টেকটিউনস জরিপ [জুন ২০১০]: হাড্ডাহাড্ডি লড়াই করে সফটওয়্যার বিভাগ জয়ী

টেকটিউনস জরিপ বিভাগের জুন(২০১০) মাসের জরিপের বিষয় ছিলো আপনি টেকটিউনস এ আপনি কোন ধরনের টিউন বেশি দেখতে চান ??

আর তাতে অপশন হিসেবে ছিলো

  • হ্যাকিং বিষয়ক
  • টিউটোরিয়াল
  • টিপস এন্ড ট্রিকস
  • সফটওয়্যার
  • সাম্প্রতিক টেকি নিউজ

এই জরিপে হ্যাকিং,টিউটোরিয়াল,টিপস এন্ড ট্রিকস এবং সফটওয়্যার বিভাগের মাঝে চরম হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে । কি রকম হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তা আপনারা নিচের পরিসংখ্যান দেখলেই বুঝতে পারবেন

  • সফটওয়্যার----৭১ টি ভোট
  • টিপস এন্ড ট্রিকস----৭০ টি ভোট
  • হ্যাকিং বিষয়ক----৬৮ টি ভোট
  • টিউটোরিয়াল----৬৬ টি ভোট
  • সাম্প্রতিক টেকি নিউজ----১০ টি ভোট

[মোট ভোটার ২৮৫ জন এর মাঝে ৯৯ জন নিবন্ধিত সদস্য আর ১৮৬ জন অতিথি ভোটার]
উপরের প্রাপ্ত ভোট হতে বুঝা যাচ্ছে সফটওয়্যার বিভাগ জয়ী হয়েছে ।স্বচ্ছতার জন্য জরিপ লগ এর স্কীনশট দেওয়া হলো

নতুন জরিপ আপডেট করা হয়েছে সবাই জরিপে অংশগ্রহণ করুন ।

সাবটাইটেল মামুন
টেকটিউনস পোল ম্যানেজার

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল। কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পায় নাই। আমরা কিন্তু ৬৬ টা আসন পাইছি। সুতরাং, আমরাও ফেলনা না। 😐

    সহমত

    রাকিব ভাই, আমিও টিউটোরিয়াল এর পক্ষে।

    আরে বাহে!!!! কোন টার প্রয়োজন কম ! বলেন…….. তবে আমি টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস ও সফটওয়্যার তিন বিভাগ এর ভক্ত। 🙂

    Level 0

    ami ar pokka

Level 0

তাহলে ভাই আমরা জিতেছি ।

Level 0

hoi hoi…..jitchi

হুম জানলাম। কিন্তু এই ভোট দেয়ার সুযোগ কাদের ? ভোট কি দেয়ার সুযোগ নেই ?

টেকটিউনস জরিপ
*
অনলাইনে আয়ের ব্যাপারে আপনার অবস্হান কি ??

আপনি ভোট দিয়েছেন:
চেষ্টা করতেছি কিন্তু আয় কম (40%, 2 Votes)

এটা কে বসায় অটোমেটিক না কি? আপনি ভোট দিয়েছেন:
টেকটিউনস জরিপে অংশ গ্রহণের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ফ্রি ফ্রি ধন্যবাদ।

আপসোস!!!!!!!!!! অল্পের জন্য হেরে গেলাম…………………….

Level 0

সাবটাইটেল মামুন ভাই, ধন্যবাদ তথ্য টি শেয়ার করার জন্য ।

আমি হেরে গেলাম । তবে সান্তনা এটাই ৫টি বিভাগের মধ্যে আমার বিভাগটি ৪ নাম্বার এ আছে 😀 😀

    হেরে গেলেন মানে। প্রযুক্তিতে কেউ কখনও হারে না। সময়ের ব্যবধানে ঠিক সবাই নিজ নিজ সফলতা পাবেই, এটাই নিয়ম !!! আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। 🙂 🙂

Level 0

কেউ হারবেন, আর বা জিতবেন। আমি বরাবরের মত এবারও জিতেছি। হুররারারারারারারারা।

    আপনার ভাগ্যটা ভার। তাই প্রতিবারই জিতেছেন। 🙂 হুররররররররররররেরেরেরেরেরেরেরে 🙂

হুম সবাই সফটওয়ারের প্রতি আগ্রহী, তবে যে টেকনিউজও জানতে হবে। আমি কি বলব আমি তো সব বিভাগেই লিখতে চেষ্টা করি।

টেক নিউজ এর প্রতি আকর্ষণ এত কম দেখে সত্যি অবাক লাগছে।

আমার মনে হয় টেকটিউনসে টিউনাররা টিপস এন্ড ট্রিকস নিয়ে আলোচনা করেন বেশী। তাই আমি মনে করি সামনের মাসের টিউস বিভাগ জরিপে টেকটিউনসের টিউনাররা এই বিভাগকে সাপোর্ট করবেন।

    ঠিক ধরচেন ভাই। হেহেহে 🙂 আমি এটার অন্ধ ভক্ত।

এবারের পোল
অনলাইনে আয়ের ব্যাপারে আপনার অবস্হান কি ??
আমরা অনেকেই চেস্টা করে এখনও আয় করতে পারি নাই। উল্লেখ্য অপশনগুলোর মধ্যে ০) চেস্টা করেছি কিন্ত এখন পর্যন্ত ব্যার্থ
এরকম একটা যুক্ত করলে ভাল হত। কেননা আমি দিয়েছি *আগ্রহ আছে কিন্তু চেষ্টা করে দেখিনি * যেটা একেবারে ডাহা মিছা। কম আয় করেছি তাওতো দেয়া যায় না।

    যেকোন পরার্মশ সাদরে গ্রহণ করা হবে ।

    মামুন ভাই। সাইদ ভাইয়ের কথাটা মাথায় রাইখেন। উনি কিন্তু কামের একখান কথা কইচেন। 🙂

I won. Thanks a lot for your tune.

