আস-সালামু-আলাইকুম।
আপনারা সবাই কেমন আছেন?আশা করি আল্লাহ তায়ালার রহমতে সবাই ভালো আছেন।
আপনাদের একটু বিরক্ত করতে চাই।
বর্তমান সময়ে বাংলাদেশের মোটামুটি অনেকেই এখন ইন্টারনেট ব্যবহার করছেন তাও সবার বাসাতেই এখন ইন্টারনেট কানেকশন রয়েছে।কিন্তু কিছু বছর আগেও সেটা ব্যবহার করতে আমাদের সাইবার ক্যাফে তে যেতে হত।যাই হোক,এখন ইন্টারনেট বিল কিছুটা কমে যাওয়াতে এবং লোকাল আইএস্পি ও ডিলার দের কারনে সবাই বাসাতেই ইন্টারনেট ব্যবহার করছেন।
কিন্তু এই ইন্টারনেট ব্যবহার নিয়ে আমাদের রয়েছে অনেক অনেক অভিযোগ ও সমস্যা।এর থেকে বড় সমস্যা হলো এর দেখার যেনো কেউ নেই।তাই আমরাও হয়ে পড়েছি তাদের কাছে জিম্মি অথবা অসহায়।
তাই এই টিউন এ আপনি কোন সার্ভিস ব্যবহার করছেন এবং কোনো অভিযোগ আছে কিনা সেটা এখানে জানান।জদি সবাই ভালো ভাবে বলতে পারেন তবে এই লেখা টা আমি সকল ইন্টারনেট কোম্পানি কে মেইল করে জানাবো।এতে যদি কিছুটা উপকার হয় তাহলে তো আমাদের ই লাভ।তাইনা?
তাই দেরি না করে এখুনি কমেন্টা এর মাধ্যমে আপনার অভিজ্ঞতার কথা এখানে লিখুন।
""""""""""নামাজ কে বলোনা কাজ আছে।কাজ কে বলো নামাজ আছে।""""""""""""
আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।
For XP operating system:
Go to
My Computer > My Network Places > View Network Connections > Select your Connection (which one is active)
> Properties (Right Mouse Click) > General > Internet Protocol (TCP/IP)
Now Find "Use the Following DNS server addresses" at the bottom and put the following Code:
Preferred DNS server: 4. 2. 2. 2
Alternate DNS server: 8. 8. 8. 8
Now Click OK. Reconnect the Modem and You are DONE.
For windows 7 / vista operating system
change value dns server address with the above in your (tcp/ip) protocol.
[resolved]
reff link : http://www.google.com/support/forum/p/blogger/thread?tid=48fe1a6581e8fbff&hl=en
যাদের নেটওয়ার্ক এ সমস্যা বা বিশেষ কারণে কোন সাইট এ ঢোকা যাচ্ছেনা তারা ফেসবুকের এই গ্রুপে জয়েন করে অ্যাডমিনকে টোকা দিলেই সমস্যা সলভ (লিনাক্স এ ড্রাইভার চাওয়া ছাড়া)
@মুকুট ভাই, যারা আগের ইউজার, প্যাকেজ চেঞ্জ করেনি, তারা ১১৫০ টাকাতেই ৫১২ পাচ্ছে। আমি গত ২ মাসে ১১৫০ ই দিয়েছি।
@ml fast, আপনার CINR কম হয়ত। ইউএসবি মডেম ব্যাবহার করে থাকলে এক্সপ্যানশান কেবল দিয়ে সেটা জানালার ধারে ঝুলিয়ে দেখুন কি হয়। আর কানেকশান ম্যানেজার এ Connection type: Auto দিন। তাহলে ডিসকানেক্ট হওয়ার সাথে সাথে এমনিই কানেক্ট হয়ে যাবে।
http://banglalionwimax.com
http://qubee.com.bd
এই ২ সাইট এ চেক করুন আপনার এলাকা এর মধ্যে আছে কিনা
মাসে দুইশত টাকা ঢাবি আর একশত টাকা লাইন দেখাশোনাকারীকে দিতে হয়। বন্ধের দিন ছাড়া সবদিনই ডাকলে পাত্তয়া যায় কোন সমস্যায়।
এই রকম সার্ভিস পাত্তয়া দুস্কর। কেননা কেএস নেটত্তয়ার্ক নাম একটি প্রতিষ্ঠান ১০০০ টাকায় আনলিমিটেড নেট দেত্তয়ার কথা বলে ক্যাম্পাসের কিছু কিছু হল ইন্টারনেট সার্ভিস দেয় ডাউনলোড স্পীড ১৫-২০ :(। মনে হয় অন্যান্য ব্রডব্যান্ড সেবাদাতাদের একই অবস্থা 🙁
@tech_freak: tech freak vai, zbigz.com use koren .. kono upload korte hoy na .. torrent file sudhu download korben ,, santi ar santi ,,, olpo seed er file o santi moto full speed e download kora jay IDM die ,,
কিউবি ব্যাবহার করি প্রায় ৬-৭ মাস। ৫১২ কেবিপিএস। প্রথম প্রথম ডাউনলোড ও আপ্লোড স্পীড, সার্ভিস সব ছিল এক কথায় অসাধারণ। কিন্তু স্পীড ডাবল অফার এর পর সব অর্ধেকে নেমে ঠেকেছে।প্রচুর ডিস্কানেক্ট সাথে সার্ভার আপ-ডাউন। এখনো এই সমস্যায় আছি।বহু বার কাষ্টমার কেয়ারে ফোন করেও এর কোন সমাধান পাইনি। গতকালও দিনের ১১-১২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চেষ্টা করে ৩-৪ বার নেটে ঢুকতে পেরেছি। করার কিছু আছে কি???? কেউ পারলে হেল্পান
@মুকুট ভাই , আমি ১৬০ kbps ব্রডব্যান্ড ব্যাবহার করি ৬০০ টাকায় ! স্পিড এর তুলনায় টাকার পরিমাণ কি বেশি হয়ে গেল ?
স্পিড কখনো ১-৫ kbps চলে ,আবার ১৩-১৭ kbps, আবার রাতের বেলায় ২৫ – ৩৫ পাওয়া যায়, কিন্তু কিছুক্ষণের জন্য ! আমি Banglanet ISP ব্যাবহার করি । আমি থাকি আপনার খুব কাছের এলাকা বাসাবো কদমতলায় । আপনি কোন ISP ব্যাবহার করেন ?
৫১২ kbps কত টাকা বা আপনার ২৫৬ kbps কতো টাকা ?
আমাদের যারা লাইন দেয় তারা কিছুদিন আগে পর্যন্ত Banglanet ISP ব্যবহার করতো।খুব খারাপ সার্ভিস।স্পীড অনেক আপ ডাউন করে।তাই তারা ওটা ছেরে এখন আকিজ থেকে লাইন নিয়েছে।স্পীড অ খুব ভাল এবং বিল ও কমিয়েছে।আগে ২৫৬ দিতাম ৯০০ টাকা।এখন দেই ৭০০ টাকা।
আর Banglanet ISP এর সার্ভার ঠিকানা হল http://www.download.banglanetbd.com
অনেক দিন থেকে তারা FTP Server আপডেট করেনা।
Banglanet ISP একটা হারামি নেট ! নেট এর এই অবস্থা দেখে আমার কান্না পায় ! 🙂 এরা স্পিড কম দেয় টাকা বেশি নেয়! আপনার প্যাকেজ এর সাথে আমার মাত্র ১০০ টাকার পার্থক্য ! আর ওরা এখনো ৭০০ টাকায় ১৯২ স্পিড দেয় ! আর ৫১২ kbps ১৬০০ টাকা এখন কোথাও আছে কি না আমার সন্দেহ !
আপনার আকিজ ISP এর লাইন কি মানিকনগর থেকে কদমতলায় আনা যাবে কি ? যোগাযোগ এর ঠিকানা টা কি ?
প্লিজ একটু জানান ………।।
আমি কিউবি ব্যবহার করি 1 Mbps-এর কানেকশন। ডাউনলোড স্পীড মোটামুটি ঠিক থাকে, আপলোড স্পীড খুব-ই কম। তবে, এখন যেই সমস্যায় পরেছি সেটা হল গত ২-৩ দিন থেকে ডাউনলোড স্পীড খুব-ই কম পাচ্ছি। গতকাল কাস্টমার সেন্টার-এ ফোন দিয়েছিলাম। ওরা আমাকে জানাল যে আমি এই মাসে প্রচুর ডাউনলোড করেছি, এইজন্য আমার স্পীড সাময়িকভাবে কমিয়ে দেয়া হয়েছে! আমি বললাম যে, আমিতো আনলিমিতেড প্যাকেজ ব্যবহার করি, আর এত স্পীডের কানেকশন তো নিয়েছি ডাউনলোডের জন্যই, শুধু ব্রাউস করার জন্য তো এত স্পীড নেয়া দরকার লাগে না আমার। ওরা বলল যে, "ডাউনলোড স্পীড আনলিমিতেড-ই। কিন্তু, একটা ইউজার যদি একমাসে অনেক বেশি ডাউনলোড করে ফেলে, তাহলে ঐ এলাকায় যাতে অন্য ইউজারদের সমস্যা না হয়, এজন্য ঐ ইউজারের স্পীড সাময়িকভাবে কমিয়ে দেয়া হয়। দুই-তিন দিন কোন ডাউনলোড কইরেন না, তাহলে ইনশাল্লাহ আবার স্পীড ঠিক হয়ে যাবে।" এখন কথা হল, আমি এত টাকা দিয়ে 1 Mbps-এর কানেকশন ব্যবহার করি। আর আমি বেশি ডাউনলোড করতে পারব না! আমার প্যাকেজের জন্য আমি টাকা দেই, আর অন্য ইউজাররা তাদের প্যাকেজের জন্য তারাই টাকা দেয়। অথছ, আমার আনলিমিতেড প্যাকেজে আমার বেশি ডাউনলোডের জন্য অন্য ইউজারদের সমস্যা হয়-এটা কি আমার দোষ!!! এরকম যদি আগে শুনতাম যে, আনলিমিতেড প্যাকেজে বেশি ডাউনলোড করলে স্পীড কমিয়ে দেয়া হয়, তাহলে তো আর এই কানেকশন নিতাম না…..
গ্রামীন ফোনের একতা সিম ব্যবহার করি । বলা যায় একরকম শান্তিতেই আছি ।
আমি সেই ৯৯ সাল থেকে প্রবাসী আর প্রবাসী হবার কারণে সম্ভববত বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট ব্যাবহার করতে পারছি ২০০০ সাল থেকে.
http://www.speedtest.net/result/1312974122.png
কিন্তু আমি যখন দেশে থাকি তখন dial up,citycell zoom ব্যাবহার করেছি বাধ্য হয়ে।
আমার বাসা বাসাবোতে ওখানে ব্রডব্যান্ড লাইন নিয়েছি কিন্তু সমস্যা হয়েছে আমার wife এর বাসায় পুরান ঢাকায়।ওকে laptop কিনে দিয়েছি ,কিউবি কিনে দিয়েছি কিন্তু কিউবি নেটওয়ার্ক পায়না তারপর গ্রামীনফোন কিনে দিয়েছি তাও এই আছে এই নাই অবস্থা আমি teamviewer দিয়ে ওর speed দেখেছি মাথা নষ্ট সাধারন voice chat ও করতে পারি না অথচ আমার মতো অন্য দেশের প্রবাসীরা voice chat করেই ফোনের কাজ করছে পরে বাধ্য হয়ে গতকাল ওখানে ব্রডব্যান্ড লাগিয়েছি 256kb ১০০০ টাকা অথচ আমি এখানে download speed 10.45mbps এবং upload speed 5.35mbps এর বিল দেই ১৫০০ টাকা ।নিজের দেশ তাই কিছু বলতেও পারিনা আবার সইতেও পারিনা শুধু এইটুকুই দোয়া করি আল্লাহ তুমি ওদের হেদায়েত করো । সবাই বলেন… আমিন
আমি এতজন হতভাগ্য কিউবি ব্যাবহারকারী। প্রায় ছয়-সাত মাস ধরে আছি কিউবির সাথে। প্যাকেজ স্পীড ৫১২ কেবিপিএস। প্রথম প্রথম ডাউনলোড ও আপ্লোড স্পীড, সার্ভিস সব ছিল এক কথায় অসাধারণ। কিন্তু স্পীড ডাবল অফার এর পর সব অর্ধেকে নেমে ঠেকেছে। বারবার ডিসকানেক্ট সাথে সার্ভার আপ-ডাউন। ব্লগস্পটসহ আরো কিছু সাইটে বেশ কয়েকদিন ধরে লগইন করতে পারছি না। এখনো এই সমস্যায় আছি। বহু বার কাষ্টমার কেয়ারে ফোন করেও এর কোন সমাধান পাইনি। কি যে করবো?
