যবহারকারী। এ ইন্টারনেট আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। যেসব কাজ আগে সময় সাধ্য ছিল এ ইন্টারনেটের কল্যাণে আমরা অল্প সময়ে অনেক কাজ সেরে ফেলতে পারছি। ইন্টারনেট বিষয়টি এতোই বিস্তারিত যে এ বিষয় নিয়ে বলে কখনোই শেষ করা যাবেনা।

দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে নিজেকে সবসময় আপডেটেড রাখতে  হয়। আর নিজেকে আপডেটেড রাখতে হলে সব সময় বিজ্ঞান ও প্রযুক্তির বিষয় সম্পর্কে সচেতন থাকতে হয়। এই সময় বিজ্ঞান ও প্রযুক্তির জন্যই আমরা আধুনিক পৃথিবী পেয়েছি। আর টেকটিউনারসরা সবসময় বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ের মধ্যে ডুবে থাকতে ভালবাসে। তাইতো তারা বিজ্ঞান ও প্রযুক্তির বিভাগটিকে শীর্ষে রাখতে ভুল করেনি।

টেকটিউনস জরিপ [আগস্ট-২০১৭] -এ অংশগ্রহণ করুন

এই মাসের জন্য নতুন জরিপ দেয়া হয়েছে।

শোয়াইব আহমেদ
কমিউনিটি ম্যানেজার
টেকটিউনস

Level 9

আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2929 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।

মেতে উঠুন প্রযুক্তির সুরে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস