এখন ফোন কিনতে গেলেই প্রথম শর্ত হিসেবে সেটি হতে হবে স্মার্টফোন ! কিন্তু স্মার্টফোন বিভিন্ন রকমের আছে ! মোবাইলের দোকানে গেলেই বুঝতে পারবেন স্মার্টফোনের বিভিন্ন ধরণ ! তাই এখন আর শুধু যেনতেন স্মার্টফোন হলেই হবে না, সেটিকে প্রথমেই হতে হবে অ্যান্ড্রয়েট নয়তো আইফোন !
বর্তমানে অ্যান্ড্রয়েট অপারেটিং সিস্টেম সম্বলিত স্মার্টফোনগুলি বিগত কয়েক বছরের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ! এর প্রধান কারণ হতে পারে বর্তমান বাজারে এই ফোনগুলির দাম একদম হাতের নাগালে চলে এসেছে ! এমনকি বর্তমানের জনপ্রিয় মোবাইল ফোন নির্মাতা Samsung এরও অনেক আকর্ষণীয় ফোন অনেক কমদামে বাজারে পাওয়া যাচ্ছে !
Samsung Galaxy S III বের হবার পর থেকেই ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছে ! আর জনপ্রিয়তা না পেয়েই বা যাবে কোথায় ! অসাধারণ সব নতুন প্রযুক্তি এবং দারুন সব ফিচার নিয়ে তৈরী করা হয়েছিল এই স্মার্টফোনটি। আর ফোনটির বানিজ্যিক স্লোগানও ছিল "Designed For Humans" !
Samsung Galaxy S III বের হবার পরই Apple তাদের নতুন iOS সম্বলিত ফোন iPhone 5 বের করেছিল। তবে এই যুগেও iPhone 5 এ সেই একঘেয়ামী অপারেটিং সিস্টেমটির সামান্য কিছু ফিচার এবং ফোনটির আকৃতির কিছুটা উন্নয়ন ঘটানো হয়েছিল। ফলে প্রত্যাশা অনুযায়ী iPhone 5 না হওয়ায় Samsung Galaxy S III ই শীর্ষে থেকে গেল !
এরই মধ্যে আবার গত মাসেই (মার্চ) স্যামসাং Samusung Galaxy S IV বের হয়েছে ! যাতে S III এর তুলনায় আরো দারুন সব ফিচার যুক্ত করা হয়েছে ! এখন দেখার পালা Apple নতুন আইফোন বের করে স্যামসাংকে হারাতে পারে কিনা !
এই মাসের জন্য নতুন জরিপ দেয়া হয়েছে।
-
সাইফুল ইসলাম
এঞ্জেল মডারেটর
টেকটিউনস
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
ফলাফলের জন্য ধন্যবাদ। কিন্তু এই দুটির একটিও আমার পক্ষে ব্যাবহার করা সম্ভব হয়নি।আগামী ৪/৫ বছরে ও ব্যাবহার করতে পারব কিনা সন্দেহ।