উপরের ফলাফল অনুযায়ী মোট ৪৩৫ টি ভোটের মাধ্যমে বোঝা যাচ্ছে ৬৯.৯৪% টেকটিউনারসরা টেকটিউনস ভিজিট করার জন্য প্রথমে রাতকেই বেছে নিয়েছে। এরপরই ১১৬ জন ভোটার ১৮.৬৫% ভোট দিয়েছে জনিয়েছে যে তারা সকালে টেকটিউনস ভিজিট করতে বেশী স্বাচ্ছন্দ বোধ করে। এবং ৭১ টি ভোটার বা ১১.৪১% ভোটার টেকটিউনস ভিজিট করার জন্য বিকালকেই তারা বেশি উপযোক্ত বলে মনে করে।
টেকটিউনস সবসময় টেকটিউনারসদের ভিড়ে মুখোর হয়ে থাকে। কেউ টেকটিউনস ভিজিট করে রাতে কেউবা দিনে আবার কেউবা বিকালে। কেউ টেকটিউনসে আসে শিখার জন্য, কেউবা তার নিজস্ব প্রতিভা জানানোর জন্য। কিন্তু এবারের জরিপের ফলাফল অনুযায়ী যদি বলি তাহলে বলতে হয় টেকটিউনস সবচেয়ে বেশি ভিজিট হয় রাতের বেলায়। সারা দিনের ক্লান্তি শেষে রাতের বেলায় টেকটিউনরাসরা একটু প্রযুক্তির ছোয়া পেতে ছুটে চলে আসে তাদের প্রাণ প্রিয় টেকটিউনসে। এছাড়া টেকটিউনসের সকালের ভিজিটরও নেহাত কম নয়। সকাল সকাল নতুন নতুন টিউন পড়ে প্রযুক্তির বিষয় আপডেট থাকতে কার না ভালো লাগে? তাই অনেক টেকটিউনারস টেকটিউনস ভিজিটের জন্য সকালকেই বেছে নিয়েছে। আবার অনেকে তার অলস সময়কে কাজে লাগানোর জন্য বিকালেও চলে আসে টেকটিউনসে। টিউজিটর যখনই আসুক টেকটিউনসে একটি কথা না বললেই নয় টেকটিউনসের মূল প্রানই কিন্তু এই টেকটিউনরাসরা। আপনাদের মাধ্যমেই টেকটিউন সজীব থাকে সবসময়। সুতরাং সবসময় টেকটিউনসের সাথে থাকুন আর মেতে উঠুন প্রযুক্তির সুরে।
এই মাসের জন্য নতুন জরিপ দেয়া হয়েছে। জরিপে অংশগ্রহণ করুন।
শোয়াইব আহমেদ
কমিউনিটি ম্যানেজার
টেকটিউনস
আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2929 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।
মেতে উঠুন প্রযুক্তির সুরে।
টেকটিউনস জরিপ দেখে ভালো লাগলো, আমি যখন মন চাই, তখন ই ভিজিট করি…।