উপরের ফলাফল থেকে, ৫৮৩ টি ভোট পেয়ে ডেস্কটপ প্রথমে এবং ৩৪৮ টি ভোটে ল্যাপটপ শেষে !
দিন দিন প্রচুর পরিমানে ল্যাপটপ এর সংখ্যা বাড়লেও এই জরিপের ফলাফল সত্যিই অবাককৃত ! বর্তমানে কেউ কম্পিউটার নিলে সাধারণত ল্যাপটপই নির্বাচন করে ! এবং গত দুই বছরে দেশে প্রচুর পরিমানে ল্যাপটপ বিক্রি হয়েছেও ! মোটামুটি ধরণের ল্যাপটপ এর পাশাপাশি এখন অনেক উন্নত, ষ্টাইলুস, টেকসই এবং পাওয়ারফুল ল্যাপটপও বের হয়েছে ! যেগুলি ডেস্কটপ এর কোন অংশেই কম নয় !
ল্যাপটপের সবচেয়ে বড় সুবিধাটি হল এর পোর্টেবিলিটি এবং চার্জ ব্যবস্থা ! ফলে সবখানেই সাথে নিয়ে যাওয়া যায় এবং গুরুত্বপূর্ণ কাজও সেরে ফেলা যায়। তবে প্রায় প্রতিটি ল্যাপটপ এর প্রধান যে সমস্যা বা অসুবিধা সেটি হল এর কুলিং ব্যবস্থা ! ল্যাপটপ যতদামীই হোকনা কেন ! ভারী কোন কাজ অনেক্ষণ ধরে করলে গরম হবেই ! আর গরম হলেই কাজের মনেযোগ হারিয়ে যাবে কারণ ল্যাপটপ এর হীটটি সাধারণ সরাসরি হাতে লাগে ! আর গরমকালে তো কোন কথাই নেই। অনেক্ষণ চললে প্রচুর গরম অনুভব হয় !
এই ক্ষেত্রটি বিবেচনা করলে ডেস্কটপই সকল প্রকার কাজের জন্য উত্তম ! কারণ হীট এর পার্থক্য ছাড়া তেমন বড় কোন বৈষম্য ল্যাপটপ কিংবা ডেস্কটপ এর মধ্যে লক্ষ্য করা যায় না।
এই মাসের জন্য নতুন জরিপ দেয়া হয়েছে।
-
সাইফুল ইসলাম
এঞ্জেল মডারেটর
টেকটিউনস
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
একদম শেষ ভোটটা মনে হয় আমিই দিয়েছিলাম!