Red Room অর্থ লাল ঘর; প্রচলিত আছে ইন্টারনেটের গভীরতম অঞ্চল ডিপ ওয়েব ও ডার্ক ওয়েব নেটওয়ার্কে এমন ওয়েব সাইটের উপস্থিতি আছে যেখানে অনৈতিকভাবে কোন ভিক্টিম'কে দর্শক তথা অংশগ্রহণকারী ইচ্ছামাফিক অত্যাচার ও নির্যাতন করা হয় - এটার জন্য অবশ্য উক্ত দর্শক বা অংশগ্রহনকারীর নিকট হতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রহন করা হয়।
Red Room এর ভয়ংকর বিবৃতি দিয়ে ইন্টারনেটে বেশ অনেক আর্টিকেল পাওয়া যায় তবে স্পেসিফিকভাবে রিসোর্স হিসেবে এমন তথ্য পাওয়া যায় না যাতে Red Room বিষয়টির ভ্যালিডেশান হয়;
Red Room সর্ব সাধারনের জন্য বেশ ভয়ানক একটি বিষয় এবং একইসাথে সেটার প্রতি অনেকের কৌতূহলী আগ্রহও থাকে। Red Room নিয়ে প্রচলিত উপকথায় এটি এমন একটি ভার্চুয়াল সিস্টেম [ওয়েবসাইট বা ওয়েব এপ্লিকেশন] যেখানে প্রবেশ করতে হলে আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে [সাধারণভাবে এই সকল ট্রানজেকশন ক্রিপ্টো কারেন্সিতে হয়ে থাকে যার জন্য এটি ট্রাকলেস হয়] এবং সেখানে থাকবে একজন ভিক্টিম এবং ঐ ভিক্টিমকে দর্শক তথা অংশগ্রহনকারীর ইচ্ছামাফিক অত্যাচার বা নির্যাতন করার জন্য থাকবে একজন অপারেটর। এই সমস্ত প্রক্রিয়াটি উক্ত সিস্টেম লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে পরিবেশন করা হয় এবং অংশগ্রহণকারী তার ইচ্ছা অনুসারে অপারেটর'কে কমান্ড প্রদান করতে পারে চ্যাটিং সাজেশন উপায়ে।
অনেক সময় এই সিস্টেমে একাধিক অংশগ্রহণকারী থাকে তাতে যিনি সর্বোচ্চ পরিমাণ অর্থ প্রদান করে তার ইচ্ছামাফিক ভিক্টিম'কে নির্যাতন করা হয় - এমনকি সবিশেষ নাকি ভিক্টিমের মৃত্যু অবধি ঘটানো হয়ে থাকে।
যাই হউক একগুলো সবই প্রচলিত উপকথা মাত্র - এগুলোর নির্ভরযোগ্য রিসোর্স যা ভ্যালিডেশান করা যায় সেটা আদৌ পাওয়া যায় না।
সবার আগে আমরা সারফেস ওয়েবে Red Room এর অনুসন্ধান করি তাতে একদম নুব এর মতোই Google সার্চ ইঞ্জিনে এটা লিখে সার্চ করি Where is Red Room? তাহলে আমরা Wikipedia, Quora ইত্যাদি হতে সম্পূরক তথ্য পেতে পাই বটে তবে একজাক্ট'লি কোন গেটওয়্যের প্যাথ পাওয়া যায় না। আবারো একই প্রশ্ন Where is Red Room in Dark Web? যদি Gemini কে করা নয় তাহলে ডিরেক্ট'লি রিফিউজ করে এই বিষয়ে সে তথ্য দিতে অপারগ কেননা তাতে হ্যারেজমেন্ট, এব্যিউসিং এবং চাইল্ড মিসিং এর ফ্যাক্ট জড়িত।
যদিও আমরা Red Room এর অনুসন্ধান এখন অবধি পাইনি তবে "সোস্যাল ইঞ্জিনিয়ারিং মাইন্ড" ইউটিলাইজেশান এই এনালাইসিসটুকু করা যায় "যদি আদতেই Red Room থাকে তাহলে সেখানে যে ভিক্টিম থাকে সে হয়তো এমনি চাইল্ড মিসিং অথবা হঠাৎ করে গায়েব হওয়া বা গুম হওয়া ব্যক্তিদের নিয়েই করা হয়" [অবশ্য যদি আদতেই Red Room এর অবস্থিতি থাকে] অন্যদিকে অবস্থিতির বিষয়টি শর্তস্বাপেক্ষে মেনে নিলে সেটি এমনও হতে পারে যে এক্ষেত্রে হয়তো ভিক্টিম এবং সম্পূর্ণ ক্রিয়াটি নিখুঁতভাবে সাজানো একটি ড্রামা এর মতোই স্ট্রিমিং করা হয় মাত্র [এমনটা হয় সেটা বলছি না তবে এটা হওয়ার সম্ভাবনাও থাকতে পারে বৈকি]। Deep Web এর জন্য পরিচিত সার্চ ইঞ্জিন DuckDuckGo সরাসরি Where is Red Room in Dark Web? এর সন্ধান দিতে পারে না - যা হতে এক্সেস করা যায়।
Red Room Link লিখে সার্চ করলেও আমরা সঠিক ওয়েব এড্রেস পাই না [হতাশ.আমি খুবই হতাশ]!
