টেকটিউনস টিমের চট্টগ্রাম সফর (ছবিব্লগ)

আগেই ঠিক করা ছিল ১৩ই জানুয়ারী প্রথমবারের মত ঢাকার বাইরে হবে টেকটিউনস মিটআপ । ১২ তারিখ রাতেই ১২জনের একটি দল রওনা দেয় চট্টগ্রামের উদ্দেশ্যে । সফরের প্রথম থেকে শেষ পূর্যন্ত ছবি নিয়েই এই পোষ্ট ।



















































চট্টগ্রামের আয়োজক টিমকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ । সকাল থেকে শেষ অবধি প্রতিটি মুহূর্ত আমাদের সাথে থাকার জন্য 🙂 ।

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গ্রেট মিসকেট ভায়েরা!!!!!!!!!!!! মেনেই নিতে পারছিনা আমার অনুপস্থিতি !! ভীষন হিংসা ও হচ্ছে…………..

তবে দোওয়া করছি , আপনাদের যাত্রা যেন মঙ্গলময়/শুভ হয় …………ধন্যবাদ সবাইকে ,ভালো থাকবেন।

ইনজয়………….অল দ্যা বেস্ট

দেশের বাহিরে তাই যোগ দিতে পারলাম না। আমি টিটির শুরু থেকেই একজন নিয়মিত ভিজিটর। আশা করি টিটি আগামীতে আরো এগিয়ে যাবে। ধন্যবাদ শেয়ার করার জন্য

Level 0

প্রথমবারের মত টেকি ভাইদের সাথে দেখা করার সুযোগ হওয়ায় ভালো লেগেছে। আমিও কিছু স্থির চিত্র ও ভিডিও ধারণ করেছি। তবে কখনও টিউন না করায় এখনই দেওয়া যাচ্ছে না।
আরিফ ভাইকে ধন্যবাদ, ছবিগুলো শেয়ার করার জন্য।

Level 0

অনেক মিস করছি চট্টগ্রামের সবাইকে। ফিরে আসতে মন চায়নি। কিন্তু তবুত্ত ফিরে আসতে হয়েছে। আবার সুযোগ পেলে ছুটে যাবো চট্টগ্রামের উদ্দেশ্যে।

গ্রেট মিটআপ।

মিস্‌ 🙁 আমাকে কেউ আগে জানায় নাই তাই ইচ্ছা থাকা সত্তেও যাইতে পারি নাই, বড় মিস্‌ করলাম।
ভাল লাগল সবাইকে ছবিতে দেখতে পেরে।

এসেছিলাম প্রিয় টিটির মিট আপে। কিন্তু আফসোস ওইদিনও কাজে আমারে ছাড়লো না 🙁
তাই সবার আগে বিদায় নিতে হয়েছিল। কিন্তু খুব ভালো লেগেছিল প্রিয় টপটিউনারদের কাছে পেয়ে। উনাদের অসংখ্য ধন্যবাদ। আরও ধন্যবাদ সবাইকে যারা সি আর বি তে উপস্তিত ছিলেন। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও বড়সড় মিটআপ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। 🙂

ঢাকার চেয়ে অনেক বেশি সদস্য। আপনারা মজা পাইছেন অনক। কিছু ভাগ পাইলাম ছবি দেখে, যেতে পারিনিত।

BD te thakle obosshoi emon ekta sujog miss kortam na … khub valo laglo chobi gulo dekhe..

মিস করলাম… 🙁

ভাই আমি class এর জন্য যেতে পারি নাই। আমার বন্ধু কে পাঠিয়েছি। কিন্তু আপনার ছিবি ব্লগ এ সজনপ্রিতি হয়েছে। আমার বন্ধুর ছবি আসেনাই কেন। (ভাই মনে কষ্ট নিবেন্না। just fun করলাম। ) অনেক শুভ কামনা techtunes এর জন্য।

Level 0

ekhono vulte parchi na sei din er muhurto gulo…..nizami vai amar pic gula ektu suja koira diben vai…public er dekhte ghar ghuraia dekhte hoitase 🙁

দারুণ, দারুণ

Level 0

ভাল উদ্যোগ। একজন প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছে, এই ছবিটা দেওয়ার কোন প্রয়োজন ছিল? নূন্যতম রুচিবোধ থাকা উচিত। এখন অনেক ছোট পার্সন-রাও টেটি ভিজিট করে। আপনাদের মনে রাখা উচিত অনেকেই আপনাদের ফলো করতে চায়, বিশ্লেষন-ও করতে চায়। সবাইকে ধন্যবাদ।

    @ওমর: that’s part of the fun buddy, hope you understand … 🙂

      Level 0

      @আরিফ নিজামী: আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি একটা different view থেকে কথাটা বলেছি। তবে আপনি ছবিটা remove করে দিয়ে প্রমান করলেন যে, আপনি গঠনমূলক সমালোচনা গ্রহন করতে পারেন। this manner is going to be rare…. আপনাকে অনেক ধন্যবাদ।

যেতে পারিনি তাই খুবই আপসছ লাগতেছে। সামনের বার অবশ্যই যাবো।

‘টেকটিউনস চট্টগ্রাম মিটআপ ২০১২’ আয়োজক দলের @পথিক রসুল @সুমিত @রূপক @ব্ল্যাকমুন আন্তরিকতা আর আতিথেয়তা ছিল হৃদয় জুড়ানো। চট্টগ্রামে অবতরণের পরপরই ফুল দিয়ে বরণ করে নেয়া থেকে শুরু করে ঢাকার উদ্দেশ্যে বাস ছেড়ে দেবার শেষ মুহূর্তটুকু পর্যন্ত পুরো টেকটিউনস টিমকে ছায়ার মত ঘিরে রেখেছিলেন তাঁরা। অন্তের অন্তস্থল থেকে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

আরও ধন্যবাদ টেকটিউনস টিমের প্রত্যেকসদস্যকে @আরিফ নিজামী @হাসান যোবায়ের (আল-ফাতাহ্) @জাকির @শাকিল আরেফিন @সাইফুল ইসলাম @swordfish (মাহবুব) @সজীব রহমান @নাজমুল ইসলাম @Rubel Oron @তাহের চৌধুরী (সুমন) @সোহাগ @জাহাঙ্গীর যারা সকল বাঁধা অতিক্রম করে বিভিন্ন স্থান থেকে জড়ো হয়ে ঢাকা থেকে চট্টগ্রাম মিটআপ -এ অংশগ্রহণ করেছেন। প্রবাসে থেকেও যিনি প্রতিটি টেকটিউনস প্রেমীর অন্তরে স্থান করে নিয়েছেন এবং টেকটিউনসের প্রতিটি মিটআপে যাঁর কথা স্মরণ করা হয় সেই @প্রবাসি ভাইকেও অসংখ্য ধন্যবাদ প্রবাসে থেকেও সর্বদা টেকটিউনসের পাশে থাকার জন্য।

চট্টগ্রামের টেকটিউনস প্রেমীর প্রত্যেককে বিশেষ ভাবে ধন্যবাদ যাদের অংশগ্রহণে এই বৃহত্তম টেকটিউনস মিটআপ সফল ভাবে সম্পন্ন হয়েছে। সবাইকে ধন্যবাদ।

kopal kharap na hole emon shujug hatsara hoy na!!!!! khub miss koresi r chittagonger techi-bhaider many many thanks ——-

Level 0

ami o chilam meet up e