আপনারা জানেন টেকটিউনস এ টেকটিউনস জরিপ নামে একটি বিভাগ আছে কিন্তু নানা কারণে এতদিন এই বিভাগটি নিষ্কিয় ছিল। তবে এই বিভাগটি সচল করার জন্য গত মিটআপে টেকটিউনস কর্তৃপক্ষ আমাকে পোল ম্যানাজার হিসেবে দায়িত্ব দিয়েছে। আশা করি এই বিভাগটি এখন থেকে নিয়মিত আপডেট পাবেন এবং আমি জরিপ বিভাগের মধ্য দিয়ে বিভিন্ন বিষয়ে টেকটিউ্নস প্রেমিদের মতামত এবং তাদের চাওয়া পাওয়া গুলো তুলে ধরার চেষ্টা করবো।
এখন থেকে প্রতি মাসে 2 বার টেকটিউনস জরিপ বিভাগে নতুন জরিপ পাবেন এবং সাথে সাথে শেষ হয়ে যাওয়া জরিপগুলোর ফলাফল নিয়ে বিস্তারিত টিউনও পাবেন।
জরিপের প্রশ্ন ছিল কোন এন্টিভাইরাস আপনার কাছে জনপ্রিয়???
আপনার অপশন হিসেবে ছিল
জরিপ শেষে দেখা যায় মোট ভোট পড়েছে ১৮৫ টি।
জরিপে স্পষ্টভাবে Kaspersky এর জনপ্রিয়তা প্রমাণিত হয়েছে। সাথে সাথে ফ্রি এন্টিভাইরাস হিসেবে এভিরাও তার জনপ্রিয়তা ভালভাবে প্রমাণ করেছে।
তবে জরিপে Nod32, AVG, Avast এর নাম না থাকায় অনেকেই ঠিকমত ভোট দিতে পারে নাই। তবে ভবিষ্যতে এই ধরনের কোন সমস্যা হবে না। ইনশাল্লাহ।
আর আজকে জরিপ বিভাগ আপডেট করে নতুন জরিপ যুক্ত করেছি। পুরো ১৫ দিন চলার পর এই জরিপের ফলাফল প্রকাশ করা হবে। আশা করি জরিপে সবাই অংশগ্রহণ করবেন।
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
“পুল ম্যানাজার ” কে অভিনন্দন । আশা করি টেটিতে আর কোন “পুল” ভেঙ্গে পড়বে না । 😉
just kidding…..