ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ৯৯ টি টার্ম! না জানলে আপনার জীবন বৃথা!

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে। আজকে আমরা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ৯৯ টি টার্ম সম্পর্কে জানব।

ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ৯৯ টি টার্ম

ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন নিয়ে প্রায় সবার মধ্যেই আগ্রহ দেখা যায়। ইন্টারনেটে অনেকে এটা নিয়ে খোঁজাখুঁজি করতে পছন্দ করি। কিন্তু ক্রিপ্টোকারেন্সি রিলেটেড বিভিন্ন টার্ম সম্পর্কে না জানার কারণে আমরা অনেক কিছু বুঝতে পারি না। এই সমস্যা সমাধানেই আপনাদের জন্য এই দীর্ঘ টিউন লেখা। আমরা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ৯৯ টি টার্ম সম্পর্কে এখন আলোচনা করব। সহজ ভাবে বুঝানোর চেষ্টা করেছি আশা করছি বুঝতে সমস্যা হবে না।

১. Block

Block হচ্ছে একটি কম্পিউটার ফাইল। একটি নির্দিষ্ট সময়ে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের রেকর্ড, লেজার স্টোর করা থাকে ব্লকে। নির্দিষ্ট পরিমাণ কয়েনের উপর Block এর মূল্য নির্ধারিত হয়। যেমন বিটকয়েন ব্লকচেইনের একটি ব্লকের মূল্য ৬.২৪ বিটকয়েন। ২১৪০ সাল পর্যন্ত প্রতি চার বছর পর পর এই মূল্য অর্ধেক হতে থাকবে। একটি ব্লকের সাইজ কত হবে তা নির্ভর করবে ব্লকচেইনের উপর। তাত্ত্বিকভাবে বিটকয়েনের লিমিট 4MB তবে Bitcoin Cash, 8 MB থেকে 32MB পর্যন্ত এলাউ করে।

২. Blockchain

Blockchain হচ্ছে ডিসেন্ট্রালাইজ কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে ডিস্ট্রিবিউট হওয়া স্বাধীন কিন্তু কনেক্টেড ব্লক এর একটি নেটওয়ার্ক।

অথবা

Blockchain হচ্ছে স্বাধীন কিন্তু কানেক্টেড ব্লকের নেটওয়ার্ক। ব্লকের কপি গুলো ডিসেন্ট্রালাইজ কম্পিউটার নেটওয়ার্কে এর মধ্যে ডিস্ট্রিবিউট হয়।

একটি বিটকয়েন লেনদেন একটি ব্লকে এড হয় এবং নতুন ব্লক তৈরি হয়। লেনদেনটি ভেরিফাই হয় এবং পুরো ব্লকচেইন জুড়ে সেটা আপডেট হয়।

৩. Distributed Ledger

ব্লকচেইনেরই আরেক নাম।

৪. Genesis Block

নির্দিষ্ট ব্লকচেইনের প্রথম ব্লক যাতে নির্দিষ্ট পরিমাণ কয়েন থাকে। এই ধরনের কয়েন গুলো খরচ করা যায়। বিটকয়েনের Genesis Block তৈরি করা হয় ৩ জানুয়ারি ২০০৯ সালে। সেখানে ৫০ বিটকয়েন ছিল।

৫. Block Height

একটি ব্লকচেইনে কানেক্টেড মোট ব্লকের পরিমাণকে বলা হয় Block Height।

৬. Peer-to-Peer

কোন ধরনের সেন্ট্রালাইজ থার্ডপার্টি মধ্যস্থতাকারী ছাড়া দুই বা ততোধিক কম্পিউটার সরাসরি নেটওয়ার্কিং করা হচ্ছে Peer To Peer। ব্লকচেইন এই ধরনের Peer to Peer নেটওয়ার্কে চলে। যেমন ডিসেন্ট্রালাইজ নেটওয়ার্ক।

৭. Protocol

Protocol হচ্ছে এক ধরনের সফটওয়্যার যা ডিসেন্ট্রালাইজ নেটওয়ার্কে বিভিন্ন ব্লককে এক সাথে যুক্ত করে এবং নতুন ব্লক এড সংক্রান্ত রুল প্রোভাইড করে।

৮. Algorithm

Algorithm হচ্ছে এক ধরনের ফর্মুলা, যা কী (Key) জেনারেট করতে ব্যবহৃত হয় আর কী ট্রানজেকশন সিকিউর রাখতে সাহায্য করে। ক্রিপ্টোকারেন্সি তিনটি কী (Key) এর উপর নির্ভরশীল যেমন, Hash, Public Key এবং Private Key।

৯. Encryption

Encryption হচ্ছে পাঠ যোগ্য টেক্সটকে অপাঠ যোগ্য টেক্সটে রূপান্তর করা। এনক্রিপশন প্রক্রিয়ায় এলগোরিদম ব্যবহার করা হয়, অপাঠযোগ্য টেক্সটকে বলা হয় Hash অথবা Key। এক প্রক্রিয়াকে ক্রিপ্টোগ্রাফি বলা হয়, আর ক্রিপ্টোগ্রাফি থেকেই ক্রিপ্টোকারেন্সি নামটি এর উৎপত্তি।

১০. Hash

Hash হচ্ছে লেটার এবং নাম্বারের স্ট্রিং যা ভেরিফাইড বা সাবমিটেড ট্রানজেকশন রিপ্রেজেন্ট করে। এটাকে সাধারণত Hash বা TxID বলা হয়।

১১. Hash Rate

যে গতিতে একটি কম্পিউটার একটি লেনদেন ভেরিফাই করে এবং সাবমিট করে তাকে Hash Rate বলে, এর ফলে একটি নতুন হ্যাশ তৈরি হয়। ব্লকচেইনে নতুন Hash তৈরির একটা গড় গতি এটি নির্দেশ করে। Hash Rate কে Hash/second ইউনিটে গণনা করা হয়।

১২. Public Key

লেটার এবং নাম্বারের স্ট্রিংকে Public Key বলে যার মাধ্যমে ব্লকচেইনে আপনার ও ওয়ালেটের এড্রেস আইডেন্টিফাই করতে পারবেন। এটি অন্যদের কাছে শেয়ার করে ক্রিপ্টোকারেন্সি রিসিভ করতে পারবেন। এটি ইমেইল এড্রেস এবং ব্যাংক একাউন্টের মতই।

১৩. Private Key

Private key হচ্ছে লেটার এবং নাম্বারের স্ট্রিং যা আপনার ওয়ালেট আনলক করতে সাহায্য করবে। এটা পাসওয়ার্ড এবং পিন নাম্বারের মত কাজ করে। Private Key কারো সাথে শেয়ার করা যায় না।

১৪. Seed Phrase

১২, ১৮, ২৪ ওয়ার্ডের র‍্যান্ডম সিকুয়েন্সকে বলা হয় Seed Phrase বলে। এটি Private Key এর ব্যাকআপ হিসেবে কাজ করে। আপনি যদি প্রাইভেট কী হারিয়ে ফেলেন তাহলে একটি Seed Phrase তা রিকোভার করতে সাহায্য করবে। Seed Phrase এর উদাহরণ হচ্ছে, carpet, cat, flower, chair, foot, river, make, image, amazing, three, say, shoe।

১৫. Wallet

Wallet হচ্ছে ব্লকচেইনের একটি ফাইল যা আপনার ক্রিপ্টোকারেন্সি স্টোর করতে এবং রিসিভ করতে সাহায্য করে। আপনি যেভাবে ইমেইল রিসিভ বা স্টোর করেন এটি এভাবেই কাজ করে। এটি পাবলিক কী এবং প্রাইভেট কী উভয় দ্বারা পরিচালিত হয়৷

১৬. Cold Wallet

হ্যাকিং রোধ করতে আপনার ওয়ালেটের পাবলিক এবং প্রাইভেট কীগুলো অফলাইনে কাগজে প্রিন্ট করে রাখাকে Cold Wallet বলে। ইন্টারনেটে কানেক্ট না করে এক্সটারনাল স্টোরেজে কী সংরক্ষণ করে রাখাকেও Cold Wallet বলে। যাদের ওয়ালেটে প্রচুর কয়েন থাকে তাদের Cold Wallet এর পরামর্শ দেয়া হয়।

১৭. Hot Wallet

আপনার ওয়ালেটের পাবলিক এবং প্রাইভেট কী অ্যাপে স্টোর থাকবে। ওয়ালেটে এক্সেস নিতে হলে ইন্টারনেট কানেকশন লাগবে, এটা মূলত Hot Wallet। আপনার পিসি আর ফোন হ্যাক হলে আপনার Key ও চুরি হয়ে যাবে।

১৮. Mining

একটি কম্পিউটার বা একটি কম্পিউটার গ্রুপ দ্বারা ট্রানজেকশন ভেরিফাই হওয়াকে বলা হয় মাইনিং। যখন নেটওয়ার্কের সকল কম্পিউটার বা কম্পিউটার গ্রুপ একটি লেনদেন একসেপ্ট করে তখন দুটি ঘটনা ঘটে, চেইনে নতুন ব্লক যুক্ত হয় এবং নতুন কয়েন তৈরি হয়ে নতুন ব্লকে এড হয়।

১৯. Consensus

Consensus হচ্ছে এলগোরিদম যার দ্বারা লেনদেন ভেরিফাইড এবং সাবমিট হয়। Consensus এলগোরিদম এর মধ্যে আছে Proof of Work (PoW), Proof of Authority (PoA) এবং Proof of Stake (PoS)।

