ডিপ এবং ডার্ক ওয়েব নিয়ে আমাদের ভেতর যতোটা কৌতূহল আছে সেটার সিংগভাগই অনেকটা অজানা রহস্যতে ভরপুর মিথ আর ভয়ের মিশ্রণে আজও মিথ এর মতোই হয়ে আছে; ইন্টারনেটের অবারিত দুয়ারে ডিপ ও ডার্ক ওয়েব সম্পর্কে জানা নেটওয়ার্কিং এর ভুবনে আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে!
ডিপ ওয়েব হলো মূলত ইন্টারনেটের সেই অংশ যা সারফেস ওয়েবে ইনডেক্স নয় - অর্থাৎ ডিপ ওয়েব ইন্টারনেটের সেই লেয়ার যেখানে বিভিন্ন সার্চ ইঞ্জিন ঐ সকল নেটওয়ার্কের কনটেন্ট বা তথ্যগুলো সচরাচর সার্চ রেজাল্টে প্রদর্শন করতে সক্ষম হয়না। অন্যদিকে ডার্ক ওয়েব হলো ঐ ডিপ ওয়েবের আরও গভীরতর লেয়ার যেখানে তুলনামূলকভাবে এক্সেস সিকিউরিটি অধিক কঠিন হওয়ায় সেনসেটিভ ইনফরমেশন সংরক্ষণ ও কমিউনিকেশনে ব্যবহৃত হয়; বলা বাহুল্য যে যেহেতু ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েব সাধারণ সারফেস সার্ফিং এর জন্য সচরাচর এভিলেবল নয় তাই এখানে নানারূপ অনৈতিক কর্মকান্ড সংঘটিত হয়; তবে এটার অর্থ এমন নয় যে 'ডিপ ওয়েব ও ডার্ক ওয়েব কেবলই অনৈতিক নেটওয়ার্ক সিস্টেমের জন্যই ডেডিকেটেড - বরং সিকিউরড এক্সেস সিস্টেমের দরূণ এখানে অধিকতর সেইফ কমিউনিকেশনের উপায়ও বটে"।
এখন এক বাক্যে যদি ডিপ ও ডার্ক ওয়েবের ডেফিনিশন দিতে হয় তাহলে "ইন্টারনেটের সেইসকল অঞ্চল বা নেটওয়ার্ক যা সাধারণত Surface ওয়েবে বিরাজমান নয় এবং সচরাচর Search Engine সমূহ ঐ সকল নেটওয়ার্কের আওতায় থাকা ওয়েবসাইট সমূহের তথ্য Index বা সূচিত করতে পারে না তাই ডিপ ও ডার্ক ওয়েব"
যেহেতু সাধারণ সার্চ ইঞ্জিন ডিপ ও ডার্ক ওয়েবের তথ্যগুলো প্রদর্শন করতে পারে না তাই এটার Getaway Path খুঁজে পাওয়া একটু দুঃস্কর বটে; প্রচলিত TOR Network সিস্টেমে ডিপ ও ডার্ক ওয়েবের কিছু অংশ এক্সেস করা যায় - তবে কেবলমাত্র Onion এক্সটেনশনের নেটওয়ার্ক মানেই ডিপ ও ডার্ক ওয়েব নয়। ডিপ ও ডার্ক ওয়েবের ভেতর i2p, FreeNet, ZeroNet, GNunet ইত্যাদি আরও নেটওয়ার্ক নিবিষ্ট। এছাড়াও এনোনিমাস নেটওয়ার্ক সিস্টেমে Anonymous File Sharing Networks ছাড়াও Key Based Routing, Mix Networks, Overlay Networks সেকশনে আরও বহু নেটওয়ার্ক বিদ্যমান যেমন Darknet, EncroChat, Friend-to-friend, Tribler, AnoNet, Anonymous P2P, Crowds, Flash proxy ইত্যাদি।
ডিপ ও ডার্ক ওয়েবের প্রতিটি নেটওয়ার্ক সিস্টেমের গেটওয়্যে ভিন্ন এবং আলাদা এনক্রিপশন ইনক্লুডেড তাই ডিপ ও ডার্ক ওয়েব এক্সেস করার জন্য আপনি ডিপ ও ডার্ক ওয়েবের কোন নেটওয়ার্কে এক্সেস করতে চাইছেন সেটি নির্দিষ্ট করতে হবে; উদাহরণস্বরূপ আপনি যদি TOR Network কে এক্সেস করতে চান তবে আপনার জন্য প্রয়োজন হবে TOR Proxy; অন্যদিকে i2p (Invisible Internet Project) নেটওয়ার্ক এক্সেস করার জন্য প্রয়োজন হবে নেটওয়ার্কিং প্যাকেজ (সাধারনভাবে i2p এক্সেস করার জন্য Windows, Mac OS, Linux/BSD/Solaris, Debian ও Ubuntu, Android ইত্যাদি প্রতিটির জন্য আলাদা আলাদা প্রোগ্রামিং প্যাকেজ বিদ্যমান)। সুতরাং ডিপ ও ডার্ক ওয়েব এক্সেস করার জন্য আপনি কোন নেটওয়ার্কে এক্সেস করতে চান সেটা আগে নির্ধারান করে ঐ নেটওয়ার্কের প্রোগ্রামিং প্যাকেজ আপনার ডিভাইসে ইনস্টল ও সেটআপ করে তারপর তাতে প্রবেশ করতে পারেন।
আর হ্যা, আপনি যে নেটওয়ার্কে পরিভ্রমণ করতে চান সেটার ওয়েব এড্রেসও কিন্তু দরকার!
ইতিপূর্বেই বলেছি যে কেবলমাত্র TOR মানেই ডিপ বা ডার্ক ওয়েব নয় তবুও সচরাচর প্রচলিত ডিপ ওয়েবের বেশ কিছুটা অংশ আবশ্যকীয়ভাবে TOR এর আওতাধীন যেখানে বিশেষভাবে Onion এক্সটেনশন জনপরিচিত বটে; TOR Network বিষয়ে বিস্তারিত ওপেন রিসোর্স TOR Project হতে স্ট্যাডি করা যেতে পারে; তথাপি TOR Proxy এর জন্য স্পেসিফাইড Orbot এবং InviZible এপ্লিকেশন দুটি বেশ প্রচলিত; Google সার্চ করে সহজেই এপ্লিকেশন দুটির প্রোগ্রামিং প্যাকেজ পেতে পারেন।
DarkDoor (The Deep & Dark Web Zone) হলো মূলত সারফেসে ডিপ ও ডার্ক ওয়েব এক্সপ্লোরেশানের দারূন একটা গেটওয়্যে - যেখানে শুধু সার্ফিং নয় বরং একই সাথে সাথে রিসোর্স ও তথ্য সংগ্রহের জন্য এটি ইফেক্টিভ হতে পারে।
ডিপ ওয়েব ও ডার্ক ওয়েব সার্ফিং এর জন্য বিভিন্ন সার্চ ইঞ্জিন যেখানে আপনি ডিপ ও ডার্ক ওয়েব এক্সপ্লোরেশন করতে পারেন; এক্ষেত্রে TOR নেটওয়ার্ক ছাড়াও Google (গুগল'কে ডিপ ওয়েবের জন্য সার্চ ইঞ্জিন হিসেবে এইজন্য ক্লাসিফাইড করা হচ্ছে কেননা সরাসরি গুগল হতে যদিও ডিপ ওয়েব এক্সপ্লোর করা সম্ভব নয় তথাপি ডিপ ওয়েবের রিসোর্স হিসেবে তথ্য ও উপাত্ত সংগ্রহ করতে পারেন যা খুবই ইফেক্টিভ), DuckDuckGo (ডিপ ওয়েবের জন্য যা খুবই প্রসিদ্ধ প্রচলিত সার্চ ইঞ্জিন), TOR (TorLink), Ahmia, i2p Search, Hidden Wiki অন্যদিকে TOR নেটওয়ার্কে Torch, Haystack প্রভৃতি সার্চ ইঞ্জিনে এক্সপ্লোর করতে পারেন।
Direct Access সেকশনে আপনি TOR নেটওয়ার্কে Facebook, KeyBase, Archive Today OnionLinks, Mail, Reddit এর জনপ্রিয় ওনিয়ন ভার্সনের ওয়েবসাইটগুলোর এক্সসে করতে পারেন।
TOR নেটওয়ার্কে প্রক্সিফাইড না হয়েও আপনি DarkWebLink, Darkipedia, PsychonaulWiki, WTN Market প্রভৃতি নেটওয়ার্ক সারফেসে এক্সপ্লোর করতে পারেন।
ডিপ ও ডার্ক ওয়েব এবং এনোনিমাস নেটওয়ার্ক সার্ফিং করতে i2p, FreeNet, ZeroNet, GNUnet, Loki, Tails, Riffle এর মতো নেটওয়ার্কগুলি ইফেক্টিভ ভূমিকা পালন করবে।
ডিপ ও ডার্ক ওয়েব সার্ফিং এবং এক্সপ্লোরেশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হতো রিসোর্স বা তথ্য সেক্ষত্রে Anonymous Networks, Awesome DarkNet, Onion Link Collection, i2p Link Collection, FreeNet Link Collection ইত্যাদি আপনার জন্য গুরুত্বপূর্ণ তথ্য ভান্ডার হতে পারে।
ডিপ ও ডার্ক ওয়েব এক্সপ্লোরে অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রাইমারি ফ্যাক্ট হলো প্রক্সি যেখানে TorProxyList, ProxyZone, FTP Zone, Tor Proxy, ProxyBrowser গুরুত্বপূর্ণ।
সবিশেষ ডিপ ও ডার্ক ওয়েব এক্সপ্লোরেশনে সফটওয়্যার তথা প্রোগ্রামিং প্যাকেজ প্রয়োজন যেখানে Tor Browser, Brave Browser, Orbot, InviZible, i2p, NordVPN, ExpressVPN, FreeNet আপনার জন্য প্রয়োজনীয় হতে পারে।
ডিপ ও ডার্ক ওয়েব এক্সপ্লোরেশানে সবার আগে আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কোন নেটওয়ার্কে যুক্ত হতে চাচ্ছেন; উদাহরণস্বরূপ এখানে ধরে নিচ্ছি আপনি TOR নেটওয়ার্কে এক্সপ্লোরেশন করতে চান তাহলে সবার আগে আপনাকে TOR নেটওয়ার্কে যুক্ত হতে হবে (TOR Network এর জন্য Orbot বা InviZible এপ্লিকেশন ব্যবহার করতে পারেন) এরপর উক্ত নেটওয়ার্কে ওয়েব এড্রেসে আপনার ব্রাউজারে প্রবেশ করান (Orfox ব্রাউজার কিংবা Brave Browse অথবা চাইলে Google Chrome ব্যবহার করতে পারেন) এবং সার্ফিং ও এক্সপ্লোর করুন; নিরাপত্তার জন্য অবশ্য পূর্ব হতেই একটি VPN ব্যবহার করার পরামর্শ রইবে।
ডিপ ও ডার্ক ওয়েব সার্ফিং ও এক্সপ্লোরেশনে আপনার নিরাত্তার জন্য যেটি প্রয়োজন তা হলো আপনার সচেতনতা কেননা এনোনিমাস নেটওয়ার্কে আপন পরিচিতি লুকায়িত থাকার জন্য অনৈতিক কর্মকান্ড হতে পারে যেক্ষেত্রে আপনার যেকোন সেনসিটিভ ও প্রাইভেট তথ্য প্রদান হতে যথাসম্ভব বিরত থাকুন। আর্থিক লেনদেন বিষয়ে সতর্কতা অবলম্বন করুন এবং উক্ত সাইট হতে যেকোন ইলিমেন্ট আপনার ডিভাইসে ডাউনলোড বা সেইভ করার পূর্বে দ্বিতীয়বার ভাবুন যেন ভেরিফাই করার পরই সেটা আপনার সিস্টেম তথা কম্পিউটার বা এনড্রোয়েডে ইনস্টল করেন - অনেক সময় ফাইলের সাথে ম্যালওয়্যার ব্লিন্ড করা থাকতে পারে তাই স্ক্যানিং করার পরই সেগুলো ইউজ করা উচিত হবে। সোস্যাল ইঞ্জিনিয়ারিং হতে সতর্কতা অতি আবশ্যক। তদুপরি আপনার পরিচিতি লুকাতে একটি উন্নত প্রাইভেট ভার্চুয়াল নেটওয়ার্ক তথা VPN ব্যবহার করুন - প্রেফারেন্স হিসেবে NordVPN বা ExpressVPN বেটার হতে পারে।
DarkDoor এক্সেস লিংক:- DarkDoor - The Deep & Dark Web Zone
ডিপ ও ডার্ক ওয়েব'কে রহস্যময়তায় মিথ ও ভীতিকর অবস্থান হতে ইন্টারনেট সার্ফিং ও এক্সপ্লোরেশানের আপনার জন্য ইনফরমেটিভ ও ইফেক্টিভ হতে পারে - অন্যদিকে সিকিউরড কমিউনিকেশনের জন্য ডিপ ও ডার্ক ওয়েব হতে পারে দারুন একটি উপায়; প্রয়োজন হচ্ছে সচেতন থেকে নৈতিক মানসিকতা মাত্র।
ফেসবুকে আমন্ত্রণ রইলো:- Humayun Shariar Himu
সবার জন্য শুভকামনা রইলো।
আমি হুমায়ুন শাহরিয়ার হিমু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
A Passionated Psychologist & Tech Lover!