টেকটিউনস জরিপ [ জানুয়ারী-২০১২ ] : বাংলালায়নের ব্যবহারকারীই সবচেয়ে বেশি !

techtunes-poll-logo.pngজানুয়ারী মাসের জরিপ

জরিপের বিষয়টি ছিলঃ বর্তমানে কোন অপারেটরের ইন্টারনেট সেবা ব্যবহার করছেন?

  • জরিপটি বিগত ৫ ই জানুয়ারী থেকে ৩১শে জানুয়ারী পর্যন্ত স্থায়ী ছিল।

জরিপের ফলাফলঃ

  • জরিপটিতে মোট ১,৬৭৩ জন ভোটার অংশগ্রহণ করেন।

উপরের ফলাফল থেকে আমরা দেখতে পাচ্ছি যে, বাংলালায়ন সবচেয়ে বেশি ভোট পেয়ে শীর্ষে রয়েছে, কিউবি দ্বিতীয় স্থানে রয়েছে, আর তারপরেই আছে ব্রডব্যান্ড। গ্রামীণফোন আছে চতুর্থ স্থানে, পঞ্চম স্থানে আছে বাংলালিংক, ষষ্ঠতে সিটিসেল, সপ্তমে রবি, অষ্টমে ওলো, নবমে এয়ারটেল এবং সবশেষে রয়েছে টেলিটক।

বাংলালায়নের ব্যবহারকারীই সবচেয়ে বেশি !

প্রচারেই প্রসার। দেশজুড়ে যাদের যত নেটওয়ার্ক ও ভাল সার্ভিস থাকবে তারা ততই বেশি জনপ্রিয় হবে। বাংলালায়নের বেলায় সেরকমই ঘটেছে বলে আমি মনে করি। কিউবিও নিঃসন্দেহে একটি জনপ্রিয় ISP । বাংলালায়নের মত তাদের নেটওয়ার্ক আরও প্রসারিত করলে তারাই শীর্ষ স্থানে যাবে। ব্রডব্যান্ড ইন্টারনেট নিয়ে তেমন কিছু বলার প্রয়োজন করছি না। তবে গ্রামীণফোনের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা খুবই হতাশজনক। যদিও তাদের নেটওয়ার্ক বেশ ভালো এবং সব জায়গায় পাওয়া যায় তারপরেও তাদের ইন্টারনেট সেবার মান অত্যান্ত দুর্বল।

আমি বাংলালিংকের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দেখে একটু অবাক হয়েছি। আর এই অবাকের কারণটি হল সিটিসেলের থেকেও এর ইউজার বেশি। আমি ব্যক্তিগতভাবে রবির ইন্টারনেট সেবা ব্যবহার করি। তবে আমার ধারণা কম্পিউটারের থেকে মোবাইলে নেট ব্যবহারকারীদের বেশিরভাগই রবির ইন্টারনেট সেবা ব্যবহার করে।

আপনারা লক্ষ্য করে থাকবেন যে, ওলো সম্পূর্ণ নতুন ISP হলেও মাত্র কয়েকমাসেই বেশ ভাল ব্যবহারকারী পেয়েছে। এয়ারটেলের ইন্টারনেট সেবা আমি কখনো ব্যবহার করিনি। তাই মন্তব্য করতে পারছি না। তবে ভোটার সংখ্যা দেখেই তাদের সার্ভিস অনুমান করা যাচ্ছে।

দেশীর ISP টেলিটকের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অত্যান্ত হতাশজনক। অবশ্য হতাশ না হওয়ার তেমন কোন কারণ নেই কেননা তাদের নেটওয়ার্ক অত্যান্ত নিম্ন কোয়ালিটিসম্পন্ন। আমি প্রথমে ভেবেছিলাম টেলিটকে বোধহয় কোন ভোটই পড়বে না। কিন্তু মাত্র ৭ জন ব্যবহারকারী দেখেই বিরাট অবাক হয়েছি। তবে টেলিটকে থ্রিজি আসার পর আমরা তাদের কাছ থেকে ভাল ইন্টারনেট সেবা আশা করছি। দেখা যাক কি হয় !

