টেকটিউনস জরিপ [জুলাই-২০১২] : CRT মনিটর বিলুপ্তির পথে ! চোখের ক্ষতি এড়াতে ব্যবহার করুন LED মনিটর !

techtunes-poll-logo.pngজুলাই মাসের জরিপ

জরিপের বিষয়টি ছিলঃ বর্তমানে কোন ধরণের মনিটর ব্যবহার করছেন?

  • জরিপটি বিগত ১লা জুলাই থেকে ৩১শে জুলাই পর্যন্ত স্থায়ী ছিল।

জরিপের ফলাফলঃ

  • জরিপটিতে মোট ১,৩৯২ জন ভোটার অংশগ্রহণ করেন।

টেকটিউনস জরিপটেকটিউনস জরিপ

উপরের ফলাফল থেকে, দেখা যাচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক ভোট পেয়ে LCD প্রথমে আছে। দ্বিতীয়তে আছে LED এবং তৃতীয়তে আছে CRT ।

CRT মনিটর বিলুপ্তির পথে !

যাদের পিসির বয়স ৩-৪ বছরের মত তাদের প্রায় সবাই এই মনিটরের সাথে পরিচিত। যারা পুরোনো পিসিগুলি এখনো ব্যবহার করে কিংবা নষ্ট হয়নি তারা এখনো এই CRT মনিটরগুলি ব্যবহার করছেন। তবে বিগত কয়েকবছর থেকে এই মনিটরের ব্যবহার ব্যাপকভাবে কমে যেতে শুরু করেছে। কারণ বাজারে এখন LCD ও LED এর মত আধুনিক প্রযুক্তি সম্পন্ন মনিটর এসেছে। LCD/LED এর সাথে CRT এর তুলনা করলে CRT এর একটাও ভাল দিক পাওয়া যাবেনা। এরমধ্যে দুইটা প্রধান কারণ হল

  • CRT তে প্রচুর বিদ্যুৎ খরচ হয়
  • চোখেরও ক্ষতি করে।

আগামী কয়েক বছরের মধ্যেই ক্যাসেটের মত CRT মনিটরকেও আমরা খুব শিঘ্রই জাদুঘরে দেখতে পাব ইনশাআল্লাহ !

এখন আসি LCD এবং LED প্রসঙ্গে। CRT এর পরেই LCD এর আগমন। এবং বাজারে আসার সাথে সাথেই এই LCD প্রযুক্তির মনিটরের জনপ্রিয়তা ব্যপকভাবে বৃদ্ধি পায়। এর প্রধান দুটি কারণ হল

  • খুবই বিদ্যুৎ সাশ্রয়ী
  • চোখের ক্ষতি অনেক কম
  • সাইজে ছোট তাই জায়গা অনেক কম লাগে

যাহোক এবার আসি LED প্রযুক্তির মনিটরের ব্যপারে। LCD এর পরেই LED এর আগমন। তবে অনেকেই LCD এবং LED এর মধ্যে পার্থক্য করতে পারেন না কিংবা গুলিয়ে ফেলেন। মূলত LCD এবং LED প্রায় একই ধরণের টেকনোলজী ব্যবহার করে শুধুমাত্র ব্যকলাইটিং বাদে।
LCD মনিটর ব্যকলাইটিং এর জন্য Cold Cathode Fluorescent Lamps ব্যবহার করে এবং LED মনিটর Light Emitting Diodes ব্যবহার করে। এটিই মূলত এই মনিটর দুটির মধ্যে প্রধান পার্থক্য।

LED মনিটরকে LCD এর আপগ্রেড ভার্সন বলা যেতে পারে। তবে LCD এর তুলনায় LED তে দারুন পরিবর্তন আনা হয়েছে। ফলে LED মনিটরে ইমেজকে আরও নিখুত এবং সচ্ছভাবে দেখা যায়। LED এর দারুন কয়েকটি সুবিধা হল-

  • ছবি খুবই সচ্ছ এবং নিখুত দেখা যায়
  • চোখের ক্ষতি অনেক কম করে
  • খুবই বিদ্যুৎ সাশ্রয়ী
  • এটি দীর্ঘস্থায়ী

যারা নতুন মনিটর কিনছেন তাদেরকে অবশ্যই বলব LED মনিটর নিতে।

টেকটিউনস জরিপ [ আগষ্ট-২০১২ ] -এ অংশগ্রহণ করুন

এই মাসের জন্য নতুন জরিপ দেয়া হয়েছে।

-

সাইফুল ইসলাম
এঞ্জেল মডারেটর
টেকটিউনস

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

🙂 সুন্দর একটি তথ্য জানানোর জন্য ধন্যবাদ সাইফুল
LED মনিটর আছে বেচে গেল চোখ কিছুদিনের জন্য।

এলইডি(লাইট ইমিটিং ডাওড) ও এলসিডির(লিকুইড কৃস্টাল ডিসপ্লে) ম্যাকিং চার্জ সিআরটি(ক্যাথোড-রে-টিউব) থেকে কম হবার কথা। কিন্তু সেই অনুপাতে দাম তো কমছে না। ধন্যবাদ!!!

    @মোঃ আসিফ- উদ-দৌলাহ্: এত তাড়াতাড়ি টেকনোজির দাম না কমটাই স্বাভাবিক।
    তবে বাজারে কিন্তু মাত্র ৪ হাজার টাকা দিয়েই এখন নন-ব্র্যান্ডের LED পাওয়া যাচ্ছে !

      Level 0

      @সাইফুল ইসলাম: কোন দোকানে পাওয়া যায় জানালে উপকার হয়। আমার একটা দরকার।

        @শুভ: আমি দিনাজপুরে থাকি। তাই দোকানের নাম বলে লাভ নাই। তবে আপনি বাজারের দোকানগুলিতে এখন খোজ নিলেই পেয়ে যাবেন।

জিতসি,এল,সি,ডি তে ভোত দিয়েছি।এলইডি কিনতে মুঞ্চায় 😀

আমার DELL বেইচা দিসি……।।
একটু অর্থকষ্টে আছি…। 🙁

Level 0

saiful islam vai kindly can u give me ur fb id?

Level 0

😀 LCD protom hoilo !! good good

Level 0

আমার মনিটর LCD এবং LCD জিতলো ভোট নির্বাচনে , ভালো ভালো !!!!

আমার মনিটর বেনকিউ V22000H. এল.ই.ডি।ফুল এইচ.ডি
কিনেছিলাম ১৫৩০০টাকা দিয়ে।এখন এটার দাম ১৮০০০টাকা।অসাধারন একটা মনিটর।

Level 0

ভালো আমিও LCD ব্যাবহার করি। জরিপ ফলাফলের জন্য অনেক ধন্যবাদ।

আমার ভাই LED Samsung 18.5”
ধন্যবাদ @সাইফুল ভাই
তবে আমার মনে হচ্ছে আর কিছুদিন পরে LED মনিটরই সব থেকে বেশি ইউজ হবে ।।

আমার যে কি আমি নিজেও বুঝতে পারিনা 😀 তবে আমার ডেস্কটপ এ সিআরটি

নতুন মনিটর কিনলে অবশ্যই LED মনিটর কিনা উচিত। বর্তমান সময়ের নতুন CRT মনিটর আর আগের মতো টিকে না। এছাড়াও 18.5 ইঞ্চির নিচে মনিটর কিনা উচিত নয় বলেই আমি মনে করি। আমার এক বন্ধু ১৫ ইঞ্চি LED মনিটর কিনে ৬ মাসও যায় নাই সমস্যা শুরু হইছে শেষে ১৯ ইঞ্চি নিয়া এখন শান্তিতে আছে।

আমার মনিটর হলো স্যামসাং ২১.৫ ইঞ্চি LED মনিটর। 😀

Level 0

Amar Ta 21.5 inch LCD coz LED kenar taka chilo na tate ki boro monitor chalai e moja …

Level 0

আমি Samsung এর LED মনিটর কিনেছি ৮০০০টাকা দিয়ে ।বেশ ভাল সাপোর্ট পাচ্ছি ।

Level 0

আমি Samsung এর LED মনিটর কিনেছি ৮০০০টাকা দিয়ে ।আমার ১৯”!বেশ ভাল সাপোর্ট পাচ্ছি ।

অনেক দিন ধরে ১ খানা ফুল এইচডি এলইডি ও HDMI পোর্ট সহ মনিটর কিনার ইচ্ছা ছিল,যার জন্য সর্বচ্ছ বাজেট ছিল ২০০০০ টেকা, গত ১৩ -০৭ ২০১২ তারিখ কিনতে গিয়ে যেটা পছন্দ করলাম তার তাম ২৭০০০ টেকা, সাহস করে কিনে ও ফেল্লাম 🙂 মডেল হলো viewsonic vx2453mh-led এখন বুজতাছি কি কিনছি অসাধারন একটা মনিটর 🙂 তবে ভোটে জয় হতে পারলাম না হি হি

