KM Player এর পূর্ণ অর্থ K-Multimedia Player ! তবে আমরা সবাই এটাকে The KMPlayer বা শুধু KM Player হিসেবেই চিনি ! প্লেয়ার মূলত উইনডোজ অপারেটিং সিস্টেম এর জন্য তৈরী এবং এটি সম্পূর্ণ বিনামূলে ডাউনলোড করে ব্যবহার করা যায়। প্রায় প্রতিটি ফরমেটের ভিডিও/অডিও প্লে করতে পারায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে প্লেয়ারটি। চমৎকার ইন্টারফেইসের পাশাপাশি 3D মুডে প্লে সহ দারুন দারুন কয়েকটি ফিচার রয়েছে প্লেয়ারটিতে। আর এত সুন্দর প্লেয়ার তো প্রযুক্তিপ্রেমীদের প্রথম পছন্দে থাকাই উচিত !
VLC Player দ্বিতীয় হলেও এটিও একটি মারাত্বক ও অসাধারণ প্লেয়ার। KM Player এর কোন অংশেই এটি কম নয়। বরং এটি শুধুমাত্র উইনডোজ অপারেটিং সিস্টেমেই নয়; এটি প্রায় প্রতিটি প্রতিটি অপারেটিং সিস্টেমের জন্যই পাওয়া যায়। আর অবশ্যই এটিও সম্পূর্ণ ফ্রী একটি প্লেয়ার। প্রায় সকল ধরণের মিডিয়া ফরমেট প্লে করতে পারে। KM প্লেয়ারের মত অত সুন্দর ইন্টারফেইস না হলেও বেশ ভাল এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেইস রয়েছে প্লেয়ারটির।
উপরের KM ও VLC প্লেয়ার দুটির মত এটিও প্রায় সকল ধরনের মিডিয়া ফাইল প্লে করতে পারে। এটিও একটি ফ্রী প্লেয়ার। তবে এটি শুধুমাত্র উইনডোজ অপারেটিং সিস্টেম এর জন্য তৈরীকৃত। ফলে উইনডোজ ছাড়া অন্য কোন অপারেটিং সিস্টেম এ এটি চলবে না। প্লেয়ারটি মূলত Windows Media Player 6.4 এর ইন্টারফেইসের মত দেখতে। যারা একটু পুরোনো টাইপের এবং খুবই সিম্পল ও লাইটওয়েট প্লেয়ার চান তাদের জন্য এটি পারফেক্ট একটি প্লেয়ার।
কি? উপরের তিনটি সেরা মিডিয়া প্লেয়ারের মধ্যে একটিও বর্তমানে ব্যবহার করছেন না? নাকি এই মিডিয়াপ্লেয়ারগুলি সমন্ধে আগে জানতেনই না? নাকি এখনো ভুগছেন বিভিন্ন ফরমেট প্লে হওয়ার ঝামেলায়? এর যেকোন একটি হলে নিচের লিংকগুলি থেকে যেকোন একটি প্লেয়ার ডাউনলোড করে নিতে পারেন!
এই মাসের জন্য নতুন জরিপ দেয়া হয়েছে।
-
সাইফুল ইসলাম
এঞ্জেল মডারেটর
টেকটিউনস
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
KM Player কে প্রথম অবস্থানে দেখে ভালো লাগছে । অবশ্য আমি জানতাম KM Player ই জয়ী হবে 😀
I also Use KMPlayer and WMPlayer both.