চলুন ঘুরে আসি গুগলের অফিস “গুগলপ্লেক্স (Googleplex)” থেকে।গিগা ফটো টিউন।

গুগল।ইন্টারনেট ব্যবহারকারীরা যাকে এক নামে চেনে।যার কল্যাণের আজ আমাদের ইন্টারনেটের এই অবস্থান।যার কল্যানের আমরা মূহূর্তেই খুজি পাই সবকিছু।এক কথায় গুগলের তুলনা কেবল গুগলই।তাই একে ঘিরে আমাদের আবাকের শেষ নেই।কি খুব জানতে ইচ্ছা হয় না এই গুগলের অফিসটা কেমন?এর ভিতর বাহিরে না জানি কত সুন্দর।ঠিক তাই।করপোরেট দুনিয়া বা প্রযুক্তির দুনিয়া যাই বলুন না কেন গুগলের অবস্থান দিন দিন বেড়েই চলছে।আর এই কোম্পানীতে যারা চাকুরিরত আছে তারাও ইতিহাসেরই অংশ হয়ে থাকবে সেটা নিশ্চিত।এর ভিতর বাহির সবই যেন এক প্রযুক্তির লীলাভূমি।না দেখলে বিশ্বাস ই হবে না যে এত সুন্দর এই গুগল?তো আজ আমি আপনাদেরকে এই প্রযুক্তির লীলাভূমি থেকে ঘুরিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করবো,জনবো এর সম্পর্কে।

গুগলপ্লেক্স (Googleplex)

জ্বি,গুগলের এই অফিসকে বলা হয় "গুগলপ্লেক্স" (Googleplex)।এটি হলো গুগল ইনকর্পোরেশনের প্রধান কার্যালয়।যার অবস্থান 1600 Amphitheatre Parkway in Mountain View, Santa Clara County, California. গুগলের সকল কার্যক্রম এখান থেকেই পরিচালিত হয়।

এটি মোট ৪৭,০৩৮স্কোয়ার মিটার (৫০৬,৩১০ স্কোয়ার ফুট) স্থান নিয়ে অবস্থিত।২৬ একর জমির উপর অবস্থিত এর প্রধান অংশ ও ক্যাম্পাস।

পাখির চোখে গুগলপ্লেক্স

এর আশেপাশে বেশ জায়গা রয়েছে যেখানে অনেক গাছ-পালা রয়েছে।তাছাড়া ২ টি সুইমিং পুল ১টি বাস্কেটবল খেলার জন্য কোর্ট ও রয়েছে।মুলত গুগলেরর এই অফিসটি সাজানো হয়েছে সাইন্স ও ন্যাচারের সম্বনয়ে ।এখানকার অফিস বা এদের লবি মধ্যে গেলে আপনি দেখতে পাবেন অসংখ্য গাছ-পালা লতা পাতায় ছাওয়ানো।

প্রত্যেকের নিজের নিজের কাজের স্থান গুলো সাজানো রয়েছে অতুলনীয় ভাবে।হয়তো আপনি ভিতরে গেলে বুঝতেই পারবেন না কোথায় কে কাজ করছে,এমন ও দেখা যায় যে অনেক গুরুত্বপূর্ণ কাজ ও অনেকে সারছেন খোলা স্থানে।কোন গাছের নিচে।লাইটিং এর কারুকাজ দেখলে মনে হয় যেন এ এক অন্য জগত.মোট কথা হলো গুগল তাদের অফিসকে যতদূর সম্ভব প্রাকৃতিক করার চেষ্টা করেছে এবং এতে তারা ১০০% সফল।

এছাড়া এখানে কাজের ফাকে ফাকে বিনোদনের জন্যরয়েছে হোম থিয়েটার।যেখানে গুগলের কর্মচারীরা তাদের অবসর সময়টা বেশ আরামে কাটাতে পারে।

রয়েছে কফি সপ।সকালের ব্রেকফাস্ট ও খাবার দাবারের জন্য সকাল সন্ধ্যা গুগলের সকল সদস্যরা হাজির হয়ে যান এখান।খাওয়ার সাথে গল্প ও চলে জোরসে।

অধিকাংশ সময়েই ১ জন কর্মচারীর হতে একের অধিক কম্পিউটার থাকে।তবে এমন আছে যে কেউ কেউ একসাথে ৫-৬টি কম্‌পিউটার চালাতে হয়।

তাছাড়া এই গুগলপ্লেক্সে রয়েছে ২ টি সুইমিং পুল।গরম বেশি লাগলে বা সাতার কাটতে মন চাইলে নেমে পড়ে এক একজন আইটি গুরুরা।

ছবিতে ছবিতে গুগলপ্লেক্স (Googleplex)

এবার দেখা হবে ছবিতে গুগলপ্লেক্স (Googleplex)।দেখতে থাকুন আর ভাবতে থাকুন যাদের হোমপেজে নেই তেমন কোন কারুকার্য্য,নেই তেমন কোন বিশেষ ডিজাইন।অথচ তাদেরই অফিস কিনা এত সুন্দর?

গুগলের ইলেক্ট্যনিক লোগো

গুগল প্লেক্সের প্রধান ফটক

দেখেন আপুমনি কিসের মধ্যে বসে কাজ করছেন।খেলনা যন্ত্রপাতি ও তার পছন্দের সবকিছুই রয়েছে তার ডেক্সে

দেখেন ঘাস-পালার মধ্যে চলছে গুগলের কার্যক্রম

অফিসের পরতে পরতে দেখতে পাবেন গুগলের লোগোর কারুকার্য

কত সুন্দর লবি রয়েছে গুগলপ্লেক্সের অফিসের মধ্যে

গ্রুপ স্ট্যাডি করার মতো ওনারাও কি স্ট্যাডি করছেন?

দেখুন কি রিল্যাক্স মুডে গান শুনছে একজন

অবসর সময়ে কর্মচারীরা মেতে উঠেন শুটপুল খেলায়।যেটি রয়েছে তাদের ল্যাউচে

বাহ সংগীত চর্চা করাও যায় দেখছি অফিসের মধ্যে 😛

বস্কেটবল খেলার জন্য বয়েছে সুবিশাল এক চত্ত্বর

ওয়েটিং রুম

চুল কাটানোতেও রয়েছে আধুনিকতার ছোয়া

কি কাজ করতে করতে শরীর আর চলছে না?ব্যাপার না।আপনার জন্য স্পেশাল লোক আছে ম্যাসেজ করে দেয়ার জন্য

এটা হলো একটি আইডিয়া বোর্ড।যেখানে আইটি গুরুরা তাদের মনের অবচেতন আইডিয়া গুলো লিখে ফেলে।এমনকি একসময় সেই আইডিয়া গুলোকেই বিভিন্ন নতুন নতুন আবিষ্কারের জন্য কাজে লাগায়

Googleplex এর মধ্যে এটি একজনের নিজেস্ব রুম।আহা!! দেখলেই মনটা জুড়িয়ে যায়


কুকুর নিয়ে ঢুকতে চান?ওকে আপনি নিতে পারবেন।কিন্তু যারা বিড়াল নিয়ে যেতে চান তাদের জন্য দু:সংবাদ।আপনার প্রিয় বিড়ালটাকে বাহিরে রেখেই ঢুকতে হবে আপনাকে 🙁

এটা হলো গুগলের সোলার প্যান্যেল।যেখান থেকে পাওয়া যায় ১।৬ মেগা ওয়াট বিদ্যুত !! যা কিনা তাদের মোট বিদ্যুতের ৩০ শতাংশ

বাচ্চাদের জন্য রয়েছে খেলার সুযোগ যতে করে কেউই বিনোদন থেকে বাদ না পড়ে

এবার আসি গুগলের অফিসের মধ্যে খাবারের কি অবস্থা।

সাজানো আছে খাবার।গুগলপ্লেক্সে চাকুরী করলে আপনি গ্রহন করতে পারবেন এর স্বাদ


চলছে দুপুরের খাবার গ্রহনের প্রক্রিয়া



আছে হরেক করমের স্ন্যাকস


আছে পার্কস জাতীয় তরল পানীয় ।যা গুগলের কর্মচারীদের জন্য একদম ফ্রি

বিশ্বব্যাপী গুগলের অফিস সমূহ

কেবল তাদের প্রধান কার্যালয়েই এমন নয়।তাদের যে অন্য দেশ গুলোতে অফিস গুলো রয়েছে সেখানেও রয়েছে এর মত প্রযুক্তি ও ন্যাচারের ছড়া ছড়ি।দেখলেই যেন চোখজুড়িয়ে যায়।বিশ্বব্যাপী গুগলের মত অফিসের সংখ্যা ৬৮টি। শুধু আমেরিকা ও কানাডায় গুলের অফিস আছে ২৩ টি,এশিয়া প্যাসিফিকে ১৪টি,ইউরোপে আছে ২৩টি,৫টি মিডেল ইস্টের দেশে এবং ৩টি ল্যাটিন আমেরিকায় রয়েছে।নিচে এই সব অফিস গুলোর ঠিকানা ফোন ফ্যাক্স ও এদের জোশ জোশ কিছু ছবি দিলাম

United States :

Google Inc.
1600 Amphitheatre Parkway
Mountain View, CA 94043
Phone: +1 650-253-0000
Fax: +1 650-253-0001

Google Ann Arbor
201 S. Division St.
Suite 500
Ann Arbor, MI 48104
Phone: +1 734-332-6500
Fax: +1 734-332-6501

Google Atlanta
Millennium at Midtown
10 10th Street NE
Suite 600
Atlanta, GA 30309
Phone: +1 404-487-9000
Fax: +1 404-487-9001

Google New York
76 Ninth Avenue
4th Floor
New York, NY 10011
Phone: +1 212-565-0000
Fax: +1 212-565-0001


গুগল অস্ট্রেলিয়া

Google Sydney
Google Australia Pty Ltd.
Level 5, 48 Pirrama Road,
Pyrmont, NSW 2009
Australia
Phone: +61 2 9374 4000
Fax: +61 2 9374 4001

গুগল চীন

Google Beijing
Tsinghua Science Park Bldg 6
No. 1 Zhongguancun East Road
Haidian District
Beijing 100084
Phone: +86-10-62503000
Fax: +86-10-62503001


গুগল হংকং

Google Hong Kong
Tower 1, Times Square
1 Matheson Street
Room 1706
Causeway Bay, Hong Kong
Phone: +852-3923-5400
Fax: +852-3923-5401

গুগল ইন্ডিয়া

Google Bangalore
Google India Pvt. Ltd
No. 3, RMZ Infinity - Tower E
Old Madras Road
3rd, 4th, and 5th Floors
Bangalore, 560 016
India
Phone: +91-80-67218000


Google Hyderabad
Google India Pvt. Ltd
Block 1, DivyaSree Omega
Survey No. 13, Kondapur Village,
Hyderabad
Andhra Pradesh, India

Google Mumbai

Google India Pvt Ltd
264-265 Vaswani Chambers
1st Floor
Dr Annie Besant Road
Mumbai, 400 025
India
Phone: +91-22-6611-7200

গুগল জাপান

Google Japan
Roppongi Hills Mori Tower
PO Box 22, 6-10-1 Roppongi
Minato-ku, Tokyo 106-6126
Phone: +81-3-6384-9000
Fax: +81-3-6384-9001

গুগল তাইওয়ান

Google Taipei
Level 73, Taipei 101 Tower
7 Xinyi Road, Sec. 5, Taipei, 110
Taiwan
Phone: 886 2 8729 6000
Fax: 886 2 8729 6001

গুগল ন্যাডালেন্ড

Google Amsterdam
Claude Debussylaan 34
Vinoly Mahler 4
Toren B, 15th Floor
Amsterdam, Netherlands
1082 MD, Netherlands
Phone: +31 (0)20-5045-100
Fax: +31 (0)20-524-8150

গুগল লন্ডন

Google London
Google UK Ltd
Belgrave House
76 Buckingham Palace Road
London SW1W 9TQ
United Kingdom
Phone: +44 (0)20-7031-3000
Fax: +44 (0)20-7031-3001

গুগল কোরিয়া

Google Seoul
Google Korea LLC.
22nd Floor, Gangnam Finance Center
737 Yeoksam-dong
Kangnam-gu
Seoul 135 984
South Korea
Phone: +82-2-531-9000
Fax: +82-2-531-9001

গুগল ফ্রান্স

Google Paris
38 avenue de l‘Opéra
75002 Paris
France
Phone: +33 (0)1 42 68 53 00
Fax: +33 (0) 1 42 68 53 01

গুগল সিংগাপুর

Google Singapore
Google Asia Pacific Pte. Ltd.
#38-01/01A
8 Shenton Way
Singapore 068811
Phone: +65 6521-8000
Fax: +65 6521-8901

গুগল স্পেন

Google Madrid
Torre Picasso
Plaza Pablo Ruiz Picasso 1
Madrid 28020
Phone: +34 91-748-6400
Fax: +34 91-748-6402

এই হলো বিশ্বব্যাপী গুগলের চেহারা।কেমন লাগলো ছবি গুলো?আশা করি চোখ জুড়ে গেছে (সাথে ব্যাথাও হয়ে গেছে)।
পরিশেষে হলতে হয় যে বিশ্বের সবচেয়ে বড় এই প্রতিঠানের কেবল কাজেই নয় ঘরে বাহিরে সমান তালে এগিয়ে রয়েছে।প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকবে একে ঘিরে।বিশ্বের মধ্যে যদি এমন একটি কোম্পানীতে যদি কেউ চাকুরী করার সুযোগ পায় তাহলে সে নিশ্চয় নিজেরকে অনেক গর্বিত মনে করবে।আর সেটা যদি গুগল হয় তাহলে তো কোন কথাই নেই।
২৬৩১৬ জন সারা বিশ্বে কাজ করছে গুগলে ( ৩১ মার্চ ২০১১)।পরিশ্রম করে যাচ্ছে বিশ্বকে পাল্টানোর জন্য।আর এই ভুমিকায় প্রথম কাতারে যারা পড়েন তারা হলো গুগলের প্রতিষ্ঠাতা সার্গেই ব্রিন, ল্যারি পেজ আর এরিক শ্মিট।

তারা না হলে হয়তো আজ গুগলের জন্ম হতো না।আর আমরাও এত সহজে ইন্টারনেট ব্যবহার করতে পারতাম না।তাই তাদেরকে জানাই স্যালুট।

টানা ৫ ঘন্টা ধরে টিউনটি করেছি।ভূল হলে দেখিয়ে দিবেন আশা করি।আর কেমন লাগলো টিউনটি তা জানাতে ভূলবেন না।সবাইকে আবারও ধন্যবাদ

Level 0

আমি সজীব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 819 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বলার কিছু নেই। প্রিয়তে নিলাম।

বাংলাদেশে গুগলের অফিস থাকলে ভালো হত।টিউনের জন্য ধন্যবাদ।

    আসলেই এটা অনেক কষ্টের ব্যাপার।আর বাংলাদেশে গুগলের অফিস প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকেই এগিয়ে আসতে হবে।যদি গুগলকে আমরা বেশি বেশি হাইলাইট করি এবং গুগল যখন মনে করবে যে বাংলাদেশে তারাও অনেক ভালো ব্যবসা করতে পারবে তখনই তারা এ দেশে অফিস করবে।তাই ততো দিন আমাদেরকে অপেক্ষা করতেই হবে

শেষ ছবিতে বাম থেকে সার্গেই ব্রিন, ল্যারি পেজ আর এরিক শ্মিট কে দেখা যাচ্ছে। কিন্তু বর্ণনায় তা মিলছেনা। দয়া করে ক্রমটা লিখে দিন।

    আসলে প্রথমে একটা ছবি দিয়েছিলাম সেখানে সার্গেই ব্রিন, ল্যারি পেজ আর এরিক শ্মিট এমন ক্রম অনুসারে ছিল,তাই ঠিক করতে মনে নেই।এখন ঠিক করে দিলাম.ধন্যবাদ ভুল ধরিয়ে দেবার জন্য।

Level 0

এক কথায় অসাধারণ ! অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য ।

অসাধারন টিউন।সপ্ন দেখি গুগলে কাজ করার।দেখি কতদুর যাওয়া যায়।

Level 0

অসাধারণ

many many thanks for this tune

ভাই এমন অফিসে কাজ করতে মন চায়।

    ভাইরে এমন অফিসে যদি পিয়নের কাজ ও দিতো তাহলেও ২ পায়ে খাড়া হয়ে রাজি হয়ে যেতাম।

ভালো লাগলো, অনেক ধন্যবাদ গুগুলকে পরিচিত করার জন্য

সজিব ভাই একি করলেন ভাই !!!
একে বারে বোম ফাটাইয়া দিলেন। চরম একটা পোস্ট হইছেরে ভাই।
বুঝতে পারছি অনেক সময় নিয়ে টিউনটা দিছেন, আর এই জন্য আপনাকে
অনেক অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় তে তো রাখলাম ই সেই শেয়ার করে দিলাম।

