টেকটিউনসে ইমেইল না পবার PROBLEM SOLVE করা হয়েছে

টিউন বিভাগ টেকটিউনস ল্যাব
প্রকাশিত
জোসস করেছেন

টেকটিউনসে নতুন রেজিস্ট্রেশন ইমেইল, পাসওয়ার্ড রিকভারি ইমেইল, টিউমেন্ট নোটিফিকেশন ইমেইল, রিপ্লাই টিউমেন্ট নোটিফিকেশন ইমেইল সহ অনন্যা সকল ইমেইল বেশ কিছু ইউজার মেইল বক্সে পাচ্ছিলেন না। টেকটিউনসে ইমেইল না পবার এ PROBLEM টি, Solve করা হয়েছে।

টেকটিউনসে মেইল ডেলিভারিতে ব্যবহার করা হয় Ultra Durable Email Delivery System যার ফলে আপনি টেকটিউনসে কোন একটি সিংগেল নোটিফিকেশন মিস করবেন না। সেই সাথে আপনারা অবগত আছেন যে টেকটিউনস বাংলাদেশের প্রথম এবং একমাত্র Kubernetes (KS8) এবং ডকার (Docker) আর্কিটেকচার এ চালিত একমাত্র নেটওয়ার্ক। যার ফলে টেকটিউনসে মিলিয়ন থেকে জিলিয়ন ইউজার ও পেইজ ভিউ সার্ভ করতে পারে অনায়েসে।

যারা এর আগে নতুন রেজিস্ট্রেশন করেছেন কিন্তু মেইল বক্সে ইমেইল পারেনি তারা পাসওয়ার্ড রিকভারি করে নিন তাহলে আপনার একাউন্টে লগইন করতে পারবেন।

➡ আপনার আইটি, প্রযুক্তি ও বিজ্ঞান সমস্যা Ask করুন টেকটিউনস হেল্প জ্যাকেট এ। টেকটিউনস কমিউনিটির গুরু 'টেকটিউনস হেল্প জ্যাকেটার রা' উত্তর দিবে আপনার প্রশ্নের।

➡ টেকটিউনস সৌশাল নেটওয়ার্কে থাকুন প্রতিনিয়ত আর মানসম্মত টিউন, ভিডিও টিউন -ভিউন (vUne), অডিও টিউন -এউন (aUne), ফটো টিউন -ফিউন (phUne),  লিংক টিউন - লিউন (LiUne), স্ট্যাটাস টিউন - স্ট্যাটিউন (stUne) করুন।

-Techtunes DevOps Team

Level 9

আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2929 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।

মেতে উঠুন প্রযুক্তির সুরে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রায় ৩ সপ্তাহ আগে আপনাদের সাপর্টে কল করে জানিয়েছিলাম। ভালো লাগলো সমস্যাটির সমাধান হওয়ার কথাটি শুনে।
– ধন্যাবাদ –

প্রফাইল পিকচার চ্যাঞ্জ হচ্ছেনা কেন?
আশাকরি এডমিন যানাবেন।

    এ সমস্যাটি ও Solve করা হয়েছে আপনি এখন প্রোফাইল পিকচার ও কভার ইমেইজ আপলোড করতে পারবেন।