গুগল রি-ক্যাপচার সাথে সকলেই পরিচিত আর এটা বিরাট বিরক্তিকর ব্যাপার। বিশেষ করে যখন খুব প্রয়োজনীয় কাজ দ্রুত করার প্রয়োজন পড়ে তখনই ক্যাপচা এসে আঁটকে দেয়, কি আর বলবো! কম্পিউটার তুলে আছাড় মারলেও গায়ের রাগ শেষ হবে না।
যদিও গুগল তাদের এই বিশেষ জিনিষকে দিনের পর দিন আরো উন্নত করছে, বিশেষ করে রোবটের জন্য আরো কঠিন এবং মানুষের জন্য সহজ। কিন্তু তারপরেও ছোট্ট একটি ট্রিক খাটিয়ে এই বিরক্তিকর জিনিষটি থেকে মুক্তি পাওয়া সম্ভব।
মোবাইলে উইজারদের জন্য কোন উপায় আপাতত আমার জানা নেই, তবে পিসি ইউজারগন, বিশেষ করে ক্রোম ওয়ালারা এবং ফায়ারফক্স ওয়ালারা আপনাদের ব্রাউজারে এক ছোট্ট এক্সটেনশন ডাউনলোড করার মাধ্যমে আরামে গুগল রি-ক্যাপচা বাইপাস করতে পারবেন।
ক্রোমের জন্য এখান থেকে এবং ফায়ারফক্স ইউজার’রা এখান থেকে এক্সটেনশনটি ডাউনলোড করুন!
এক্সটেনশনটি ইমেজ ক্যাপচা সল্ভ করতে সক্ষম নয়, তবে আশা করা যাচ্ছে দ্রুতই এই ফিচারটিও এড করা হবে। যাইহোক, ক্যাপচা ওপেন হওয়ার সাথে সাথেই নিচের ইমেজের মতো দেখতে পাবেন, মানে এক্সটেনশনটি অ্যাক্টিভেট হয়ে গেছে।
এবার জাস্ট অডিও চ্যালেঞ্জ গ্রহণ করুন তারপরে এক্সটেনশন টিক মার্ক আইকনটিতে ক্লিক করুন, আপনাকে অডিও শুনে ক্যাপচা পুরন করতে হবে না, আপনার হয়ে এক্সটেনশনটি ক্যাপচাটি পুরন করে দেবে।
সেকেন্ডের মধ্যে গুগল রি-ক্যাপচা বাইপাস করা সম্ভব হবে। যদিও এই এক্সটেশনটি ১০০% নির্ভুল কাজ করে না, কিন্তু আমি দিনে অন্তত ১০ বার ইউজ করি, আর মোটেও ক্যাপচা পুরন করা নিয়ে প্যারা নিতে হয় না।
অনেক সময় ভালো ভিপিএন ইউজ করলে ক্যাপচাতে চ্যালেঞ্জ বাইপাস করা অনেক সহজ হয়ে যায়। তাছাড়া আপনি চাইলে নিজে থেকেও অডিও চ্যালেঞ্জ সল্ভ করতে পারেন, এটা ভিজুয়াল চ্যালেঞ্জ থেকে অনেক সহজ।
আমি মোঃ আশারিয়া আন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাই। শুভকামনা রইলো।