আহারে আমার হুজুগে বাঙগালি। গত ১ বছর ধরে আমাদের দেশে কিছু মানুষ সব জায়গায় পোস্টারিং করা শুরু করেছে যে ইন্টারনেটে শৃধূ টাকা উড়ে গুগল একটি ধাতব্য প্রতিষ্টান বাংঙালি শুধূ কষ্ট করে ইন্টারনেটে ১ বা২ ঘন্টা সময় দিলেই হবে। ডলার আর ডলার। এক পোষ্টারে দেখলাম প্রতিদিন ২ ঘন্টা করে সময় দিলেই হবে মাসে ৩৫ হাজার টাকা ইনকাম। আহারে টাকা। সব চাকরি ছাইড়্যা গুগল এর পিছনে লাগা দরকার।
আর এই ব্যাপারে বাংলাদেশের সবচেয়ে প্রসিদ্ধ কাহিনী হল এক লোক ছিল যিনি চাকরি করত আর মাঝে মাঝে গুগলে সময় দিত এতে তার মাসে ৬-৮ হাজার টাকা ইনকাম হত একদিন এক প্রতিষ্টানের প্রধান তাকে কিছু পরামর্শ দিল কিন্তু তার এই পরামর্শ ভাল লাগে নাই (যে প্রতিষ্টান বিজ্ঞাপন দিয়েছে) তাই তিনি এগুলো শুনে নাই । একদিন তিনি কি মনে করে যেন এগুলো তার সাইটে অ্যাপ্লাই করলেন ।
ও মা একদিনে ৬ ডলার তার মানে মাসে ১৮০ ডলার। আমি উত্তেজনায় কাপতেছিলাম। ভাবতেছি চাকুরিটা ছেড়ে দিয়ে ফুল টাইম সময় দিব এতে মাসে একহাজার ডলার তো পাবই। এটা হচ্ছে বাংলাদেশে ডলার ইনকামের কমন ষ্টরি । আর কমপক্ষে ১০ টি অ্যাডে আমি একই ষ্টরি পেয়েছি। যারা সার্চ ইন্জিন কি জানে না সার্চ ইন্জিন অপটেমেজিশন কি জানেনা , ইংরেজি ভাষা জানেনা। সাইট কি করে তৈরী করে জানেনা।
অনেকে আছে মেইল অ্যাড্রেস খুলতে জানেনা তাদের কে দেখি টাকা পাবার স্বপ্নে বিভোর ।কিছুদিন আগে আমাকে একজন পেলাম সে আমাকে বলল তার টাকা নাকি গুগল সরাসরি ব্যাংকে টাকা পাঠায় চেক পাঠায় না। তাকে বললাম সাইটের ঠিকানা দাও। সে আমাকে সাইটের ঠিকানাটা পযর্ন্ত দিতে পারল না। আমি আর কিছু বললাম না । বলার কিছু নাই ।
আমার ব্যাক্তিগত বাংলা ব্লগে এই লেখাটি পাবেন । এখানে ক্লিক করুন।
[thumb]http://bloggermamun.blogspot.com[/thumb]
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
হাহাহাহাহাহা, ভালই বলেছেন মামুন ভাই, যথার্থ। আপনার ব্লগটা দেখলাম, বেশ সুন্দর। 🙂