    ভাই আপনাকেও অনেক ধন্যবাদ টিউনটি দেখার জন্য

Level 0

অসাধারন টিউন

সামনে g শেষে gle এর মাঝক্ষানে oo দিয়ে google সামান্য 6 সংখ্যার এই নামের অর্থ '' অফুরন্ত '' এটা শুনে আসছি এতদিন কিন্তু আজ আপনার এই টিউন টির মাধ্যমে বুঝলাম আসলে নামের অর্থ আর মান টা যথাযথ।
অনেক অনেক ধন্যবাদ সজীব ভাই আপনার এই টিউনের জন্য

    আপনাকেও অনেক ধন্যবাদ ভাই গুগলের শব্দকে নিয়ে এনাল্যাইসিস করার জন্য।আসলেই গুগল মানে "অফুরন্ত" ,কাজে কর্মে সব দিক থেকেই "অফুরন্ত" গুগল

হিউজ পোষ্ট। মেগা পোষ্ট। মুগ্ধ হলাম।

একরাশ শুভেচ্ছা ও ধন্যবাদ।

Level New

অসাধারন।প্রিয়তে রইল।

Level 0

আহা প্রযুক্তির কি সর্বোচ্চো ব্যবাহার!! কি দেখালেন সজীব ভাই আমার এক্ষুনি যাইতে মুঞ্চায় 🙂

    তাহইলে আমেরিকা যাওয়ার জন্য ভিসা আর টিকিট কেটে ফেলেন।আমারেও নিয়েন ভাই 🙂 🙂 🙂

অসাধারন টিউন,
অনেক অনেক ধন্যবাদ সুন্দর ভাবে টিউনটি উপস্থাপনা করার জন্য।
অনেকদিন পর টেকটিউন্সে এসেই ভাল একটি টিউন পেলাম।

    আরে এতো আমাদের আতাউর রহমান !!! আপনি এতদিন কোথায় ছিলেন? অনেক মিস করতাম আপনাকে যাক মাঝরাতে মনটা অনেক ভালো হয়ে গেলে আপনাকে দেখে।আর টেকটিউন্সে আপনার কমেন্টস ব্যতীত কোন টিউনই পরিপূণতা পায় না।অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার কমেন্টস এর জন্য।

ভাই কি দেখাইলেন?? হায় হায় – গুগলির এত কিছু দেইখা মাথা চক্কর মারছে। 😀 😀 এক বার যদি ঢুকবার পারতাম!!!!

Level 0

খুব ভাল প্রিয়তে রইল

অনেক ভাল হইছে।
বলার মত কিছু খুজে পাইতাসি না।
carry on……………..
http://emraan—hashmi.blogspot.com/

দিগন্ত টিভি তে এরকম একটা প্রতিবেদন দেখেছিলাম। সংগ্রহে রাখার সুযোগ হয়নি। আপনার টিউন তা পাবার সাথে সাথে আগে প্রিয়তে নিলাম তারপর পড়লাম। ধন্যবাদ আপনাকে।

    তাই নাকি?গুগলকে নিয়ে দিগন্ত টিভি তে এরকম একটা প্রতিবেদন দিয়েছিল?ইসস মিস করলাম 🙁 ।ধন্যবাদ নিউজটি জানানোর জন্য

Level 0

খুব সুন্দর হয়েছে। wish i cud join them!!!!

Level New

এগুলো দেখে তো গুগল এর মত আমার মাথা গুরায়তাচে, যদি একবার এ আফিসে কাজ করতে পারতাম তাহলে নিজেযে ধন্য মনে করতাম। আপনি কি করেন ভাই জানতে পারি?

    আরে ভাই শুধু কি আপনি?সবাই ই ধন্য মনে করতো নিজেকে আর আমি ভাই বাংলাদেশেই থাকি টিটির সাথ 😀

েকা ক কথা Hobe না । বলার কিছু নেই ।

ইসস……… এই ছবিগুলো দেখলে মনে হয়, জীবনে একবার যদি google এ কাজ করতে পারতাম… এরকম অফিস কে না চায়

    ভাই আমারে যদি একবার মাত্র ১ দিনের জন্য ও কাজ করতে দিত তাহলোও আর কিছু চাওয়ার ছিল না।:)

google BD u insallh

Level New

অসাধারন হয়েছে। মন আনন্দে ভরে যাচ্ছে, কবে যাব গুগল প্লেক্স এ ?

চমৎকার লিখেছেন…

Level 0

আহ কি চমৎকার গুগল প্লেক্স, যদি একবার যাইতে পারতাম।

অহ কী একটা অবস্তা , অনেক জানলাম