২০. Mempool

Mempool হচ্ছে ভেরিফাইড এবং সাবমিটেড ট্রানজেকশনের সমষ্টি যেগুলো কম্পিউটার দ্বারা কনফার্ম হবার অপেক্ষায় আছে। একে ভ্যালিড ব্লকের ওয়েটিং এরিয়াও বলা হয়। হাই Mempool সাইজ ব্লকচেইনে জ্যামের তৈরি করে। অধিক সংখ্যক ব্লক, ব্লক চেইনে এড হবার জন্য অপেক্ষায় থাকে।

২১. Proof of Work (PoW)

PoW এক ধরনের এলগোরিদম যা কয়েন মাইনে মাল্টিপল কম্পিউটারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে। প্রথম মাইন করা কম্পিউটারকে প্রমাণ করতে মাইন করতে এটি কি পরিমাণ এনার্জি খরচ করেছে। অন্য কম্পিউটার গুলোও সেটা জানতে পারে।

২২. Proof of Authority (PoA)

একটি অ্যালগরিদম যা একটি বিশ্বস্ত কম্পিউটার বা নির্দিষ্ট কম্পিউটার গ্রুপকে ব্লক মাইন করার কর্তৃত্ব দেয়। এটি PoW এর চেয়ে দ্রুত গতির পদ্ধতি।

২৩. Proof of Stake (PoS)

এটা এমন পদ্ধতি যেখানে যেকোনো কম্পিউটার চাইলে সব কয়েন মাইন করতে পারে না। মাইন করার জন্য অবশ্যই সেটার নির্দিষ্ট কয়েনের মালিক হতে হয়। এবং যার বেশি কয়েন থাকে সেই মাইন করতে পারে।

(জানান বর্ণনাটি ঠিক আছে কিনা)

 

২৪. Proof of Activity (PoA)

Proof of Activity একটি এলগোরিদম যা ট্রানজেকশন ভেরিফাই করতে Proof of Work (PoW) এবং Proof of Stake (PoS) উভয়ই ব্যবহার করে। সিস্টেম PoW দিয়ে শুরু হয় এবং একটি ব্লক এড হবার পর PoS এ সুইচ করে।

২৫. Proof of Burn (PoB)

একটি এলগোরিদম যা বার্নের ভিত্তিতে কয়েন মাইন করার সুযোগ দেয়। অব্যয়যোগ্য এড্রেসে কয়েন পাঠিয়ে সেগুলোকে বার্ন করা হয়। যত বেশি কয়েন বার্ন করতে পারবে, মাইন করার সম্ভাবনা তত বাড়বে।

২৬. Non-Fungible Token

Non-Fungible Token হচ্ছে একটি ফাইল যা একটি ব্লকের মধ্যে স্টোর করা থাকে। এটি কপি বা রিপ্লেস করা যাবে না। বলা যায় NFT, ফিঙ্গারপ্রিন্টের মত ইউনিক। আর এজন্য JPEG পিকচার, ডিজিটাল পেইন্টিং এর মত ডিজিটাল এসেটে NFT এটাচ করা থাকে। এর মাধ্যমে এসেটের মালিকানা ভেরিফাই করা হয়।

২৭. Fiat Currency

সরকারি ভাবে তৈরি করা এবং ব্যাংক ব্যবস্থায় পরিচালিত হওয়া কারেন্সিকে বলা হয় Fiat Currency। মূলত আমরা সাধারণ যে টাকা বা ডলার ব্যবহার করি সেটাই Fiat Currency।

২৮. Node

ব্লকচেইনে অবস্থিত একটি কম্পিউটার হচ্ছে একটি Node। ব্লকচেইনকে বলা যায় Node এর নেটওয়ার্ক।

২৯. Faucet

নির্দিষ্ট ওয়েবসাইট সাইট বা অ্যাপ এর রিওয়ার্ড সিস্টেম, যেখানে সাইনআপ বা নির্দিষ্ট টাস্ক কমপ্লিট করলে ফ্রি ক্রিপ্টোকারেন্সি অফার করা হয়। বিভিন্ন ওয়েবসাইটের এমন অফার, স্ক্যামও হতে পারে তাই নিজের ব্যক্তিগত ডাটা শেয়ার করার আগে সতর্ক থাকুন।

৩০. Whale

Whale নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা নির্দিষ্ট ক্রিপ্টোকারেন্সির অধিক সংখ্যক কয়েনের মালিক। বিটকয়েনের ক্ষেত্রে Whale হতে আপনাকে মিনিমাম ১০০০ কয়েন থাকতে হবে। এভাবে ধারণ ক্ষমতা অনুযায়ী কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে Dolphin এবং Fish বলা হয়।

