গ্রাম, শহর- সবখানেই বেড়েছে শীতের দাপট। যেমন নানান বৈচিত্র্য ও সৌন্দর্যের ডালি নিয়ে আসে শীতকাল তেমন শীতকাল মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। কথায় আছে- মাঘের শীতে বাঘ কাঁপে। শুধু বাঘ না কনকনে শীতে মানুষও কাঁপে। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ পরে অসুবিধায়। যদিও শহরে শীতের পরিমাণ একটু কম থাকে। ঘুমানোর সময় শীতকালে ল্যাপ, কম্বল থাকলেও অন্য সময় ঘরে কাজকর্ম করা অস্বাভাবিক হয়ে উঠে। শিশু এবং প্রবীণদের জন্য শীত সহ্য করা কঠিন। তাই অতিরিক্ত শীত মোকাবেলায় বাজারে এসেছে নানা ব্র্যান্ডের রুম হিটার। ইলেকট্রিক এই যন্ত্রটি ব্যবহারে পাওয়া যাবে উষ্ণতা। রুম হিটার ঘরের এক কোণায় রেখে ৩ থেকে ৪ ঘণ্টা দরজা, জানালা বন্ধ করে রাখতে হয়। শীতকালে রোদ যেমন শরীরে আমেজ তৈরি করে ঠিক তেমন রাতে বা দিনে ঘরের ভেতর আরামদায়ক রাখতে রুম হিটারের জুরি নাই। বাজারের বিভিন্ন রুম হিটারের মধ্যে Bushra ACB-11 Room Heater সেরা।
এটি সাদা রং এর ডিম্বাকৃতির রুম হিটার যা ঘরে যে কোন জায়গায় বহন করা যায়। এটি অনেক আরামদায়ক। এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটি হ্যান্ডেল বার আছে। এই হিটারটির ডিজাইন দৃষ্টি কাড়া যার দুটি knob regulators এবং একটি indicator light রয়েছে। এর পিছনের দিকে একটি পাওয়ার সাপ্লাই ক্যাবল রয়েছে। এই আকর্ষণীয় ও আধুনিক মডেলের রুম হিটার টি ঘরের যে কোন জায়গায় সেট করা যায়।
এটি অসামান্য সাদা রং এর রুম হিটারের এবং আধুনিক ফিচার সম্পূর্ণ মডেল। এটি আপনার ঘরে অতিরিক্ত আলো সরবরাহ করবে। এই মডেলের কিছু প্রাথমিক বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলঃ
এই মডেলটিতে ৪ টি অপারেটিং সিটিং ফাংশন থাকে। অফ, ফ্যানের অপশন, তাপমাত্রা কম এবং বেশি করার অপশন রয়েছে। সুতরাং আপনি আপনার প্রয়োজনীয়তা অনুসারে অপারেশন মুড সেট করতে পারেন।
এই মডেলটিতে 1000 ওয়াট এবং 2000 ওয়াটের দুটি হিটিং স্তর রয়েছে। আপনি আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী হিটিং ফাংশন সেট করতে পারেন।
দু'টি নব রেগুলেটর রয়েছে যেগুলি একটি সময় নির্ধারণের জন্য এবং অপরটি হিটিংয়ের সেটিং করার জন্য রয়েছে। সেটিংয়ের কয়েকটি স্তর রয়েছে। সেই অনুযায়ী, আপনি গতি সেট করতে পারেন।
আপনার নিরাপত্তার জন্য ওভার হিট প্রটেকশন ব্যবহার করা হয়েছে। এতে একটি হিট সেন্সর রয়েছে। অতিরিক্ত গরম হলে হিটারটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে।
এই মডেলটিতে গরম বায়ু ছড়িয়ে দেওয়ার জন্য অটোমেটিক oscillation সিস্টেম রয়েছে। যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন রুম হিটার টি আপনার ঘরের কোন স্থানে আছে।
এই হিটারটি একটি উচ্চ শক্তিশালী মডেল যা 220V থেকে 230V এর স্বাভাবিক ভোল্টেজ সহ সহজেই চালানো যেতে পারে। যেহেতু এটি রুম হিটারের একটি শক্তিশালী মডেল যা 1000 ওয়াট থেকে 2000 ওয়াটের সর্বাধিক শক্তি গ্রহণ করে। সুতরাং আপনার বিদ্যুতের বিল আপনার ব্যবহারের উপর নির্ভর করবে।
এটি সাদা রং এর রুম হিটার যা শীতের দিনে আপনার ঘরকে রাখে উষ্ণ এবং আরামদায়ক। এর বডি প্লাস্টিকের উপকরণ দ্বারা তৈরি এবং সামনে প্লাস্টিকের জাল আছে এবং মাথার দুটি Knob regulators দেওয়া হয়। একটি সময় ফাংশন সেট করার জন্য এবং অপরটি তাপমাত্রা পরিমাণ নিয়ন্ত্রন করার জন্য। আপনার নিকটস্থ যে কোন দোকানে সাশ্রয়ী মূল্যে হিটারটি কিনতে পারবেন।
শীত প্রধান দেশে রুম হিটারের ব্যবহার তুঙ্গে। আমাদের দেশেও এর ব্যবহার দিন দিন বাড়ছে। এটি সাধারণত নাইক্রোমের কয়েল দিয়ে তৈরি। রুমের আয়তন অনুযায়ী এর ওয়াট বারে বা কমে। রুমে স্বাভাবিক তাপমাত্রা আসলে এটা বন্ধ করে দিতে হয়। এটার কিছু অসুবিধা রয়েছে যেমনঃ এটি বেশি বিদ্যুৎ খরচ করে। বেশিক্ষণ চালিয়ে রাখলে ত্বকের ক্ষতি হয়।
আমি আহমেদ তানভীর স্মরণ। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।