২৯ বছর বয়সী অন্ধ্রপ্রদেশের নালগোণ্ডা জেলার কৃষক ভালিশেট্টী নরেন্দ্রর নিজের তিন একর চাষের জমিতে জল দেওয়ার পাম্প চালু করবার এক অভিনব পন্থা আবিষ্কার করেছেন। অনিয়মিত বিদ্যুতের যোগানের জন্য ওনাকে প্রায় রাত-দুপুরে অসময়ে জল দেওয়ার মোটর পাম্প চালু করবার জন্য ক্ষেতে যেতে হত। কার ভাল লাগে? তার উপর সাপের কামড়ের ভয়! এখন আর যেতে হবে না। ২০০০ টাকা খরচা করে নিজের ব্যবস্থা নিজেই করে নিয়েছেন।
মোটর পাম্পে একটা মোবাইল ফোন লাগিয়েছেন। আর একটা মোবাইল ফোন থেকে ওই পাম্পের মোবাইলে যোগাযগ করলেই মোটর পাম্প চালু হইয়ে যায়। শুনতে সহজ লাগলেও নরেন্দ্রবাবুর মাস ছয়েক লেগেছে ওনার চিন্তাকে বাস্তব রূপ দিতে।
দারুণ কাজ করেছেন ভালিশেট্টী নরেন্দ্র। অভিনন্দন। অনেক কৃষক এই আবিষ্কার থেকে উপকৃত হবেন। আশা রাখি যে শীঘ্রই উনি ওনার এই আবিষ্কারের পেটেন্ট পেয়ে যাবেন।
বিস্তারিত জানতে হলে এই ভিডিওটা দেখুন।
আমি ranykolkata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ami techtune k atotai apon kare niyechi j r visitor hoye thakte parlam na, tuner hoye gelam. doya karben ami jeno bhalo bhalo tune apnader upohar dite pari. place - kolkata country- India
রনি ভাই বুঝলাম না মোটর পাম্পেও কি মোবাইল ব্যবহার করে । কিছু মনে করবেন না মজা করলাম ।