    @মাটির মানুষ: আবুল মাল সাহেব(টাকলা অর্থ মন্ত্রী) কে পেটা মন চায়।এই শালাই মনিটর এর দাম বারাইসে।২০” এর উপরে মনিটর কিনতে গেলেই অনেক দাম বেরে জায়।জেমন আপনার ২৪” মনিটর এর দাম ২৭০০০ পরলো।বিল্টিট ইন টিভি কার্ড নাই?থাকার কথা।জদি না থাকে তবে দারুন মিস করেছেন।

@মাটির মানুষ ভাই সাহসী পদক্ষেপ নিয়েছেন। কিন্তু আমার সাহসে কুলোয়নি, তবে টাকা থাকলে ভাই Samsung এর 3D 27” এলইডি টা কিন্না ফালাইতাম (দাম ৬৮০০০ টাকা)। আমারটা Asus এর MS228H ফুল এইচডি এলইডি ও HDMI পোর্ট সহ ২১.৫” মনিটর দাম ছিল ১৫০০০ টাকা। এক কথায় দারুণ জিনিস, মুভি, এ্যানিমেশন যাই দেখি চমৎকার লাগে। তবে সামনে এই রকম জরিপে কিন্তু এলইডিই প্রথম হবে।

@ সানি৯৯৯৯ ভাই আপনার টা ও তো জোস ,আমি Asus ML229H মডেলটা কিনার জন্য গিয়েছিলাম ..পাই নাই বলে viewsonic vx2453mh মডেলটা কিনলাম…

মনিটর হিসাবে CRT এর কোন তুলনা হয়না আসলে। LED বা LCD কোম্পানীগুলো চেষ্ঠা করে যাচ্ছে তাদের মনিটরগুলোকে কিভাবে CRT এর সমতূল্য করা যায় তবে এখনো তা সম্ভব হয়ে ওঠেনি। হাই রেজুলেশন আর ভাল ছবি কিন্তু এক জিনিষ নয়। ব্যপারটা মোবাইলের মেগা পিক্সেলের মত। বেশী মেগা পিক্সেল মানে ভাল ক্যামেরা নয়। ভাল মানের LED/LCD এর সবোর্চ্চ রেসপন্স রেট এখনো 2। অথচ CRT এর রেসপন্স রেট 0. এই দ্রুত রেসপন্স রেটের কারণে এর ছবি কোয়ালিটিতে মসৃণ একটা ভাব থাকে। এছাড়া CRT তে পিক্সেলগুলো থাকে ডট বা গোল আকারে তাই অনেকটা সমৃণ দেখায়, কিন্তু LCD/LED তে থাকে চারকোণা তাই অনেকাংশে সমৃণ হয়না। এছাড়া টেকনিক্যালি বিশুদ্ধ কাল রং কেবল CRT তেই সম্ভব। এছাড়াও ওয়াইড অ্যাঙ্গেল এর দিক থেকে CRT অনেক এগিয়ে।
আপনি পুরোনো আমলের DAT বা DVD ফাইল LED/LCD তে চালালে মেজাজটাই গরম হয়ে যাবে অথচ CRT মনিটরে তা মসৃণ ও উন্নত কোয়ালিটির মনে হবে।

সাম্প্রতিক CRT নষ্ট হওয়ায় বর্তমানে আমি 18.5 মানে প্রচলিত ভাষায় 19 ইন্চির LED মনিটর ব্যবহার করছি। ব্রান্ড BENQ. সবকিছু মিলিয়ে বিদ্যুৎ সাশ্রয়, UPS এর কথা বিবেচনা করলে LED হবে আপনার প্রথম পছন্দ। তবে কোয়ালিটির বিবেচনায় CRT এর উপরে মনিটর হয়না।

Level 0

আমার Laptop ব্যান্ড TOSHIBA। আমার LED মনিটর। 2.5 বছর ব্যবহার করছি ইনশাল্লাহ কোন সমস্যা হয় নাই।

Level 0

আমার CRT and LCD দুটা মনিটর ই আছে । কিন্তু আমার কাছে CRT মনিটর ই ভাল লাগে । কারণ CRT মনিটর এ যে কোন অ্যাঙ্গেল থেকেই দেখা যায় । আমার একটা অভ্যাস হল শুয়ে শুয়ে movie দেখা । LCD monitor টা যখন use করতাম তখন শুয়ে movie দেখতে পারতাম না ।কারণ LCD তে সরাসরি না বসে নিজের অ্যাঙ্গেল কিছুটা পরিবর্তন করলেই ছবি অন্ধকার , ঝাপসা বা কালো দেখায় । কিন্তু CRT মনিটর এ এই রকম কোন সমস্যা হয় না। যে অ্যাঙ্গেলেই বসি বা শুই না কেন ছবি একেবারে পরিষ্কার । । । তাই আমি CRT monitor ই এখন use করছি এবং বহুত শান্তিতে আসি । । ।

তবে শুনেছি যে LED তে অ্যাঙ্গেল নিয়ে কোন সমস্যা হয় না । যদি সত্যি তাই হয়ে থাকে তবে একটা LED কিনে ফেলব । ।

আপনারা কেউ জেনে থাকলে দয়া করে জানাবেন । । ।

    @harry: LED মনিটর এ এঙ্গেল নিয়ে কোনো ঝামেলা নাই।সর্বোচ্চ কোন থেকে স্পষ্ট ভাবে দেখা যায়।১৮০ ডিগ্রী ।

Level 0

ছবির কাজের জন্য crt চালাই

Level 0

আমারটা ল্যাফটুপের সি আর টি মনে হয়। পার্থইক্ক বুঝতে পারতিসি না 😐

    Level 0

    @tech_no: ki bolen rey bhai ??? Laptop with CRT !!!
    Pls post an image of Ur laptop Soon.

Samsung LCD 17″ নিয়ে আছি , সামনে Samsung 3D কেনার ইচ্চা আছে

এতদিন স্যামসাং ১৭” সিআরটি ছিল। গতকালই একটা স্যামসাং এলইডি কিনলাম ৮২০০/- টাকা দিয়ে। দোকানদার বলল, ডিভিআই ক্যাবলসহ দাম ৮২০০/- আর ডিভিআই ক্যাবল ছাড়া সাধারণ মডেল ৭৮০০/- টাকা। তারপর ডিভিআই ক্যাবলসহই কিনলাম, কিন্তু বাসায় এসে দেখি ডিভিআই পোর্ট আছে তবে ক্যাবল নেই। ক্যাটালগেও ক্যাবলের ছবি আছে। দোকানদারকে ফোন করে বললাম ভাই বললেন ডিভিআই ক্যাবলসহ, কিন্তু ক্যাবল তো পেলাম না।
উনি বললেন
“ভাই আমরা যেভাবে এনেছি ওইভাবেই আপনাকে দিয়েছি”।
কি আর করব!

নাউ এ ডেজ ইট ইজ মোস্ট নেসেসারি এন্ড ইম্পরট্যান্ট টু প্রটেক্ট আওয়ার ভিজুয়ালাইযেশান পাওয়ার।

ধন্যবাদ সাইফুল ভাইকে সুন্দর একটি তথ্য জানানোর জন্য। আশাকরি এধরনের সচেতনতামূলক পোষ্ট আরো পাব আশা রাখি।

ধন্যবাদ

Ami kal e LED monitor kinbo, Because, i am working in a Digital Printing media company. sara din computer a design er kaz korte hoy.
jak baba, chok ta to kishue diner jonno valo thakbe……..
thanks fot your comments,

প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সাইফুল ভাইকে মনিটর নিয়ে বিস্তারিত বর্ণনা দেয়ার জন্যে,ওনার বক্তব্য সঠিক আর এটাই বাস্তব,LED দ্বিতীয় হলেও গুণগতমানের দিক থেকে LEDই সেরা এবং এর দাম ও বেশী I LCD মনিটর আপনি পাচ্ছেন ৮থেকে১২ হাজার টাকার মধ্যে,আর LED আপনি পাচ্ছেন ১৮ থেকে ৩০ হাজার টাকার মধ্যে,সুতরাং জিনিস যেটা ভালো,দাম তার একটু বেশি I আমি নিজে LG-LED-FULL HD-HDMI-21.5″ ব্যবহার করছি,So LED All the best.

মনিটর নিয়ে এত কিছু জানা ছিলনা ধন্যবাদ সাইফুলকে সুন্দর করে মনিটর নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য।

অনেক অনেক ধন্যবাদ সাইফুল ভাইকে সুন্দর একটি তথ্য জানানোর জন্য।