উপরের ফলাফল থেকে দেখা যাচ্ছে মোট ভোটারদের অনেকেরই ১টি মাত্র পেনড্রাইভ থাকলেও একের অধিক পেনড্রাইভ ব্যবহার করেন এমন ভোটারই সবচেয়ে বেশি!
বর্তমানে প্রযুক্তিপ্রেমীদের কাছে পেনড্রাইভ মোটামুটি একটি মৌলিক চাহিদা হিসেবে দাড়িয়েছে ! মানিব্যাগে টাকা থাকা যেমন জরুরী পকেটে পেনড্রাইভও থাকা তেমন জরুরী ! কারণ এখানে ওখানে যেখানেই যাই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ডেটা কালেক্ট করার জন্য পেনড্রাইভ এর বর্তমানে কোন বিকল্প নেই। তাছাড়া এখন আর মানুষ সিডি/ডিভিডি ডিস্ক ব্যবহার করেনা বললেই চলে। পেনড্রাইভ এর বাদৌলতে বর্তমানে সিডি/ডিভিডির ব্যবহার প্রায় বিলুপ্তির পথে !
এই মাসের জন্য নতুন জরিপ দেয়া হয়েছে।
-
সাইফুল ইসলাম
এঞ্জেল মডারেটর
টেকটিউনস
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
২ টায় দিছিলাম , জিতা গেছি 😀