যেহেতু সারফেস ওয়েব এক্সপ্লোরেশনে আমরা Red Room এর অনুসন্ধানে সফল হইনি তাই এই মুহূর্তে আমরা TOR নেটওয়ার্কে অনুসন্ধান করবো; তবে সরাসরি TOR নেটওয়ার্কে যুক্ত না হয়েই সারফেস অনুসন্ধান করার চেষ্টা করি যেক্ষেত্র TorLink সার্চ ইঞ্জিন এই সম্পর্কিত কোন রেজাল্ট শো করাতে পারেনি; Ahmia সার্চ ইঞ্জিনও আমাদের সরাসরি Red Room ওয়েব এক্সেস এড্রেস দিতে পারেনি। এমনকি HiddenWiki অবধি আমাদের প্রয়োজনীয় তথ্য দিতে পারেনি
TOR Network রেখে এবার আমরা i2pSearch সার্চ ইঞ্জিনের সহায়তা একটু অনুসন্ধান করি - এখানেও আমরা Red Room এর কার্যত সঠিক ওয়েব এক্সেস গেটওয়্যে লিংক বা তথ্য পেলাম না!
এবার আমরা সরাসরি TOR নেটওয়ার্কে যুক্ত হবো এবং অনুসন্ধান করার চেষ্টা করবো যার জন্য Orbot এর প্রোগ্রামিং প্যাকেজ ইনস্টল করে নিবো এবং এরপর TOR স্পেসিফাইড সার্চ ইঞ্জিনগুলোতে অনুসন্ধান চালিয়ে যাবো। Orbot হতে TOR নেটওয়ার্কে যুক্ত থেকে Torch সার্চ ইঞ্জিন হতে Red Room সম্পর্কে আমরা তথ্য পাই
তবে এক্ষেত্রেও প্রায় অনেকগুলো সার্চ কোয়ারি অনুসন্ধান করে আমরা সরাসরি এক্সেস গেটওয়্যে পাই না; তথাপি DeepLink Onion Directory হতেও এ বিষয়ে তথ্য পাই না
ইমেইজ:-০১
ইমেইজ:-০২
এবার আমরা HyStak এর সার্চ করলে বেশ কিছু উপাত্ত পেতে সক্ষম হই তবে এক্সপ্লোর করতে হবে এগুলো কতোটা অথেন্টিক
Red Room এর বেশ কিছু ওয়েবসাইট
http://redrooohprd4qg7u.onion/redroom.php
http://redroorbjhy7wlpu.onion/redroom.php
http://redrooojqexak44d.onion/redroom.php
http://redroo6jmpfa5cv7.onion/redroom.php
সবগুলোই দেখা যায় অচল অর্থাৎ ওয়েবসাইটগুলো সক্রিয় নয় - অবশ্য এটাই স্বভাবিক কেননা সিংগভাগ ওনিয়ন সাইট অনেকটাই অস্থায়ী হয়ে থাকে (লেজিট সাইট ব্যতীত)। এমনকি ProPublica বা SecureDrop হতেও তথ্য পায় না। এবার আমরা আরেকটি সার্চ ইঞ্জিন DeepSearch অনুসন্ধান করে দেখবো তাতে যে রেজাল্ট পায় সেটা Red Room রিলেটেড তথ্য দিতে পারে বলে মনে হয়না.
Onion Land হতে অবশ্য কিছু তথ্য পাই
এখানে প্রাপ্ত তথ্য অনুসারে http://e2kbjpp32w72r6cpfktuga6pilx6a64z2cs7ifue4prbdgtskaw4hkqd.onion/redroom.php ওয়েবসাইট'টিও সক্রিয় নেই তবে http://d4mbbxy3qskbhzcgvq7nwyo5752yjr3xx2y2wycbtinsrj2ldljmdcyd.onion/redroom.php ওয়েবসাইটে আমরা Red Room এর একটি ইন্টারফেইস পেতে সক্ষম হয়েছি
তবে অনুসন্ধান এখানেই শেষ করে দেবার মতো ইচ্ছা নেই - এবার আমরা যাচাই করবো যে এটি আদতে কতোটা লেজিট; লিংক হতেই দেখতে পাচ্ছি এর হোস্টিং এরিয়াতে আলাদা করে redroom.php নামে একটি স্ক্রিপ্ট ইনট্রিগ্রেটেড যেখানে বলা হচ্ছে যে Red Room এ এন্টার করতে হলে একটি User Name এবং Password লাগবে
একইসাথে Separator / Commader / Master প্রভৃতি রোলের জন্য আলাদা পরিমান অর্থ পরিশোধ করতে হবে। এটি যে TOR নেটওয়ার্কে স্ট্রিম করবে না নয় বরং এটি মূলত Tails নেটওয়ার্কের মাধ্যমে ইউজারের সহিত ইন্টারঅ্যাকশন করে থাকে যা মূলত একটি এনোনিমাস প্রাইভেট নেটওয়ার্ক।
এই মুহূর্তে আমরা সরাসরি Red Room এ এক্সেস তথা প্রবেশ করতে চাইবো.
এখানে দেখা যায় 0.004 BTC এই 14tagjxSmq3jPsqJkLHjrzwyufsJy7zSsN এ পেমেন্ট করলে তারা রিডাইরেক্ট করে তাদের Red Room স্ট্রিমিং তে Separator হিসেবে যুক্ত করবে; তবে আদতেই বিষয়টা কতোটুকু সত্য বা লেজিট তো যাচাই করতে হবে তাইনা?
একটি নির্দিষ্ট সময় অবধি একই ওয়েব পেইজে ভিন্ন ভিন্ন রিজিওন এবং নেটওয়ার্কং প্রক্সিফাইড আইপি মাস্কিং হতেও একই ক্রিপ্টো এড্রেস অপরিবর্তিত থাকায় - তথাপি Separator / Commader / Master সকলের জন্যই একই নেটওয়ার্কিং ক্রিপ্টো এড্রেস সংশয় জাগায় যে কে ক্রিপ্টো কারেন্সির ব্লক চেইনে পেমেন্ট করলো তার আইডিয়েন্টিফিকেশান করা সম্ভব নয় - Remark হিসেবে এখানে নির্দিষ্ট করার কোন উপায় রাখা হয়নি php কোডিং করতে [সাধারণভাবে আপনি পেইজের সোর্স কোড ইনস্পক্ট করলেই বুঝতে পারবেন] তথাপি এখানে Google এর Api চার্ট ব্যবহার করা হয়েছে যা গুগল রিফিউস করে দিয়েছে; এখানে সত্যতা যাচাইতে আবার সোস্যাল ইঞ্জিনিয়ারিং মাইন্ড ব্যবহার করলে দেখা যায় এমন একটি হাই পেমেন্ট রিসিভিং প্রাইভেট নেটওয়ার্ক যাতে ওয়েব স্ট্রাকচারাল কোডিং এর নুব আচরণ প্রকাশ পায় - যা কখনোই এলিট ও লেজিট ওয়েবসাইটে থাকার কথা নয়; সুতরাং এটাকে নন-লেজিট এবং স্ক্যাম বললেও হয়তো ভুল হবে না!
