বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভাল আছেন। নিত্যনতুন বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক নতুন নতুন টিউন দেখার জন্য টেকটিউনস-এ আপনাকে স্বাগতম। আজকের টিউনটি অন্যান্য টিউন এর চাইতে সম্পূর্ণ ভিন্ন।
আজকের এই টিউনে আমি আলোচনা করব আইবিএম এর ২ ন্যানোমিটারের চিপ তৈরির ব্যাপারে। আর এজন্য অবশ্যই টিউনটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন।
আইবিএম টেস্ট ল্যাবে 2 ন্যানোমিটার চিপস তৈরির মাধ্যমে কম্পিউটার প্রসেসর জগতে এক যুগান্তকারী পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। আমরা জানি যে, একটি প্রসেসর তৈরীর ক্ষেত্রে সবচাইতে গুরুত্ব পায় সেই প্রসেসরটির ন্যানোমিটার টেকনোলজি। যেখানে একটি প্রসেসর তৈরি তৈরি করার জন্য এ সূচক ব্যবহার করা হয়। যেখানে একটি প্রসেসরের ন্যানোমিটার যত কম হবে সেই প্রসেসর এর প্রযুক্তিগত উন্নয়ন বা কর্মক্ষমতা তত বেশি হবে। আইবিএম এর দাবি অনুসারে তাদের নতুন পরীক্ষামূলক চিপ বাজারে বর্তমানে থাকা ৭ ন্যানোমিটার চিপ এর চাইতেও ৪৫% বেশি কার্যকর।
তাদের পরীক্ষামূলক চিপ বাজারে থাকা অন্যান্য চিপ এর চাইতে 75% শক্তি কম খরচ করায় এটি হবে কার্যক্ষমতায় অনেক উন্নত। আর প্রতিষ্ঠানটির দাবি, এর ফলে মোবাইল ফোনের ব্যাটারির কার্যক্ষমতা ও আগের চাইতে চারগুণ বেশি হবে, অর্থাৎ সেই ফোনটি আগের চাইতে চারগুণ বেশি ব্যাটারি ব্যাকআপ দিবে। আর এতে করে সেই মোবাইলটি চার দিন পর পর চার্জ দেওয়ার প্রয়োজন পড়বে। আমরা সকলেই এটা জানি যে একটি প্রসেসর তৈরি করার ক্ষেত্রে উৎপাদনকারীরা সব সময় সেই প্রসেসরটির ট্রানজিস্টর গুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। একটি প্রসেসর এর ভেতরে লক্ষ-কোটি ট্রানজেকশন থাকে।
প্রসেসর এর ভেতরে থাকা একটি ট্রানজিস্টর থেকে অন্য একটি ট্রানজিস্টার এর দূরত্বকে ন্যানোমিটারে হিসাব করা হয়। যেখানে একটি ট্রানজিস্টার থেকে অন্য একটি ট্রানজিস্টার পরপর সাজানো থাকে। আরেকটি ট্রানজিস্টর থেকে অন্য একটি ট্রানজিস্টর এর দূরত্ব যত কম হবে সেই প্রসেসর এর ডাটা ট্রান্সফারের তত বেশি হবে। এছাড়া একটি ট্রানজিস্টর থেকে অন্য একটি ট্রানজিস্টরের দূরত্ব যত কম হবে সেই প্রসেসরটি তত কম পরিমাণ শক্তি খরচ করবে। অর্থাৎ প্রসেসর এর ভেতরে থাকা ট্রানজিস্টর গুলোর দূরত্ব যত কম হবে সেই প্রসেসরটি কম শক্তি খরচ করার কারণে বেশিক্ষণ ব্যাটারি ব্যাকআপ দিবে।
কেননা প্রসেসর এর ভেতরে থাকা একটি ট্রানজিস্টর থেকে কোন একটি ট্রানজিস্টরে কোন তথ্য আরও দ্রুত পৌঁছাবে এবং সেগুলো একত্রিত করে প্রসেসিং করার সময় তা আরো দ্রুত হবে। আপনি যদি প্রসেসর সম্বন্ধে বিস্তারিত না জেনে থাকেন তবে আমার আগের করা একটি টিউন দেখে আসতে পারেন। যেখানে আমি প্রসেসর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এই টিউনে আপনি পেয়ে যাবেন প্রসেসর এর ন্যানোমিটার, কোর ও গিগাহার্জ সম্পর্কে বিস্তারিত তথ্য। তাই আপনি যদি আমার আগের টিউন টি মিস করে থাকেন তবে এখানে ক্লিক করে সেটি দেখে নিন। যেখানে আমি প্রসেসর সম্পর্কে সহজ ভাষায় বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি।
আইবিএম এর তৈরি এই প্রসেসরে নোখের আকৃতির সমপরিমাণ চিপের মধ্যে পাঁচ হাজার কোটি ট্রানজিস্টর একত্রিত থাকতে পারে। যেখানে বর্তমানে এই প্রসেসর টির এখনো পরীক্ষামূলক ব্যবহার চলছে এবং সংশ্লিষ্টরা আশা করছে যে, এই প্রসেসরটি বাজারে ছাড়া হলে সামনের বছরগুলোতে এটি কম্পিউটার ব্যবস্থাপনায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে। বর্তমানে বাজারে যেখানে সর্বনিম্ন ৭ ন্যানোমিটার এর প্রসেসর রয়েছে, যেখানে এই প্রসেসরটি বাজারে ছাড়া হলে সেটি হবে সবার সেরা। যেখানে সেভেন ন্যানোমিটার প্রযুক্তির প্রসেসর এর মধ্যে রয়েছে এই এমডি রাইজেন প্রসেসর। তবে ২০১৯ সালের আগে কিন্তু এসব প্রসেসর এর সেরকম তেমন প্রচলন শুরু হয়নি। কিন্তু যেখানে আইবিএম ৭ ন্যানোমিটার এর প্রসেসরটি নিয়ে কাজ করা শুরু করেছিল তার ঠিক চার বছর আগে।
তবে বাণিজ্যিকভাবে যেসকল প্রতিষ্ঠানগুলোর প্রসেসর তৈরি করে তারা ঘোষণা দিয়েছিল যে, আগামী কয়েক বছরের মধ্যে আরো উচ্চক্ষমতাসম্পন্ন কম ন্যানোমিটারের প্রসেসর তারা তৈরি করবে।
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম আইডিসির রিসার্চ ডিরেক্টর পিটা রুডেন বলেন, নতুন এ উদ্ভাবনকে যুগান্তকারী আবিষ্কার হিসেবেই বিবেচনা করা উচিত। এছাড়া তিনি আরো বলেন যে, আমরা অনেক প্রতিষ্ঠানকে ১৪ ন্যানোমিটার থেকে ১০ ন্যানোমিটার এবং ১০ ন্যানোমিটার থেকে ৭ ন্যানোমিটার এর চিপ উৎপাদন করতে দেখেছি। যেখানে প্রসেসর তৈরি করার ক্ষেত্রে কারো কারো কাছে ৭ ন্যানোমিটারের প্রসেসর তৈরি করা ছিল অনেক কঠিন একটি বিষয়।
আইবিএমের তৈরি নতুন প্রসেসর কি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি খাতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন। যেখানে কিছু কিছু কাজ করার ক্ষেত্রে অনেক উচ্চ ক্ষমতাসম্পন্ন গ্রাফিক্স কার্ড এর প্রয়োজন পড়ে। যেখানে এই প্রযুক্তিটি অনেক সুবিধা এনে দিবে। যেটি হবে সেই ডিভাইসের শক্তি সাশ্রয়ী এবং দ্রুত ডেটা প্রসেসিং করার যুগান্তকারী সমাধান। আর এই প্রযুক্তির অধিক কার্যক্ষমতা যুক্ত প্রসেসর ডেটা সেন্টারগুলোকে আরো অনেক সুবিধা এনে দেবে।
