টেকটিউনস ক্যারিয়ার – কন্টেন্ট ক্রিয়েটর – Startup and Business

টিউন বিভাগ টেকটিউনস জবস
প্রকাশিত
জোসস করেছেন

টেকটিউনস এর রিমোট কন্টেন্ট রাইটার টিমে জন্য কিছু সংখ্যক রিমোট কন্টেন্ট রাইটার আবশ্যক। টেকটিউনস কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে- Startup ও Business টপিক কভার করতে হবে।

Gender:

নারী ও পুরুষ উভয়ই

চাকরির ধরন:

রিমোট

যোগ্যতা সমূহ

আগ্রহী প্রার্থীগণের নিন্মে উল্লেখিত বিষয় সমূহ অবশ্যই থাকতে হবে

  • প্রার্থীকে অবশ্যই Startup ও Business Related বিভিন্ন ইন্টারন্যাশনাল আইটি, টেক ও সাইন্স নিউজ সাইট, ব্লগ, চ্যানেল সম্বন্ধে জানা ও পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের Startup, IT ও Business সম্বন্ধে ধারণা থাকতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই ইংরেজিতে ভালো হতে হবে। ইংরেজি বিভিন্ন Startup ও Business Related নিউজ সাইট ও ভিডিও থেকে তথ্য সংগ্রহ করে বাংলায় টিউন আকারে প্রকাশের দক্ষতা থাকতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই হাই পারফরমেন্স টিউন করায় - ১৫০০ থেকে ৩০০০ শব্দের টিউন করতে পারদর্শী হতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই SEO Friendly টিউন প্রকাশ করার অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে।
  • প্রার্থীর নিজ থেকে শুদ্ধ ভাবে ইংরেজি থেকে বাংলা অনুবাদের দক্ষতা থাকতে হবে। টিউনে কোন ধরনের গুগল ট্রান্সটেল করে বাংলা অনুবাদের কন্টেন্ট থাকলে, অসাঞ্জস্য অনুবাদ থাকলে, এক বাক্যের সাথে পরের বাক্যের মিল এমন কোন বাক্য কন্টেন্টে থাকলে রিমোট কন্টেন্ট রাইটারশীপ সাথে সাথে বাতিল হবে।
  • প্রার্থীকে অবশ্যই প্রফেশনালিজম বুঝতে হতে ও প্রফেশনালিজম বজায় রেখে কাজ করার যোগ্যতা থাকতে হবে। যে কোন আন-প্রফেশনালিজম এবং আন-প্রফেশনালিজম আচরণের এর জন্য রিমোট কন্টেন্ট রাইটারশীপ সাথে সাথে বাতিল হবে।
  • প্রার্থীকে অবশ্যই সকাল ১০ থেকে রাত ১১ এর পর্যন্ত মোবাইল/ফোন/ইমেইল, টেকটিউনসের ইন্টার্নাল কমিউনিকেশন টুল এর মাধ্যমে টেকটিউনস টিমের অনন্য টিম মেম্বারদের সাথে কমিউনিকেশন এর জন্য পরিপূর্ণ ভাবে Available থাকতে হবে। যে কোন ধরনের Unavailable কমিউনিকেশন ও আনপ্রফেশনাল কমিউনিকেশন জন্য জন্য রিমোট কন্টেন্ট রাইটারশীপ সাথে সাথে বাতিল হবে
  • নিজের ভয়েস রেকর্ড করে ও এডিট করে অডিও টিউন আকারে Startup ও Business কন্টেন্ট তৈরি করতে পারলে অগ্রাধীকার দেওয়া হবে।
  • যোগ্য প্রার্থী পৃথীবীর যে কোন প্রান্ত ও যে কোন দেশ থেকে আবেদন করতে পারবে ও টেকটিউনস রিমোট টিউনার টিমে কাজ করতে পারবে।
  • ভারত / ইন্ডিয়ান থেকেও যে কোন প্রার্থী আবেদন করতে পারবে।

অভিজ্ঞতা:

প্রার্থীকে বাংলায় বিজ্ঞান ও প্রযুক্তি লেখালেখিতে ও ইংরেজি থেকে বাংলা কন্টেন্ট রুপান্তর  করে লেখালেখিতে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:

যেকোন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে নুন্যতম স্নাতক বা সমমান

বেতন

টেকটিউনস পলিসি অনুযায়ী। হাই পারফরমেন্স প্রার্থীদের জন্য হাই স্যালারি।

সুবিধা সমূহ:

  • বিশ্বের সর্ববৃহৎ বাংলা সৌশল নেটওয়ার্ক ও কমিউনিটি সৃষ্টিকারি প্রতিষ্ঠান টেকটিউনস এর সাথে সরাসরি কাজ করার সুযোগ ও অভিজ্ঞতা।
  • এশিয়ার সবচেয়ে বড় ও সবচেয়ে জনপ্রিয় প্রায় ৪ কোটি+ প্রযুক্তি ও বিজ্ঞান সৌশল নেটওয়ার্ক কমিউনিটির সাথে সরাসরি কাজ করার সুযোগ।
  • টেকটিউনস এর Top-notch ওয়ার্কিং ম্যাথড এ কাজ করার সুযোগ।
  • টেকটিউনস এর ফেন্ডলি "রিমোট ওয়ার্কি কালচার" উপভোগ করার সুযোগ।
  • টেকটিউনসের সুপার প্রোডাক্টিভ রিমোট টুল ব্যবহার করে কাজ করার অভিজ্ঞতা।
  • টেকটিউনস এর GTD মেথডে কাজ করার অনন্য অভিজ্ঞতা।
  • টেকটিউনস এর Techtunes zDrive ও Techtunes Slash এর ফ্রি সাবস্ক্রিপশন।
  • টেকটিউনস এর Highly Productive Tools ব্যবহারের পুরো ৮ ঘন্টার ট্রেনিং।
  • World এর সর্ববৃহৎ Stock Image Shutter Stock এর ৪ কোটি+ স্টক ইমেইজ একসেস।
  • টেকটিউনসের ইউজার গ্রুপ ইভেন্টে ফ্রি ইভাইটেশন।
  • টেকটিউনস এর মনিটাইজেশন প্রোগ্রামে অন্তভুক্ত হবার সুযোগ।
  • টেকটিউনস এর বিভিন্ন ইন্টার্নাল ইভেন্ট টেকটিউনস 'চিল আউট ডে', 'টেকটিউনস কফিকাপ', 'টেকটিউনস রোলিং লাইট' ইভেন্ট উপভোগের সুযোগ।

আরও সুবিধা সমূহ:

  • পারফরমেন্স বোনাস
  • পারফরমেন্স ভাল হলে প্রতি বছর অন্তর টেকটিউনস পলিসি অনুযায়ী ইনক্রিমেন্ট

আবেদন

➡ আগ্রহীরা আবেদন করুন এখানে => https://techtun.es/TechtunesPeopleApply

আবেদনের প্রক্রিয়া:

আপনার আবেদনটি Qualified হলে পরবর্তি ধাপের জন্য টেকটিউনস থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে।

টেকটিউনস কোম্পানি সম্বন্ধে:

Techtunes - http://www.techtunes.io is the World's Largest & Most Popular Bangla Science & Technology Social Network with over 40 Millions People Connected Worldwide. Techtunes client base are the top IT companies in Bangladesh and worldwide. Techtunes runs its operation at USA, Bangladesh, India and China.

Techtunes communities are in 130 countries all around the world. Techtunes is the most visited website in Bangladesh. Not only in Bangladesh Techtunes is the Asia's Largest Science and Technology Social Network.

Techtunes has its customer base around the world Including USA, UK, India, China, Malaysia, Singapore and many others.

শেয়ার করুন

➡ জবটি শেয়ার করুন যদি আপনার পরিচিত যোগ্য কোন প্রার্থী আপনার জানা থাকে।

-

Techtunes People Ops
Worlds's Largest Science & Technology Social Network with over 40 Millions People
http://www.techtunes.io

Level 9

আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2929 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।

মেতে উঠুন প্রযুক্তির সুরে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস