টেকটিউনস জরিপ [এপ্রিল-২০১২] শক্তিশালী এন্টিভাইরাসের দিক থেকে Avast ই জয়ী !

techtunes-poll-logo.pngএপ্রিল মাসের জরিপ

জরিপের বিষয়টি ছিলঃ কোন এন্টিভাইরাসটি সবচেয়ে বেশি শক্তিশালী বলে আপনি মনে করেন?

  • জরিপটি বিগত ১লা এপ্রিল থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত স্থায়ী ছিল।

জরিপের ফলাফলঃ

  • জরিপটিতে মোট ১২০৪ জন ভোটার অংশগ্রহণ করেন।

উপরের ফলাফল থেকে, দেখা যাচ্ছে Avast ও Kaspersky প্রায় কাছাকাছি ভোট পেয়েছে। অল্পের জন্য Kaspersky প্রথম হতে পারেনি। বেশ ভাল ভোট পেয়ে তৃতীয় স্থানে আছে ESET NOD32 এন্টিভাইরাস। এরপরেই আছে Microsoft Security Essentials এবং পর্যায়ক্রমে অন্যান্য এন্টিভাইরাস।

আপনার কম্পিউটারের সুরক্ষা নিশ্চিত করুন সবচেয়ে শক্তিশালী এন্টিভাইরাস দিয়ে !

যেকোন মুহুর্তে আপনার কম্পিউটারটি পড়তে পারে ভাইরাসের কবলে, নষ্ট হয়ে যেতে পারে আপনার গুরুত্বপূর্ণ ফাইল, চুরি হয়ে যেতে পারে আপনার গোপন তথ্য ! তাই কম্পিউটারের সুরক্ষার জন্য এন্টিভাইরাসের কোন বিকল্প নেই। তবে মনে রাখতে হবে বাজারের সব এন্টিভাইরাসই শক্তিশালী নয়। তাই কম্পিউটারে যেন তেন এন্টিভাইরাস ব্যবহার করার আগে সেটি সমন্ধে ভালভাবে জেনে নেওয়া উচিত এটি আপনার কম্পিউটারকে কতটুকু সুরক্ষা দিতে সক্ষম।

দেশের অধিকাংশ মানুষই Avast এর Free Antivirus টি ব্যবহার করে। আমার মতে এন্টিভাইরাসটি খুবই শক্তিশালী না হলেও এটির ফ্রি ভার্সন ও সহজবোধ্য হওয়ায় এটি এগিয়ে রয়েছে। পিসির মোটামুটি সুরক্ষা এটি দিয়ে নিশ্চিত হলেও ইন্টারনেটের ক্ষেত্রে এই ফ্রি এন্টিভাইরাসটি নিরাপদ নয়। এরজন্য Avast এর Internet Security ব্যবহার করাই ভাল। এন্টিভাইরাসটি অনলাইনে কিংবা অফলাইনে আপডেটের পদ্ধতিটি বেশ ভালো।

এদিকে Kaspersky এন্টিভাইরাসটি দ্বিতীয় স্থানে থাকলেও প্রথমের দিকে এটি প্রথম স্থানেই ছিল পরে হঠাৎ দ্বিতীয়তে চলে যায়। এটির কোন ফ্রি ভার্সন না থাকলেও এত ভোট আসলেই আশ্চর্শের বিষয়। Kaspersky এর এতগুলি ভোটে বোঝা যাচ্ছে দেশের অধিকাংশ মানুষ এটি কিনে ব্যবহার করেন। এটি নিঃসন্দেহে একটি ভাল সংবাদ। আমি ব্যাক্তিগতভাবে Kaspersky Internet Security ব্যবহার করি। শুরু থেকে এখন পর্যন্ত (প্রায় দেড় বছর) কোন ভাইরাস আমার কম্পিউটারে আক্রমন করতে পারেনি। আমার মতে Kaspersky পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এন্টিভাইরাস। তবে এটির আপডেটিং সিস্টেমটি বেশ ঝামেলার। যাদের পিসিতে নেট নেই তাদের ক্ষেত্রে অফলাইনে আপডেট করা বেশ কষ্টকর। তাতে কি? একটু ঝামেলা হলেও ভাইরাস থেকে অনেক মুক্ত থাকা যায়। তবে এন্টিভাইরাসটি অনেক ভারি হওয়ায় যাদের প্রসেসর Dual Core এর নিচে তাদের পিসি হালকা স্লো করে।

