টেকটিউনস জরিপ [জুন-২০১৩] : একাধিক পেনড্রাইভ ব্যবহার করেন এমন প্রযুক্তিপ্রেমীই বেশি!

techtunes-poll-logo.pngজুন মাসের জরিপ

জরিপের বিষয়টি ছিলঃ আপনি বর্তমানে কয়টি পেনড্রাইভ এর মালিক?

  • জরিপটি বিগত ১ই জুন মে থেকে ৩০ শে জুন পর্যন্ত স্থায়ী ছিল।

জরিপের ফলাফলঃ

  • জরিপটিতে মোট ১৪৩৮ জন ভোটার অংশগ্রহণ করেন।

উপরের ফলাফল থেকে দেখা যাচ্ছে মোট ভোটারদের অনেকেরই ১টি মাত্র পেনড্রাইভ থাকলেও একের অধিক পেনড্রাইভ ব্যবহার করেন এমন ভোটারই সবচেয়ে বেশি!

পেনড্রাইভের ব্যবহার খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে!

বর্তমানে প্রযুক্তিপ্রেমীদের কাছে পেনড্রাইভ মোটামুটি একটি মৌলিক চাহিদা হিসেবে দাড়িয়েছে ! মানিব্যাগে টাকা থাকা যেমন জরুরী পকেটে পেনড্রাইভও থাকা তেমন জরুরী ! কারণ এখানে ওখানে যেখানেই যাই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ডেটা কালেক্ট করার জন্য পেনড্রাইভ এর বর্তমানে কোন বিকল্প নেই। তাছাড়া এখন আর মানুষ সিডি/ডিভিডি ডিস্ক ব্যবহার করেনা বললেই চলে। পেনড্রাইভ এর বাদৌলতে বর্তমানে সিডি/ডিভিডির ব্যবহার প্রায় বিলুপ্তির পথে !

টেকটিউনস জরিপ [জুলাই-২০১৩] -এ অংশগ্রহণ করুন

এই মাসের জন্য নতুন জরিপ দেয়া হয়েছে।

  • নতুন জরিপে অংশগ্রহণ করতে এখানে ক্লিক করুন
  • ফেসবুকের মাধ্যমে জরিপে অংশ নিতে এখানে ক্লিক করুন।

-

সাইফুল ইসলাম
এঞ্জেল মডারেটর
টেকটিউনস

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

২ টায় দিছিলাম , জিতা গেছি 😀

1 ta ase.tai e disilam 🙂

আমার কাছেই আছে ৪০-৫০টার মতো পেনড্রাইভ। আমার প্রিন্টের দোকান আছে ফার্মগেটে, সেখানে অনেকসময় অনেক কাষ্টমার পেনড্রাইভ ফেলে যায়, পরে অবশ্য নিয়ে যায়। গত দুই বছর আগের পেনড্রাইভগুলি এখনো পড়ে আছে, আমি শুধু আমানতদার হিসেবে এগুলি পাহাড়া দিতেছি।

vai arpor jorip dan j k koto speed ar net use kore,,net ar status

প্রায় কয়েক মাস পর লগ ইন করলাম , শুধু দুঃখ টা শেয়ার করা জন্যে। এই গরিবের কোন পেনড্রাইভ নাই। সবার দেহি দুই এর অধিক পেনড্রাইভ আছে, আমি কেমনে চলি। কাইন্দা দিলাম। 🙁

আমার কোন পেন্ড্রাইভ নেই, কখনোই ছিল না এই এতো বছরে!! তারপরেও আমার কখনো পেন্ড্রাইভ এর সমস্যা হয় নাই, বন্ধুরা আছে কি করতে? 😉 😛

আমি জানতাম জরিপটা এমনই হবে।
আচ্ছা আমি কোন টউন করে তা পাবলিশ করলে তা পাবলিকলি পাবলিশ না হয়ে ড্রাফট হয়ে থাকছে কেন? কেউ কি কোন সমাধান দিতে পারবেন। এত কষ্ট করে পোষ্ট করি আর তা ড্রাফট হয়ে থাকে। আরেকটা সমস্যা তা হল আমার প্রায় ৬-৭ টিউন সেভ হয়ে ড্রাফট হয়ে আছে যা আমি ডিলিট করতে চাচ্ছি। কিন্তু টেকটউনে কোথাও ড্রাফট ডিলিটের অপশন পেলাম না। প্লিজ সামবডি ফেভার মি !!!

amar akta ase

nai

http://www.itsegment.net (increase your tech skills)

আমার একটা

আমার দুটি, ৮ জিবি ও ১৬ জিবি।