এতোক্ষন আমরা Red Room খুঁজেই পাচ্ছিলাম না কিন্তু এখন আমরা সার্চ হতে অনেক Red Room এর ওয়েবসাইট পাচ্ছি - যেটা হলো http://iynim46ko35u4f5gnbv3kbwq35f2pklcd5zshtiodkaahnl2bdgca2id.onion/
এখানেও প্রবেশ করতে হলে দেখা যায় আমাদের https://bittnexx.online/pay.php?file=s7cwanaq6kv7p9e4ec.zip নেটওয়ার্কে নিয়ে যায় [সক্রিয় নয়] যা সারফেস ওয়েবে ক্রিপ্টো পেমেন্ট নির্দেশ করে; তবে এখনে দেখা যায় ফোর্স করে পেমেন্ট নির্দেশনায় একটি ফাইল ডাউনলোডে মোটিভ করে যা Zip আকারে; সুতরাং এটিরও লেজিট হওয়ার সম্ভাবনা আছে বলে মনে হয়না বরং এটিকে কেবল একটি স্ট্যাটিক ওয়েব পেইজ বলা চলে [সোর্স কোড ইনস্পেক্ট করুন] তাহলে বোঝা যেতে পারে এটি আদৌ কার্যকরী নয়! এখানেও কমিউনিকেশনে Tails প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করার নির্দেশনা আছে।
এখন আমরা Red Room অনুসন্ধানের অভিযাত্রার শেষ করতে চাইছি; তবে কিভাবে সেই অনুসন্ধান করতে হয় সেটার শুরু করার এক্সপ্লোরেশন টেকনিক এবং রিসোর্স হয়তো এতোক্ষণে আপনি পেয়ে গিয়েছেন.
Red Room সম্পর্কে সারফেস এবং টর নেটওয়ার্ক বা আইটুপি প্রভৃতি নেটওয়ার্কে অনুসন্ধান ক্রিয়া খুব যে সহজ নয় সেটা অন্তত রিয়েলাইজ করা চলে; অন্যদিকে যে সকল Onion সাইট দাবী করে যে তারা Red Room সার্ভিস প্রোভাইড করে তা সিংহভাগ'ই এই মুহূর্তে কার্যকরী বা সক্রিয় নয় এবং যেসকল ওয়েবসাইট সচল সেগুলোও নন-ইফেক্টিভ যা স্ক্যাম হওয়ার সম্ভাবনায় প্রবলতর!
এটার উত্তর হ্যা/না যেটাই দিই - সেটা মিথ্যা হবে এবং সর্বাধিক সঠিকতম উত্তর হলো "জানি না" কেননা Anonymous Network এর জগতে শুধু Tor নয় বরং Key Based Routing, EncroChat, Anonymous P2P ইত্যাদির মতো নেটওয়ার্কিং জগতে এমন Red Room যে থাকতে পারে না নয় - সম্ভাবনা অবশ্যই আছে তবে কতোটুকু সম্ভব এটাও একটা বড় প্রশ্ন!
যদিও এটি কনফিউজিং উত্তর তবে সেটাই অপেক্ষাকৃত সত্য ও সঠিকতম!