আমারটা ২ নাম্বার।

আমারটা ২ নাম্বার(নিচ থেকে)

আসলে আমরা কেউ হারিনাই সবাই জিতেছি,কারন প্রত্যেকটা বিভাগই গুরুত্ব পুর্ন এবং সবারই কাজে লাগার কথা,আমার মতন হয়তো অনেকেই সিদ্ধান্ত নিতে কষ্ট হইছে আসলে কোনটাতে ভোট দিব,সব গুলাইতো সমর্থন করি তারপর চোখ বন্ধ করে একটাতে দিয়ে দিলাম।

পৃথিবীর কোথায়ও অতিথিরা ভোটে অংশ গ্রহন করতে পারেনা কিন্তু টেকটিউন্সে পারে,এটা মনে হয় ঠিকনা,তাই আমি অনুরোধ করব নিবন্ধিত না হয়ে যেন কেউ ভোটে অংশ গ্রহন করতে না পারে এমন ব্যবস্থা করা হউক এবং এক ইউজার যেন একের অধিক ভোট প্রদান না করতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

    ঠিক বলছেন ভাই। ব্যাপারটা আসলেই অমানানসই। নিবন্ধন না করে যে কেউ ভোট দিবে এটা কেমন কথা!! 🙁
    আমরা বাংলাদেশের নাগরিক কি ভারতে গিয়ে বোট দিতে পারবো? এটা এডমিনদের দৃষ্টিতে আসা উটিত। 🙂

Level 0

অভিন্দন !!!!!!!!!! তবে আমি যাদেরকে ভোট দিয়েছি তারা জোড় সংখ্যার হিসেবে দ্বিতীয়। 🙂 🙂

    হ্যাকিং বিষয়ক? 🙂

    Level 0

    নারেভাই, আমার আপছন্দের বিষয় হ্যাকিং। আর হ্যাকিংতো জোড় সংখ্যা নয়। !!!

নূর জাহান আপা আমার সালাম নিবেন। আমি টেকটিউনে নতুন। আমি প্রায় ৩-৪ সপ্তাহ হলো টেকটিউনে অংশগ্রহন করেছি। কিন্তু অতি দুঃখের বিষয় হলো এই আমি আমার বেস্ট কিছু টিউন তৈরি করেছি কিন্তু পাবলিস করতে পারছি না। যদি এই ছোট ভাইটাকে একটু এ ব্যাপারে সাহায্য করতেন তাহলে মনে হয় ভাল হতো। প্লীজ আপু আমাকে সাহায্য করতে পারেন আর না জানেন দয়া করে জানাবেন। আপনার মঙ্গল কামনায়-

ইয়াকুব
[email protected]

আমারটা ২ নাম্বার……..

২য় আবস্থানে আছি। ইস! আর দুইটা নাম্বার যদি পেতাম…

Level 0

আমার টেকটিউনস এর “i complex” বাংলা ফন্ট ইন্সটলার টি প্রয়োজন ছিল। অনুগ্রহপূর্বক কেউ কি এই ইন্সটলার দিতে পারেন?

প্রায় প্রতিটি মাঝে মাঝে দেখি যেকোন টিউনেই আপনি আপনার সাইটের বিজ্ঞাপন দেন। আরে ভাই কিভাবে ভা্ল টিউন করা যাবে সেটাতে টিউনার কে উতসাহ দেন না কেন? 🙁

আর টেকটিউনস্ বাংলা ভাষায় প্রকাশিত। কোন ইংরিজি ব্লগ না। বাংলায় মন্তব্য করুন দয়া করে। 🙁

লেখার জন্য ধন্যবাদ।

৬৮ টি ভোট পেয়ে আমরাও কম কিসে?

৭৭ টি ভোট পেয়ে আমরা কিন্তু ২য় ।অতএব সাবধান সফটওয়্যার।বলা যায় না কঃন আবার আপনারা …….।

Level 2

মাগনা পেলে কে না ছাড়ে , সফ্টওয়ারের তো বিজয় হইবই

ইনশাআল্লাহ আগামীতেও সফটওয়্যার বিভাগ জয়ী হবে বিপুল ভোটে।প্রয়োজনে আমরা “সফটওয়্যার ফ্যান ক্লাব” গঠন করবো।

    করবো মানে???????? এখনই কইরা ফেলেন…………..আমি আছি আপনার সাথে এই যে হাত তুলে আওয়াজ দিলাম!!!!

ভোট, হ্যাঁ হ্যাঁ ভোট। এই ভোটের জন্যই তিন জনকে মরতে হলো। কত বল্লাম ভাই ভোট দেবেন দেন আবার ভয় দেখান কেন। আর কোথায় যায় এতেই মারামারির অবকাশ শুরু।
তবে ভোট দিয়েছি।
http://www.pcp-solve.blogspot.com

Level 0

খুব সুন্দর ও কাজের টিউন…… শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ….