২০১৯ সালের এপ্রিল মাসে এই ফোনটি বাজারে লঞ্চ করা হয়। বিশ্বের সবচাইতে আধুনিক ক্যামেরায় নির্মিত এই স্মার্ট ফোনটি। এটিতে মোট চারটি ক্যামেরা রয়েছে। স্মার্টফোন ক্যামেরায় সর্বাধুনিক প্রযুক্তি সুবিধা ও নান্দনিক ডিজাইন নিয়ে ফ্রান্সের প্যারিসে উন্মোচিত হয় হুয়াওয়ের পি ৩০ প্রো। Huawei P30 Pro ফোনের ক্যামেরায় থাকছে 5X অপ্টিকাল জুম।
হুয়াওয়ে P30 Pro Smartphone একটি 6.47 -ইঞ্চি OLED এর সঙ্গে পাওয়া যায় 1080 X 2340 পিক্সেল রেজল্যুশনের সঙ্গে প্রতি ইঞ্চিতে 398 পিক্সেলের একটি পিক্সেল ঘনত্বে। ফোনটি একটি 2.6 GHz Octa কোর প্রসেসর দ্বারা চালিত হয় এবং এটি RAM এর 8GB এর সঙ্গে পাওয়া যায়। হুয়াই P30 Pro টি Android 9.0 OS পরিচালিত করে। Huawei P30 Pro ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব EMUI 9.1 স্কিন। ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। ফোন করার জন্য কোন ইয়ারপিস নেই। পরিবর্তে এই ফোনের ডিসপ্লে ভাইব্রাশানের মাধ্যমে ফোনের কথা শোনা যাবে। LG G8 ThinQ ফোনে একই প্রযুক্তি ব্যবহার হয়েছিল।
Huawei P30 Pro ফোনে থাকছে চারটি ক্যামেরা। থাকছে একটি 40 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 20 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। থাকছে একটি 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আর একটি টাইম অফ ফ্লাইট ক্যামেরা। থাকছে ডুয়াল অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান। সেলফি তোলার জন্য Huawei P30 Pro থাকছে 32 মেগাপিক্সেল সেন্সার। Huawei P30 Pro ফোনে সর্বোচ্চ 409, 600 ISO ব্যবহার করে ছবি তোলা যাবে।
হুয়াওয়ে পি 30 প্রো 4-ক্যামেরা ক্লাস্টারটিতে 40 এমপি + 20 এমপি + 8 এমপি ক্যামেরা রেজুলেশন থাকবে। 40 এমপি ক্যামেরাটিতে f / 1.6 এর অ্যাপারচার রয়েছে যা ওআইএস এন্টি-শেক প্রযুক্তি সমর্থন করে, f / 2.2 এর অ্যাপারচারের সাথে 20 এমপি ক্যামেরা এবং এটি একটি কুইড-এঙ্গেল ক্যামেরা, 8 এমপি ক্যামেরাটি একটি টেলিফোটো টাইপ হবে এবং এতে F / 3.4, 5x অপটিক্যাল জুমের অ্যাপারচার থাকবে সেই সাথে এতে পেরিস্কোপ টিউব সিস্টেম স্থাপন করা হয়েছে।
সেলফি ক্যামেরা 32 এমপি রেজুলেশন। ডিভাইসটিতে অতিরিক্ত টিএফ সেন্সরও রয়েছে যা এআর কার্যগুলিকে সমর্থন করে এবং স্বাভাবিক সেন্সরগুলির থেকে ভিন্ন। এছাড়া, 40% আলোর মধ্যে ভালো আউটপুট এবং উচ্চতর ফটোর গুণমানের জন্য হুয়াওয়ে পি 30 প্রো-তে 40 এমপি সেন্সর RYYB সেন্সর (ঐতিহ্যগত RGB এর পরিবর্তে) ব্যবহার করা হয়েছে। পি 30 প্রোটিতে 409600 এ সর্বোচ্চ আইএসও রয়েছে এবং যা বাজারে বিদ্যমান কিছু DSLR মডেলের চেয়েও বেশি। হুয়াওয়ে P30 Pro উন্নত কনফিগারেশন এর সাথে প্রায় 50X পর্যন্ত জুম স্তরে ছবি ক্যাপচার করতে সক্ষম।
একটি NA স্ক্র্যাচ প্রতিরোধক প্রদর্শন দ্বারা স্ক্রিনটি সুরক্ষিত করা আছে। P30 প্রো রয়েছে কিরিন 980 প্রসেসর, মালি-জি 76 এমপি 10 জিপিইউ। ডিভাইসটি 6/8 গিগাবাইট র্যাম, 128/256 / 512 গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরির বিকল্পের সাথে পাওয়া যাবে। ফোনটি একটি HiSilicon Kirin 980 প্রসেসর দ্বারা চালিত হয়। স্মার্টফোনটি 8GB এর সঙ্গে পাওয়া যায়। ফোনটি 128GB অভ্যন্তরীণ স্টোরেজের সঙ্গে পাওয়া যায়। এর অভ্যন্তরীণ স্টোরেজ একটি মাইক্রোSD কার্ডের মাধ্যমে 256 GB তে সম্প্রসারিত করা যেতে পারে। ফোনটি একটি 4200 mAh ব্যাটারি দ্বারা চালিত হয়। হুয়াই P30 Pro এর কানেক্টিভিটি অপশনগুলি অন্তর্ভুক্ত করেঃ GPS, Wifi, HotSpot, NFC, Bluetooth। হুয়াওয়ে P30 Pro এর ক্যামেরার সাথে লোড হয়ে আসেঃ Auto Focus, Face Detection, HDR, Panorama Mode, Touch Focus, Digital Zoom, Video Recording। স্মার্টফোনটিতে এছাড়াও 32 MP সেল্ফির শুটিং এর ক্ষমতা সম্পন্ন একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে।
হুয়াওয়ে পি 30 প্রো এ ডিসপ্লে হিসেবে 6.47 ইঞ্চি আকারের ওএলইডি স্ক্রিন, ফুলএইচডি + রেজোলিউশন আছে। স্ট্যান্ডার্ড সংস্করণের তুলনায়, "প্রো" সংস্করণে ওভারফ্লো ডিসপ্লে আছে। ১২৮/ ২৫৬/ ৫১২ জিবি বা 128/ 256/ 512 GB জিবি ইন্টারনাল স্টোরেজ।
Lossless Zoom Feature আগে কখনও দেখেনি, আল্ট্রা-ওয়াইড এঙ্গেল ক্যামেরা, HDR in Photos, ফাস্ট ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, উদার 6.47 ইঞ্চি প্রদর্শন, দীর্ঘস্থায়ী এবং দ্রুত-চার্জিং ব্যাটারি, কিরিন 980 প্রসেসর।
আমি আহমেদ তানভীর স্মরণ। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।