টেকটিউনস জরিপ [জুন-২০১২] : ল্যাপটপ কিনতে চাচ্ছেন? জেনে নিন কোন ব্র্যান্ডের কেনা ভাল হবে !

techtunes-poll-logo.pngজুন মাসের জরিপ

জরিপের বিষয়টি ছিলঃ ল্যাপটপ কেনার ক্ষেত্রে কোন ব্র্যান্ডটি ভাল বলে মনে করেন?

  • জরিপটি বিগত ১লা জুন থেকে ৩০শে জুন পর্যন্ত স্থায়ী ছিল।

জরিপের ফলাফলঃ

  • জরিপটিতে মোট ১,৬৯৫ জন ভোটার অংশগ্রহণ করেন।

টেকটিউনস জরিপটেকটিউনস জরিপ

উপরের ফলাফল থেকে, দেখা যাচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক ভোট পেয়ে HP প্রথমে আছে। দ্বিতীয়তে আছে Dell এবং তৃতীয়তে আছে Apple । এবং তারপরে ক্রমান্বয়ে বাকিগুলি।

সেরা ব্র্যান্ডটিরই হোক আপনার ভবিষ্যতের ল্যাপটপ

ধীরে ধীরে ডেক্সটপ কম্পিউটারের ব্যবহার কমে যাচ্ছে। আর বৃদ্ধি পাচ্ছে ল্যাপটপ এর ব্যবহার। কারণ একটাই "এটি সহজে বহনযোগ্য"। ফলে যেকোনখানে যেকোন সময় ব্যবহার করা যায়। এছাড়াও আরও বেশ কয়েকটি আকর্ষণীয় সুবিধা আছে ল্যাপটপে।

নতুন ব্যবহারকারীরা বা ডেক্সটপ ব্যবহারকারীরা যখন প্রথম ল্যাপটপ কেনার জন্য প্রস্তুতি গ্রহণ করেন তখন প্রায়ই একটি বিষয় নিয়ে কনফিউজ হয়ে পড়েন সেটি হল ব্র্যান্ড অর্থাৎ কোন কোম্পানীর ল্যাপটপ নিলে ভাল হবে। এছাড়াও কোনটার কেমন চার্জ থাকবে, কোনটার স্খায়িত্ব বেশি ইত্যাদি ইত্যাদি।

এই জরিপটিতে অনেকজন (১,৬৯৫ জন) ভোটার অংশগ্রহন করেছেন, যাদের ৮০ % লোকই ল্যাপটপ ব্যবহার করছেন। এবং ব্যবহার করার পর কোন ব্র্যান্ডটিতে কেমন ভাল সার্ভিস পাচ্ছেন বা কোনটি বেশি পছন্দ হয়েছে সেই ভিত্তিতেই ভোট দিয়েছেন। যারা নতুন ল্যাপটপ কিনতে চাচ্ছেন বা কিনবেন আশা করি তাদের জন্য জরিপটি অনেক উপকারে আসবে এবং জরিপটির ফলাফলের উপর ভিত্তি করে তাদের ভবিষ্যত ল্যাপটপটি বেছে নিবেন।

টেকটিউনস জরিপ [ জুলাই-২০১২ ] -এ অংশগ্রহণ করুন

এই মাসের জন্য নতুন জরিপ দেয়া হয়েছে।

-

সাইফুল ইসলাম
এঞ্জেল মডারেটর
টেকটিউনস

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

@ সাইফুল ভাই :: কয়েকটি বানান ভুল আছে। কিছু জায়গায় স্পেস দিতে ভুলে গেছেন। ঠিক করা কি সম্ভব না? আপনার জন্য শুভকামনা। আমরা মাসের ১ তারিখ বিকেলে বেতন পাই আর আপনি ১ তারিখ শুরু হবার খানিকটা সময় পরেই আমাদের প্রতিমাসে রিপোর্ট দেন। ধন্যবাদ!!!

কইসিলাম না, ডেল-ই ভালা!
ইয়া, পরীমডু আপ্নি কুনটা সাপোর্ট করেন বললেন না? 🙂

অপেক্ষায় ছিলাম HP জেতে কি না দেখার।না জিতলে মনে করতাম নির্বাচন সুষ্ঠ হয় নাই।
<<<<<<<>>>>>>

Level 0

সাইফুল ভাই, আমার ব্র্যান্ড কই?Fujitsu…………..!

yes. এইচপিতে ভোট মারসিলাম।।।।।

Mana na manar kisu nai! ja howar hoye gese. Next vote protidondita korben,

একদম কারেক্ট টাইমে ফল বেরিয়েছে। আজ কালকের ভেতর ল্যাপটপ কিনব। এবং সেটা HP :-D। আমার আল্ট্রাবুকটা পছন্দ। তবে জাকির ভাই ম্যাকবুক আর আল্ট্রাবুকের মধ্যে ঝুলিয়ে দিয়েছে।

Level 0

Dell is da best..B-)

আমার FUJITSU দেখি নাই এটা কেমন কথা হইল। আমার মনে হয় FUJITSU কে লিস্টে রাখা দরকার। টিউন ভালো হইছে সে জন্য আপনাকে ধন্যবাদ।

Apple রে ভোট দিলাম আর এইটা ৩ এ!!!এইডা কিসু হইল!!!

    @Ochena Balok: সবার কি আর আপনার মতন টাকা আছে রে ভাই ! আমাদের দেশটা যুক্তরাষ্ট্র হইলে Apple ই জয়ী হইত 😛

      @সাইফুল ইসলাম: ইয়ে মানে আমার আপেল নাই তো।বিদেশি ফল দাম বেশি তাই খাই না।তয় অইটা আসলেই একটা ব্র্যান্ড 😀 😛

Level 0

My HP won the survey.great!!!!!!!!!!!!!!!!!!!!!!

1000% hp valo.

সব ভাল

সুন্দর !

Level 0

Bangladesh er jonn Hp e better

Level 0

asola vi hp/del konta best?

Level 0

Fujitsu নাই দেখে আমিও কিছুটা অবাক হইসিলাম। তবে, এ নিয়ে কিছু বলতে সাহস পাই নাই। কারন, আমি কিছু বললে কেউ যদি বলে ফেলে কয়েকদিন আগে টেকটিউনসে আমার ল্যাপটপ নিয়া হেভি কান্নাকাটি করসিলাম 😛 এজন্য আমি কিছু বলিনাই আগে। যদিও ঐটা Fujitsu এর দোষ না। যেই অত্যাচার আর অবহেলা চলে আমারটার উপরে তার পরেও যে টিক্কা আসে এখনও সবকিছু-এতেই আমি খুসি। আর আমার আগে আরও ২ জন এখানে Fujitsu এর কথা বলায় আমিও এখন এটার কথা বইলা গেলাম 🙂

HP is the best….

আমি নিজে ডেল ইউজাই (ইন্সপাইরন এন৫০১০) । অন্যান্য সব জিনিষ ভালো লাগলে এর সাউন্ড কোয়ালিটি এক কথায় জঘন্য 🙁 । সেই তুলনায় এইচপির সাউন্ড কোয়ালিটি বসসস!!! যদিও এইচপি কুন কারণ ছাড়াই রুটি সেকার মত গ্রম হইয়া যায় 😉
আরেকটা ব্যাপারঃ
প্রশ্নটি ছিল- ল্যাপটপ কেনার ক্ষেত্রে কোন ব্র্যান্ডটি ভাল বলে মনে করেন???
আমি অ্যাপলের টা ভালো বলে মনে করি। যদি প্রশ্ন করা হত – “ল্যাপটপ ব্যাবহারের ক্ষেত্রে/আপনি কোন ব্র্যান্ডটি ভাল বলে মনে করেন???”
তাহলে ডেল এইচপির মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হত এবং বুঝা যেত আসলে কোন ব্র্যান্ডটার ইউজার বেশি।
পরিমডুকে special ধইন্না এই জরিপকাজ সম্পন্ন করার জন্য;)

    @মাকসুদ: আমি এইচপি প্রোবুক ৪৪৩০ ইউস করি। আমারটা ঘন্টার পর ঘন্টা চালাইলেও খুব একটা গরম হয়না। তবে শুনছি প্যাভিলিয়ন সিরিজেরগুলা দিয়া নাকি ভাত রান্না করা সম্ভব 😛

Level 0

dell er problem ace onek specially inspiration gulate……….
but hp amar sokhe khub akta kharap na ……….valo
last 1 bocor hp cori5 use korci………….24 hour open thake……..11 shaler pry shob hebby weight er games khelci…………but laptop ok now……………olpo dam e hp better………but
dell allinoin or lattitude ta best mone hoice amar kace………..

Obviously Fujitsu is a classical Laptop. I use it 20 hours but it doesnt heat, nice performance.
Amader desher manush laptop bolte HP r Dell chara onno kisu asole cine na …..

ami nije HP Pavilion DV6-6c02TX model ta use korchi….ekhono porjonto otota gorom hote dkhini….. r dell r j side gulo te lackings ache ta hlo er overall looking(not stylish), sound quality, backup time Highest 3hrs(jdio ta model to model vary kore), no genuine windows (thakleo shesob model gulor dam lakher upore)….but tarporo bolbo DELL is a good brand……not better than HP!!! Fujitsu o valo brand jodi ta original japanese hoy……R APPLE to Apple e….(amar mote best)

Amader govt ato dhakdol petea bar kor laptop doel digital bangladesh er jonno r tar vot tai kom ata kamon holo vai

সনির এই হাল কেন?আমার দেখা ২য় পছন্দের ল্যাপি সনি,যেমন সুন্দর তেমন পারফর্মেন্স

এইচপি কে ভালা পাই।

Level 0

গ্রাফিক্স ডিজাইন এর জন্য ৫৫,০০০ এর মধ্যে ল্যাপটপ কোন ব্রান্ডেরটি ভালো হবে? দয়া করে পরামর্শ দিয়ে উপকৃত করবেন

    Level 0

    @snipermr9: এইচপি বেস্ট. 1 Gb গ্রাফিক্স card soho kinban

Level 0

আমি এইচপি প্রোবুক ৪৫৩০ ইউস করি। আমারটা ঘন্টার পর ঘন্টা (১৫-১৯ঘন্টা) চালাইলেও খুব একটা গরম হয়না।

Level 0

অনেক ভেবে চিন্তে তথ্য নিয়ে গত মাসে কিনে ফেললাম DELL VOSTRO 3450 CORE i3।এক কথায় অসাধরন সার্ভিস দিচ্ছে । আমি craigslist a কাজ করি এবং আমার ইনকামের টাকা দিয়া কিনছি ।মাত্র ৩মাসের ইনকাম ।কোন ইনভেষ্ট নাই ।

আমার অভিজ্ঞতায় বলে সবচাইতে ভাল ব্রান্ড হল HP । সবচাইতে বাজে ব্রান্ড হল Compac

A nirbachon dia vhalo mondo bichar kora jabe na. ahshole je jeta use kore she
takei vote dibe atai shavhabik.

সাইফুল ভাই,আমার দৃষ্টিতে apple ই সেরা,আপনি কি বলেন?

তবে সাইফুল ভাই,সেকেন্ড পজিশনে আমার মনে হয় del

মানে apple এর পরের স্থান I

Level 2

Ami apple use kori nai. Tai amar mote 1 number lenovo ar 2 number DELL.

vai ami to jekono akti brand use kori but ami onno brand er khobor kivabe janbo kon brand valo?

Level 0

সাইফুল ভাই ভাই আমার পিসি এর ডেক্সটপ এর সব আইকন সিলেক্ট হয়ে গেছ এই টা কে ভাবে সরাব দয়া করে সাহায্য করেন

এইচপি এর মত স্টাইলিশ ব্রান্ড কম ই আছে , তার উপর এইচপি এর longivity অনেক ভালো। ডেল ো অনেক ভাল কিন্তু এর ডিজাইন এ মাইর খাইয়া যায়। এত bulky মডেলগুলা , ভাল লাগে না। ডেল ইন্সপাইরন অনেক দিন ইউজ করেছি , পারফরমান্স বা longivity খারাপ না। আপল এর ডিজাইন অসাধারন আর বেক্লাইট কীবোর্ড টা অসাধারন , কিন্তু আপল এর অপারেটিং সিস্টেম লিনাক্স এর মতই হাত পা বাধা ( সফটওয়্যার নাই ইচ্ছামত ) তাই এপল ভালো লাগে না যদিও আইপেড ভালো লাগে কারন অসাধারন সব এপস .. আল্ট্রাবুকগুলা খুব নাইস করেছে ।

ডিজিটাল কারচুপি হইছে কিনা বুঝতে পারছিনা তা না হইলে Dell দ্বিতীয় হইল কেমনে।
ধন্যবাদ সাইফুলকে জরিফটি চালিয়ে নেয়ার জন্য।
আর একটা প্রস্তাব ছিল,
নিবন্ধিত সদস্য ব্যাতিত কেউ যেন ভোট প্রদানের অধিকার না পায়,তা না হইলে এক ব্যাক্তি একাদিক ভোট দিতে পারতেছে যার ফলে নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশ্ন থেকে যায়।

Level 0

baia asus balo hobe?

Level 0

HP IS best
ami hp g62 laptop 2.7 mash theke use korte ci .

ami sony vaio use kori… amar room-mate dell use kore.. sony te touchpad diye webpage up-down kora jai khub sohojei but dell a jai na…

আমি HP কেই ভোট দিয়েছে জানতাম এটাই জিতবে

HP অনেক ভালো। যখন এটা চালানো অবস্থায় এটার নিছে বরফের বাটি রাখা যায়। তখন এটার মাথা ঠান্ডা থাকে। তাই এটা অনেক ভালো। 😛

Level 0

sobi kharap amrai valo

Level 0

invalid id ভাই , Follow this-
ডেস্কটপের আইকন গুলো সিলেক্ট হয়ে থাকলে কি করবেন ??
উপায় – ০১
> আপনার ডেস্কটপের উপর রাইট বাটন ক্লিক করুন।
> কনটেক্স মেনু থেকে Arrange Icons By ক্লিক করুন।
> Lock Web Items on Desktop এ টিক মার্ক দেওয়া থাকলে তা তুলে দিন।
এবার Refresh করে দেখুন।
উপায় – ০২
> আপনার ডেস্কটপের উপর রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন।
> Desktop ট্যাব থেকে Customize Desktop বাটনে ক্লিক করুন।
> সেখান থেকে Web ট্যাবে ক্লিক করুন।
> সেখান থেকে My Current Home Page ছাড়া সকল কনটেক্স ডিলিট করে দিন।
> এবং My Current Home Page ও Lock desktop items এ টিক মার্ক দেওয়া থাকলে তা তুলে দিন।
> এবার OK করুন > Ok……..তার পর Refresh করে দেখুন।
উপায় – ০৩ আপনার My Computer উপর রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন। তারপর Performance সেকশন থেকে Settings এ ক্লিক করুন। > সেখান থেকে Drop Shadows অপশনের টিক মার্ক তুলে দিন। Ok করে Refresh করে দেখুন।

Level 0

Dell is the best

এইচপি ই বেস্ট।

Level 0

ধন্যবাদ

Vai ami graphics er kaj korar jonno valomaner 1ta laptop kinte chai 7000= er modde konta best hobe pls kew janaben.

gigabyte ব্যবহার করেন এমন কেউ থাকলে আমাকে জানান কি অবস্থা,
আমি একটা কিনব ইনশাল্লাহ। model: http://www.ryanscomputers.com/Gigabyte-Q24-2722
কেমন হবে জানাবেন।