টেকটিউনস জরিপ [ ফেব্রুয়ারী-২০১২ ] -এ অংশগ্রহণ করুন

এই মাসের জন্য নতুন জরিপ দেয়া হয়েছে।

-

সাইফুল ইসলাম
এঞ্জেল মডারেটর
টেকটিউনস

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

you said,
কিউবিও নিঃসন্দেহে একটি জনপ্রিয় ISP । বাংলালায়নের মত তাদের নেটওয়ার্ক আরও প্রসারিত করলে তারাই শীর্ষ স্থানে যাবে
ওলো সম্পূর্ণ নতুন ISP হলেও মাত্র কয়েকমাসেই বেশ ভাল ব্যবহারকারী পেয়েছে।

agreed

qubee has a smart management. also andanced and customer orinted.
gp and brodband will loose their customer in near future.

once there will be a time when people will talk in skype , rather in voice call.

Level 0

বাংলালায়নই বস ভাই… বিশেষ করে আনলিমিটেড ব্যবহারকারিদের জন্য। আগে জিপি ব্যবহার করতাম… কি যে কষ্টে ছিলাম।

পঞ্চম এবং সপ্তম দুটো স্থানই বাংলালিঙ্ক নিয়ে নিল!? দারুনতো!

Level 0

আমার ধারনা ছিল গ্রামীন প্রথম হবে, কিন্তু তাদের অবস্থান দেখে আশ্চর্য হতে হল।

Level 0

i forgot to vote. আমি qubee ব্যাবহার করছি গত মাস থেকে

Level 0

ধন্যবাদ পোস্টের জন্য।
ভাই, আমি grammeen phone -এর HUWEI E1550 modem টি ব্যবহার করি ।
সমস্যা হল গ্রামীণ ফোনের ইন্টারনেট connected হওয়ার কিছু সময়ের মধ্যে disconnected বা মডেমটি হ্যাঙ হয়ে যায় বা grameen phone internet (not responding )লেখা আসে ফলে কিছু সময় পর পর মডেমটি খুলে আবার লাগাতে হয়।
(এখন windows7 ব্যবহার করছি , windows xp এবং windows 8 -এর মধ্যেও একই সমস্যা,আমাদের এলাকায় gp-র network ভাল(banglalion ,qubee নাই ) ।
ভাই, বারবার ইন্টারনেট disconnected হওয়ার সমাধান যদি অনুগ্রহ জানান তবে আমার খুবই উপকার হয়

কিউবিতে সেটিসফাইড

কেউ কি রেড সায়ান থ্রিডি মুভির টরেন্ট সাইটের লিঙ্ক দিতে পারবেন ?

ধন্যবাদ।

পরীমডুকে ধইন্না।

আগে ব্রডব্যান্ড ইউজার ছিলাম, এখন কিউবির… বাংলাবিলাই পররররররথম… উম চলে…

Level 0

আমি ও বাংলা লায়ন ……………
ধন্যবাদ ।

আমি ও বাংলা লায়ন ……………

Level 0

আমি বাংলালিংক use করি…কারন একমাএ তারাই দিচ্ছে সত্যিকারের unlimited offer যদিও তারা fair use policy use er কথা বলে থাকে but কখনো apply kore na(তারা নিজেরাই বলে)…আর speed? speed alltime 29~30/KBps(download+upload)…so আমার কাছে banglalink ই best মনে হয় 🙂

    @sabbir1986: @sabbir1986: সাব্বির বাই আহেন হাত মিলাই।আমার মনের কথা কইছেন,আমি ১ বতসর যাবত বাংলালিঙ্ক চালাইতেচি চরম মজা।আর বাংলালিঙ্ক ফ্রি মডেম আমার দুইটা জমচে।ফ্রি মডেম অপার চলতে থাকলে আরো জমবে।

      @ফিরোজ আলম: আমি সিটিসেল ইউজ করি। কিন্তু আনলিমিটেড এর জন্য সিটিসেল ভালো নয়।
      ভাই, একটা মডেম বিক্রি করবেন? আমার দরকার। যোগাযোগঃ [email protected]

    Level New

    @sabbir1986: Bhai apni 29/30kbps speed peai ato khushi? apnare 1mbps speed dile apni ki korben dekhte ichcha korche.

Level 0

সাইফুল জরিপটি অনেক সুন্দর । বাংলালায়ন কর্তৃপক্ষের উচিত প্যাকেজ রেট আরো কমিয়ে ডাউনলোড স্পীড আরো বাড়িয়ে দেয়া তাতে রাতারাতি গ্রাহক সংখ্যা অনেক বৃদ্ধি পাবে । ধনবাদ ।

Level 0

@Mustafa vai….এখানেই banglalion(+qubee) আটকে আছে….যার কারনে ওরা অসংখ্য গ্রাহক হারাচ্ছে….speed এর লোভ দেখিয়ে গ্রাহকদের বোকা বানিয়ে fair use policy এর ফাঁদে ফেলে ইচ্ছা মত পয়সা কামাচ্ছে !!

আমি বিলাই ছাইরা ব্রডব্যন্ড ISP লিঙ্ক থ্রী নিছি চরম মজায় আছি

Level 0

সাব্বির ১৯৮৬ কে বলছি বলুন ত আপনার ইন্টারনেট এর বিল কত আশে? আর ২৩-৩০ কে বি পি এস এতা কন speed হল?

Level 0

আমি বাংলালায়ন (১২৮ kbps Unlimited প্যাকেজ ৬৯০ টাকা) ব্যাবহার করছ গত দেড় বছর থেকে এবং আমি তাদের সার্ভিসে সন্তুষ্ট। জয় হোক দেশি কোম্পানী বাংলালায়ন……….

Level 0

@talhareza vai k bolsi…..speed jai hok banglalion unlimited mane hosse 25 GB, speed joto besi hobe package toto taratari ses hoe jabe r ami banglalink use kore average 30 GB download kori +15 GB browsing kori(no fair use pocily)….apni amak jodi banglalion pure unlimited package(without fair use policy) dite paren tahole ami otai nebo with any cost,1438 takae 25 GB 15 days use korar chaite 750 takae 30 days 50GB(er besio hote pare) use kora ki besi valo na?

    Level New

    @talhareza: @sabbir1986: Vai apnare to jadughore rakha dorkar. apni ei speed ei 45gb! net use koren? ato dhorjo apnar? Vai net er jinish pc te voira ki moja allah jane. cloud computing er juge eshob download mania kobe bondho hobe ke jane. ar vai jodi bebsha korar jonno koren taile onno kotha. vai mind e nien na.

Level 0

@nur mohammod vai thik bolsen….

Level 0

@mgrp apni 128 mane 16KB use korsen r dissen 690 tk….tahole to er chaite banglalink iii use kora besi valo…..256kbps mane 32 KBps er purotai paben only @750/-(with vat)

    @sabbir1986: সাব্বির বাই আহেন হাত মিলাই।আমার মনের কথা কইছেন,আমি ১ বতসর যাবত বাংলালিঙ্ক চালাইতেচি চরম মজা।আর বাংলালিঙ্ক ফ্রি মডেম আমার দুইটা জমচে।ফ্রি মডেম অপার চলতে থাকলে আরো জমবে।

টেকটিউন্সের মত টপ সাইট জরিপে যদি বাংলালায়ন উপরে থাকে এটা যে নতুন গ্রাহকদের বাংলালায়ন নেয়ার ব্যাপারে কতটা প্রভাবিত করবে তা বলাই বাহুল্য।

Level 0

@ফিরোজ আলম ভাই ঠিক বলছেন….রতনে রতন চেনে…best service দিচ্ছে আবার ৪ মাস পর পর একটা করে 3G মডেমও ফ্রি দিচ্ছে আর কি চাই বলেন?মডেম জমায় যান আর আমারেও একটা দিয়েন 🙂 যারা banglalion(+bubee) এর প্রশংসায় গলা ফাটাচ্ছে তারা যেনো একটু কষ্ট করে আমার আগের comments গুলো পরেন।

sabbir1986 ভাই আমিও বাংলালিঙ্ক চালাই কিন্তু ফ্রী মডেমের বিষয় তা যদি আমাকে একটু জানাতেন তাইলে খুব উপকৃত হতাম। plz আমাকে জানান????????????

আমি কিউবি ইউজাই। পোষ্টপেইড ২৫৬ কেবিপিএস ৫ জিবি ৬৩৩ টাকা(ভ্যাটসহ) । স্পীডে সন্তুষ্ট কিন্তু মাত্র ৫ জিবি দিয়ে কিই বা করা যায়:( ????????
আশ্চর্য লাগে আমাদের এত্ত আনইউজড ব্যান্ড উইথ পড়ে থাকে কিন্তু এরা এমন ভাব করে যেন আমাদের কয়েক জিবি দিয়ে উদ্ধার করে ফেলতেছে। সত্যিই খুব খারাপ লাগে হাসান ভাইয়ের এই টিউনটি পড়লেঃhttps://www.techtunes.io/reports/tune-id/106642/

যা হোক যারা বাংলালিঙ্কের মোবাইল ইন্টারনেটের প্রতি আগ্রহী হচ্ছেন তাদের বলছিঃ ইউজার বাড়লেও কি তারা এই একই স্পীড ও আনলিমিটেড ব্যান্ডউইথ সুবিধা যোগান দিতে পারবে????
আমার মনে হয় পারবে না(উদাহরণ হতে পারে গ্রামীণফোন)
পরিশেষে
দয়া করে কেউ বাংলালায়নের “১২৮ kbps Unlimited প্যাকেজ ৬৯০ টাকা” এর ব্যাপারে বিস্তারিত জানাতে পারবেন????
বিশেষত স্পীড, আনলিমিটেডের ক্ষেত্রে ফাপ ব্যাপারগুলোর ব্যাপারে জানতে চাচ্ছিলাম।
সাইফুল ভাইকে বিশেষ ধন্যবাদ 🙂

আমি একই সাথে বাংলালিক এবং বাংলালায়ন চালাচ্ছি। আমার কাছে দুটোই বেস্ট। আমার বাংলালিক 256 kbps এবং বাংলালায়ন 512 kbps. ডাউনলোড স্প্রিড যথাক্রমে ১৬-৩২ এবং ৫৫-৭০ KBps. কাভারেজে বাংলালায়ন থেকে বাংলালিক খুবই ভাল।

Level 0

@মাকসুদ ভাই ওই stage এ আসতে এখনো minimum ৪-৫ বছর তো লাগবেই…আর এই সময়ের বাংলালিংক এর চেয়েও আরো ভালো ভালো offer দেবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।কারন আমাদের দেশে এই একটি মাএ mobile company দেখলাম যাদের কথার সাথে কাজের ১০০% মিল আছে আর গ্রামীন তো একটা রক্ত চোষা company ওদের কথা আর কি বলবো?জরিপে reuslt দেখলেই বোঝা যায় যে ওদের গ্রাহক বাড়তে বাড়তে নয় বরং কমতে কমতে ১০.৪% এ আসছে।

Level 0

@আলিফ ভাই….আপনি bangallink ৪ মাসের Unlimited internet bill (২৭৪৯/-)একবারে pay করলে ওরা আপনাকে bangallink এর একটি 3G মডেম free দিয়ে দেবে।

Level 0

@মাকসুদ ভাই bangallion এর ১২৮ kbps এর প্যাকেজটা কনেক আগেই শেষ হয়ে গেছে:( এখন ওদের যে কোনো package (prepaid+postpaid) minumim ৫১২ kbps ।

sabbir1986 thanx আপনাকে ধন্যবাদ কিন্তু বিলটা কথায় দিতে হবে? যেকোনো কাস্টম কেয়ারে দিলে হবেত?

Level 0

@alif hasan vai apni to 4 months er bill die notun line+modem kine neben….ora apnak notun ekta sim modem e vore ota active kore debe(for 4 months)..je kono customer center theke sim+modem kinte parben

Level 0

Banglalion er package costly. speed komea 256kbps kore Volume barano uchit…

ইচ্ছা থাকা সত্বেও জরিফে অংশ নিতে পারি নাই কারন আমি যেই নেট ইউজ করি সেই অপশন এখানে ছিল না,তাই আমার দাবি থাকবে যারা বিদেশে বসবাস করেন তাদের অংশ গ্রহনের সুবিধার্থেও একটি অপশন রেখে জরিফ গুলু পরিচালনা করা,ধন্যবাদ।

    @আতাউর রহমান: জরিপগুলো দিয়ে মানুষ যাতে উপকৃত হয় এবং ভাল সিদ্ধান্ত নিতে পারে সেজন্য করা হয়। তাই প্রবাসীদের জন্য কোন অপশন রাখা হয়নি। তবে পরবর্তীতে জরিপগুলোতে অবশ্যই আপনার কথাটি বিবেচনা করা হবে 🙂

ধন্যবাদ

Level New

I use banglalion too. It’s good.

i use broadband connection. it’s too good..

Level 0

@sabbir1986 – ভাই আপনার banglalink এর জয়জয়কার শুনলাম…দয়া করে বলবেন কি আপনার netwok এলাকাটি কোথায় ? আপনার 4 month এর package দিয়া weekly কত GB নামান ?
আপনার জ্ঞাতার্থে আরও জানাচ্ছি, আমি মোটামুটি সব operate use করেছি…আমার জানামতে banglalink-DESH এর ১৫ দিন মেয়াদের connection যারা use অব্যাহত রেখেছে তারাই একমাত্র fair usage policy র আওতার বাইরে…আপনার মত যারা 4 month package use করছে তারা weekly 3 GB এর বেশি download করলেই ধরা ( যদি আওনার কপাল গুনে পার পেয়ে জান তো ভাল…আমি নিজেও 4 month package মাত্র ১ মাস use করেছি ) without fair usage policy ছাড়া একমাত্র connection দিচ্ছে ROBI উদয় package….তাছারা র কোন operate এই সেবা দিচ্ছে না……

যারা banglalion আর Qubee 512 kbps ব্যাবহার করেন তাদের জন্য বলতে পারি banglalion best…কারন ২ টারই same package….কিন্তু সুবিধাতে banglalion এগিয়ে…Qubee-sky এর limit 30 GB… এর উপরে গেলেই 128 kbps হয়ে জাবে……আর banglalion এ 10 GB বেশি পাচ্ছেন অর্থাৎ 40 GB..

Level 0

@alfredmb vai k বলছি আমি মোহাম্মদপুরে থাকি। ১৫ দিনের package টাই এখন ৩০ দিনের unlimited package এ convert হয়ে গেছে আমি weekly ৭ GB নামাই(average only download) তার সাথে browsing তো আছেই এবং এই unlimited package টি আমি ৭ মাস ধরে use করসি আমি এখন পর্যন্ত কোনো ধরা খাই নি…আর মজার ব্যাপার হলো এই প্রথম কারো মুখে শুনলাম bangallink এর কোনো internet user fair use policy তে ধরা খাইছে lol…আর রবির কথা বলছেন?রবিতে speed পাই 10~12KBps যেখানে banglalink এ পাই 29~30 KBps(download+upload) ।আমার browsing speed বেশি দরকার ওটা বেশি থাকলে আর download এর দরকার পরে না but bangallion থেকে আমাকে বলছে ওদের browsing speed হচ্ছে download speed এর ১/৪ ভাগ তার মানে ১২৮ KBps so লাভ নাই তার চেয়ে bangallink ই ভালো (browsing+download) দুইটাই 256KBps & banglalink নিয়ে আমি অনেক সুখে আছি। 🙂

    @sabbir1986: আমি ব্যক্তিগতভাবে রবির আনলিমিটেড ব্যবহার করি। আর আমি আমার এলাকাতে সবসময় 32-35 kBps স্পীড পাই। আমিও আপনার মতই ডাউনলোড করি। বাংলালিংকে Fair usage policy থাকলেও সেটি আপনার ক্ষেত্রে কখনো প্রয়োগ হয়নি আর রবির আনলিমিটেডে কোন Fair usage policy ই নাই

    আর আপনি হয়ত জেনে থাকবেন যে, প্রতিটি নেটওয়ার্ক অপারেটরের এলাকাভিত্তিক ইন্টারনেট স্পীড ভাগ করা থাকে অথবা স্পীড ইউজারের পরিমানের উপর নির্ভর করে থাকে। আর সেজন্যই আমি আমার এলাকায় বাংলালিংকে মাত্র 5-6kBps স্পীড পাই। আর আপনি আপনার এলাকায় 29-30 kBps পান।

    আমরা বেশিরভাগ লোকই জানি গ্রামীণে খুবই কম স্পীড পাওয়া যায়। কিন্তু শুনলে অবাক হবেন, কিছু কিছু এলাকার ব্যবহারকারীরা গ্রামীণফোন থেকেই 30kBps এর মত স্পীড পান। তবে আমার জানামতে গ্রামীনে 5GB এর উপর ব্যবহার করলে স্পীড কমিয়ে দেয়া হয়।

    তাই আপনি বাংলালিকের প্রশংসায় কিংবা আমি রবির প্রশংসায় পঞ্চমুখ হয়ে বিতর্কে জড়ানোর কোন প্রয়োজন নেই।
    আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।

    Level 0

    @sabbir1986 – welcome to ur connection.!!…আমি কিন্তু বলেছি কপাল গুনের কথা…হয়ত আপনার luck ভাল…আমিও ভাই মহাম্মদপুর এর বাসিন্দা…আমি আপনার মত Destiny-2000 ltd মার্কা speed কিছুদিন পেয়েছিলাম…my bad luck….১৫ দিনের package টা change হয়নি আমার জানামতে…..কোন কারনে যদি ওঁই package টা break হয় তবেই ওঁই package টা automatically ৩০ দিনে convert হয়ে যাবে…… যেটা আপনি use করছেন…ভাই কোন argument এর জন্য বলছি না…যা বলছি banglalink কথাই forward করলাম আর নিজে ভুক্তভুগি হয়েই বলছি……তাই ৪ মাস আগেই বাদ দিয়েছি……কিন্তু যারা downloader তাদের জন্য তো operate বড় কথা না……সবচাইতে সুবিধা আর সাশ্রয়ী package টিই প্রয়োজন…… এই কথা তো স্বীকার করবেন…??

Level 0

সাইফুল ইসলাম ভাই i agree with u……

Level 0

আমি ব্রডব্যান্ড use করি আর হারামি ফোনের ১জিবি চালাই

ভাই এইটার কমেন্ট অপসন কই গেল?
একটু চেক কইরা দেন।
https://www.techtunes.io/video-editing/tune-id/110904/

Level 0

I’m using broadband(btcl) for last one and half year and getting a speed of 512kbs @ cost of 900+vat though the package is said to be of 256kbs. From 1st january,2012 the rate has become 750+vat.In my opinion btcl is far too good from others in terms expense relative to the
speed though their customer service really sucks!

আমি BTCL 1MB তেই ভালো আছি, কিন্তু দুঃখের বিষয় তৃতীয় স্থান পাবার পরো Tuner কোনও মন্তব্য করলেন না। হতাশ !! হতাশ !!

Ami broadband use kori…Age banglalink use kortam tar age grameen…shobgula mobile company’r net ektu ektu koira chaikha dekhsi…Mobile operator der modde amar mote banglalink r net valo…..

আমি কিওবি ব্যাবহার করি। কিন্তু বাংলালিংক ব্যাবহারের কথা ভাবতেছি।

Level 0

@কিবরিয়া & lovelyboy080 ভাই ঠিক বলছেন….আসলে রতনে রতন চেনে 🙂

Level 0

@sabbir1986,ভাই বাংলালিংক আনলিমিত কত পরবে?স্পীদ কত পাব? একটু যদি বিস্তারিত বলতেন ভাল হত। প্লিস।

Level 0

@সৈকত ভাই বাংলালিংক আনলিমিটেড ৭৪৮ টাকা (vat সহ)।speed ৫১২ KBps দিচ্ছে but minimum ২৫৬ KBps পাবেন (পুরোটাই) ।

    @sabbir1986: ভাই …speed ৫১২ KBps দিচ্ছে but minimum ২৫৬ KBps পাবেন ………… এইটা বুজলাম না

Level 0

@adil vai ভাই কে বলছি vai 1 MBps keno ইচছা করলে 2Mbps ooo নিতে পারি but নেই নাই ইচ্ছা করে…..কারন ওরা pure unlimited disse na matro 30-40 GB disse ei 30-40 GB ami 5 দিনেই শেষ করে ফেলবো । speed besi দিয়ে যদি মাএ 30-40 GB usages limitation die dei তাহলে তো এই speed এর কোনো মূল্যই নাই।তার চেয়ে 256 KBps ই onek onek valo। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন।

Level 0

আমি যখন নেট লাইন নেই তখন বন্ধুবান্ধব সবার কাছ থেকে শুনেছি বাংলালায়ন থেকে কিউবির সার্ভিস একটা ভাল। কিন্তু তারপরও আমি বাংলালায়নই কিনেছি। কিনেছি এটা ভেবে যে এটা সম্পুর্ণ দেশি কম্পানি। মাসে মাসে বেশি বড় একটা এমাউন্ট দেশের বাইরে চলে যাবে এটা ভেবে একটু কম সার্ভিস পেলেও বাংলালায়নই কিনেছি। বাংলালায়নের উচিৎ আরও ভাল সার্ভিস প্রভাইড করা।

আমার সমস্যা একটু অন্য রকম, তবে সমাধান প্রয়োজন। একটি নির্ধারিত সাইট grameen phone এর নেট কানেকশনে open হয় না। কিন্তু citicell এর নেট কাোনকশনে normal open হয়।আমি কিভাবে grameen phone এর নেট কানেকশনে আমার কাংখিত সাইটটি open করবো ?

Level 0

I am using Banglalion… Eta Onek Balo then Qubee..Cause ami tui tai Ue kore chi.qubee er Kothay kaje mil nai

Level 0

I am using Banglalion… Eta Onek Balo then Qubee..Cause ami tui tai Use korechi.qubee er Kothay kaje mil nai

sabbir vai madaripur asen.blink net paben full bt internet speed ja ta diye google page open korte 2/3 min er kom somoy lagbena.bt akhane gp use kori,speed 30-35 KBps thake all time.tai net niye torko kore lav nei.akane robir speed o paben 20-25KBps.bt blink 1-3KBps othe.lol