ESET NOD32 এন্টিভাইরাসটিও অনেক ভালো একটি এন্টিভাইরাস। Kaspersky এর মত এটিও বেশ শক্তিশালী একটি এন্টিভাইরাস। আমি ব্যক্তিগতভাবে এটি কখনো ব্যবহার করিনি তাই এটি সমন্ধে বেশি কিছু বলতে পারছি না তবে অনেকের কাছেই এর বেশ সুনাম পেয়েছি।

Microsoft Security Essentials মাইক্রোসফট এর তৈরী ফ্রিওয়্যার একটি নতুন এন্টিভাইরাস। এটির তৈরীকারক যেহেতু উইনডোজ সেহেতু বোঝা যাচ্ছে এটি উইনডোজ ব্যবহারকারীদেরকে বেশ ভাল সুরক্ষা দিতে সক্ষম। আমি এটি ব্যবহার করিনি তবে আশা করছি মাইক্রোসফট এটিকে আরও শক্তিশালী করে তুলবে যাতে উইনডোজ ব্যবহারকারীদেরকে এন্টিভাইরাস কিনে ব্যবহার না করতে হয়।

সবশেষে, এন্টিভাইসের কোন বিকল্প নেই। তবে শুধু এন্টিভাইরাস থাকলেও আপনি পুরোপুরি সিকিউর নন। এজন্য আপনাকেও এন্টিভাইরাসের মত পিসি পরিচালনা করতে হবে। আপনার কম্পিউটারের সিকিউরিটি নিশ্চিত করতে এবং আরো জানতে পড়ুন এই টিউনটি

টেকটিউনস জরিপ [ মে-২০১২ ] -এ অংশগ্রহণ করুন

এই মাসের জন্য নতুন জরিপ দেয়া হয়েছে।

-

সাইফুল ইসলাম
এঞ্জেল মডারেটর
টেকটিউনস

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

avast free টা মানুষ বেশি use করে । তাই বেশি ভোট পাইছে।

Level 0

vai kespar er to trial version ace…ata ki same strong jeta manush tk diye kine?

    @Moniirr: কাস্পারিস্কির ট্রাইল মাত্র ৩০ দিনের। এরপর লাইসেন্স কিনতে হয়। টাকা দিয়ে কেনারটার মত ট্রাইলও সেইম ষ্ট্রং।

Level 0

Avira best. .kew manuk r na manuk 🙂

Level 0

(ইংরেজী চর্চায় আছি)
“Avira free antivirus” is the best i have ever seen. avast can’t delete “copy of Shortcut” virus & it slowing down PC with a huge rate of PF usage. That’s why i left avast behind…

কিছু দিন Anti-virus নেয়া Research এবং নানা Review দেখার পরে আমি যা বুঝেছিলাম টা হল, অ্যাভাস্ট এর Feature সবচে বেশি এবং Avast! Free Version এ অন্য সব Anti-Virus এর চে বেশি Feature.