আইবিএম যে হার্ডওয়ার রিসার্চের ক্ষেত্রে অন্যতম প্রধান প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে এ উদ্ভাবন তারই একটি বার্তা। যেখানে আইবিএম জানায় যে, তাদের তৈরী ২ ন্যানোমিটার প্রসেসর এর জন্য পরীক্ষামূলক চিপ যুক্তরাষ্ট্রের আলবানি রিসার্চ চালাবে উৎপাদন করা হয়েছে। বর্তমানে যেখানে বিশ্বের পুরো জায়গায় চিপ উৎপাদন এবং এর সরবরাহের অনেক সংকট চলছে তখন সে সময়ে এমন আবিষ্কারের সংবাদ প্রযুক্তির বাজারে এক আশার আলো দেখাচ্ছে বলে অনেকেই মনে করছেন। আর এতে করে আশা করা যাচ্ছে যে, চীন ও তাইওয়ানের ওপর অচিরেই প্রসেসর এর নির্ভরতা কমে যাবে।
তো বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি। টিউন সম্পর্কিত কোনো মতামত এবং আপনার কোন অভিজ্ঞতার কথা জানাতে টিউনমেন্ট করুন। আর যদি টিউনটি আপনার কাছে ভাল লেগে থাকে তবে জোসস করুন।
আশা করছি আইবিএমের তৈরি এই প্রসেসরটি আগামীতে প্রযুক্তির বাজারে এক নতুন অভিজ্ঞতা যুক্ত করবে। যেখানে আপনি আমি নতুন ডিভাইস গুলো ব্যবহার করতে পারব আরও অনেক দ্রুত ভাবে। তো বন্ধুরা, দেখতে থাকুন টেকটিউনস এবং আমাকে ফলো করে রাখুন পরবর্তীতে আপনার হোমপেজে দেখার জন্য। তাহলে আগামীর কোন টিউনে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)
প্রিয় ট্রাসটেড টিউনার,
আপনার টিউনটি ‘ট্রাসটেড টিউন’ হিসেবে বিবেচিত হলো না এবং ‘টেকটিউনস ক্যাশ’ প্রসেস হলো না।
কারণ:
টেক নিউজ ও টেক নিউজ রিলেটেড কোন টিউন ট্রাসটেড টিউন’ হিসেবে বিবেচিত হয় না।
টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে আপনাকে সবমসয় Up to the Mark কোয়ালিটির, এক্সক্লুসিভ, ইউজার এনগেজিং, ইন্টারেস্টিং এবং টেকটিউনসে ইউনিক টিউন টপিক নিয়ে টিউন করতে হয়।
করণীয়:
আপনি আরও বেশি নতুন নতুন এক্সক্লুসিভ, ইউজার এনগেজিং, টেকটিউনসে ইউনিক এমন টপিক নিয়ে স্টার্ডি ও রিসার্চ করুন এবং আপনার পরবর্তি টিউনের টপিক হিসেবে এক্সক্লুসিভ, ইউজার এনগেজিং, টেকটিউনসে ইউনিক এমন টপিক এর উপর টিউন করুন।
আপনার পরবর্তি টিউনের টিউন টপিক Up to the Mark কোয়ালিটির, এক্সক্লুসিভ, ইউজার এনগেজিং, ইন্টারেস্টিং, টেকটিউনসে ইউনিক এমন, টিউন টপিক নিয়ে টিউন করা না হলে, সে টিউনের জন্য টেকটিউনস ক্যাশ প্রসেস হবে না এবং আপনার পরবর্তি টিউনের টিউন টপিক বারংবার Up to the Mark না হলে আপনার ট্রাসটেড টিউনারশীপ অপসারিত হবে।
আপনার পরবর্তী সকল টিউন, নির্দেশিত এই গাইডলাইন মেনে টিউন করুন।