চলুন দেখা যাক এর কয়েকটি ছবি-
***********************************************************************
রাতের বেলায় দৃশ্যমান বুর্জ খলিফা
২। তাইপে ফিনান্সিয়াল সেন্টার বা তাইপে ১০১
তাইওয়ানের রাজধানী তাইপেতে অবস্থিত এ ভবনটির অপর নাম তাইপে ফিনান্সিয়াল সেন্টার। ১০১ তলাবিশিষ্ট এ ভবনটির উচ্চতা ১৬৭১ ফুট (৫০৯ মিটার)।
দেখে নিই তাইপে ১০১- এর কিছু ছবি
***********************************************************************
বড়ই মনোরম এক দৃশ্য – বলতেই হবে
৩। পেট্রোনাস টাওয়ার
মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার বিশ্বের অন্যতম সুদৃশ্য ভবন। উচ্চতা ১৪৮৩ ফুট (৪৫২ মি.)
এবার দেখে নেয়া যাক এটা দেখতে কেমন
***********************************************************************
মুগ্ধ না হয়ে উপায় নেই
৪। সিয়ার্স টাওয়ার
সিয়ার্স টাওয়ার যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অবস্থিত। নির্মাণকাল ১৯৭০ থেকে ১৯৭৪। সিয়ার্স রোইবাক অ্যান্ড কোং ১১০ তলাবিশিষ্ট এবং ১৪৫০ ফুট উচ্চতার এ ভবন নির্মাণ করেছেন
সিয়ার্স টাওয়ারের কিছু ছবি
***********************************************************************
আহ! চোখ জুড়িয়ে গেল
৫। এম্পায়ার স্টেট বিল্ডিং
নিউইয়র্ক সিটির ম্যানহাটনের কেন্দ্রে দাঁড়িয়ে আছে ১২৫০ ফুট উঁচু বিশ্বের অন্যতম বৃহৎ এ ভবন। ১৯৩০-৩১ সালে নির্মিত এ ভবনের ডিজাইন করেছেন শ্রেভ, ল্যাম্ব এবং হার্মন ফার্ম। ১০২ তলাবিশিষ্ট এ ভবন দীর্ঘদিন বিশ্বের উচ্চতম ভবনের মর্যাদা দখল করেছিল।
দেখে আসি এর কিছু ছবি
***********************************************************************
বারবার দেখাতেও যেন ক্লান্তি নেই
***********************************************************************
বিশেষ কোন সময়ে বা দিনে আপনার প্রিয় সাথীটিকে ঘুরিয়ে আনুন।
আমি শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 184 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমাকে ফেসবুকে পেতে http://www.facebook.com/shuvobd1020
সিয়ার্স টাওয়ারের ক্ষেত্রে এফ. আর, খানের কথা উল্লেখ করে দিন, উনি আমাদের দেশের গর্ব…
ভালো Tune…