৩১. Nonce

Nonce হচ্ছে একটি র‍্যান্ডম নাম্বার যা নতুন ব্লক ভেরিফাই এর জন্য জেনারেট করা হয় এবং একবারই ব্যবহৃত হয়। যখন কোন ব্লক সাবমিট করা হয়, তখন এটির সাথে একটি Nonce সংযুক্ত করে দেয়া হয়। Nonce নিশ্চিত করে এটি নতুন ব্লক, পুরনো ব্লক পুনরায় জমা দেয়া হয় নি।

৩২. Smart Contracts

Smart Contracts হচ্ছে কোডের অংশ যা ব্লকচেইনে লাইভ থাকে। এবং ডেভেলপার যে কাজের কোড করেছে সে লজিকে এক্সিকিউট হয়। যখন ব্লকচেইনে কোন ইনফরমেশন সাবমিট হয় তখন, এটি সেই কাজটিই করে যা তাকে করতে বলা হয়। যেমন পেআউট করা।

৩৩. Solidity

Ethereum ভিত্তিক Smart Contracts তৈরিতে ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাংগুয়েজ হচ্ছে Solidity।

৩৪. Oracle

কোডের একটি অংশ যা ব্লকচেইনের ভিতরে এবং বাইরে একাধিক উৎস থেকে ডেটা নেয়, তারপর যাচাই করে, বিশ্লেষণ করে এবং ফলাফল পরবর্তী পদক্ষেপের জন্য Smart Contract এ রূপান্তর করে। Smart Contracts মূলত কার্য সম্পাদনের জন্য Oracle ডাটার উপর নির্ভর করে।

৩৫. Token

এক ধরনের ক্রিপ্টোকারেন্সি যা একটি এসেটের প্রতিনিধিত্ব করে অথবা ব্লকচেইন ইকোসিস্টেমে এটির নির্দিষ্ট ব্যবহার থাকে। যেমন কিছু টোকেন আছে যার মাধ্যমে হোল্ডাররা ব্লকচেইনের পরিবর্তনে ভোট করতে পারে।

৩৬. Chain Linking

দুটি ভিন্ন ভিন্ন ব্লকচেইনকে লিংক করার প্রক্রিয়া হচ্ছে Chain Linking। যদি Bitcoin এবং Ethereum, কে লিংক করা হয় এবং কয়েন আদানপ্রদান করা হয় তখন তাকে Chain Linking বলা হবে। সফলভাবে ট্রান্সফার হতে ট্রানজেকশন উভয় ব্লকচেইনে একই সাথে রেকর্ড এবং ভেরিফাই হতে হয়।

৩৭. Block Explorer

Block Explorer হচ্ছে সার্চ ইঞ্জিন যার মাধ্যমে আপনি ব্লকচেইনে ট্রানজেকশন করতে পারবেন এবং ব্লকচেইনের ডাটায় এক্সেস নিতে পারবেন। Block Explorer এর উদাহরণ হচ্ছে, blockchain.com, blockstream.info, blockexplorer.com, blockcypher.com এবং btc.com.

৩৮. Application-Specific Integrated Circuit (ASIC)

ASIC হচ্ছে কম্পিউটারের জন্য ডিজাইন করা এক ধরনের সার্কিট যা নির্দিষ্ট ক্রিপ্টোকারেন্সি মাইন করার জন্য তৈরি করা হয়েছে। এর আর কোন কাজ নেই। Bitcoin ASIC সার্কিট শুধু মাত্র বিটকয়েন মাইন করতে পারে Ethereum নয়।

৩৯. Altcoins

Bitcoin প্রথম ক্রিপ্টোকারেন্সি এর পর আরও ক্রিপ্টোকারেন্সি এসেছে যেমন, Ethereum, Litecoin, Cardano ইত্যাদি। বিটকয়েন বাদে এই অন্য কয়েন গুলোকে বলা হয় Altcoin। হাজার হাজার Altcoin আছে, কিছু বৈধ আবার কিছু অপরাধমূলক কাজে ব্যবহৃত হয়।

৪০. Decentralized Finance (DeFi)

একটি ব্লকচেইন ভিত্তিক আর্থিক সার্ভিস যা Smart Contracts এর উপর নির্ভর করে বিভিন্ন আর্থিক ও ব্যাংকিং সেবা প্রদান করে। DeFis অটোমেটেড হওয়াতে সবাই এমন এমন সার্ভিসে এক্সেস করতে পারে যা আগে বর্জনীয় ছিল।

৪১. Exchange

Exchange এক ধরনের ওয়েবসাইট যেখানে ক্রিপ্টোকারেন্সি থেকে ফিয়েট কারেন্সি এক্সচেঞ্জ করা যায়। ক্রিপ্টোকারেন্সির বিনিময়ে ডলার, ইউরো পাওয়া যায়। Exchange দিয়ে এক কারেন্সি থেকে অন্য কারেন্সিতে ট্রেড ও করা যায়।

৪২. বিটকয়েন

প্রথম ক্রিপ্টোকারেন্সি যা ২০০৯ সালে লঞ্চ করা হয়। এটি বিশ্বের প্রথম, বৃহৎ এবং ভ্যালুয়েবল ক্রিপ্টো কয়েন।

৪৩. SATS

SATS হচ্ছে বিটকয়েনের ক্ষুদ্রতম একক, 0.00000001 BTC এর সমতুল্য। এটি Satoshi's নামেও পরিচিত। Satoshi Nakamoto, এর নামের সাথে মিল রেখে এর নামকরণ করা হয়েছে।

৪৪. Ethereum

Ethereum হচ্ছে এক ধরনের ব্লকচেইন এর রয়েছে Ether নামের নিজস্ব কয়েন৷ Ethereum এ বিকেন্দ্রীভূত অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। মাইনিং ছাড়াও এই ব্লকচেইন বিভিন্ন ডিসেন্ট্রালাইজ ফাইনান্সিয়াল সার্ভিস, গেমস এবং অন্যান্য ডিসেন্ট্রালাইজ অ্যাপ অফার করে।

৪৫. Ether (ETH)

Ethereum নেটওয়ার্কের ন্যাটিভ ক্রিপ্টোকারেন্সি বা Ethereum এর নিজস্ব কয়েন। তবে Ethereum, বিটকয়েন সহ অন্যান্য কয়েনও একসেপ্ট করে।

৪৬. Gwei

ইথারের ক্ষুদ্রতম একক। 1 gwei সমান 0.000000001 ETH (10-9 ETH)। 1 ETH সমান 1 বিলিয়ন gwei।

৪৭. Gas

Ethereum নেটওয়ার্কে লেনদেন ভেরিফাই এবং সাবমিট করার জন্য মাইনার যে ফি পায় তাকে Gas বলে। প্রতি ট্রানজেকশনে নির্দিষ্ট পরিমাণ Gas প্রয়োজন হয়, আর এটি লেনদেনকে হ্যাকারদের থেকে রক্ষা করে।

৪৮. dApps

dApps এর আরেক নাম ডিসেন্ট্রালাইজ অ্যাপ। এগুলো এমন অ্যাপ যা ব্লকচেইনে রান হয় এবং যার নিয়ন্ত্রণ সেন্ট্রাল অথোরিটির কাছেও থাকে না। যেমন, যদি টুইটার একটি ডিসেন্ট্রাইজ অ্যাপ হয় তাহলে টুইটারে কোন Post করা হলে এটি টুইটার নিজেও ডিলিট করতে পারবে না।

৪৯. Unspent Transaction Output (UTXO) Model

আমরা যখন দোকান থেকে ৮০ টাকার পণ্য ক্রয় করে ১০০ টাকা নোট দেই তখন দোকানদার আমাদের পণ্যও দেয় এবং ২০ টাকাও দেয়। এই ঘটনাটি ক্রিপ্টোকারেন্সিতে হলে সেটা UTXO হবে। UTXO তে নির্দিষ্ট পরিমাণ কয়েন প্রাপককে পাঠানো হয় এবং সেখানে Unspend Balance এর একটি লিস্ট তৈরি হয়। অব্যবহৃত কয়েন আবার প্রেরকের একাউন্টে ফিরে আসে। ধরুন প্রেরকের একাউন্টে একটি ৫ কয়েন এবং একটি ৪ কয়েন আছে কিন্তু প্রাপকের ৮ কয়েন লাগবে। এক্ষেত্রে প্রাপককে দুটি কয়েনই পাঠাতে হবে, এক্ষেত্রে ১ কয়েনের একটি Upspend Balance লিস্ট তৈরি হবে। প্রাপক ৯ কয়েন পেলেও বাড়তি কয়েন আবার প্রেরকের একাউন্টে ফিরে আসবে।

৫০. Account/Balance Model

এমন একটি পেমেন্ট সিস্টেম যেখানে দুটি ক্রিয়া এক সাথে হয়৷ যেখানে প্রেরকের একাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ কয়েন কেটে নেয়া হয় এবং প্রাপকের একাউন্টে সেই পরিমাণ যোগ হয়। এই মডেলে Unspent Balance এর কোন লিস্ট থাকে না। এই মডেলটি Ethereum এ ব্যবহৃত হয় অন্যদিকে বিটকয়েন UTXO ব্যবহৃত হয়।