Hi! every one i'm really enjoying this post so, i'm sharing my experiences with my isp its a broadband service provider.
Speed unlimited (24hours) price
356 kb/s (45~48KB/s) Tk. 600/m
upload is same as download
Speed unlimited (12 hours but isp doesn't know that i'm using it ;-D) price
2.1 Mb/s Tk. 000/m
upload is 100~110 KB/s
Although it isn't much but hey its free and i've downloaded over a terabyte last 6~7 month and yet they doesn't realize 😀
He!he!!he!!! my ISP uses 5Mb/s dedicated fiber optic link from BTCL. It is a simple trick i'm using their dedicated 2.1 Mb/s Mac and IP and they thought their office is using it at night(!?!) that's it. And 356 kb/s = Tk. 600/m, 'cause a friend of mine works there so he gave me a special higher class IP that never drops below 350 kb/s and its unlimited and how much i downloaded it'll not be slowed down 🙂 . Another thing I've got 2 X 1Mb/s Macs and respective IPs 😀 but sadly my HDD at its limit by my huge downloads 🙁 . Need to upgrade my HDD into 2TB or more to accommodate my downloads.
Bro vua khobor apni bolsen & amar kotha valo vabe bujhun. Ami bolesi age 128 kpbs & 256 kpbs ar unlimited jei package silo ta akhon ar available nei tobe ager customer ra sei offer passe. Tader speed double kore dea holeo kisu din por abar ager speed a komiye dea hoyese. Ar ami Banglalion ar 128 kpbs ( 600+ 90 taka Unlimited) package use korsi & ja bolsi khub valo vabe bujhei bolsi. Speed double korar por ami 35 kb petam ar akhon 18/19 kb passi.
Ami Jatrabari te Banglalion 512Kb king package (1150tk including VAT) ta use kori, unlimited net, download kokhonoi fluctuate korte dekhinai last 5month e. Tobe upload speed pai avrg 18KBps. 24×7 net thake. ami kokhono disconnected hoini, Even continue 17hour download e o speed fluctuate korte dekhinai.
ভাই, আমি আছি খুব চিন্তায়। আমার ৩টা মডেম। সবগুলোই পোস্টপেইড। ২টা ৫১২ ১টা ১ মেগাবাইট।
১ মেগাবাইটে আমি খুব ভাল স্পিড পেতাম। ৪৮০, ৭২০ রেজুলেশনে সকল ভিডিও বাপারিং টাইম চাড়াই দেখতাম। কিন্তু গত ১৫ দিন যাবত আমার এই স্পিড ৫১২ এর থেকেও ৮ ভাগ কমে গেছে। গুগল খুলতে ৫-১০ মিনিট লাগে। কিন্তু মাঝে মাঝে ডাউনলোড ভালই দেখায়। নেট কানেক্ট হতে প্রচুর সময় লাগে। এটা কি আমার কম্পিউটারের সমস্যা নাকি মডেমের। কতবার কাস্টমার কেয়ারে কল করলাম। সবাই বললো ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তো মহা চিন্তায়। কেউ কি সাহায্য করবেন?
সিএনআইআর ১৮-২২ থাকে সবসময়। সবকিছুই ঠিক আছে।
আমি থাকি ল²ীপুর শহরেই। এক্কেবারে টাওয়ারের পাশেই
আমি বাংলালায়ন ৫১২ ও ব্রডব্যান্ড ২৫৬ ব্যবহার করি।২টাই আনলিমিটেড।
বাংলালায়ন এর ক্ষেত্রে আপাতত কোনো সমস্যা নাই।ডাউনলোড স্পীড ফুল।
ব্রডব্যান্ড এর ক্ষেত্রে ও সমস্যা নাই।তবে মাঝে মাঝে লাইন থাকেনা।