ইন্টারনেট মূলত একটি বিশাল তথ্যভান্ডার। পৃথিবীর সকল মানুষ একটু একটু করে তথ্য যোগ করে তৈরী হয়েছে এই বিশাল তথ্যভান্ডার। তৈরী হয়েছে উইকিপিডিয়ার মত দারুন সাইট। এই তথ্যগুলি উন্মুক্ত হওয়ায় অনায়াসে কে কেউ এগুলি সংগ্রহ করতে পারে। তথ্যপ্রযুক্তি এখন চলে এসেছে হাতের মুঠোয় ! শুধু দরকার একটি ইন্টারনেট কানেকশন।
ইন্টারনেট শুধু তথ্যভান্ডারই নয় বরং বর্তমান যুগে সব কাজ কারবার ইন্টারনেটেই সম্পন্ন হয়। ইন্টারনেটের সুবাদে বাড়িতে বসেই অফিসের কাজ করা যায়। অফিস দেশে হোক আর বিদেশে হোক এখন আর সেটা কোন ব্যপারই না। ছোট খাট কোম্পানীরগুলির বাস্তব অফিস না থাকলেও কোন সমস্যা হয়না। ভার্চুয়ালভাবে অফিস ম্যানেজমেন্ট এর জন্য রয়েছে দারুন দারুন সফটওয়্যার আর ওয়েবসাইট।
বিনোদন আর যোগাযোগের জন্য রয়েছে সৌশল নেটওয়ার্কিং এর দারুন দারুন সব মাধ্যম ! পৃথিবীর যেকোন জায়গায় থাকুন না কেন আপনি সবসময় আপনার পরিবার আর বন্ধুদের কাছে থাকবেন। পর্যবেক্ষণ করতে পারবেন তাদের এক্টিভিটিসও ! চ্যাটিং এর পাশাপাশি এখন ভিডিও চ্যাটিংও করা যায়, শুধু তাই নয় পৃথিবী জুড়ে গোটাদশেক মানুষের সাথে একসাথে ভিডিও কনফারেন্স/মিটিংও সেরে ফেলা যায় !
এই মাসের জন্য নতুন জরিপ দেয়া হয়েছে।
-
সাইফুল ইসলাম
এঞ্জেল মডারেটর
টেকটিউনস
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
কাজে ভোটে দিছিলাম একটুর লেইগ্গা 😆