টেকটিউনস জরিপ : সর্বশেষ জরিপের ফলাফল সাথে নতুন আপডেট

আপনারা জানেন টেকটিউনস এ টেকটিউনস জরিপ নামে একটি বিভাগ আছে কিন্তু নানা কারণে এতদিন এই বিভাগটি নিষ্কিয় ছিল। তবে এই বিভাগটি সচল করার জন্য গত মিটআপে টেকটিউনস কর্তৃপক্ষ আমাকে পোল ম্যানাজার হিসেবে দায়িত্ব দিয়েছে। আশা করি এই বিভাগটি এখন থেকে নিয়মিত আপডেট পাবেন এবং আমি জরিপ বিভাগের মধ্য দিয়ে বিভিন্ন বিষয়ে টেকটিউ্নস প্রেমিদের মতামত এবং তাদের চাওয়া পাওয়া গুলো তুলে ধরার চেষ্টা করবো।

এখন থেকে প্রতি মাসে 2 বার টেকটিউনস জরিপ বিভাগে নতুন জরিপ পাবেন এবং সাথে সাথে শেষ হয়ে যাওয়া জরিপগুলোর ফলাফল নিয়ে বিস্তারিত টিউনও পাবেন।

সর্বশেষ জরিপের ফলাফল

জরিপের প্রশ্ন ছিল কোন এন্টিভাইরাস আপনার কাছে জনপ্রিয়???
আপনার অপশন হিসেবে ছিল

  1. Kaspersky-------৯৪টি ভোট
  2. Avira-----------৪৮টি
  3. Macfee----------২৪টি
  4. Norton Antivirus----১৫টি
  5. Bitdefender--------৪টি

জরিপ শেষে দেখা যায় মোট ভোট পড়েছে ১৮৫ টি।

জরিপে দেখা যায়

  • Kaspersky(৯৪টি) সবোর্চ্চ ভোট পেয়েছে
  • তারপর ২য় সবোর্চ্চ ভোট পেয়েছে এভিরা (৪৮টি)
  • তারপর যথাক্রমে ম্যাকাফি (২৪টি)
  • নরটন (১৫টি) এবং
  • বিটডিফেন্ডার (৪টি)

জরিপে স্পষ্টভাবে Kaspersky এর জনপ্রিয়তা প্রমাণিত হয়েছে। সাথে সাথে ফ্রি এন্টিভাইরাস হিসেবে এভিরাও তার জনপ্রিয়তা ভালভাবে প্রমাণ করেছে।
তবে জরিপে Nod32, AVG, Avast এর নাম না থাকায় অনেকেই ঠিকমত ভোট দিতে পারে নাই। তবে ভবিষ্যতে এই ধরনের কোন সমস্যা হবে না। ইনশাল্লাহ।

আর আজকে জরিপ বিভাগ আপডেট করে নতুন জরিপ যুক্ত করেছি। পুরো ১৫ দিন চলার পর এই জরিপের ফলাফল প্রকাশ করা হবে। আশা করি জরিপে সবাই অংশগ্রহণ করবেন।

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

“পুল ম্যানাজার ” কে অভিনন্দন । আশা করি টেটিতে আর কোন “পুল” ভেঙ্গে পড়বে না । 😉

just kidding…..

    ইনশাল্লাহ আর ভেঙ্গে পড়বে না ।

    Level 2

    আসেন একটা মিলাদ দেই….. তাহলে আর পুল ভেঙ্গে পড়বে না।
    🙂

    শক্ত সিমেন্ট আর রড দিয়া কি পুল বানাইছি ভাইংগা যাওয়ার লাইগা।

কি মামুন ভাই মিষ্টি কই? আগে আপনেরটা চালু হইছে তাই মিষ্টি চাই, আর আমাদেরটা মাফ………………… হা হা হা

পুলের উপ্রে দিয়্যা টিউন রাউন্ড-আপ করমু? 😉

    পুলে উঠতে টোল লাগব 😉 নিচে দিয়াই কাম কর ।

    খেক….. খেক….