ভাই Eset Smart Security/NoD 32 সত্যিই খুবই ভাল একটি এ্যান্টিভাইরাস। আমি ১ বছরের বেশী এইটা ব্যাবহার করছি।

আভাস্ট বেস্ট! 😀

ফ্রী জিনিস এভাস্ট তাই এত ভোট।
ক্যাস্পারস্কির উপর বাংলাদেশের জন্য আর কিছু নাই।

Level 0

টাকা নাই, তাই এভাস্ট। খারাপ না, নিয়মিত আপডেট করতে পারলে ভালই।

Level 0

ভাই, আজকালকার মানুষ আর মাগনা পাইলে আলকাতরা খায় না……এভাস্ট এ যদি কিছুই না থাকত তাহলে ওভার ১৫০মিলিওন (শুধুমাত্র রেজিস্টার্ড ইউজার) থাকত না……যারা এটা ইউজ করছে তারা এটার ব্যাপারে ভাল জানে। এতে আছে…
Blocks viruses, spyware, and other types of malware
Warns of a file’s reputation before you open it,
Streams virus database updates in real-time
Can allow help from a ‘geek’ friend,
Provides secure online shopping and banking,
Lets you surf the web virtually (outside your PC),
Runs risky programs virtually (outside your PC),
Secures your identity and other personal data,
Blocks hacker attacks ,
Stops annoying SPAM and phishing scams,
Compare by technology Pro Antivirus Internet Security,
SelectionAntivirus & anti-spyware engine ,
Hybrid cloud/non-cloud technology,
Streaming updates,
Real-time shields,
Remote desktop,
FileRep & WebRep,
Sandbox + Auto,
Browser Protection,
Site Blocking,
IP Tracking System,
SafeZone,
Firewall,
Antispam, আর এছাড়াও আছে সেই বিখ্যাত Boot-time Scan (bypass scaning of ur pc)…………..এবার বলুন, কেন এভাস্ট ভোটে এগিয়ে থাকবে না ?

Level 0

অন্যান্যতে ২৮ ভোট! তারমধ্যে আমারও ১টা ভোট ছিল 🙂 আমি Norman চালাইতাম। ১ বছরের লাইসেন্স ছিল। অনেক শক্তিশালী ১টা অ্যান্টিভাইরাস ছিল ওইটা। লাইসেন্স শেষ হয়ে যাওয়ার পর থেকে ৬ মাস ধরে ESET চালাচ্ছি। এটাও ভালই লাগছে।

Eset NoD 32 Smart Security ই সেরা। প্রায় ৩ বছর থেকে ব্যবহার করছি এবং আজ আবদি সফল ভাবে ভাইরাস থেকে দূরে আছি।

আমি অবাক হলাম জরিপের ফলাফলে। আমার কাঝে ইসেট নড ৩২ই সেরা।

Level 0

এর ভাই আমি নিজেও এটা ব্যবহার করি। তাইলেত আমি সবচাইতে শক্তিশালী এন্টি ভাইরাস ব্যবহার করছি
🙂

কি বলেন ভাই 🙁
Avast আমার কাছে একটু ও ভাল লাগে না।যারে তারে ডিলিট করে দেয়।
Avast দিয়ে স্ক্যান করা পেনড্রাইভ,অন্য পিসিতে স্ক্যান করিয়ে ভাইরাস ধরা পড়তে দেখেছি।
তার থেকে বড় কথা জেনুইন যেকোন এন্টিভাইরাস,রেগুলার আপডেট করে রাখলে কোন সমস্যা হয় না।

AVIRA FREE >………আমি ৩বছর যাবত ব্যবহার করছি।

sobai AVAST chalay karon onek sohojlovvo

eset chalaya dekhen aar kichhui chaiben na………..chorom!!

Level 0

টেকটিউনস এর English তাকলে জানান please,
UK তেকে একজন দেখতে করতে চায়

Level 0

টেকটিউনস এর English তাকলে জানান please,
UK তেকে একজন দেখতে করতে চায়,
অথবা এর মত অন্ন site তাকলে জানান

Level 0

microsoft security essential best ar avast ar bisoy holo soktir dik diea na sohoj lovvo baboharer dik diea sibai vote dice

এভাস্টের ফ্রি ভার্সন কিন্তু অ্যান্টিভাইরাসটা, আশা করি মানুষ এখানে বুঝে শুনেই ইন্টারনেট সিকিউরিটির ভোট দিয়েছে। যার ইন্টারনেট আছে তার পক্ষে শুধু অ্যান্টিভাইরাস দিয়ে কাজ চালানো কিন্তু রিস্কি (মাইক্রোসফটের ফায়ারওয়ালরে কতই আর বিশ্বাস করবেন?)

কাসপারেস্কির ভোট এসেটের চেয়ে বেশী এর কারন মার্কেটে সহজলভ্যতা ছাড়া আর কিছু মনে আসছে না।

আমি নেট থেকে নেয়া কিছু লিঙ্ক দিলাম, সবগুলাতেই অ্যান্টিভাইরাস আর ইন্টারনেট সিকিউরিটির গ্লোবাল রেটীং দেয়া। দেখে নিবেন।

অ্যান্টিভাইরাস ২০১২ রেটিং (টপ টেন রিভিউ)
http://anti-virus-software-review.toptenreviews.com/

ইন্টারনেট সিকিউরিটি ২০১২ রেটিং (টপ টেন রিভিউ)
http://internet-security-suite-review.toptenreviews.com/

অ্যান্টি ম্যালওয়ার ২০১২ রেটিং (টপ টেন রিভিউ)
http://anti-malware-software-review.toptenreviews.com/

এভি-টেস্ট নভেম্বর-ডিসেম্বর ২০১১ রেটিং (প্রটেকশন কলামের মান বেশী থেকে কম এভাবে সাজিয়ে নিবেন ক্লিক করে)
http://www.av-test.org/en/tests/test-reports/novdec-2011/

এভি-টেস্ট জানুয়ারী-ফেব্রুয়ারী ২০১২ রেটিং (প্রটেকশন কলামের মান বেশী থেকে কম এভাবে সাজিয়ে নিবেন ক্লিক করে)
http://www.av-test.org/en/tests/test-reports/janfeb-2012/

এভি-টেস্ট ফার্স্ট কোয়ার্টার ২০১১ রেটিং (প্রটেকশন কলামের মান বেশী থেকে কম এভাবে সাজিয়ে নিবেন ক্লিক করে)
http://www.av-test.org/en/tests/test-reports/quarter-12011/

সি-নেট এডিটর চয়েস অ্যাওয়ার্ড
http://download.cnet.com/8301-2007_4-57395900-12/editors-choice-awards-for-2012-security-suites/

বলে রাখা ভাল, এভি-টেস্ট, সি-নেট আর টপটেনরিভিউ সবাই কিন্তু এই ইন্ডাস্ট্রির বস বস সব রেটিং প্লাস রিভিউ করে, এভি-টেস্টের রিপোর্টকে অনেকে অ্যান্টিভাইরাস রেটিং এর বাইবেলও বলে।

শেষে এই রিভিউতে মান গুলো দেখেন
http://www.av-test.org/no_cache/en/tests/test-reports/test-reports/?tx_avtestreports_pi1%5Breport_no%5D=120550

হ্যাপি এক্সপ্লোরিং

অফ-টপিকঃ টিটিতে কি আর নিজের প্রোফাইলের জন্য অ্যাভাটার বা ছবি দেয়া যায় না?

Level 0

@সাইফুল ইসলাম ভাই সুন্দর একটা টিউন করার জন্য ধন্যবাদ।
@শুভ্র ভাই আপনার লিঙ্ক গুলো-ও জরুরী। এই লেখা দিয়ে তো আলাদা একটা টিউনই হয়ে যেত।

    @Ali71a: শুধু লিঙ্ক দিইয়ে ছেড়ে দিলে সেটা কমার্শিয়াল টিউন হয়ে যেতে পারে আবার। সামনে সময় নিয়ে একটা রিভিউ লিখে ফেলব।

Level 0

Avira Internet Security 2012 আমার কাছে ভাল লাগে, ১ বছর ধরে ব্যাবহার করছি full version

যারা ইউজ করতে জানে তারা এভাস্টেই কাজ চালাতে পারে। যারা পর্ণ দেখবেন আবার ভাইরাসমুক্ত থাকার নিশ্চয়তা চাইবেন তাদের ক্যাস্পারস্কি লাগবে। যাহোক, কোন রিপোর্টে ব্যক্তিগত মতামতের কোন স্থান নেই। আজকাল সিনিয়র ব্লগারদের এই কমনসেন্স নেই। আশ্চর্য হলাম।

    @দিহান: প্রথমত আপনি খুবই সুন্দর একটি কথা বলেছেন “যারা ইউজ করতে জানে তারা এভাস্টেই কাজ চালাতে পারে”। তবে শুধু এভাস্টই নয় যারা ইউজ করতে জানে তারা Microsoft Security Essentials দিয়েও কাজ চালাতে পারে। কারো কারো আবার এন্টিভাইরাস না হলেও চলে তারা নিজেই এন্টি-ভাইরাস। তবে মনে রাখা উচিত সবাই আপনার মত পন্ডিত নয় !

    দ্বিতীয়ত ” যারা পর্ণ দেখবেন আবার ভাইরাসমুক্ত থাকার নিশ্চয়তা চাইবেন তাদের ক্যাস্পারস্কি লাগবে ” এই কথাটাতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? যারা ক্যাস্পারস্কি ব্যবহার করেন তারা পর্ণ দেখার জন্য এই এন্টিভাইরাস ব্যবহার করেন?

    তৃতীয়ত আপনি বোধহয় জরিপ টিউনের বিষয়বস্তুগুলি ভাল ভাবে লক্ষ্য করেননি। জরিপে অবশ্যই ব্যক্তিগত মতামতের কোন স্থান নেই। লক্ষ্য করুন টেকটিউনস জরিপের ফলাফলে কিন্তু কোন ব্যক্তিগত মতামত যোগ করা হয় নি। যোগ করা হয়েছে আলাদা একটি অংশে। যে, অংশটিতে টেকটিউনস পোল ম্যানেজারের ব্যক্তিগত মতামতই থাকবে। পোল ম্যানেজার চাইলেই এই অংশটি নাও লিখতে পারেন। আবার আপনি চাইলে আপনিও এরকম একটি মতামত নিয়ে অন্য একটি টিউন করতে পারেন।

    আর সিনিয়র ব্লগারদের শুধু কমনসেন্স নয় তাদের কোন সেন্সই নাই। তাই বোধহয় তারা সিনিয়র ! ধন্যবাদ আপনাকে।

Level 0

There are many computer user in world but somebody is not understand about anti various.The oil price
Thank you for nice posting about it. Dear user please tell me how can i get free anti various?oil price

Level New

ami 1 year thake kono antivirus babohar kori na.protidin continue net babohar kori.aj porjonto kono problem nai.lol

এভাস্ট টা সাধারণ ব্যবহারের জন্য ভাল তবে আমার কাছে ইসেট স্মার্ট সিকিউরিটিটাই ভাল লেগেছে আর মাইক্রসফট এর সিকিউরিটি ইসেন্সিয়ালস,আর কোনটা না ব্যবহার করা আরও ভাল।আমি অনেকদিন ধরে কোন নিরাপত্তা সফট চালাই নি,এখন সমস্যা হয় নি

কাকে জানি ভোট দিছিলাম মনে নাই,তবে সাইফুলকে অনেক ধন্যবাদ কষ্ট করে জরিফ কাজটা চালিয়ে নেয়া এবং জরিফ শেষে সুন্দর একটি টিউন করার জন্য।

আমিতো ক্যাসপারকে দিয়েছিলাম যাইহোক সাইফুল ভাইয়াকে ধন্যবাদ

Level 0

bro, উপরে যতগুলি লিঙ্ক দেওয়া হয়েছে তার কোনটাতেই Avast 7 Internet Security নিয়ে কোন জরীপ করা হয়নি। আপনারা যদি তর্কে না গিয়ে বোঝাপরার দিকে আসেন তাহলে বলতে চাই যে Avast Internet Security 7 ভার্সন টি সত্যিই খুব শক্তিশালী। এভাস্ট এর এই ভার্সনটি আপনাকে দিবে একেবারে কর্পোরেট লেভেল এর সিকিউরিটি। বিশ্বাস না হলে এখানে গিয়েই দেখুন
https://blog.avast.com/2012/03/02/new-avast-7-internet-security/

আর যে এন্টিভাইরাস টি প্রতি ১২ ঘন্টায় ২বার আপডেট হয় তার ব্যপারে আর কি বলতে চান ?

