আপনি যদি সোসিয়াল মিডিয়া Facebook, Twitter, LinkedIn, Gmail, Yahoo mail, etc ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এই পোস্টটি আপনারই জন্য

আসসালামুয়ালাইকুম,

সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা, আশাকরি সকলে আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আল্লাহর রহমতেে ভালো।

টেকটিউনসে এটি আমার প্রথম টিউন আশা করি সকলের ভাল লাগবে এবং কাজে দিবে। যাই অনেক কথা বলে ফেললাম এখন কাজের কথায় আসি।

আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব তা হলো Two-way verification. আশা করি আপনারা সকলেই এই বিষয়টি সম্পর্কে অবগত আছেন। কেউ যদি এই বিষয়টি না জেনে থাকেন তাহলে টিউমেন্টে জানাবেন আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।

 

যাইহোক আমি ধরে নিলাম আপনারা সকলে 2 way verification সম্পর্কে অবগত আছেন।

আচ্ছা বিষয়টা বলার পূর্বে আমি আপনাদের আমার সাথে ঘটে যাওয়া ছোট্ট একটি ঘটনা দিয়ে শুরু করব।

একদিন আমার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করা খুবই প্রয়োজন কিন্তু কোন কারনে 2 way verification চাচ্ছে কিন্তু নেটওয়ার্ক জনিত কারণে ফোনে ভেরিফিকেশন কোড আসতে ছিল না। তাই তখন হাজার প্রয়োজনেও আমি আমার একাউন্টে লগইন করতে পারিনি। আমার ধারণা আপনাদের মধ্যে অনেকেই এমন ঝামেলায় পড়েছেন।

তাই এমন ঝামেলা যেন পরবর্তীতে পড়তে না হয় সেই বিষয়টা ই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব।

 

আমরা জানি কোন একাউন্টে 2 way verification চালু করার পর উক্ত একাউন্টে নতুন ডিভাইস থেকে প্রবেশ করতে হলে এসএমএসে আসা কোড দিয়ে ভেরিফাই করতে হয়। কখনো কোড না আসলে ব্যাকআপ কোডের মাধ্যমে আমরা অ্যাক্সিস নিতে পারি। কিন্তু সাধারণত কোডগুলা হারিয়ে যায় (আমার ক্ষেত্রে এমনটা হয়) যার ফলে অনেক সময় আইডিতে এক্সেস নিতে প্রবলেম হয়।

 

তাই আপনারা এসএমএস, ব্যাকআপ কোড, এবং তার পাশাপাশি Google authenticator app ব্যবহার করতে পারেন, play store or app store এ Google authenticator লিখে সার্চ করলেই অ্যাপস টি পাবেন। এই অ্যাপসটি ইউজ করলে আপনার এসএমএস অথবা বেকাপ কোডের চিন্তা করতে হবে না। তাই আজি গুগলের অ্যাপসটি ইন্সটল করুন এবং আপনার সমস্ত সোশ্যাল মিডিয়াতে অ্যাপটি সংযুক্ত করুন। অ্যাপসটা সেটআপ করা খুবই সহজ আশা করি আপনারা সবাই পারবেন।

 

কারো দেএই অ্যাপসের সেটআপ সম্পর্কে যদি কোন প্রশ্ন থাকে বা কিভাবে সেটাপ করতে হবে সেটা জানতে চান তাহলে টিউমেন্টে জানাবেন আমি খুব দ্রুত সেই বিষয়ে একটি টিউন করব।

আমার আজকের টিউন এই পর্যন্তই।

শেষমুহূর্তে একটি কথা না বললেই নয় আমরা সবাই জানি বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এ বাংলাদেশ তথা সারা বিশ্বে পরিস্থিতি অনিয়ন্ত্রিত। এই পরিস্থিতিতে আমাদের সবাইকে নিজ নিজ জায়গায় অবস্থান নিয়ে এই ভাইরাস মোকাবেলা করতে হব।

স্টে হোম স্টে সেফ।

Level 2

আমি রাসেল মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস