ঘরে বসেই জেনে নিন আপনার ট্রেনটির অবস্থান

তড়িঘড়ি করে স্টেশনে এসে শুনলেন যে, ট্রেন এখনও অনেক দূরে। অনেকটা সময় স্টেশনে বসে থাকতে হবে। তখন কেমনটা লাগে? বাংলাদেশের ট্রেনযাত্রীদের জন্য ট্রেন লেট খুবই নিয়মিত অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা থেকে পরিত্রাণ পেতে, রওনা হওয়ার আগেই জেনে নিন আপনার কাঙ্খিত ট্রেনটি কোথায় আছে? মোবাইলের এসএমএস অথবা অ্যাপের মাধ্যমে জানা যাবে ট্রেনটির বর্তমান অবস্থান। তবে এই সেবাটি শুধুমাত্র গ্রামীণফোন সিম ব্যবহারকারীরায় উপভোগ করবেন।

মোবাইলে এসএমএস এর মাধ্যমে ট্রেনটির অবস্থান জানতে, আপনার গ্রামীনফোন মোবাইল থেকে TR (Train No) লিখে 16318 নাম্বারে ‍এসএমএস দিলেই ফিরতে এসএমএস এ ট্রেনটির বর্তমান অবস্থান জেনে যাবেন। ধরি, আপনি সুন্দরবন এক্সপ্রেস এ ঢাকা থেকে খুলনায় যাবেন। সেক্ষেত্রে আপনাকে মেসেজ অপশনে টাইপ করতে হবে TR 725. এই  725 হচ্ছে সুন্দরবন এক্সপ্রেসের ট্রেন নং। প্রত্যেকটি ট্রেনের নাম্বার ট্রেনের টিকিটে লেখা থাকে। তাই ট্রেন নাম্বারটা আপনার টিকিট থেকেই দেখে নিন।

আর মোবাইলে অ্যাপের মাধ্যমে ট্রেনের অবস্থান জানতে চাইলে, আপনাকে ট্রেন নং না জানলেও চলবে। অ্যাপটি লগ ইন করে অ্যাপের ঠিক মাঝের লাল বাটন Tracking লেখায় প্রেস করুন।

Railsheba app

এরপর যে পেজ আসবে ওইখানে Select Train এ আপনার ট্রেনের নাম সিলেক্ট করে দিন আর নিচে সবুজ বাটন Track Train এ প্রেস করলেই এসএমএস এ ট্রেনের অবস্থান জেনে যাবেন। তবে এক্ষেত্রে, আপনার অ্যাপটি গ্রামীণফোন নাম্বার দিয়ে লগইন করতে হবে।

Railsheba app Train Tracking

Level 1

আমি কামরুল নূর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস