টেকটিউনস জরিপ [ জানুয়ারী ২০১৩ ] : ইন্টারনেট স্ক্যাম এর শিকার হয়েছেন বহু প্রযুক্তিপ্রেমী ! সময় থাকতে সাবধান হউন !

techtunes-poll-logo.pngজানুয়ারী মাসের জরিপ

জরিপের বিষয়টি ছিলঃ আপনি কি কখনো কোনদিন ইন্টারনেট স্ক্যাম এর শিকার হয়েছিলেন?

  • জরিপটি বিগত ১লা জানুয়ারী থেকে ৩১শে জানুয়ারী পর্যন্ত স্থায়ী ছিল।

জরিপের ফলাফলঃ

  • জরিপটিতে মোট ৬৯৭ জন ভোটার অংশগ্রহণ করেন।

উপরের ফলাফল থেকে, যদিও বেশিরভাগ ভোটার "না" তেই ভোট দিয়েছেন তবে "হ্যা" ভোটের সংখ্যাও নেহায়েত কম নয় !

ইন্টারনেট স্ক্যাম এর শিকার হয়েছেন বহু প্রযুক্তিপ্রেমী ! সময় থাকতে সাবধান হউন !

সাধারণত ইন্টারনেট স্ক্যাম বলতে যা বোঝায় তা হল, ইন্টারনেটে কোনভাবে প্রতারণার শিকার হওয়া ! এই প্রতারণা বিভিন্নভাবে যেমনঃ বিভিন্ন ওয়েবসাইট, ইমেইল, ইন্টারনেট ভিত্তিক কোন সফটওয়্যার, সৌশল নেটওয়ার্ক, চ্যাটিং ইত্যাদির সাহায্যে হতে পারে !

আমাদের দেশের অনেক মানুষই এখন এটি সমন্ধে অবগত আছেন ! ইতিমধ্যেই আমাদের দেশে স্পীক এশিয়া, ইউনিপেটুইউ, ডুল্যান্সার ইত্যাদি বেশ কয়েকটি অনলাইন ভিত্তিক প্রতরণা প্রতিষ্ঠান প্রচুর মানুষের ব্যক্তিগত তথ্য, অর্থ, শ্রম ও কর্মশক্তি নিয়ে ভয়ংকর প্রতারণা করেছেন। এগুলিই মূলত ইন্টারনেট স্ক্যাম। এছাড়াও আরও অনেকভাবে ইন্টারনেট স্ক্যাম হতে পারে। ইমেইল এ অনেক সময়ই বিভিন্ন মুখরোচক কথা বলে মেইল পাঠানো হয় কিংবা কোন এক ঠিকানায় টাকা ডিপোজিট করে ব্যক্তিগত তথ্য চাওয়া হয়, যেগুলিকে আমরা স্প্যামিং হিসেবে আখ্যায়িত করি। মূলত এগুলিও ইন্টারনেট স্ক্যাম এর মধ্যেই পড়ে। এছাড়াও ইন্টারনেট স্ক্যাম এর প্রচুর ভাগ ও উদাহরণ রয়েছে। ইন্টারনেট স্ক্যামিং সমন্ধে আরও বিস্তারিতভাবে জানতে পারবেন উন্মুক্ত বিশ্বকোষ থেকে !

জেনে শুনে কেউই ফাঁদে পা দিতে চায়না তবুও অনেক ক্ষেত্রেই ভূল হয়েই যায়। সবাইকে এব্যাপারে খুবই সর্তক হতে হবে। এসব ক্ষেত্রে সবসময় সাধারণ জ্ঞান প্রয়োগ করে যাচাই বাচাই করতে হবে। যেকোন প্রকার অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে। কারণ অর্থ বিনিয়োগের মাধ্যমেই দেশের বেশিরভাগ লোক প্রতারণার শিকার হয়েছেন। অর্থ বিনিয়োগ না করে শ্রম বিনিয়োগ করুন। শ্রম নষ্ট হলে বা বৃথায় গেলে খুব একটা কষ্ট হবেনা তবে ১০০ টাকা বিনিয়োগ করে প্রতরণায় পড়লে অনেকটাই গায়ে লাগবে !

টেকটিউনস জরিপ [ ফেব্রুয়ারী - ২০১৩ ] -এ অংশগ্রহণ করুন

এই মাসের জন্য নতুন জরিপ দেয়া হয়েছে।

-

সাইফুল ইসলাম
এঞ্জেল মডারেটর
টেকটিউনস

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডলার কিনতে গিয়ে একবার আমি প্রতারিত হয়ছিলাম এছাড়া অন্য ক্ষেত্রে স্কাম হই নাই

স্ক্যাম নিয়ে আমার প্রিয় একটি গান ডাউনলোড করে শুনুন ভালো লাগবে http://www.mediafire.com/?nk3glubawrzlsd6

পেইজা থেকে একবার কিছু ডলার উধাও হইছে ,
পরে ডিসপুট করে দেখি একভদ্রলোট রিসেলার হোস্টিং এর বিল পরিশোধ করছে 🙁 এখনও পেইজা ভিতি কাজ করে ।

vai pay ami 50,00,000 USD ar lotary pai. Oderke janai 10,00,00,00,000 USD ar nichay recive kori na.

Level 0

NO problem

sadaronoto online earning website gulate scam ar pallay portay hoy….

অত্যন্ত কার্যকরী একটি পোস্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ । অনলাইন আর্নিং সম্পর্কে সবারই জানার ইচ্ছা প্রচুর, কিন্তু কিভাবে আর্নিং করব, কোথা থেকে শুরু করব, এ নিয়ে যেন জল্পনা কল্পনার শেষ নেই । তবু অনলাইন আর্নিং বিষয়ে জানার ইচ্ছা থাকা সত্তেও উপযুক্ত নির্দেশনার অভাবে কাজের আগ্রহ হারাচ্ছে নতুন করে আগত ফ্রি ল্যান্সাররা । যাচাই না করে কোনো বিষয়েই পা বাড়ানো যাবেনা। প্রতারণার ফাদে পড়ে গেলে সেখান থেকে মুক্ত হওয়া কঠিন । সবার জন্য আমার এ সাইটটি http://e-aiman.blogspot.com/ একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র । এখানে অনলাইন আর্নিং এর বিভিন্ন নির্দেশনা রয়েছে, যা অনেকের কাজে আসতে পারে । মন্তব্য করতে ভুলবেননা, আপনার মূল্যবান পরামর্শে আরো নতুন কিছু করার প্রয়াস পাব ইনশাল্লাহ । অনলাইন আর্নিং এর ক্ষেত্রেও সবাইকে সাবধান থাকার অনুরোধ করছি ।

Level 0

Thanks for the advice vaia…

স্প্যাম মেইল না আসলে তো বিনোদনের একটা উপকরন হারায় যাবো!