গুগল।ইন্টারনেট ব্যবহারকারীরা যাকে এক নামে চেনে।যার কল্যাণের আজ আমাদের ইন্টারনেটের এই অবস্থান।যার কল্যানের আমরা মূহূর্তেই খুজি পাই সবকিছু।এক কথায় গুগলের তুলনা কেবল গুগলই।তাই একে ঘিরে আমাদের আবাকের শেষ নেই।কি খুব জানতে ইচ্ছা হয় না এই গুগলের অফিসটা কেমন?এর ভিতর বাহিরে না জানি কত সুন্দর।ঠিক তাই।করপোরেট দুনিয়া বা প্রযুক্তির দুনিয়া যাই বলুন না কেন গুগলের অবস্থান দিন দিন বেড়েই চলছে।আর এই কোম্পানীতে যারা চাকুরিরত আছে তারাও ইতিহাসেরই অংশ হয়ে থাকবে সেটা নিশ্চিত।এর ভিতর বাহির সবই যেন এক প্রযুক্তির লীলাভূমি।না দেখলে বিশ্বাস ই হবে না যে এত সুন্দর এই গুগল?তো আজ আমি আপনাদেরকে এই প্রযুক্তির লীলাভূমি থেকে ঘুরিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করবো,জনবো এর সম্পর্কে।
জ্বি,গুগলের এই অফিসকে বলা হয় "গুগলপ্লেক্স" (Googleplex)।এটি হলো গুগল ইনকর্পোরেশনের প্রধান কার্যালয়।যার অবস্থান 1600 Amphitheatre Parkway in Mountain View, Santa Clara County, California. গুগলের সকল কার্যক্রম এখান থেকেই পরিচালিত হয়।
এটি মোট ৪৭,০৩৮স্কোয়ার মিটার (৫০৬,৩১০ স্কোয়ার ফুট) স্থান নিয়ে অবস্থিত।২৬ একর জমির উপর অবস্থিত এর প্রধান অংশ ও ক্যাম্পাস।
পাখির চোখে গুগলপ্লেক্স
এর আশেপাশে বেশ জায়গা রয়েছে যেখানে অনেক গাছ-পালা রয়েছে।তাছাড়া ২ টি সুইমিং পুল ১টি বাস্কেটবল খেলার জন্য কোর্ট ও রয়েছে।মুলত গুগলেরর এই অফিসটি সাজানো হয়েছে সাইন্স ও ন্যাচারের সম্বনয়ে ।এখানকার অফিস বা এদের লবি মধ্যে গেলে আপনি দেখতে পাবেন অসংখ্য গাছ-পালা লতা পাতায় ছাওয়ানো।
প্রত্যেকের নিজের নিজের কাজের স্থান গুলো সাজানো রয়েছে অতুলনীয় ভাবে।হয়তো আপনি ভিতরে গেলে বুঝতেই পারবেন না কোথায় কে কাজ করছে,এমন ও দেখা যায় যে অনেক গুরুত্বপূর্ণ কাজ ও অনেকে সারছেন খোলা স্থানে।কোন গাছের নিচে।লাইটিং এর কারুকাজ দেখলে মনে হয় যেন এ এক অন্য জগত.মোট কথা হলো গুগল তাদের অফিসকে যতদূর সম্ভব প্রাকৃতিক করার চেষ্টা করেছে এবং এতে তারা ১০০% সফল।
এছাড়া এখানে কাজের ফাকে ফাকে বিনোদনের জন্যরয়েছে হোম থিয়েটার।যেখানে গুগলের কর্মচারীরা তাদের অবসর সময়টা বেশ আরামে কাটাতে পারে।
রয়েছে কফি সপ।সকালের ব্রেকফাস্ট ও খাবার দাবারের জন্য সকাল সন্ধ্যা গুগলের সকল সদস্যরা হাজির হয়ে যান এখান।খাওয়ার সাথে গল্প ও চলে জোরসে।
অধিকাংশ সময়েই ১ জন কর্মচারীর হতে একের অধিক কম্পিউটার থাকে।তবে এমন আছে যে কেউ কেউ একসাথে ৫-৬টি কম্পিউটার চালাতে হয়।
তাছাড়া এই গুগলপ্লেক্সে রয়েছে ২ টি সুইমিং পুল।গরম বেশি লাগলে বা সাতার কাটতে মন চাইলে নেমে পড়ে এক একজন আইটি গুরুরা।
এবার দেখা হবে ছবিতে গুগলপ্লেক্স (Googleplex)।দেখতে থাকুন আর ভাবতে থাকুন যাদের হোমপেজে নেই তেমন কোন কারুকার্য্য,নেই তেমন কোন বিশেষ ডিজাইন।অথচ তাদেরই অফিস কিনা এত সুন্দর?
গুগলের ইলেক্ট্যনিক লোগো
গুগল প্লেক্সের প্রধান ফটক
দেখেন আপুমনি কিসের মধ্যে বসে কাজ করছেন।খেলনা যন্ত্রপাতি ও তার পছন্দের সবকিছুই রয়েছে তার ডেক্সে
দেখেন ঘাস-পালার মধ্যে চলছে গুগলের কার্যক্রম
অফিসের পরতে পরতে দেখতে পাবেন গুগলের লোগোর কারুকার্য
কত সুন্দর লবি রয়েছে গুগলপ্লেক্সের অফিসের মধ্যে
গ্রুপ স্ট্যাডি করার মতো ওনারাও কি স্ট্যাডি করছেন?
দেখুন কি রিল্যাক্স মুডে গান শুনছে একজন
অবসর সময়ে কর্মচারীরা মেতে উঠেন শুটপুল খেলায়।যেটি রয়েছে তাদের ল্যাউচে
বাহ সংগীত চর্চা করাও যায় দেখছি অফিসের মধ্যে 😛
বস্কেটবল খেলার জন্য বয়েছে সুবিশাল এক চত্ত্বর
ওয়েটিং রুম
চুল কাটানোতেও রয়েছে আধুনিকতার ছোয়া
কি কাজ করতে করতে শরীর আর চলছে না?ব্যাপার না।আপনার জন্য স্পেশাল লোক আছে ম্যাসেজ করে দেয়ার জন্য
এটা হলো একটি আইডিয়া বোর্ড।যেখানে আইটি গুরুরা তাদের মনের অবচেতন আইডিয়া গুলো লিখে ফেলে।এমনকি একসময় সেই আইডিয়া গুলোকেই বিভিন্ন নতুন নতুন আবিষ্কারের জন্য কাজে লাগায়
Googleplex এর মধ্যে এটি একজনের নিজেস্ব রুম।আহা!! দেখলেই মনটা জুড়িয়ে যায়
কুকুর নিয়ে ঢুকতে চান?ওকে আপনি নিতে পারবেন।কিন্তু যারা বিড়াল নিয়ে যেতে চান তাদের জন্য দু:সংবাদ।আপনার প্রিয় বিড়ালটাকে বাহিরে রেখেই ঢুকতে হবে আপনাকে 🙁
এটা হলো গুগলের সোলার প্যান্যেল।যেখান থেকে পাওয়া যায় ১।৬ মেগা ওয়াট বিদ্যুত !! যা কিনা তাদের মোট বিদ্যুতের ৩০ শতাংশ
বাচ্চাদের জন্য রয়েছে খেলার সুযোগ যতে করে কেউই বিনোদন থেকে বাদ না পড়ে
এবার আসি গুগলের অফিসের মধ্যে খাবারের কি অবস্থা।
সাজানো আছে খাবার।গুগলপ্লেক্সে চাকুরী করলে আপনি গ্রহন করতে পারবেন এর স্বাদ চলছে দুপুরের খাবার গ্রহনের প্রক্রিয়া আছে হরেক করমের স্ন্যাকস আছে পার্কস জাতীয় তরল পানীয় ।যা গুগলের কর্মচারীদের জন্য একদম ফ্রি
কেবল তাদের প্রধান কার্যালয়েই এমন নয়।তাদের যে অন্য দেশ গুলোতে অফিস গুলো রয়েছে সেখানেও রয়েছে এর মত প্রযুক্তি ও ন্যাচারের ছড়া ছড়ি।দেখলেই যেন চোখজুড়িয়ে যায়।বিশ্বব্যাপী গুগলের মত অফিসের সংখ্যা ৬৮টি। শুধু আমেরিকা ও কানাডায় গুলের অফিস আছে ২৩ টি,এশিয়া প্যাসিফিকে ১৪টি,ইউরোপে আছে ২৩টি,৫টি মিডেল ইস্টের দেশে এবং ৩টি ল্যাটিন আমেরিকায় রয়েছে।নিচে এই সব অফিস গুলোর ঠিকানা ফোন ফ্যাক্স ও এদের জোশ জোশ কিছু ছবি দিলাম
Google Hyderabad
Google Mumbai
Google India Pvt Ltd 264-265 Vaswani Chambers 1st Floor Dr Annie Besant Road Mumbai, 400 025 India Phone: +91-22-6611-7200এই হলো বিশ্বব্যাপী গুগলের চেহারা।কেমন লাগলো ছবি গুলো?আশা করি চোখ জুড়ে গেছে (সাথে ব্যাথাও হয়ে গেছে)।
পরিশেষে হলতে হয় যে বিশ্বের সবচেয়ে বড় এই প্রতিঠানের কেবল কাজেই নয় ঘরে বাহিরে সমান তালে এগিয়ে রয়েছে।প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকবে একে ঘিরে।বিশ্বের মধ্যে যদি এমন একটি কোম্পানীতে যদি কেউ চাকুরী করার সুযোগ পায় তাহলে সে নিশ্চয় নিজেরকে অনেক গর্বিত মনে করবে।আর সেটা যদি গুগল হয় তাহলে তো কোন কথাই নেই।
২৬৩১৬ জন সারা বিশ্বে কাজ করছে গুগলে ( ৩১ মার্চ ২০১১)।পরিশ্রম করে যাচ্ছে বিশ্বকে পাল্টানোর জন্য।আর এই ভুমিকায় প্রথম কাতারে যারা পড়েন তারা হলো গুগলের প্রতিষ্ঠাতা সার্গেই ব্রিন, ল্যারি পেজ আর এরিক শ্মিট।
তারা না হলে হয়তো আজ গুগলের জন্ম হতো না।আর আমরাও এত সহজে ইন্টারনেট ব্যবহার করতে পারতাম না।তাই তাদেরকে জানাই স্যালুট।
টানা ৫ ঘন্টা ধরে টিউনটি করেছি।ভূল হলে দেখিয়ে দিবেন আশা করি।আর কেমন লাগলো টিউনটি তা জানাতে ভূলবেন না।সবাইকে আবারও ধন্যবাদ
আমি সজীব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 819 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বলার কিছু নেই। প্রিয়তে নিলাম।