Smartphone - এই ছোট্ট Device গুলো আমাদের জীবনকে কতোটা সহজ করে দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। যোগাযোগ থেকে শুরু করে বিনোদন, শিক্ষা থেকে ব্যবসা - সব কিছুতেই স্মার্টফোন আমাদের প্রধান সঙ্গী।
কিন্তু একটা প্রশ্ন এখন ঘুরেফিরে আসছে - স্মার্টফোন কি তার উদ্ভাবনের শেষ প্রান্তে পৌঁছে গেছে? আর কি নতুন কিছু দেওয়ার নেই? ডিজাইন, ফিচার, পারফরম্যান্স - সবকিছুতেই কি আমরা একটা জায়গায় আটকে গেছি?
আমরা সবাই জানি, ২০০৭ সালে iPhone যখন প্রথম বাজারে আসে, তখন যেন এক নতুন যুগের সূচনা হয়েছিল। সেই ফোনটা আমাদের সবকিছু পরিবর্তন করে দিয়েছিল। এরপর বিভিন্ন Company একের পর এক নতুন নতুন Smartphones নিয়ে এসেছে, এবং আমরা দেখেছি প্রযুক্তির অভাবনীয় উন্নতি। কিন্তু এখনকার ফোনগুলোর দিকে তাকালে, সেই আগের উত্তেজনাটা কি আর অনুভব করি?
স্যামসাংয়ের Samsung নতুন Galaxy S25 Ultra বাজারে আসার পর থেকেই আলোচনা শুরু হয়েছে, ফোনটা কেমন। কেউ বলছেন অসাধারণ, কেউ বলছেন হতাশাজনক। কিন্তু সত্যি বলতে, ফোনটা দেখে আমার মনে তেমন কোনো "ওয়াও" অনুভূতি হয়নি। ডিজাইনটা খুব বেশি নতুন মনে হয়নি, বরং আগের ফোনগুলোর মতোই চেনা চেনা লেগেছে।
তাহলে সমস্যাটা কোথায়? ফোনটা কি খারাপ? একদমই না। S25 Ultra-তে সব কিছুই আছে - সুন্দর ডিজাইন, শক্তিশালী প্রসেসর, চমৎকার ক্যামেরা। কিন্তু কোথাও যেন একটা "নতুন কিছু" -এর অভাব অনুভব করেছি।
আমার মনে হয়, স্মার্টফোনের বেসিক যে ডিজাইন, অর্থাৎ চকলেটবারের মতো দেখতে একটা কাঁচের Slab, সেটা হয়তো তার শেষ সীমায় পৌঁছে গেছে। এখন প্রশ্ন হলো, তাহলে কি স্মার্টফোনের Innovation-এর দিন শেষ?
টেকনোলজি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা অনেক বিশেষজ্ঞ Samsung Galaxy S25 Ultra নিয়ে তার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেছেন
"ফোনটা নিঃসন্দেহে ভালো, কিন্তু "আলট্রা" বলতে যা বোঝায়, তেমন কিছু তিনি খুঁজে পাননি। "
"ফোনটা দেখতে সুন্দর, ফাস্ট, ক্যামেরাও অসাধারণ। কিন্তু সবকিছু মিলিয়ে মনে হয়েছে, এটা যেন আগের ফোনগুলোরই একটা আপগ্রেড ভার্সন, নতুন কিছু নয়। ফোনটা ব্যবহারের সময় মনে হয়েছে, আমি যেন আগের কোনো ফোনই ব্যবহার করছি, শুধু একটু ফাস্টার। "
হয়তো এই বছর আমরা স্মার্টফোনের নতুন কোনো রূপ দেখতে পাবো। কোম্পানিগুলো কি অন্য কিছু চেষ্টা করছে?
Folding ফোনের মতো, কিন্তু উল্টো দিকে ভাঁজ করা যায়। এগুলো দেখতে ছোট এবং সহজে বহন করা যায়।
যেগুলোকে Tablet-এর মতো বড় স্ক্রিনে ব্যবহার করা যায়। মাল্টিটাস্কিং এবং বিনোদনের জন্য এগুলো বেশ উপযোগী।
এটা এখনো ভবিষ্যতের কল্পনা, তবে হয়তো এমন কিছু আমরা অদূর ভবিষ্যতে দেখতে পাবো।
তবে সত্যি বলতে, এই মুহূর্তে তেমন কিছু ঘটার সম্ভাবনা খুবই কম। কোম্পানিগুলো হয়তো এখনো এই ধরনের ডিজাইনের সীমাবদ্ধতাগুলো নিয়ে কাজ করছে। তাই হয়তো আমাদের সেই চেনা Candy Bar আকৃতির ফোনগুলো নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।
তো টেকটিউনস লাভার রা, আজকের আলোচনা এই পর্যন্তই। আশাকরি আপনাদের ভালো লেগেছে।
স্মার্টফোন নিয়ে আপনার কি মতামত, অথবা আপনার কোনো প্রশ্ন থাকলে, নিচে টিউমেন্ট করে জানাতে পারেন। আপনার মূল্যবান মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ!
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 629 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।