বাংলাদেশে বেশ কয়েক বছর ধরে অনেক জনপ্রিয় হয়েছে এই রুম হিটার টি। আমাদের দেশে বাজারে নানান ব্র্যান্ডের রুম হিটার আছে তার মধ্যে Vision Room Heater Deluxe অন্যতম। এটি শুধু আকর্ষণীয় ডিজাইন নয় বরং ক্রয় সাধ্যের ভিতরে। ইলেকট্রিক শো রুমগুলোতে রুম হিটার খোঁজ পাওয়া যাবে। এছাড়াও বাংলাদেশের অনলাইন শপগুলোতে ঢুঁ মাড়তে পারেন। নিচে Vision Room Heater Deluxe নিয়ে আলোচনা করা হলঃ
প্রধান প্রধান ফিচারগুলো
আন্তর্জাতিক মানের ডিজাইন এবং স্টাইল
পাওয়ার সাপ্লাই 220-240V/50Hz
টু হিট সেটিং 750W and 1500W
নিরাপদ ডিভাইস
অ্যাডজাস্টেবল রুম থার্মস্টেট
অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল
অভার হিট প্রোটেকশন
পাওয়ার ইনডিকেটর লাইট
অটোমেটিক টিপ ওভার প্রটেক্ট
কুল /ওয়ার্ম এন্ড হট
নয়েজ লেস অপারেশন।
Vision Room Heater Deluxe একটি আরামদায়ক রুম হিটার। এতে রয়েছে সিরামিক হিটিং এলিমেন্ট, অটোমেটিক কন্ট্রোল টেম্পারেচার এবং ওভার হিটিং প্রটেকশন। এটি 220-240V/50Hz পাওয়ার সাপ্লাই এর রুম হিটার। ভিশন ডিলাক্স হিটারটি ছোট এবং মাঝারি আকারের রুমের জন্য এবং তাই আপনি 5 -15 একটি এক্সটেনশন কনভার্টার ব্যবহার করতে পারেন যার জন্য একটি 15A প্লাগ সকেট প্রয়োজন। এটিতে আরও রয়েছে thermal cut off এবং safety cut off ফিচার যা টেকসই এবং নিরাপত্তা নিশ্চিত করে।
ভাল কার্যক্ষমতা এবং সহনীয় বাজেটের মধ্যে থাকায় এটি একটি পারফেক্ট রুম হিটার। শীতে এই হিটার টি আপনার ভাল বন্ধু।
ওজনে হালকা, বহনযোগ্য
লো নয়েজ
এক বছরের ওয়ারেন্টি প্রোডাক্ট
বেশি বড় রুমের জন্য না
আকর্ষনীয় বহিঃদৃশ্য - এটি বিভিন্ন রঙের রুম হিটার, সামনের দিকে আছে একটি সলিড নেট কভার যা যে কোন দুরঘটনা থেকে সুরক্ষা দেবে। মজবুত গঠনের শীর্ষে আছে একটি অপারেটিং নব, যার সাহায্য ব্যবহারকারী খুব সহজে এটি পরিচালনা করতে পারবে। এটি ওজনে বেশ হালকা, আপনি সহজেই রুমের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এটি নিয়ে যেতে পারবেন।
হিটিং অপশন- এখানে তিন স্তরের তাপমাত্রা আছে লো, মিডিয়াম এবং উচ্চ। পাশাপাশি, ডাবল হিটিং অপশন আপনার ঘরকে প্রচন্ড শীতে ঊষ্ম রাখবে।
ফ্যান মুড- গরমের সময় আপনার রুম হিটারকে কাগজে জড়িয়ে তুলে রাখার দরকার নেই। আপনি এতে স্বাভাবিক ফ্যান মোড সেট করে দিলে তা আপনাকে গরমের সময় বাতাস দেবে।
নিরাপত্তামূলক বৈশিষ্ট্য - নিরাপত্তা নিয়ে আপনাকে দুঃশ্চিন্তা করতে হবে না। এটি পিটিসি প্যানেল হিটার নির্মিত, যা অভ্যন্তরীন তাপমাত্রা শোষণ করে নেয়। এছাড়াও, এর অতিরিক্ত তাপমাত্রা প্রোটেকশণ সিস্টেম ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করে। সামনের নেট কভার গরম হিটিং বার থেকে আপনাকে রক্ষা করবে। এর ধারাবাহিকতায়, ওভার হিট প্রোটেকশন আপনাকে দূর্ঘটনা থেকে দূরে রাখবে।
অসিলেশন সিস্টেম- এই সিস্টেম ঘরের চারপাশে বাতাস ছড়িয়ে দেয় সহজেই। তাই, আপনি রুমের যা প্রান্তেই বসুন, ঊষ্মতা পাবেন।
কন্ট্রোল প্যানেল- আপনার প্রয়োজন মত এতে আছে সহজ অপারেটিং সিস্টেম। অটোমেটিক কন্ট্রোল প্যানেল যা এই রুম হিটার ব্যবহার আরো সহজ করে দিয়েছে।
পাওয়ার কানেকশন মোডঃ এটি একটি প্রতিদিনের ব্যবহার উপযোগী হোম অ্যাপ্লায়েন্স, যাতে আপনি আপনার বাড়ির সংযোগ দিয়েই চালাতে পারেন। এই মডেল ২২০ ভোল্ট থেকে ২৪০ ভোল্ট-এ ৫০ হার্জ ফ্রিকুয়েন্সি তে সহজেই চলে। এতে খরচ হয় ১৫০০ ওয়াট। তাই আপনার মাসের শেষের বিল আপনার ব্যবহারের ওপর নির্ভর করবে।
আমি আহমেদ তানভীর স্মরণ। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।