উপরের ফলাফল থেকে, দেখা যাচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক ভোট পেয়ে LCD প্রথমে আছে। দ্বিতীয়তে আছে LED এবং তৃতীয়তে আছে CRT ।
যাদের পিসির বয়স ৩-৪ বছরের মত তাদের প্রায় সবাই এই মনিটরের সাথে পরিচিত। যারা পুরোনো পিসিগুলি এখনো ব্যবহার করে কিংবা নষ্ট হয়নি তারা এখনো এই CRT মনিটরগুলি ব্যবহার করছেন। তবে বিগত কয়েকবছর থেকে এই মনিটরের ব্যবহার ব্যাপকভাবে কমে যেতে শুরু করেছে। কারণ বাজারে এখন LCD ও LED এর মত আধুনিক প্রযুক্তি সম্পন্ন মনিটর এসেছে। LCD/LED এর সাথে CRT এর তুলনা করলে CRT এর একটাও ভাল দিক পাওয়া যাবেনা। এরমধ্যে দুইটা প্রধান কারণ হল
আগামী কয়েক বছরের মধ্যেই ক্যাসেটের মত CRT মনিটরকেও আমরা খুব শিঘ্রই জাদুঘরে দেখতে পাব ইনশাআল্লাহ !
এখন আসি LCD এবং LED প্রসঙ্গে। CRT এর পরেই LCD এর আগমন। এবং বাজারে আসার সাথে সাথেই এই LCD প্রযুক্তির মনিটরের জনপ্রিয়তা ব্যপকভাবে বৃদ্ধি পায়। এর প্রধান দুটি কারণ হল
যাহোক এবার আসি LED প্রযুক্তির মনিটরের ব্যপারে। LCD এর পরেই LED এর আগমন। তবে অনেকেই LCD এবং LED এর মধ্যে পার্থক্য করতে পারেন না কিংবা গুলিয়ে ফেলেন। মূলত LCD এবং LED প্রায় একই ধরণের টেকনোলজী ব্যবহার করে শুধুমাত্র ব্যকলাইটিং বাদে।
LCD মনিটর ব্যকলাইটিং এর জন্য Cold Cathode Fluorescent Lamps ব্যবহার করে এবং LED মনিটর Light Emitting Diodes ব্যবহার করে। এটিই মূলত এই মনিটর দুটির মধ্যে প্রধান পার্থক্য।
LED মনিটরকে LCD এর আপগ্রেড ভার্সন বলা যেতে পারে। তবে LCD এর তুলনায় LED তে দারুন পরিবর্তন আনা হয়েছে। ফলে LED মনিটরে ইমেজকে আরও নিখুত এবং সচ্ছভাবে দেখা যায়। LED এর দারুন কয়েকটি সুবিধা হল-
যারা নতুন মনিটর কিনছেন তাদেরকে অবশ্যই বলব LED মনিটর নিতে।
এই মাসের জন্য নতুন জরিপ দেয়া হয়েছে।
-
সাইফুল ইসলাম
এঞ্জেল মডারেটর
টেকটিউনস
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
🙂 সুন্দর একটি তথ্য জানানোর জন্য ধন্যবাদ সাইফুল
LED মনিটর আছে বেচে গেল চোখ কিছুদিনের জন্য।