    @power24: আর যে এন্টিভাইরাস টি প্রতি ১২ ঘন্টায় ২বার আপডেট হয় তার ব্যপারে আর কি বলতে চান ?

    বেশি বার আপডেট হলে কোয়াটিলির কি মাত্রা যোগ করে, ভাই

Level 0

আপাতত ESET Smart Security 5 ব্যবহার করছি।দেখি,ESET এর Version 6 বের হলে তা AVAST কে টপকাতে পারে কি না।

এই বিষয়ে আমি একমত হতে পারলাম না
সবচেয়ে বেশি ইউজার যেই এন্টিভাইরাস টি ইউজ করে সেটিই সবচেয়ে শক্তিশালী তা কি বলা যায় ?

http://www.pcworld.com/reviews/collection/6706/top_paid_antivirus_for_2011.html

Level 0

@ম্যাকসন ভাই, আপনি হয়ত জানেন যে আমাদের এই কম্পিউটার জগতে কি পরিমান ভাইরাস প্রতি মুহূর্তে তৈরি হয়।
Thousands of variants of viruses are made daily, mainly by “Script Kiddies” who get some viral code, modify it a little bit, and re-distribute it.

–Greg

Read more: http://wiki.answers.com/Q/How_many_new_computer_viruses_are_made_every_day#ixzz1ttejkGND

তাই, আপনি কি মনে করেন যে আপনার কম্পিউটার এর এন্টিভাইরাসটি আপডেট হওয়া ছাড়া খুবই উন্নত এসব ভাইরাস কে ডিফিট করার জন্য………………
http://au.answers.yahoo.com/question/index?qid=20100312203243AAToCJO

আমি ৪ বছর ধরে avast Free Antivirus টা ব্যাবহার করছি। ভাল লেগেছে। ভাল লাগার মুল কারনটা হলো এটা PC কে স্লো করেনা । কিন্তু এটা খুবযে ভালো কাজ করে তা না ।

কারন হঠাৎ একদিন দেখলাম আমার PC থেকে pendrive খুলে অন্য একটি PC লাগালাম তখন ভাইরাস detect করল। সেই PC তে ESET Smart Security দেয়া ছিলো ।

আমি ভাই উইন্ডোজ কিনে চালাচ্ছি, আশা করি virus লাগবে না। তবে হ্যাঁ, কোনদিন পিসিতে virus পেলে Bill Gates এর খবর আছে, Royel Bengle Hacker ভাই দের সাহায্য নিয়ে microsoft এর নতুন করে গোঁড়াপত্তন করব। 🙂 হাসবেন না কারন এটি হাসার কথা না, শালার Bill Gates এর একদিন আর আমাদের একদিন।

    @আনিসুর রাহমান (নোমান): আমার System information – Windows 7 Home Premium দেখায় , Laptops কেনার সময় এটা সাথে দিয়েছে । auto update হয় , এটা কি original windows ? কারন আমার ভাই বিদেশ থেকে পাঠিয়েছে , জিজ্ঞাসা করতে সাহস পাই নাই ।
    ভাই আপনি কি বলতে পারেন কিভাবে বুঝব এটা original কি না ?
    আর original হলে কিভাবে virus মুক্ত রাখবো ?

      @জানতে চাই: এই এড্রেস থেকে
      http://www.microsoft.com/genuine/validate “Validation” নামক সফটওয়্যারটি ডাউনলোড করুন তারপর এটি ওপেন করুন। সফটওয়্যারটির সাইজঃ ১৫৫ kb। তারপর এটি নেট থেকে আপডেট ডাউনলোড করবে, তারপর ক্লোজ করে দিন। এবার আপনার ল্যাপটপ রিস্টার্ট দিন। এরপর মাই কম্পিউটার এ Search করুন “activate windows” লিখে, Search এ “activate windows” এই নামে একটা প্রোগ্রাম আসবে। এবার প্রোগ্রামটি রান করুন। ঠিক এভাবেঃ ০১) http://i.imgur.com/CQxM8.png ০২) http://i.imgur.com/uNrJQ.png যদি ২ নং ছবি না আসে তাহলে বুজবেন যে আপনার উইন্ডোজ কেনা না।

Nod 32 আমার কাছে খুবই ভাল লাগে এবং আমি প্রায় ২ বছর ধরে ব্যবহার করছি। খুবই ভাললাগে। তবে বর্তমানে অধিকাংশ সময়ই লিনাক্সে থাকায় এন্টিভাইরাস আর প্রয়োজন হয় না।

Level 0

symantec best. আগে এভাস্ট ইউস করতাম, দেখলাম এর কোনো ফাইল ক্লিন করার ক্ষমতা নেই বললেই চলে, তাই মাথাই কেটে দেয় ব্যথা হলে। অন্যদিকে symantec এর ফিচারটা খুব ভাল। আমি গত প্রায় দেড় বছর ধরে এক্সপি সেটাপ দিইনি, ভাইরাস প্রব্লেমও করেনি।

৪ বছর ধরে এভিরা ফ্রি ব্যবহার করছি, Performance খারাপ না, তবুও এখন একটু ESET NOD 32 ব্যবহার করতে চাই যদি কোন ভাই এ ব্যপারে হেল্প করেন উপকৃত হব।

আমি eset use করি। বন্ধুরা অন্যান্য। তাদের চেয়ে ভালো আছি ইনশাল্লাহ।

Level 0

হ্যাঁ আমিও এর সাথে একমত । আচ্ছা এসব সফট যারা ফ্রি দিচ্ছেন তাদের লাভটা কি ?

আমি ব্যবহার করি K7 Total Security
এটিও প্রচন্ড শক্তিশালী। আমি দেড় বছর থেকে ব্যবহার করছি। এবং সফল ভাবে ভাইরাস থেকে দূরে আছি।

আগে Avast ইউস করতাম, কেমন জানি খটকা লাগত।
এখন Eset Smart Security ইউস করি। ইন্টারনেটের ভাইরাস ধরতে বস।

আর ট্রোজান ধরায় অসাধারন, যেটায় বেশিরভাগ সময় Avast ফেইল করে।
এখন শান্তিতে আছি। প্রতিদিন আপডেট নেয়।

Eset Smart Security করতে চাই । ডাউনলোড লিঙ্ক, সিরিয়াল ইত্যাদি ব্যপারে কেউ হেল্প করেন।

Eset Smart Security এন্টিভাইরাসটি ব্যবহার করতে চাই । ডাউনলোড লিঙ্ক, সিরিয়াল ইত্যাদির ব্যপারে কেউ হেল্প করেন প্লিজ।

Buy BullGuard Internet Security (Microsoft Glod Certified Partner) and get
4 GB Pen drive FREE
Stocks are limited!!! Get yours now!!!
Available at Star Tech & Engineering Ltd
Pls visit http://www.startechbd.com/

Level 0

I’m using BullGuard Internet Security for last 02 months. At first i bought one as test basis but after using it i just become fan of BullGuard. It’s very light, fast and effective Antivirus i have ever seen.Now i bought 20 user pack from Star Tech & Engineering Ltd. It’s a awesome Antivirus. I would like to request all friends of tech tunes to use BullGurad.

আমাকে একটু সাহায্য করবেন কেউ? আমি নতুন পাঠাক কিন্তু আমার প্রফাইলে ছবি যোগ করতে পারতেছিনা। একটু বললে ভাল হয়।