৫১. Fork

ব্লকচেইনের এলগোরিদম আপডেট হলে, একটি বিভাজন দেখা যায়। কিছু কম্পিউটার নতুন এলগোরিদম গ্রহণ করতে চায় না। তারা পুরনো এলগোরিদমই ব্যবহার করে। ফলে একটা গ্রুপ পুরনো এলগোরিদম ব্যবহার করে এবং আরেকটা নতুন। আর এভাবে এক অরিজিন থেকেই দুইটি ভিন্ন ব্লকচেইনের জন্ম হয়।

৫২. Hard Fork

ব্লকচেইনের স্থায়ী আপডেটকে বলা হয় Hard Fork। যেসব কম্পিউটার পুরনো এলগরিদম ব্যবহার করে তাদেরকে ব্লকচেইন থেকে বের করে দেয়া হয়।

৫৩. Soft Fork

প্রটোকলের স্থায়ী পরিবর্তনকে বলা হয় Soft Fork। এখানে কম্পিউটার গুলোকে তাদের সফটওয়্যার আপডেট করার নির্দেশ দেয়া হয়। সফটওয়্যার আপডেট করতে না পারলে তাদেরকে বের করে দেয়া হয় না কিন্তু তারা নতুন ব্লক সাবমিট করতে পারে না।

৫৪. Market Capitalization

কয়েনের পরিমাণ প্রতিটি সিঙ্গেল কয়েনের মার্কেট প্রাইস গুণ করে, টুটাল ভ্যালু বের করা হয়। এটা কখনো বিলিয়ন ও ট্রিলিয়ন ডলারও হয়।

৫৫. Flippening

সম্ভাব্য তারিখ যেদিন Ethereum, মার্কেট ক্যাপিটালের দিক থেকে Bitcoin কে পেছনে ফেলবে।

৫৬. Exchange

অ্যাপ অথবা ওয়েবসাইট, যেখানে ইউজাররা একাউন্ট খুলতে পারে, বিটকয়েন, আল্ট কয়েন এবং ফিয়াট কারেন্সি দিয়ে ক্রিপ্টোকারেন্সি কেনাবেচা করতে পারে। পেপালের মত মাধ্যম গুলো দিয়ে যেখানে ফান্ড একাউন্টে পাঠানো যায়। এমন একটি Exchange এর উদাহরণ হচ্ছে Binance।

৫৭. Arbitrage

এক exchange থেকে ক্রিপ্টোকারেন্সি কিনে অন্য Exchange এ বেশি দামে বিক্রি করাকে বলা হয় Arbitrage।

৫৮. Stablecoin

যেসব ক্রিপ্টোকারেন্সির ভ্যালু ফিয়েট কারেন্সির সাথে যুক্ত তাদের বলা হয় Stablecoin। স্বর্ণের সাথে এর মিল আছে। এই কয়েন গুলোর সাপ্লাই এলগোরিদম দ্বারা নিয়ন্ত্রণ করা হয় ফলে এগুলোর ভ্যালু স্ট্যাবল থাকে। এমন একটি কয়েনের উদাহরণ হচ্ছে Tether। এর ভ্যালু প্রায় ১ মার্কিন ডলারের সমান।

৬৯. Memecoin

একটি ফানি কয়েন। রিয়েল ওয়ার্ল্ড ইউটিলিটি হিসেবে এর ব্যবহার নেই। শুধু মাত্র বিনোদনের মাধ্যম হিসেবে মানুষ এটা ব্যবহার করে। এমন এক কয়েনের উদাহরণ হল Dogecoin।

৬০. Dollar Cost Averaging (DCA)

সাপ্তাহিক, মাসিক এবং বার্ষিক ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ ক্রিপ্টোকারেন্সি কেনাকে বলা হয় DCA। প্রাইস উঠানামা করলেও নির্দিষ্ট পরিমাণ ক্রিপ্টোকারেন্সিই এখানে কেনা হয়। প্রাইস কমে গেলে এখান থেকে সুবিধা পাওয়া যায়।

৬১. Casascius Coin

বিটকয়েন ইউজার Casascius দ্বারা তৈরি মেটালের বিটকয়েন। এখানে একটি কাগজে নির্দিষ্ট বিটকয়েনের প্রাইভেট কী থাকে। এখন পর্যন্ত ২৭, ৬৭৩ Casascius Coin মাইন হয়েছে যার মূল্য ৫৯, ৩৮৩.৯ BTC।

৬২. Coin Mixer

বিটকয়েন ট্রানজেকশনকে Anonymous করতে যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বলে Coin Mixer। এই ব্যবস্থায় একটি লেনদেন হলে একে অন্যদের লেনদেনের সাথে মিক্স করা হয় এবং এর মালিককে ভিন্ন এড্রেস এবং একাউন্টে পাঠানো হয়।

৬৩. Initial Coin Offering (ICO)

ফিয়াট কারেন্সি, বিটকয়েন এবং অন্যান্য আল্ট কয়েন রিটার্নের বিনিময়ে নতুন কোন ক্রিপ্টোকারেন্সি অফার করা হলে তাকে ICO বলা হয়। কখনো কখনো লোকজন নতুন ক্রিপ্টোকারেন্সির প্রতি আকৃষ্ট হয় কারণ তারা মনে করে নতুন কারেন্সি ব্যাপক ভাবে জনপ্রিয় পাবে এবং এর ভ্যালু বৃদ্ধি পাবে।

৬৪. Anti-Money Laundering (AML)

Money Laundering রোধে বিভিন্ন নিয়মনীতি ও আইন।

৬৫. Know your Customer (KYC)

ক্রিপ্টো ইউজারদের আইডেন্টেকটিউনস ভেরিফাই করতে এবং তাদেরকে ওয়ালেটের সাথে কানেক্ট করতে KYC ব্যবহার করা হয়।

৬৬. Double Spend

দুটি ভিন্ন ওয়ালেটে একই পেমেন্ট সেন্ট করার প্রচেষ্টাকে বলা হয় Double Spend।

৬৭. Escrow

ব্লকচেইনে অবস্থিত থার্ড-পার্টি। যার কাজ হচ্ছে সেলার পেমেন্ট রিসিভ করার আগ পর্যন্ত ক্রিপ্টোকারেন্সিকে হোল্ড করে রাখা।

৬৮. HODL

এখানে মূলত Hold কে ভুল বানানে লেখা হয়েছে। এর মানে হচ্ছে দাম পড়ে গেলে পুনরায় আগের দামে ফিরে আসা পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি বা এসেট Hold বা ধরে রাখা।

৬৯. FOMO (Fear of Missing Out)

ভ্যালু বর্ধিত ক্রিপ্টোকারেন্সি কিনতে অন্যান্য ক্রিপ্টো এসেট বিক্রি করা।

৭০. FUD (Fear, Uncertainty, and Doubt)

FUD এর পূর্ণ রূপ হচ্ছে Fear, Uncertainty, Doubt। ইউজারদের ক্রিপ্টোকারেন্সি বিক্রি করে দিতে বা নির্দিষ্ট কারেন্সিতে বিনিয়োগে উদ্বুদ্ধ করতে বিভিন্ন নিউজ, আর্টিকেলে মিথ্যা তথ্য বা গুজব ছড়ানোকে বলা হয় FUD।

৭১. Rekt

Borrowed form wrecked, বিপুল লসের সম্মুখীন হওয়া।

৭২. Bull Market

ক্রিপ্টোকারেন্সির মূল্য বৃদ্ধির দীর্ঘ সময়কালকে বলা হয় Bull Market।

৭৩. Mooning

দীর্ঘ দিন Bull Market চলমান থাকায় কোন ক্রিপ্টোকারেন্সির দাম আকাশচুম্বী হয়ে গেলে তাকে Mooning বলা হয়।

৭৪. Pump and Dump

দাম বাড়াতে বিপুল পরিমাণে ক্রিপ্টোকারেন্সি কেনা এবং অন্যান্যদের বিনিয়োগে আগ্রহী করা। এবং যখন দাম বাড়বে তখন সব ক্রিপ্টোকারেন্সি বিক্রি করে প্রচুর লাভ করা।

৭৫. Shill

নির্দিষ্ট কোন ব্যক্তির কোন আল্টকয়েন প্রোমোট করা এবং দাম বাড়লে এ থেকে সুবিধা পাওয়াকে বলা হয় Shill।

৭৬. Bear Market

একটা নির্দিষ্ট সময় যখন ক্রিপ্টোরেন্সির দাম নিচের দিকে থাকে।

৭৭. Bagholder

এমন একজন বিনিয়োগকারী যার কাছে ভাল মূল্যের কয়েন রয়েছে কিন্তু যা কিনতে তাকে এত পে করতে হয় নি।

৭৮. Capitulation

কখনো দাম বাড়বে না জেনে, ব্যাপক লস হলেও ক্রিপ্টোকারেন্সি বিক্রি করে দেয়া।

৭৯. White Paper

ব্লকচেইন কীভাবে কাজ করে এর বর্ণনা সংক্রান্ত ডকুমেন্টকে বলা হয় White Paper। সম্ভাব্য ইউজারদের ব্লকচেইন সম্পর্কে ধারণা দেয়ার উদ্দেশ্যে White Paper তৈরি করা হয়। কোন ব্লকচেইন চালু করার আগে White paper তৈরি করা হয়।

