সেরা ৬ টি ই-কমার্স বিজনেস আইডিয়া, যেকোনো একটি দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন

আসসালামু আলাইকুম, বরাবরের মতো আমি আবারও নতুন আরেকটি টিউন নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে, তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল টিউনে চলে যাই।

আজকে আপনাদের এমন ছয়টি ই-কমার্স বিজনেস এর আইডিয়া দেব যে প্রোডাক্ট গুলো আপনি চাইলে বর্তমানে বাংলাদেশে অনলাইনে এবং অফলাইনে ব্যবসা শুরু করতে পারেন, এই প্রোডাক্টগুলো বর্তমানে সারাবিশ্বে ডিমান্ড রয়েছে। একটা ই-কমার্স ব্যবসা শুরু করার সর্বপ্রথম বাধা হলো প্রোডাক্ট সিলেক্ট এ, আপনার ব্যবসার প্রোডাক্ট সিলেকশন যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি ভাল ব্যবসা করতে পারবেন না বিশেষ করে যারা ই-কমার্স ব্যবসা করে ফেসবুকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রোডাক্ট সিলেকশন, আপনার প্রোডাক্ট সিলেকশন যদি ঠিক না হয় তাহলে কেউ আপনার পণ্য কিনবে না কারণ এমন পণ্য নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে যে পণ্যগুলো অনলাইনে মানুষ কেনে, অথবা বর্তমানে এটার ডিমান্ড রয়েছে, বর্তমানে বেশি চলছে মার্কেটে এরকম কিছু।

১. প্রথম ই-কমার্স বিজনেস আইডিয়া: Kitchen Accessories

এই ক্যাটাগরির ব্যবসা এবং এই ক্যাটাগরির ডিমান্ড আমাদের দেশ এবং সারা পৃথিবীতে রয়েছে। আপনারা যখন ফেসবুক ব্যবহার করেন ফেসবুকে একটু স্ক্রোল করলেই দেখতে পাবেন বিভিন্ন সময় Kitchen Accessories এর AD আছে এবং এই ধরনের প্রোডাক্টগুলো মানুষ কিন্তু অনলাইন থেকে কিনে। এ প্রোডাক্টগুলো অনলাইনে বেশিরভাগ সেল হয়, অনলাইনে কিন্তু কিচেন এর অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে, চায়না কোম্পানি কিচেনের এমন অনেক প্রোডাক্ট তৈরি করেছে যেগুলো আপনি আমি এখনো দেখিনি অথবা আপনার আমার এখনো ধারণা নেই কিচেন এর এত সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে এবং সবচেয়ে বড় কথা হল এই ব্যবসায় কিন্তু কোন কম্পিটিশন নেই কারণ এত কিচেন এর প্রোডাক্ট রয়েছে যে আপনি চার পাঁচটা কিচেন প্রোডাক্ট নিয়েই আপনার ব্যবসা দাঁড় করাতে পারবেন, এখানে আপনাকে শুধু কিচেন এর এমন সুন্দর সুন্দর অথবা আকর্ষণীয় চার থেকে পাঁচটি প্রোডাক্ট বেছে নিতে হবে তার জন্য আপনি ইউটিউব এ সার্চ করে ভালো ধারণা নিয়ে একটি ওয়েবসাইট তৈরি করেই আপনার ই-কমার্স ব্যবসা শুরু করতে পারেন। কিচেনের যত প্রোডাক্ট রয়েছে এগুলো যেমন অনলাইনেও ব্যবসা করা যায় ঠিক তেমনি অফলাইনেও কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন।

২. দ্বিতীয় ই-কমার্স বিজনেস আইডিয়া: Home Improvement Product

বর্তমান সময়ে আমাদের অফিস অথবা ঘরবাড়ি কে কীভাবে সুন্দর এবং আকর্ষণে করে তোলা যায় এরকম চিন্তা ভাবনা তাকে আমাদের মাথায় এবং এরকম প্রোডাক্ট এর খুব ভালো একটা ডিমান্ড রয়েছে অনলাইন এবং অফলাইনেও, বর্তমানে এরকম অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলোর মাধ্যমে আমাদের ঘরবাড়ি অনেক আকর্ষণীয় করে করতে পারি। আপনাকে আগে ডিসাইড করতে হবে এমন কয়েকটি প্রোডাক্ট যেগুলোর মাধ্যমে আপনি আপনার ব্যবসা দাঁড় করাতে পারবেন।

৩. তৃতীয় ই-কমার্স বিজনেস আইডিয়া: Health And Fitness

বর্তমান বিশ্বে এবং আমাদের দেশে মানুষ কীভাবে তাদের স্বাস্থ্য এবং শরীর ঠিক রাখতে পারে এই নিয়ে অনেক বেশি সচেতন অনলাইনে হেল্থ এবং ফিটনেস রিলেটেড অনেক প্রোডাক্ট রয়েছে, অনেকে মেডিসিন রয়েছে। কীভাবে নিজের স্বাস্থ্য কমানো যায়, কীভাবে নিজের স্বাস্থ্য বাড়ানো যায়, কীভাবে নিজের স্বাস্থ্য ঠিক রাখা যায়, কীভাবে নিজের শরীরকে টিক রাখা যায়, এরকম প্রোডাক্ট এর ডিমান্ড কিন্তু সারা বিশ্বে খুব বেশি রয়েছে। এই অপশনটাও কিন্তু খুব ভালো একটি অপশন আপনি চাইলে হেলথ হ্যান্ড ফিটনেস রিলেটেড প্রডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারেন।

৪. চতুর্থ ই-কমার্স বিজনেস আইডিয়া: Kit And Toys

কীট এন্ড টয়েস এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের দেশে খুব ডিমান্ড রয়েছে। আমাদের প্রায় প্রত্যেকের ঘরে ছোট ছোট বাচ্চা রয়েছে, যেহেতু প্রায় প্রত্যেকটি ঘরে ছোট ছোট বাচ্চা রয়েছে তাই প্রত্যেক ঘরে বাচ্চাদের কিছু না কিছু প্রোডাক্ট প্রয়োজন হয়। বাচ্চাদের অনেক ভালো ভালো প্রোডাক্ট রয়েছে যেগুলি অফলাইনে পাওয়া যায় না তাই আপনি যদি এরকম ভালো ভালো কয়েকটি প্রোডাক্ট নিয়ে অনলাইনে ব্যবসা শুরু করতে পারেন তাহলে আশাকরি এখান থেকে আপনি ভালো বেনিফিট পাবেন। এ ধরনের প্রোডাক্ট কিন্তু বেশিরভাগ চায়না থেকে আসে কিন্তু বর্তমানে বাংলাদেশে অনেক কোম্পানি এরকম প্রোডাক্ট তৈরি করে থাকে, এরকম প্রোডাক্টের আইডিয়া পেতে আপনি Daraz এ যেতে পারেন অথবা যারা এরকম প্রডাক্ট নিয়ে E-commerce ব্যবসা করে তাদের কাছে ঘাঁটাঘাঁটি করলেই এরকম কিছু প্রোডাক্ট এর আইডিয়া পেয়ে যাবেন এবং এখান থেকেই আপনি আপনার ই কমার্স ব্যবসা শুরু করতে পারেন।

৫. পঞ্চম ই-কমার্স বিজনেস আইডিয়া: Office Supply And Stationery Item

আমরা আমাদের অফিস, বাসা বাড়িতে বিভিন্ন ধরনের স্টেশনারি আইটেম ব্যবহার করে থাকি, প্রত্যেকটা অফিসে বিভিন্ন ধরনের স্টেশনারি আইটেম এর প্রয়োজন হয় এবং বর্তমানে কিন্তু এর ভালো একটা ডিমান্ড রয়েছে, আপনি কিন্তু চাইলে স্টেশনারি আইটেমের অফলাইন অথবা অনলাইন ব্যবসা শুরু করতে পারেন, আমাদের দেশে এমন অনেক লোক রয়েছে যারা স্টেশনারি ব্যবসা করে কিন্তু তাদের কোন দোকান নেই তারা বিভিন্ন অফিসে অফিসে গিয়ে তাদের স্টেশনারি আইটেম বিক্রি করে, অনলাইনে ও কিন্তু এটার ভালো ডিমান্ড রয়েছে তার জন্য আপনাকে ভালো কিছু আইটেম সিলেক্ট করতে হবে এবং এগুলো দিয়ে ব্যবসা শুরু করতে হবে, এই ধরনের ব্যবসায় আপনি প্রচুর অর্ডার পাবেন কিন্তু অনেক প্রতিষ্ঠানের প্রচুর স্টেশনারি আইটেমের প্রয়োজন হয়।

৬. ষষ্ঠ ই-কমার্স বিজনেস আইডিয়া: Digital Product

ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বর্তমানে বাংলাদেশে অনেক কম মানুষ কিন্তু ব্যবসা করছে এবং ডিজিটাল প্রোডাক্টের কিন্তু খুব বেশি ডিমান্ড রয়েছে। ডিজিটাল প্রোডাক্ট কী? হতে পারে ই-বুক, অনলাইন কোর্স, মার্কেটিং টুলস, বিভিন্ন টেম্পলেট, সফটওয়্যার, এখান থেকে আপনাকে শুধু একটু ঘাঁটাঘাঁটি করে খুঁজে বের করতে হবে যে বর্তমানে মানুষ এরকম কি চাচ্ছে যেগুলোর চাহিদা বেশি থাকবে তাই নিয়ে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। বর্তমানে অনেক কিছুর সফটওয়্যার তৈরি থাকে শুধু আপনাকে এগুলো দিয়ে একটু মার্কেটিং করতে হবে, এরকম কিছু নিয়ে আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন এই ব্যবসায় সবচেয়ে ভালো বিষয় যেটি সেটি হলো আপনাকে এই ব্যবসায় কোন কিছু ডেলিভারি করতে হবে না, আপনি আপনার ওয়েবসাইট থেকে জাস্ট ডাউনলোড করবেন তারপর কোড দিবেন, এরকম প্রোডাক্টের কিন্তু ব্যবসা ভালো কারণ আপনি একটা প্রোডাক্ট কিনলেন এটা কিন্তু বারবার আপনি বিক্রি করতে পারছেন।

আপনি কী ভাবছেন অনলাইন ব্যবসা করবেন? তাহলে ই-কমার্স হতে পারে আপনার জন্য বেস্ট একটি অপশন। আপনি যদি ধৈর্য এবং শ্রম দেন তাহলে ই-কমার্স ব্যবসা আপনার ক্যারিয়ার গড়ে দিতে পারবে। আপনি এই ব্যবসা অনলাইনের পাশাপাশি অফলাইনেও করতে পারবেন। আজকের এই টিউনে ই-কমার্স এর ৬ টি বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করেছি এখান থেকে যেকোনো একটি দিয়েই আপনি ই-কমার্স বিজনেস শুরু করতে পারেন।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোন একটি টিউনে কোন একটি টপিক নিয়ে ভালো থাকুন সবাই খোদা হাফেজ।

Level 7

আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস