আগেই ঠিক করা ছিল ১৩ই জানুয়ারী প্রথমবারের মত ঢাকার বাইরে হবে টেকটিউনস মিটআপ । ১২ তারিখ রাতেই ১২জনের একটি দল রওনা দেয় চট্টগ্রামের উদ্দেশ্যে । সফরের প্রথম থেকে শেষ পূর্যন্ত ছবি নিয়েই এই পোষ্ট ।
চট্টগ্রামের আয়োজক টিমকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ । সকাল থেকে শেষ অবধি প্রতিটি মুহূর্ত আমাদের সাথে থাকার জন্য 🙂 ।
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
গ্রেট মিসকেট ভায়েরা!!!!!!!!!!!! মেনেই নিতে পারছিনা আমার অনুপস্থিতি !! ভীষন হিংসা ও হচ্ছে…………..
তবে দোওয়া করছি , আপনাদের যাত্রা যেন মঙ্গলময়/শুভ হয় …………ধন্যবাদ সবাইকে ,ভালো থাকবেন।
ইনজয়………….অল দ্যা বেস্ট