    দরকার হইলে প্রতিদিন একটা কইরা পুল দিমু তবুও কাউরে উপরে দিয়া যাইতে দিমুনা।

    Level 2

    বেশি বেশি পুল না দিয়া চলেন একটা বিশাললললল সেতু দিয়া দেই…. সেতুর নাম …. (কি দেওয়া যায়) ???

    সেতুর নাম টেকটিউনস সেতু।

টেকটিউনসের এই সব সিদ্ধান্তগুলো ইতিবাচক হিসেবেই প্রমান করে ছাড়ব ইনসআল্লাহ

“পুল ম্যানাজার ” কে অভিনন্দন ।

welcome back Poll

Level 0

পুল মামুন

বঐধ সরি সাবটাঈটেল মামুন…ধইন্যবাদ…আশা করি এবার জরিপটার চাক্কায় হাওয়া পাইবো…থুক্কু পালে তেল লাগবে…

ধন্যবাদ মামুন । চালিয়ে যাও ।

Level 0

ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ.

হুম……… সু টি ল ।

মামুন ভাই এগিয়ে চলো
আমরা আছি তোমার পাশে…………..

Level 0

মামুন ভাই এগিয়ে চলো
আমরা আছি তোমার পাশে…………..

    সব পিসি থেকে পুরো ফ্যামিলি নিয়ে ভোট দিন তাহলেই আমি এগিয়ে যাবো ভবিষ্যতে প্রমোশনও পেতে পারি।

Level 0

ধন্যবাদ

মামুন ভাই আমরা আছি আপনার সাথে……………………………………

খাওয়ার আগে, মাইরের পিছে………………………..

আমি তো তিনটাই ব্যাবহার করি

মামুন এইটা ২ নাম্বারী AVAST ANTIVIRUS এর নাম কই?AVAST এখন ১ নাম্বার KASPERSKY ভাল লাগে না।

মামুন এভাস্টের বেইল নাই কেডা কইছে?জরিপে ভোট দিমু কেমনে?

    টেকটিউনস এর একদম নিচে দেখ টেকটিউনস জরিপ আছে ।ওইখানে তোর পছন্দমত অপশন সিলেক্ট করে ভোট দিয়া দে।

অনেক আগের পোস্ট, কিছু লেখা দরকার।

১। শুধু অ্যান্টিভাইরাস দিয়ে আজকাল কিছু হয় না, ফুল ইন্টারনেট সিকিউরিটি লাগে ফায়ারওয়াল সাপোর্টের জন্য, উইন্ডোজের ফায়ারওয়াল টা তো মাশাল্ল্যাহ।

২। কাসপারেস্কির এত ভোট পাওয়াটা স্বাভাবিক, বাংলাদেশে কাসপারস্কি পুরাই মনোপলি বিজনেস করতেছে। রিটেইলাররাও বেশী ডিসকাউন্ট পায় দেখে কাসপারেস্কি বেচতে আগ্রহী। সিকিউরিটি ফিচারে সবাই ১৯-২০, তাই এক তরফা ভোট দেখলে সারা বিশ্বই অনেক অবাক হবে।

৩। অ্যাভিরা আর এভিজি ফ্রি ভার্সন বেশ পপুলারিটি পেয়েছে দেশে, আমার ব্যাবহার করার অভিজ্ঞতা বলে ফাউল একটা জিনিষ, প্রভুর ফলস অ্যালার্ম দেয় আর আসলটাই ধরতে পারে না।

৪। ম্যাকাফি নিয়ে আইডিয়া কম, ব্যাবহারকারী কেউ কিছু রিভিউ লিখলে জানতে পারতাম।

৫। এসেট নড৩২ আর অ্যাভাস্ট নাই দেখে অবাক হয়েছি, ফ্রি অ্যান্টিভাইরাস হিসেবে অসাধারন কাজ করে। সাথে যদি জোন অ্যালার্ম ফায়ারওয়াল দিতে পারেন, চমতকার কাজ দিবে।

৬। নরটনের ফলস অ্যালার্ম সমস্যা সবসময়ি ছিল, নতুন ভার্সন কি করেছে জানি না।

৭। তবে আমার কাছে এ পর্যন্ত সেরা মনে হয়েছে বিটডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটি ২০১১, এদের ২০১০ ভার্সনটা অনেক অ্যাওয়ার্ড পাওয়া। স্ক্যানিং প্রসেস অনেক ফাস্ট, ফায়ারওয়ালটাও দুর্দান্ত। ভাইরাস ডেটাবেস মনেহয় সবচেয়ে রিচ, তবে সবচেয়ে ভাল লেগেছে অ্যাডভান্স ইউজারদের জন্য সেটিংস কাস্টমাইজের সুবিধা – আপনি জানেন কিভাবে এই স্যুইট কাজ করবে।

৮। ওয়েবরুটটাও ব্যাবহার করে দেখতে পারেন।

নিচের লিঙ্কে একটা ধারনা পাবেন তুলনামুলকভাবে, ছোট একটা ভুল আছে এখানে, কাসপারেস্কির মত বিটডিফেন্ডারেও ইউজার ফোরাম আছে।

ইন্টারনেট সিকিউরিটি ২০১১ টপ টেন – http://internet-security-suite-review.toptenreviews.com/

অ্যান্টিভাইরাস ২০১১ টপ টেন – http://anti-virus-software-review.toptenreviews.com/

ফ্রিতে যারা সিকিউরিটি নিবেন, তাদের হয়ত একাধিক সফটওয়ার লাগবে, যেমন আমি ইউজ করি অ্যাভাস্ট (নড৩২ আমার প্রিয়, কিন্তু সিরিয়াল কি ঝামেলা করে), জোন অ্যালার্ম ফায়ারওয়াল, ম্যালওয়ারবাইটস এন্টি ম্যালওয়ার আর সুপার অ্যান্টিস্পাইওয়ার ফ্রি। র‌্যাম ইউসেজ কমানোর হয়ত্ বিটডিফেন্ডারেই যেতে হবে।

কি লাগবে এখান থেকে একটা আইডিয়া নিতে পারেন – http://software.toptenreviews.com/security-privacy/

Level 0

@শুভ্র নামের ছেলে , prothom alo ব্লগ -এ (http://prothom-aloblog.com/posts/50/119809) আপনার same পোস্ট দেখলাম , ভাল লাগল। প্রথম আলো ব্লগ-এ আমি sign ইন করতে পারছি না , তাই এখানে আমার কিছু অভিমত জানলাম ।
1। আমি Norton Int sec. 2011 চালাই , আমি মনে করি এটা সব চেয়ে ভাল । এর আগে 4 বছর KIS চালিয়েছি । KIS কোনও ভাইরাস পাইলে restart না মারলে আপনাকে কিছুই করতে দিবেনা । অথচ নর্তন RAM খাই , কিন্তু পিসি স্লো করে নি । যাদের পিসি এর ram 1 জিবি এর নীচে তাদের KIS ও NIS না ইউজ করায় ভাল ।
2। নর্তন এর আগে 3 মাস Bitdefender ইউজ করতাম , বোঝা যেত না পিসি তে একটা antivirus আছে , কিন্তু সে আইডিএম দিয়ে কিছুই ডাউনলোড করতে দেই না । বাধ্য হয়ে unstall করেছি। এখনো প্রায় 5 মাসের কেই আমার কাছে আছে। যদি সমাধান পায় । তবে অতা ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমি বলব , Bitdefender ভাল antivirus নয়। আমি অনেক চেষ্টা করেছি । নেট -এ ও অনেক খুজেছি কিন্তু পাই নি । এখন অনেক আরামে আছি।