Red Room এর বাস্তব অবস্থিতি কিন্তু আছে - সেটা একদম আপনার চোখের সামনেই (হউক ভার্চুয়াল কিংবা রিয়েল লাইফ); কোন একটি নির্দিষ্ট বিতর্কিত বিষয় সোস্যাল মিডিয়াতে ভাইরাল হলে আমরা টিউমেন্ট সেকশনে সেটাকে নিয়ে নানাভাবে যে বিদ্রূপ বা কটাক্ষ করি সেটা কি Red Room এর অংশগ্রহনকারী অপেক্ষা খুব কম কিছু? হয়তো বিষয়টা কেবলই সাইকোলজিক্যাল বলে আমরা সেভাবে আলোকপাত করি না - তবে এটাও Red Room এর মানসিক নির্যাতন অপেক্ষা কম কি? উপরন্তু সোস্যাল মিডিয়া জের ধরে বাস্তব রিয়েল লাইফে নানান অপকর্মে উদ্বুদ্ধ হতেও তো দেখা যায় - ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে তোফাজ্জলের কথাটা মনে পড়ে? অপরাপর শুধু অন্যের কাঁধে দায় চাপিয়ে দায়িত্ব এড়ানো নয় বরং রিয়েল লাইফেও কোথাও ঝগড়া বা বিবাদ হলে সেখানে আগ্রহ ও কৌতূহল নিয়ে এই আপনি/আমি'ই ভীড় করি তাতে অতিউৎসাহী হয়ে "মার.মার" আলোড়ন অনেকটা মব এর মতোই মেন্টাল স্টেটমেন্টের সুস্থতা লোপ পায়; কে কয়টা চড় বা থাপ্পড় দিতে পারলো সেটা নিয়েও আলোচনা হয় আর মার দিতে না পারলে একটা সুপ্ত আফসোসও কাজ করে বৈকি.
যায় হউক আমি কি সাহিত্যিক মোমেন্টামে চলে যাচ্ছি? হয়তো.তবে এটাও সত্য যে এই Red Room আপনার আমার চোখের সামনে ভার্চুয়াল হতে বাস্তব সবখানেই উপস্থিত - তাতে আপনার এবং আমার প্রতিক্রিয়ার ওপর নির্ভর কর রিয়েলাইজেশান!
এখন আমাদের বিশ্লেষণ করতে হবে Red Room এর পেছনের সাইকোলজি কি? অনেকের জন্যই এটা নিতান্তপক্ষে অযাচিত একটি সিস্টেম তথাপি এমন অনেক সাইকোপ্যাথ (সাইকোপ্যাথ বলাটা ঠিক হচ্ছে না তবে আপাতত বোঝানোর জন্য বলছি - এটা নিয়ে আলোকপাত করলে তা বেশ কমপ্লেক্স হয়ে যাবে) যাদের জন্য এটা মানসিক প্রশান্তি লাভের একটি উপায়; এছাড়াও আমাদের সমাজে এমনও অনেক মানুষ আছেন যারা নিজেদের অবস্থা ও অবস্থান হতে এরূপ ক্রিয়াতে ফিজিক্যাল ইনট্রিগেশান করতে সক্ষম নয় তারা ভার্চুয়ালি এটাতে এক প্রকার সাইকোলজিক্যাল (এটাকে সাইকোডেলিক বললে মন্দ হয়না) স্যাটিসফেকশান গেইন করে থাকে - সুতরাং এমন মানসিকতার প্রেক্ষাপটে Red Room থাকার একটা জোড়ালো কারন হতেই পারে!
এই আর্টিকেলে সকল লিংক (বিশেষত ওনিয়ন সাইটের) প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই TOR নেটওয়ার্কে যুক্ত হতে হবে এবং এর পূর্বে একটি উন্নত VPN ব্যবহার করা উচিত হবে। সর্বপ্রকার লেনদেন করতে সতর্কতা তথাপি লেনদেন না করার পরামর্শ দেওয়া হলো। যেকোন লিংক হতে কোন ফাইল বা সফটওয়্যার ডাউনলোডের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন।
সবিশেষে ভয়ংকর Red Room এর গল্প এড়িয়ে আরও ভয়ংকর একটি বাক্যই হয়তো লেখাটির মর্মার্থ হতে পারে "Red Room এর অংশগ্রহণকারী ঐসকল সাইকোপ্যাথিক মানসিকতা এই আপনার ও আমার ভেতরেও কিছুটা আছে বৈকি" সেটার সেল্ফ এক্সপ্লোরেশন আপনার ও সমাজের সকলের জন্যই বড্ড জরুরী!
আমার ব্লগসাইট ঘুরে আসতে পারেন:- Discovery Mind
ফেসবুকে আমি:- Humayun Shariar Himu
সবার জন্য শুভকামনা রইলো
আমি হুমায়ুন শাহরিয়ার হিমু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
A Passionated Psychologist & Tech Lover!