৮০. 51% Attack

কোন নির্দিষ্ট কম্পিউটার বা একটি কম্পিউটার গ্রুপের, একটি নেটওয়ার্কে থাকা ৫০% ট্রানজেকশন ভেরিফাই করার ক্ষমতাকে বলা হয় 51% Attack। এর ফলে তারা Reverse ট্রানজেকশন করতে পারে, একবারের বেশি কয়েন ব্যয় করতে পারে এবং ম্যানিপুলেট করতে পারে কোন ব্লক এড হবে কোন ব্লক এড হবে না।

জনপ্রিয় কিছু নাম

৮১. Satoshi Nakamoto

নির্দিষ্ট কোন ব্যক্তি বা গ্রুপ যারা বিটকয়েন তৈরি করেছে। Satoshi Nakamoto এর পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয় নি।

৮২. Nick Szabo

Nick Szabo হলেন স্মার্ট কন্ট্রাক্ট টেকনোলজি এবং Bit Gold এলগোরিদমের উদ্ভাবক। পেশায় একজন, ক্রিপ্টোলজিস্ট এবং আইনজীবী। অনেকে তাকে অবশ্য Satoshi Nakamoto বলে সন্দেহ করে।

৮৩. Craig Wright

অস্ট্রেলিয়ান উদ্যোক্তা। যে দাবী করে তার কাছে ১৫০ ডিস্ট্রিবিউটেড রেজিস্ট্রি প্রযুক্তি, স্মার্ট কন্ট্রাক্ট, এবং ছয়টি ক্রিপ্টোকারেন্সির প্যাটেন্ট রয়েছে। নিজেকে সে Satoshi Nakamoto হিসেবেও দাবী করে।

৮৪. Vitalik Buterin

Vitalik Buterin হচ্ছে Ethereum এর প্রতিষ্ঠাতা।

৮৫. Changpen Zhao

Hong Kong ভিত্তিক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ Binance এর প্রতিষ্ঠাতা।

৮৬. Pavel Durov

Telegram Open Network, Gram cryptocurrency এবং TON blockchain প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা।

৮৭. Brian Armstrong

ক্যালিফোর্নিয়া ভিত্তিক এক্সচেঞ্জ Coinbase, এর প্রতিষ্ঠাতা ও CEO।

৮৮. Jack Dorsey

মোবাইল পেমেন্ট কোম্পানি Square এর CEO। এর মাধ্যমে কাস্টমাররা বিটকয়েন ট্রেড করতে পারে। তিনি টুইটার এর প্রতিষ্ঠাতা ছিলেন।

৮৯. Brandon Chaz

সর্ব বৃহৎ অনলাইন ক্রিপ্টোকারেন্সি এগ্রেগেটর of Coinmarketcap, এর প্রতিষ্ঠাতা। এই ওয়েবসাইট সকল এক্সচেঞ্জ থেকে ডাটা একীভূত করে ক্রিপ্টোকারেন্সির ভ্যালু নিরূপণ করে।

৯০. Elizabeth Rossiello

কেনিয়া ভিত্তিক ক্রিপ্টো এক্সচেঞ্জ BitPesa এর প্রতিষ্ঠাতা।

৯১. David A. Marcus

ফেসবুক ও অন্যান্য কোম্পানি দ্বারা ডেভেলপ করা কারেন্সি Libra এর ডিরেক্টর।

৯২. Cameron এবং Tyler Winklevoss

ক্রিপ্টো এক্সচেঞ্জ Gemini এবং ডিজিটাল আর্ট Auction এর প্ল্যাটফর্ম Nifty Gateway এর প্রতিষ্ঠাতা।

৯৩. Matthew Roszak

ব্লকচেইন ইনফ্রাস্ট্রাকচার Bloq এর চেয়ারম্যান।

৯৪. Degen Spartan

DeFi টুইটার ইনফ্লুয়েন্সার

৯৫. Laura Shin

Unchained and Unconfirmed cryptocurrency পডকাস্টের প্রতিষ্ঠাতা ও হোস্ট

৯৬. Charlie Lee

ইতিহাসের তৃতীয় ক্রিপ্টোকারেন্সি Litecoin এর প্রতিষ্ঠাতা।

৯৭. Justin Sun

TRON cryptocurrency এর প্রতিষ্ঠাতা

৯৮. Charles Hoskinson

Ethereum, এর সহপ্রতিষ্ঠাতা ও Cardano (ADA) এর প্রতিষ্ঠাতা

৯৯. Sergey Nazarov

Oracle এর প্রথম ব্লকচেইন Chainlink, এর প্রতিষ্ঠাতা।

শেষ কথা

যাদের দীর্ঘদিন ধরে বিটকয়েন নিয়ে আগ্রহ আছে তাদের কাছে টিউনটি আশা করছি দারুণ লাগবে। সব মিলিয়ে কেমন লাগলো জানান। কোন টার্ম না বুঝলে টিউমেন্ট করুন।

তো আজকে এ পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস